Atoz | 151.14.***.*** | ১৮ জুলাই ২০২০ ১৭:৩৪450695
Atoz | 151.14.***.*** | ১৮ জুলাই ২০২০ ১৭:১৪450694
b | 14.139.***.*** | ১৮ জুলাই ২০২০ ১৭:১৩450693
aka | 2600:1005:b11a:e6ac:1913:e091:edcb:***:*** | ১৮ জুলাই ২০২০ ১৭:১১450692
Atoz | 151.14.***.*** | ১৮ জুলাই ২০২০ ১৭:০১450691
Atoz | 151.14.***.*** | ১৮ জুলাই ২০২০ ১৬:৫৪450690
S | 2405:8100:8000:5ca1::2c3:***:*** | ১৮ জুলাই ২০২০ ১৬:৪৮450689
Atoz | 151.14.***.*** | ১৮ জুলাই ২০২০ ১৬:২৮450688
Atoz | 151.14.***.*** | ১৮ জুলাই ২০২০ ১৬:২০450687@এলেবেলে, @রঞ্জনবাবু, @sm, আপনাদের গীতা নিয়ে এমন একটা মনোজ্ঞ আলোচনার জন্য ধন্যবাদ!
আপনাদের আলোচনার সুবাদে অনেক কিছু শেখা হল (কিছুই তো সেভাবে জানতাম না), এমনকি অনেক দিন পরে প্র-না-বি'র "কেরী সাহেবের মুনশী" পড়লাম, ড্যালরিমপলের Anarchy খুললাম অনেক দিন পরে।
এইসব পড়তে গিযে বিশেষ করে আজকে এলেবেলে'র পাঠানো উইলকিনসের গীতার প্রচ্ছদ দেখতে দেখতে মনে হল, গীতা কি সত্যিই ডায়ালগ নাকি মূলত শ্রীকৃষ্ণের মোনোলোগ, যেখানে অর্জুন মূলত প্বার্শচরিত্র। ডায়ালগ কথাটায় (আমার অন্তত) প্লেটোর Phaedrus এ সক্রেটিস আর ফিড্রাসের কথোপকথন, বা মিলিন্দ আর নাগসেনের কথোপকথন মনে হয়। গীতাকে ডায়লগ বলে কখনো ভাবিনি। বরং গসপেল।
আরো একটা ব্যাপার, সাহস করে লিখেই ফেলি, :-)
গীতার কনটেকসট একটি যু্দ্ধক্ষেত্র, সেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে যু্দ্ধে উদ্বুদ্ধ করার জন্য পরামর্শ দিচ্ছেন , সে এমন "বচন" যাতে করে পরস্পরের বিভাজন হয়। এই জায়গাটিতে গীতা বৌদ্ধ দর্শণের বিশেষ করে বুদ্ধদেবের অষ্টাঙ্গমার্গের তৃতীয় মার্গ ("সম্মা বাক") এর সরাসরি প্রতিদ্বন্দ্বী। দেখুন, সম্মা বাক বোঝাতে গিয়ে বৌদ্ধ দর্শণে এমন কথা বলার কথা বলা হয় যেখানে সত্যি কথা, নরম ও প্রিয়বোধক বাক্য ছাড়াও এমন কথা বলার কথা বলা হয়েছে যাতে কোথাও মানুষে মানুষে দ্বন্দ্ব যেন কোনভাবে না হয়।
গীতার কনটেকসট সেখানে বিপরীত।
বৌদ্ধধর্ম ব্যক্তিবিশেষকে ঈশ্বর রূপে গ্রহণ করারও পরিপন্থী। শ্রীমদ্ভাগবৎ গীতায় সেখানে "সর্ব ধর্ম পরিত্যাজ্য মামেকং শরণম ব্রজ"
ভারতে এক সময়ে বৌদ্ধ ধর্মের বিরুদ্ধবাদী আন্দোলন থেকে শ্রীমদ্ভাগবৎ গীতা উঠে আাসতে পারে?
Atoz | 151.14.***.*** | ১৮ জুলাই ২০২০ ১৬:০৯450685
r2h | 2405:201:8805:37c0:b111:c7a0:d275:***:*** | ১৮ জুলাই ২০২০ ১৬:০১450684
Atoz | 151.14.***.*** | ১৮ জুলাই ২০২০ ১৫:৫৭450683
সাথে | 109.7.***.*** | ১৮ জুলাই ২০২০ ১৫:৫৪450682হ্যাঁ বাংলা গীতার লিংকও দেবেন।
Atoz | 151.14.***.*** | ১৮ জুলাই ২০২০ ১৫:৫৩450681
রঞ্জন | 122.162.***.*** | ১৮ জুলাই ২০২০ ১৫:৫১450680অপু,
৮৫৮৩০৪১৩৯৫।
একটা অশ্লীল রিকোয়েস্ট। সুকুমার রায়ের রচনাবলীর পিডিএফ যদি কেউ দেন। টিংকাটিকা বা যে কেউ।
মানে উনিও ময়মনসিং, আমিও তাই কিনা।
Atoz | 151.14.***.*** | ১৮ জুলাই ২০২০ ১৫:৩৯450679
sm | 2402:3a80:a89:cfe4:0:10:1a5e:***:*** | ১৮ জুলাই ২০২০ ১৫:৩৪450678
Atoz | 151.14.***.*** | ১৮ জুলাই ২০২০ ১৫:৩০450677জানিনা কারো কাজে লাগবে কি না, কিন্তু আমাদের এখানকার অভিজ্ঞতা থেকে দেখেছি করোনা যখন ছড়াচ্ছে, তখন যদি সাধারণ মানুষকে বোঝানো যায় যে "এমনভাবে থাকবেন যেন মনে করেন আপনি করোনা আক্রান্ত কিন্তু কেউ জানে না, তাহলে আপনি কি ভাবে থাকবেন যাতে আপনার থেকে অন্য কারো সংক্রমণ না হয়?", আমরা দেখেছি এতে কাজ হয় বেশ। বিশেষ করে যেটা হয়, "আমি আক্রান্ত" এই বোধটা জন্মালে করোনা নিয়ে কুসংস্কারের জায়গাটা দ্রুত ছোট হয়ে আসে।
"ডানপটকান দে, ডানপটকান দে" ---এটা সুকুমারের কোন লেখাটায় ছিল?
পালোয়ান, খুব সম্ভবত। যতদূর মনে পড়ছে। **গুগল কাকুর সাহায্য না নিয়ে, না সুকুমার সমগ্র খুলে লিখলাম! **
Atoz | 151.14.***.*** | ১৮ জুলাই ২০২০ ১৪:৫০450674
Atoz | 151.14.***.*** | ১৮ জুলাই ২০২০ ১৪:৪৫450673"আপনার দৌলতে অমন সুন্দর লোককথা এবং গুরুর ভাটের সৌজন্যে সুকুমার রায় পড়া হল। বন্ধ ঘরে মনটা ভালো হয়ে গেল। নিউজিল্যান্ড সম্বন্ধে ছবি দেখে মনে হয় খুব সুন্দর দেশ। পাহাড় সমুদ্র বন --একাকার।"
রঞ্জনবাবু, আনন্দ হল আপনার ভাল লেগেছে জেনে। নিউ জিল্যাণ্ড ছবির মত সুন্দর দেশ, আবার এখানকার মানুষজন ভদ্র, ভাল মনেরও বটে । যাকে বলে পাহাড়, সমুদ্র, বন, "মন" -- একাকার ।
এলেবেলে | 202.142.***.*** | ১৮ জুলাই ২০২০ ১৪:৩৬450671মধ্যিখানে গুরুর সার্ভার ডাউন হয়ে গেসলো। মালা-টালা চাই না, এমনিই দিলুম। ছপির চে ভালো বলে।
https://epaper.anandabazar.com/?ref=home-navbar
রঞ্জনবাবু, ভাটে আর গীতাচর্চা করব না। আলাদা টই যদি খুলতে পারেন, সেখানে এই বিষয়ক প্রত্যেকের মন্তব্য যদি টুকসাঁটাই করে চিপকিয়ে একটা মুখড়া দিতে পারেন, তবেই মুখ খুলব। আজাইর্যা প্যাচাল আর ভাল্লাগছে না।
Atoz | 151.14.***.*** | ১৮ জুলাই ২০২০ ১৪:৩৪450670
Atoz | 151.14.***.*** | ১৮ জুলাই ২০২০ ১৪:২২450669
Atoz | 151.14.***.*** | ১৮ জুলাই ২০২০ ১৪:২০450668
Apu | 2401:4900:3142:93b:1c43:4ad3:bf5:***:*** | ১৮ জুলাই ২০২০ ১৪:১৮450667
Apu | 2401:4900:3142:93b:1c43:4ad3:bf5:***:*** | ১৮ জুলাই ২০২০ ১৪:১৬450666