অরিন, অনেক ধন্যবাদ
"কোস্টাল এরিয়াতে স্নোফল হয়?"
হয় তো ।
এখানে সমুদ্রএর জল এতটাই ঠান্ডা যে নেমে চান করার কথা ভাবা যায় না, সার্ফিং করতে গেলে wetsuit ছাড়া উপায় নেই । বহু বছর আগে টিমারু নাম একটি শহরে দেখবার মতন বরফ পড়েছিল সমুদ্রের তীর অবধি বরফে ঢেকে গিয়েছিলো, আমি ছবি দেখেছি শুধু। তবে শীতকালে যখন তখন বরফপড়ে , ইদানিং দু এক বছর একটু কমেছে।
কোস্টাল এরিয়াতে স্নোফল হয়?
@ম: "খোলা যাচ্ছে না"
এটা দেখুন তো?
https://drive.google.com/file/d/1pZoX2nblm8ZFmL1RkhXzM5hsXt0blL6Z/view?usp=sharing
সেই দূর আন্টার্কটিকা থেকে সাঁতরে সাঁতরে আসে ঐ পেঙ্গুইনরা?
কিছু মনে হয় ঐভাবে আসে। তবে নিউ জিল্যান্ড মূল ভূখণ্ড আর আন্টার্টিকা র মধ্যে রস সমুদ্রের আগে বহু sub antarctic island আছে। এদের অনেকেই সেখান থেকেও আসতে পারে।
অরিন, খোলা যাচ্ছে না
@lcm :" নিউজিল্যান্ডে কি একটা হাঙ্গি ডিনার আছে, মাটিতে গর্ত করে আগুন জ্বালিয়ে মাংস-টাংস রেখে মাটি চাপা দিয়ে কিভাবে যেন করে। ওটা খেয়েছেন কখনও?"
অনেকবার।
মাওরি দের উৎসব অনুষ্ঠানে ভোজ আপ্যায়নের ঐটাই রীতি। মাওরি ভাষায় খাওয়া দাওয়া কে "কাই " বলে । হাঙি (উচ্চারণ: হাইঁ, চন্দ্রবিন্দু র অবস্থান টা নজর করবেন ) । মাটিতে গর্ত করে আগুন জ্বালিয়ে তারপর পাথর দিয়ে নিভু নিভু আঁচে গর্তের মধ্যে নানারকম শাকসবজি রাঙালু মাছ মাংস দিয়ে তারপর কাঠ ইত্যাদি দিয়ে মাটি চাপা দিয়ে রেখে দেওয়া, তারপর রান্না হয়ে গেলে বের করে নিয়ে খাওয়া দাওয়া । আজকাল কাজ সহজ ও দ্রুত করার জন্যে অবিশ্যি "hangi oven " পাওয়া যায়, তাতে অবিশ্যি আসল পদ্ধতিতে রান্না করার স্বাদ পাওয়া যায় না। মাটিতে গরম পাথরে দমে রান্না হয়। বিশেষ করে মাছ খেতে দারুন লাগে। অন্য রকম।
" কিংবদন্তীর মাউই ছিপ ফেলে হেইয়ো হেইয়ো করে দ্বীপটা কি টেনে তুল্লেন এমনি এমনি? ভালো না হয়ে যায় কোথা? ঃ-)"
ভালো বললেন।
মাউই এর মায়ের নাম "তরঙ্গা ", :-), আমার কাছে বেশ লাগে ভাবতে যে সমুদ্রের ঢেউ ( আমাদের "তরঙ্গ "?) নাকি মাউই কে বড় করেছে।
যে মাছটাকে সে টেনে তুলেছিল সেইটা উত্তর দ্বীপ, মাউই এর নৌকোটা হলো দক্ষিণ দ্বীপ। আরো একটা দ্বীপ আছে, সেখানে ঘন জনবসতি নেই, তার নাম stuart island । সেও ভারী সুন্দর । তারপর সমুদ্র অপার , ওধারে এন্টার্কটিকা।
নিউ জিল্যান্ডে বন্য প্রাণী বিশেষ নেই, শুধু পাখি। সাপ খোপের ভয় নেই। এক ধরণের বিষাক্ত মাকড়শা শুধু আছে, তাও সব জঙ্গলে নেই। যা প্রাণী সবই প্রায় সায়েবের ঢোকানো , যেমন বুনো শুওর, হরিণ । মাওরিরা যখন এসেছিলো তখন কুকুর নিয়ে এসেছিলো, আর সায়েবরা কুকুর নিয়ে আসে।
"আরে অরিন, কিউয়ি পাখি? সত্যি সত্যি ঘুরে বেড়ায়? আমার ধারণা ছিল লুপ্তপ্রায়"
নানা , লুপ্তপ্রায় কেন হবে,তাঁরা দিব্যি ঘুরে বেড়ান । বহাল তবিয়তে আছেন।
তবে সব সময় তো তাঁর বা তাঁদের দেখা পাওয়া যাবে না, তাঁরা রাতের পাখি, এমনকি চিড়িয়াখানাতে তাঁকে দেখতে গেলেও যে ঘরে তাঁকে দেখতে হবে, সেখানে টুঁ শব্দটি করা চলবে না, ক্যামেরায় ফ্ল্যাশ লাগানো চলবে না। ঘন অন্ধকারে নিভু আলোয় তাঁকে দেখতে হবে। জঙ্গলে ও তাই। রাতে ক্যাম্প করে থাকলে গভীর জঙ্গলে খুব রাতের দিকে তাঁর গলার আওয়াজ পাবেন, পা টিপে টিপে ক্যাম্প থেকে বেরোলে দেখবেন তিনি মাটি থেকে খুঁটে খুঁটে পোকা খেয়ে বেড়াচ্ছেন। তবে মানুষকে বিশ্বাস করেন।
@ম :
দেখুন তো ডাউনলোড করতে পারেন কি না? জিপ ফাইল
https://ecloud.global/s/CP54WQAQMJKaGcA
যদি না হয়, তাহলে একটু জানাবেন প্লিজ।
@Du , ঠিক বলেছেন, এখানকার পাখিরা দেখতেও একটু অন্য রকমের ।
(আগের লেখাটায় একটা নাম ভুল লিখেছি, টুই নামের পাখিটা bellbird নয়, bellbird হচ্ছ কোরিমাকো । টুই এর ও ভারী মিষ্টি আওয়াজ। )
যেমন ছোট বুনো মুরগি, তার নাম ওয়েকা ("weka ") ।
আবার "কাকাপো" যেমন আছে, তেমন "কাকা" ও আছে. কাকা ও এক ধরণের টিয়া, কাকা উড়তে পারে, কাকাপো পারে না। কাকা যেমন আছে, "কাকী" ও আছে, কাকী জলের পাখি, ইংরেজিতে "stilt " , কালো রঙের।
আরেক ধরণের মুরগি আছে ঘন নীল রঙের , যখন তখন আমাদের এদিকের রাস্তায় দেখতে পাই রাস্তা পেরিয়ে মহা ব্যস্ত হয়ে এদিক ওদিক যাচ্ছে , তার নাম "পুকেকো" । ভারী মিষ্টি দেখতে।
আবার, আমদের দেশের পায়রা , এখানে অনেক রকম প্রজাতির পায়রা আছে। এক প্রজাতির পায়রা কে মাওরিরা বলে "পারেয়া ", :-), । আবার আরেক রকমের জংলী পায়রা কে মাওরিরা বলে কেরু।
এক ধরণের হলুদ মাথাওয়ালা পাখি আছে, আজ সকালেই বাড়ির বাগানে ঘোরাঘুরি করছিলো, তার মাওরি নাম "মহুয়া"।
আমাদের দেশের টুনটুনি পাখির মাওরি নাম "হিহি"।
:-)
হ্যাঁ হ্যাঁ।
@S : "@অরিণ, একসময় চট্টগ্রামে বড় শিপবিল্ডিং ইন্ডাস্ট্রি ছিল। আর এটা ঘটনা যে চট্টগ্রাম পোর্ট (পরে কোলকাতা পোর্ট) ছিল ইন্ডিয়া, ইস্ট এশিয়া, আর এশিয়া প্যাসিফিকের অন্যতম করিডোর।"
ভালো বলেছেন। ভারত একমাত্র দেশ যার নামে একটি মহাসাগরের নামকরণ করা হয়েছে। আর ভারতের মধ্যে বাংলা , যার নাম করে একটি উপসাগর।
"কারুর কাছে কায়রো ট্রিলজির নরম কপি আছে?
থাকলে জানাবেন"
আমার কাছে আছে ।
চাই ?
মাওরি ভাষায় পাখিদের নাম শুনতে মিষ্টি ।
পেঁচা যেমন রুরু ("রু রু" করে ডাকে বলে), বড় সুন্দর টিয়াপাখি আছে,তার নাম "কিয়া"। কিয়া পাখিরা ভারী মিশুকে, মানুষকে এতটুকু ভয় পায় না । সবথেকে লাজুক আর শুধু রাতের অন্ধকারে ঘুরে বেড়ায়, সে পাখি, কিউয়ি পাখি। সে আবার উড়তেও পারে না । আরো আরেক রকম টিয়া, সে ও উড়তে পারে না, তার নাম "কাকাপো" । বড় বড় হলুদ চোখ অলা পেঙ্গুইন , আন্টার্কটিকা থেকে সাঁতরে নিউ জিল্যান্ডে ডিম পাড়তে আসে, তাদের নাম হোইহো । আরেক রকমের পাখি, এতো মিষ্টি ডাক, ডাক শুনলে মনে হবে কোথাও যেন মৃদুস্বরে ঘন্টা বাজছে , তার নাম "টুই " (ইং : bellbird) |
কারুর কাছে কায়রো ট্রিলজির নরম কপি আছে?
থাকলে জানাবেন
ধন্যবাদ
id: 1 - Name: Bob - Address: 1000 Bob Builder St
id: 2 - Name: Jim - Address: 5590 Bengali St
id: 3 - Name: Priya - Address: 7890 Indian Rice Rd
আর কেউ দেখতে পাচ্ছেন এইসব?