এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | 2405:8100:8000:5ca1::265:***:*** | ১৬ জুলাই ২০২০ ১৮:৪৩450365
  • দেখুন ইস্কুলের ইতিহাসে বাইরে আমার দৌড় নেই। সেই থেকেই বলি।

    ইয়োরোপীয়ানরা ভারতে ব্যবসা করতে আসছে আগের শতাব্দী থেকে। ব্যাপারটা বেড়ে যায় ইন্ডাস্ট্রিয়াল রিভোলিউশানের পর, স্বাভাবিক ভাবেই। কারণ জাহাজগুলো অনেক বেশি এফিশিয়েন্ট হয় আর অর্থনৈতীক প্রয়োজনে (মানে র মেটিরিয়াল আর বাজার)। ইয়োরোপিয়ানদের কলোনিয়াল প্রবণতা কিন্তু অনেকদিনের। ভারতের আগেও তারা এজিনিস অন্যত্র প্র্যাকটিশ করে ফেলেছে। দুই আমেরিকাতেই তো ছিল। তারা অলরেডি জানে যে কলোনির ব্যবসা খুব লাভজনক। ফলে ভারতে এসে তাদের মাথায় হঠাত কলোনিয়ালিজমের আইডিয়া এসেছিল, সেরকমও না। তারা আগেই ভেবে নিয়েছিল যে ভারতকে একদিন বাগে আনতে হবে। কারণ প্রচুর রিসোর্স। ভারতের ড্রাই রান তারা সাউথ আফ্রিকাতে অলরেডী করে নিয়েছিল - এই প্রথমে কোম্পানি আর তারপর ব্রিটিশ এম্পায়ার - এই মডেলটা।

    আমার মনে হয়না যে সিরাজকে হারানোর পর হঠাত তাদের মনে হয় যে এইতো বাঙলা পেয়ে গেছি, অতেব সাম্রাজ্য গড়ি। তাদের বাঙলার প্রয়োজন ছিল, সাম্রাজ্য গড়বে এটা প্ল্যানই ছিল। অন্যত্রও তাই করেছে। তাই সিরাজকে হারাতে হয়েছে। সিরাজ যদি তাদের আনুগত্য মেনে নিয়ে কোম্পানির পেইড অ্যাডমিনিস্ট্রেটার হিসাবে কাজ করত, তাহলে পলাশি হয়না। পলাশির অনেক আগে থেকেই তারা বাঙলায় এদিক সেদিক সেটলমেন্ট তৈরী করছিল।

    আমাদের একটা সমস্যা হল আমরা ইন্ডিয়ান কলোনিয়াল হিস্ট্রিটা কিছুটা জানি। কিন্তু অন্য জায়্গার হিস্ট্রিটা জানিনা। আমার ধারণা সব জায়্গার হিস্ট্রি খুঁটিয়ে পড়লে একটা ডিজাইন পাওয়া যাবেই।

    একটা উদাহরণ দিই। এইযে কোম্পানি সস্তায় কোলকাতা কিনে নিল। এটা কিন্তু এর আগে এবং পরেও আমেরিকাতেই করা হয়েছে। এটা একটা ইয়োরোপিয়ান বিজনেস মডেল। আমেরিকাতেও নেটিভ ট্রাইবের নেতাকে মদ খাইয়ে সস্তায় বিশাল অংশ বিক্রির কাগজে সই করিয়ে নেওয়ার ঘটনা আছে। এছাড়া লুইজিয়ানা পারচেজ তো আছেই। তাছাড়াও ফ্লোরিডা, টেক্সাস, এবং শেষে আলাস্কা, সবই তো কেনা। আমেরিকার বর্তমান ল্যান্ড মাসের মধ্যে বোধয় মেজরিটিই কেনা।

    ফলে আইসোলেশানে দেখলে হয়ত মনে হবে যে সব ক্রমশ হয়েছে। মুশকিল হল এইসব ঘটনা ভারতের আগেও অন্য জায়্গায় ইয়োরোপিয়ানরা করেছে।
  • de | 59.185.***.*** | ১৬ জুলাই ২০২০ ১৮:১৮450363
  • এলেবেলের গীতা আবিষ্কারের (জুতা আবিষ্কারের মতো শোনাচ্চে ঃ-)) থিওরিটা পড়তে ভালো লাগলো - যদিও বড্ড ছড়িয়ে ছিটিয়ে রয়েছে - এক জায়্গায় করে লিখুন না একটু!

    আকা, ১৭।০৪ আর ১৭।২০ - ক্ষী ভালো লিখলে!!! এইসব কল-টল ছেড়ে একটু লেখাপত্তরে হাত-মকশো করো না বাপু - সেই কমিউনিজম নিয়ে লেখা মনে পড়ে গেলো তোমার! এই দুটো আমি কপি করে রাখলাম, বন্ধুদের পড়াবো!

    রঞ্জন-দা, আপনার মতো রসিক লোক দূর্লভ, সে আমি আগেই জানি! ঃ-))
  • রঞ্জন | 182.64.***.*** | ১৬ জুলাই ২০২০ ১৮:১৬450362
  • কি যে করেন মাইরি! বিষয় থেকে সরে গিয়ে বিষয়ী নিয়ে লড়াই! সেই তিনো-মাকু-নকু টইয়ের মত।

    @এলেবেলে,

            আপনি কি শর্টপিচ বল পেলেই হুক বা পুল করতে চান? ডাক করা যায় না? ব্যক্তিগত চিমটি কাটা এড়িয়ে যাওয়াই ভালো।  আগুন নেভাতে আরও আগুন ? নাকি জল ঢালবেন?

    আমার রি-জয়েন্ডারঃ

    ১ 'অষ্টাদশ শতক'এর ১৬.৪১ এর পোস্টে দেখছি উইলকিন্স মূল সংস্কৃত থেকে ইংরেজিতে গীতার অনুবাদ করেছিলেন--অবশ্যই মহাভারতের থেকে বেছে নিয়ে ।

    ইহা বোধগম্য-- সংস্কৃত থেকে ইংরেজি। কিন্তু কালীপ্রসন্নের গদ্যানুবাদ থেকে উইলকিন্স গীতার সংস্কৃত পদ্যানুবাদ করলেন? এটা বুঝতে আমার অসুবিধে হচ্ছে।

    গীতার প্রাচীন ভাষ্যগুলিঃ

    অদ্বৈত বেদান্ত বা শৈবস্কুলঃ  শংকরাচার্য্য (নবম শতক) , তার টীকা আনন্দগিরি( ১৩ শতক) , তার দীপিকা করলেন মধুসূদন সরস্বতী (  ১৬শতক )--

    এবার বিশিষ্টাদ্বৈত বা বৈষ্ণব স্কুল ঃ যমুনাচার্য  (১১ শতক),  রামানুজাচার্য(১১শতক), নিম্বার্কাচার্য ( ১২ শতক), মধ্বাচার্য (১৩শ) জ্ঞানদেব (১৩শ) -- লিস্টি বাড়াব না । এর থেকে কি দাঁড়ায় না যে একহাজার বছর আগে থেকেই গীতার মহাভারতের অংস হয়েও স্বতন্ত্র অস্তিত্ব স্বীকৃত ছিল । কারণ গোটা এপিকের ন্যারেটিভের মধ্যে ওটাই কংক্রিট এবং কম্প্যাক্ট  দার্শনিক আলোচনা। 

    মার্ক্সের ক্যাপিটালের অংশ হয়েও 'থিওরি অফ সারপ্লাস ভ্যালু' তিন খন্ড কি স্বতন্ত্র মর্যাদা পায়নি? বা গ্রুন্ডিশে ও ক্রিটিক অফ পলিটিক্যাল ইকনমি? বা মাওয়ের রেডবুক?

    আর এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা উইলিয়ম জোন্স এবং ভারতবিদ্যার চর্চার পায়োনিয়র ইংরেজকুল কত বড় 'বদমাইশ' সেটা স্বতন্ত্র আলোচনার বিষয় হতেই পারে। এলসিএমের বক্তব্য প্রণিধানযোগ্য।

    কিন্তু উইল্কিন্সের আগে গীতা আমাদের অজানা ছিল -- এটা আপাততঃ মানতে পারছি না।

    ৩ এহ বাহ্য

        আমি চাইছিলাম  এসব এড়িয়ে আজকাল যে সবাই গীতা না পড়েই সেটি নিয়ে উলুত পুলুত  এবং কেউ কেউ এই বইটিকে স্কুলে কলেজে ম্যানেজমেন্ট সংস্থায় অবশ্যপাঠ্য করার কথা বলছেন তা নিয়ে কিছু কথা হোক। আমি নরাধম, বহুবার পড়েও তেমন কিছু পাইনি। অর্জুনের মতই লেগেছে। এবং ফুল অফ কন্ট্রাডিকশন্স।  আপনারা প্রাজ্ঞ জনেরা যদি আমার চোখে একটু জ্ঞানাঞ্জন বুলিয়ে দেন, এইটুকুই।

      

  • সিএস | 2405:201:8803:bfcd:6c63:9fd6:c7db:***:*** | ১৬ জুলাই ২০২০ ১৮:১৩450361
  • S, দেখুন এখানে কিছু সমস্যা হয়। এই যে আলটিমেট গোলের কথা বলছেন সেটা ঠিক কবে থেকে তৈরী হল ? সিরাজের সাথে যুদ্ধের সময়েই কী ক্লাইভের মাথায় বা লন্ডনে কোম্পানীর কর্তাদের মাথায় আল্টিমেট গোলের কথা এসেছিল ? নাকি সেরকম কোন ভবিষ্যতের লক্ষ্য ছিল না, লক্ষ্য ছিল ব্যবসা সুরক্ষিত করা এবং তার জন্য যা সুযোগ-্সুবিধে আদায় করা, শোষণ করা বা ভয় দেখানো ইত্যাদি ? ডালহৌসির যে রাজ্য দখলের পলিসি সেটা ঠিক কবে থেকে কার মাথায় এল ? যদি বলেন যে হ্যাঁ সেসব সেই ১৭৫৭ থেকেই ছিল তাহলে প্রশ্ন উঠবে, সেটা জানা গেল কী করে ? নথিপত্র আছে, কোম্পানীর কাগজে আছে ? সেরকম কিছু না থাকলে অথচ সেরকম ব্যাখ্যা দিলে hindsight history-র গাড্ডায় পড়ে যাওয়ার ঝুঁকি থাকে। কলোনি বানিয়ে শোষণ আর শাসন, সেই লক্ষ্যটাও তৈরী হতেও তো সময় আর পরিস্থিতি লাগে। সেরকম হলে গ্রান্ড ডিজাইন থাকে না, ধীরে ধীরে তৈরী হতে থাকে সব কিছু, পরে গিয়ে আমাদের সুবিধের জন্য প্যাটার্ণ খুঁজি।
  • S | 2405:8100:8000:5ca1::4fe:***:*** | ১৬ জুলাই ২০২০ ১৭:৪১450360
  • @সিএস, গ্র্যান্ড ডিজাইন কিনা জানিনা। কিন্তু একটা আলটিমেট গোল তো প্রথমে কোম্পানি আর তারপর রাণীর পেয়াদাদের ছিলই। সেটা হল এক্সটেনশান অব কলোনিয়ান গ্রিপ ইন ইন্ডিয়া। সাহেবদের যে ইন্ডিয়াপ্রীতি কিছু ছিলনা, সবই আসলে এই গোল করার জন্য চাল এটুকু মেনে নিতে আমারও আপত্তি নেই। আর ছোটোবেলা থেকে একটা কথা শুধু মনে হত যে এতশত মহাপুরুষ থাকার পরেও কি করে দুই শতাব্দি ধরে বিদেশী শাসন চললো দেশে।
  • জয়প্রকাশ সারস্বত | 137.59.***.*** | ১৬ জুলাই ২০২০ ১৭:৩৮450359
  • আর কোনো চিন্তা নেই , এ যাত্রা দেশবাসী বেঁচে গ্যালো 

     বিশ্বের বিত্তশালীদের তালিকায় ৬ নম্বরে জায়গা করে নিয়েছেন মুকেশ আম্বানি। লকডাউনে যখন বিশ্ব অর্থনীতি চরম সংকটে, মুকেশ আম্বানির ভাঁড়ার তখনও ভরে উঠছে ধন-সম্পদে। এহেন পরিস্থিতিতে আরও বড়সড় ঘোষণা করলেন নীতা আম্বানি….যা সকলের প্রশংসা কুড়িয়েছে। বুধবার রিলায়েন্স ফাউন্ডেশেনের বার্ষিক অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে নীতা বলেন, দেশের কোণায়-কোণায় করোনা ভ্যাকসিন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে রিলায়েন্সই।

    তিনি জানিয়েছেন, করোনার ভ্যাকসিন যেদিনই আবিষ্কৃত হোক, তা দেশের সব মানুষের কাছে পৌঁছানোর বিষয়টি সুনিশ্চিত করবে রিলায়েন্স ফাউন্ডেশন। শুধু তাই নয়, নীতা আম্বানি আরও জানিয়েছেন, দেশের প্রত্যেক জায়গায় যাতে গণহারে টেস্ট করা হয়, সেই জন্যে কেন্দ্রীয় সরকার ও স্থানীয় পুরসভাগুলির সঙ্গে খুব শীঘ্রই গাঁটছড়া বাঁধবে রিলায়েন্স।

    নীতার কথায়, ‘আমি কথা দিচ্ছি, যেদিনই করোনার ভ্যাকসিন আবিষ্কৃত হবে, আমরা জিও’র ডিজিটাল ডিস্ট্রিবিউশন ও সাপ্লাই চেন ব্যবহার করে দেশের প্রতিটি কোণায় তা পৌঁছে দেব। দেশের সব মানুষের যাতে করোনা টেস্ট হতে পারে, তার জন্যে আমরা কেন্দ্রীয় সরকার ও স্থানীয় প্রশাসনের সঙ্গেও কথা বলছি।’

  • S | 2405:8100:8000:5ca1::27b:***:*** | ১৬ জুলাই ২০২০ ১৭:৩৪450358
  • @এলেবেলে,
    হুতোর ১৩ঃ৪৮ এর বক্তব্য সঠিক। আপনি আপনার মতন করে লিখবেন। প্রচুর লোকজন কাউন্টার করবে। তার মধ্যে যেগুলো ডিজার্ভিং মনে হবে, সেগুলোর উত্তর দেবেন। অন্যগুলোকে জাস্ট ইগনোর করুন। আর আপনাকে কে কি বললো, তাতে কিছু যায় আসে না। এখানে ওসব বলাটলা নয়, ওগুলো গায়ে মাখবেন না।
  • aka | 2600:1005:b11a:e6ac:35ec:9b6f:454f:***:*** | ১৬ জুলাই ২০২০ ১৭:৩০450357
  • না, যারা স্পিরিচুয়ালিটি প্র‌্যাকটিস করে তারা জানে। আর ধর্মের যে জায়গা স্পিরিচুয়ালিটি শেখায় সেটা মনে হয় সব ধর্মেই এক।
  • সিএস | 2405:201:8803:bfcd:6c63:9fd6:c7db:***:*** | ১৬ জুলাই ২০২০ ১৭:২৬450356
  • আম্রিকানরা গীতা পড়ে ?

    শেষ মনে হয় ওপেনহাইমার পড়েছিল।
  • aka | 2600:1005:b11a:e6ac:35ec:9b6f:454f:***:*** | ১৬ জুলাই ২০২০ ১৭:২০450355
  • প্লেজার হল ডোপামিন, ফিল গুড নিউরো ট্র‌্যান্সমিটার, অন্য নিউরোনদের উত্তেজিত করে তোলে। অর্গাজমের সময়, মদ খেলে, কোকেন নিলে, এমনকি এক্সারসইজ করলেও রিলিজ হয়। অন্যদিকে সেরাটোনিন হল নিউরোট্র‌্যান্সমিটার যা কন্টেইনড রাখতে সাহায্য করে। সেরাটোনিন হল হ্যাপিনেস। ডোপামিন আর সেরাটোনিন দুইই জরুরী, মুশকিল হল আম্রিগান কনজিউমারিজম খুব কৌশলে ডোপামিন কে হ্যাপিনেস বলে চালাতে চায়, আর যত বেশি ডোপামিন তত কম সেরাটোনিন। যত বেশি প্লেজার তত কম হ্যাপিনেস। ধ্যান ট্যান হল একটা উপায় যাতে করে মাথার ব্যালেম্স ঠিক রাখা যায়। নেসেসারি কিন্তু সাফিশিয়েন্ট নয়।

    গীতা পড়, সে যখনই তা আবিষ্কার হয়ে থাকুক।
  • aka | 2600:1005:b11a:e6ac:35ec:9b6f:454f:***:*** | ১৬ জুলাই ২০২০ ১৭:০৪450353
  • হুতো, ব্রেণের স্ট্রাকচার ও নিউরোনেরা কিকরে কাজ করে তা কঠিন। শুনেছি কিছু কিছু নিউরোন অন্য নিউরোনকে চনমনে করে, আবার কিছু কিছু নিউরোন অন্য নিউরোনকে বলে ধীরে চলো বন্ধু। এর একটা ব্যালান্স দরকার। নইলে হয় হাইপার নয়ত ইন অ্যাকটিভ। ধ্যান ট্যান ঐ হাইপার অ্যাকটিভ নিউরোনদের ক্ব্জায় রাখার জন্য। আমার যা হয় আমি এখানে তো মাথা তিব্বতে, আবার যখন আমি তিব্বতে তো মাথা রাণাঘাটে। সাথে কবে চাকরি যাবে, বস কি বলল, বাড়ির বস রেগে গেল কিনা ইত্যাদি নিয়ে কিম্ভূত অবস্থা। ধ্যান যেটা করে তাহল এই রেসিঙ্গ ব্রেণে ব্রেক লাগায়। আর বুঝতে সাহায্য করে কর্ম করো, ফলের আশা করো না - গীতা আবিষ্কারের আগে থেকেই।

    আবার যাদের ব্রেণ সেল মারা যাচ্ছে তাদের ধ্যান করতে বললে হয়ত ঘুমিয়ে পড়বে, তাই তাদের জন্য অন্য দাওয়াই। ইত্যাদি, প্রভৃতি, আমার সরল গোল্গাল ব্যাখ্যা।
  • taj | 2405:8100:8000:5ca1::22b:***:*** | ১৬ জুলাই ২০২০ ১৬:৫৪450352
  • sm ভাল করলেন মুঘল আমলে গীতার অনুবাদেরখবর দিলেন। আবুল ফজল ফৈজিই শুধু নয় দারাশুকোও গীতার অনুবাদ করেছিল। একটা পেপার অনেকগুলো ফার্সি অনুবাদ mention করেছে। https://www.academia.edu/13152092/Persian_translation_of_Bhagvadgita_with_a_brief_comparison_written_by_Chandragupta_Bhartiya . তবে এখন তো মুঘল আমলকে হিন্দুবিদ্বেষী আমল হিসেবে দেখানো চলছে, তাই আইটি সেলের লোকেরা এসব চেপে দিতে চাইবে। এখানেও গীতাকে সাহেবদের অবদান হিসেবে দেখানোর লোক জুটে গেছে। যাদের অ্যাজেন্ডায় মেলে তারা সেটা বিশ্বাসও করে নিচ্ছে।
  • সিএস | 2405:201:8803:bfcd:6c63:9fd6:c7db:***:*** | ১৬ জুলাই ২০২০ ১৬:৫২450351
  • ঠিক জানতাম, আপনারা এটাই করবেন। ইতিহাস ব্যাখ্যায় শেষে "গ্রান্ড ডিজাইন" এনে ফেলবেন ! কিন্তু কথা হল, ঐ মত দিয়ে তো মধ্যযুগে ইতিহাস লেখা হত, ঈশ্বর নির্ধারিত সমাজ বদল, ইতিহাস ইত্যাদি। এখন আপনারা সেটাই করবেন, শুধু ঈশ্বরের জায়গায় ইংরেজদের বসাবেন ? করতেই পারেন কিন্তু ইতিহাস লেখা সহজ হয় যায়, ইউনিফায়েড থিওরি টাইপের, হাতে পেয়ে গেছি একটা তত্ত্ব, সেটা দিয়ে সব কিছুর ব্যাখ্যা করে ফেলব। বিদ্যাসাগর থেকে গান্ধী সবাইকে ইংরেজরাই নিয়ন্ত্রণ করছে, সেরকম কিছু বলে ফেলবেন ?
    পাকিস্তান আন্দোলনের পেছনে যদি মুসলমানদের তোল্লাই দেওয়াই দেখেন, তাহলে মুসলমানদের এজেন্সি আর তাদের আকাঙ্খা বাদ পড়ে যাচ্ছে না, সমাজের জটিলতা এড়িয়ে ব্যাপারগুলো সোজা-সরল করে ফেলছেন না ? আর যদি না দেখেন তাহলে তো "গ্রান্ড ডিজাইন" -এর মানে থাকছে না।
  • ১৮ শতক | 185.22.***.*** | ১৬ জুলাই ২০২০ ১৬:৪১450349
  • অষ্টাদশ শতক, কোম্পানির শাসন। কলকাতা ও বারাণসীর ঘিঞ্জি মহল্লায় তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কেরানি চার্লস উইলকিন্স অনুবাদ করছেন মহাভারত। তিনি গভর্নর জেনারেল হেস্টিংসকে খসড়া পাণ্ডুলিপিটি পড়তে দেন। কৃষ্ণ ও অর্জুনের কথোপকথনটি আলাদা করে নেন হেস্টিংস। তার পরই ১৮৭৪ সালের ৪ অক্টোবর কোম্পানির চেয়ারম্যান ন্যাথানিয়েল স্মিথকে তাঁর চিঠি: ‘এই পত্র যাকে নিয়ে, সে এর বিন্দুবিসর্গ জানে না।’ আরও জানান, কোম্পানির অর্থ-দাক্ষিণ্যে এই বই মুদ্রিত হওয়া উচিত। পরের বছরই কোম্পানির খরচে লন্ডনে উইলকিন্সের ‘Dialogues of Kreeshna and Arjoon in Eighteen Lectures with Notes’ বইয়ের প্রকাশ। সংস্কৃত থেকে ইংরেজিতে অনূদিত প্রথম বই। তার চেয়েও বড় কথা, পুঁথির আমলে আলাদা গীতা ছিলই না। সে ছিল মহাভারতে, শাস্ত্রীদের ভাষ্য ও টীকায়। বিদেশি শাসকের উদারতা ও খ্রিস্টধর্মের সঙ্গে হুবহু মিলে যাওয়ার কারণে যে বইয়ের জন্ম, বিদেশমন্ত্রী তাকেই জাতীয় গ্রন্থ বলেন!

  • r2h | 2405:201:8805:37c0:f06c:14e2:dd0b:***:*** | ১৬ জুলাই ২০২০ ১৬:২১450348
  • আমার মগজ এমনিতেই অলস, ধ্যান না করেও; ভুঁড়িতে একটা একস্ট্রা মগজ পেলে মন্দ হয় না :D
  • অর্জুন | 223.223.***.*** | ১৬ জুলাই ২০২০ ১৬:১৪450347
  • @এলেবেলে 

    বেশ কিছুদিন পরে গীতা নিয়ে আপনার আবির্ভাব ও  'ভাটিয়ালি'র ভাটায় জোয়ার।  আপনার কয়েকটি মেসেজ পড়লাম । আসলে এ বিষয়ে (গীতার উৎস সন্ধান) পড়াশোনা বা গবেষণা একেবারে করিনি । গীতা প্রেসের ভূমিকা নিয়ে অক্ষয় মুকুলের বইটির কয়েকটি রিভিউ পড়েছিলাম । আপনি দাবী করলেন গীতা ১৩৩ বছরের পুরনো ! 'গীতার জন্মদাতা চার্লস উইলকিন্স। ' এই দুটো পড়ে একটু আঁতকে উঠলেও ভাবলাম দেখি আরো কি লেখেন ! এখুনি উদ্বেগ প্রকাশ করা ঠিক হবেনা । 

    গীতা বইটি আমার কোনোকালেই সুবিধের লাগেনা। কোনো ধর্মগ্রন্থই নয়। ওরগাইজড রিলিজনের প্রসার ও প্রচারের জন্যে একটি  সারমোনাইজড লিট্রেচর লাগে । সবকটাই তাই।  হিন্দুইজম যখন সেই ওরগানাইজড ফর্ম নিল তখন তার একটা ঠ্যাকা দরকার ।  বইগুলোর উৎস নিয়ে কিছু মিথ ক্রিয়েট করে রাখা হয়। মিথ না থাকলে লোকে ভজে না । যাইহোক, গীতা ছোটবেলায় ঠাকুমার জন্যে পড়তে হয়েছিল । কিন্তু গীতা নিয়ে আলোচনা করে এইটুকুতে উপনীত হয়েছি যে বইটি আদপে একটি ম্যানেজমেন্ট টেক্সট । নানারকম 'যোগ' ইত্যাদি দিয়ে নানা কাজে সবাইকে ডিউটিফুল করা, চুপচাপ যা বলছি করে যাও, বেশী প্রশ্ন করোনা।  এসব বলে টলেও অর্জুনকে পারসুয়েড করতে না পেরে  শ্রীকৃষ্ণ ফাইনালি অর্জুনকে  বোঝাল, আমার কথা না শুনলে ফ্র্যাংকেনস্টাইন হয়ে ঘাড় মটকাবো ।  আমি যাদু বিদ্যে জানি ।  মানগত দিক থেকে বইটি  পুওর । 

    কিন্তু গীতার সৃষ্টি হয়েছে ১৩৩ বছর আগে এটা এই মুহূর্তে বিস্তৃত পড়াশোনা না করে একেবারে মানতে নারাজ । আমাদের দেশে ওর‍্যাল ট্র্যাডিশন এত সমৃদ্ধ ও সুপ্রাচীন,  সেখানে শেষমেশ সেই কৃতিত্ব এক সাহেবকে একবাক্যে কি করে দিয়ে দিই !  এর জন্যে শুধু বই, নথি নয়, জানতে হবে বিভিন্ন ভাষার উপকথা ও ইতিহাস ! 

    তবে ইতিহাসবিদ রিচার্ড ডেভিসের মতে গীতার উৎস ' sometime between the third century BC and the third century CE'। উনি এও বলেছেন একটি 'how the text of the Gita has been embedded in one political setting after another, changing its meaning again and again over the centuries. For what the Gita was in its many pasts is very different from what it is today: the best known of all the philosophical and religious texts of Hinduism.' 

    যাইহোক আপনার অন্যান্য লেখার মত এবারে গীতার কুরুক্ষেত্র পড়ার জন্যে আগ্রহ রইল । 

    একটা কথা মনে হচ্ছে, আমার পিতৃ পরিবারে মহানামব্রত ব্রহ্মচারী দিনের পর দিন এসে পাঠ, কীর্তন করতেন। গীতা নিয়ে তাঁর ব্যাখ্যা শুনতে বাড়ি নাকি ভিড়ে ভেঙে পড়ত । ওঁর 'গীতার ধ্যান' আমাদের বাড়িতে এখনও রয়েছে । আবার এদিকে আমার মাতৃকুলে, আমার মামাবাড়িতে কলকাতার প্রথম গীতা জয়ন্তী অনুষ্ঠিত হয়েছিল। এখন মনে হয়, এতকাল এসব কি ভাবে লুকিয়ে রাখা সম্ভব হয়েছিল !! 

  • sm | 2402:3a80:196c:71c8:778:5634:1232:***:*** | ১৬ জুলাই ২০২০ ১৬:১৩450346
  • হুতো, কিসব হাবি জাবি লিখছে!মনে হচ্ছে ভুঁড়িতে মগজ গজিয়েছে।--))

  • r2h | 2405:201:8805:37c0:f06c:14e2:dd0b:***:*** | ১৬ জুলাই ২০২০ ১৬:০০450345
  • শুনলাম ধ্যান করা নাকি খুব খারাপ, মানে মগজকে যত খাটানো হবে সে তো ততই চনমনে হয়ে উঠবে, এই যেমন আজকাল বয়স্ক মানুষদের সুডোকু করতে বলে, তো ধ্যান করার সময় লোকজন মগজকে নিষ্ক্রিয় করে দেয় তাই মগজ অলস হয়ে যায়, মগজের ভুঁড়ি হয়ে যায় - এইসব।
  • | ১৬ জুলাই ২০২০ ১৫:৫০450344
  • এলেবেলে মাইরি ক্লিকবেটগুলোতে পা দেওয়া এড়াতে পারেন না!

    এই উনবিংশ শতকের শুরুতে হিন্দু আইডেন্টিটি তৈরী আর পরে পাকিস্তান তৈরী পুরো গ্র‌্যান্ড ডিজাইন আসলে পার্ট অফ 'দ্য গ্রেট গেম'
    খুবই ইন্টারেস্টিং। তবে 'অমুক দেবতা' আর 'তমুক পিশাচ' এরকম প্রিডিটারমাইন্ড ধারণা নিয়ে ঐটে বোঝা মুশকিল।
  • রৌহিন | ১৬ জুলাই ২০২০ ১৫:১৮450343
  • কোত্থেকে জানলাম? "বিশ্বস্ত সূত্রে" (জাদুকর কখনো বলে না)

    ৩১ সেকেন্ডও মিশনের ধারেপাশে না আসার সুবাদে কত যে যুগান্তকারী ইনফো হাতে / কানে চলে আসে

  • Apu | 2401:4900:3140:8752:4156:536b:2775:***:*** | ১৬ জুলাই ২০২০ ১৫:০৫450342
  • তাই নাকি !! ইন্টারেস্টিং ইন্ফো।

    তা কোথা থেকে শুনলে রৌহিন? ঃ)))

    আমি ৩১ বছর মিশনের সাথে যুক্ত থেকে এখনো জানতে পারি নি !! সেম অন মি!! ঃ(((
  • এলেবেলে | 202.142.***.*** | ১৬ জুলাই ২০২০ ১৫:০২450341
  • হুতো, সুপরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ। আপনার কথানুযায়ী 'চিরঘুমের দেশে'-র বদলে ওটাকে 'শীতঘুমের দেশে' করে দিলাম। এবং আপাত্ত চুপ করে গেলাম।

    এসেমের আনন্দবাজারীয় লিঙ্ক আমি পড়িনি। তবুও নতমস্তকে মেনে নিলাম আপনি সর্বাংশে ঠিক ও আমি ঠিক ততটাই ভুল।

    এবং আপনার কাছে পরাজয় স্বীকার করে গোলপোস্ট কাঁধে নিয়ে ফের পেইল্যে গেলাম!

    আপ ভি খুশ, হাম ভি খুশ।

  • রৌহিন | ১৬ জুলাই ২০২০ ১৪:৫৪450340
  • প্রেমচক্র

  • রৌহিন | ১৬ জুলাই ২০২০ ১৪:৫৪450339
  • পরশুরাম তার "প্রেমচন্র" গল্পে বেলকাঠের কৌপিনের ডিজাইন এঁকে দেখিয়েছিলেন।

    মিশনের মহারাজেরাও শুউনেছি এরকম ইনোভেটিভ জাঙ্গিয়া ডিজাইন কত্তেন। 

    সবই শোনা কথা - লিং বা রেফারী চাহিয়া লজ্জা দিবেন্না

  • Apu | 2401:4900:3140:8752:4156:536b:2775:***:*** | ১৬ জুলাই ২০২০ ১৪:৩৭450338
  • সৌরভের বিজেপি তে যোগ দেবার চান্স কিন্তু ভালো ই আছে b,
    আর সেটা হলে সত্যি খুব খারাপ লাগবে ঃ(((
  • Apu | 2401:4900:3140:8752:4156:536b:2775:***:*** | ১৬ জুলাই ২০২০ ১৪:৩৫450336
  • আর মিশন সম্পর্কে আর যাই হোক আপনার সাথে কোনো বাক্যবিনিময়ে আগ্রহী নই ঃ))

    কারণ "কবি বলেছেন "ওরে অবোধ তো ওপরে নেই ভুবনের ভার " ঃ))))
  • sm | 2402:3a80:196c:71c8:778:5634:1232:***:*** | ১৬ জুলাই ২০২০ ১৪:৩৪450335
  • এলেবেলে র লাস্ট পোস্ট টা পড়ে কলতলার কথা বা গ্রামের পুকুর পাড়ের কথা মনে পড়লো।

    যতো আস্ফালন I করুন না কেন দুটো জিনিষ এর রেফারেন্স দেখাতে পারেন নি।

    এক,গীতা নাম টা সাহেব দের দেওয়া।এটার রেফারেন্স কি?

    দুই,মহাভারত এর খাবলা তুলে অনেকেই অনেক ভাষায় ট্রান্সলেট করেছেন, উইলকিনস এর পূর্বেই। করেছেন যে,তার অনেক উদাহরণ দেওয়া হয়েছে।আপনি কোন রেফারেন্স দিতে পারেন নি,যাতে বোঝা যায় উইল্কিনস এর আগে কেউ খাবলা তোলে নি।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত