এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | 2402:3a80:196c:71c8:778:5634:1232:***:*** | ১৫ জুলাই ২০২০ ১২:০৭450148
  • এবারে তো অন্যরকম সুর লাগছে।গীতা কি জিনিষ লোকজনের জানা ছিলো।অর্থাৎ গীতার ভাষ্য কি সেটা বহুকাল ধরে জানা ছিলো।কারণ আপনি ই বলছেন নানা সময়ে নানা ভাষ্য রচনা হয়েছে।

    অন্যদিকে পণ্ডিতরা ভাষ্যগুলি জানলে ও চর্চা করে থাকলে,কথকতার মাধ্যমে সাধারণ মানুষ ও অবগত ছিলো ধরে নেওয়া যায়।

    প্রশ্ন আসে মুদ্রণ নিয়ে। তো,মুদ্রণ যন্ত্র না থাকলে কিভাবে মুদ্রিত ভার্শন বেরোবে? যা থাকবে, তা হলো,কিছু পুঁথি।প্রাইভেট কালেকশনে থাকবে।সেটাই স্বাভাবিক।

    গীতা নামকরন ও উইলকীনস সাহেব করেন নি।উনি কিছু গীতার মুদ্রিত কপি বার করেছিলেন,বিভিন্ন ভাষায়। বাংলা তার একটি।

    প্রসঙ্গত সবচে প্রাচীন এভেইলেবল গীতার সংস্কৃত ম্যানুস্কৃপ্ট (আনুমানিক ১৪৯২ খ্রিষ্টাব্দ) রক্ষিত আছে অক্সফোর্ড লাইব্রেরী তে।

  • এলেবেলে | 202.142.***.*** | ১৫ জুলাই ২০২০ ১২:০৬450147
  • বি, আচাভুয়া শব্দটি ব্যবহার করেছিলেন হুতোম। অরুণ নাগ তার টীকায় অর্থ দিয়েছেন 'অসম্ভব'। সঙ্গে আছে 'বোম্বাচাক'-ও। গোটা বিষয়টির অর্থ 'অসম্ভব বিষয়ের দুর্বোধ্য রূপ, কিম্ভূতকিমাকার'।

    নেট বিষয়ে 'ড্ডনং' বলে বই খুলেই বললাম আর কি!

  • সম্বিৎ | ১৫ জুলাই ২০২০ ১১:৫৫450146
  • "এলেবেলেবাউ বোধহয় প্রিন্টেড গীতার কথা বলছেন। তো, ছাপা মেশিন তো অনেক পরে এসেছে আমাদের এই বঙ্গদেশে, তাই উনার ছাপা বইএর সালটাল মিলিয়ে ..."

    এটা ঠিক। তবে, ওই তো ভরতের বারো বছরের জন্মদিনে কী দেব ভাবতে ভাবতে ভাবলাম ছোকরাকে একটু জ্ঞানগম্যির বই দিই। দশ বছরে পাণিনি শেষ করে ফেলেছে বটে, কিন্তু পড়াশুনোয় মনে নেয়। খালি যুদ্ধু-যুদ্ধু খ্যালা। বাপের জিন পেয়েছিল। তার ভাবলাম যুদ্ধের জ্ঞানই দিই। বিশ্বামিত্রর আশ্রম থেকে দক্ষিণ দিক দিয়ে বেরিয়েই ঘাটের দিকে যেতে বাঁহাতে একটা অশ্বত্থ গাছের নীচে বিশ্বামিত্ররই এক এক্স-ছাত্র একটা পুঁথির দোকান দিয়েছিল। আসলে বিশ্বামিত্ররই দোকান। আশ্রমবালকদের হাতের লেখার ক্লাসে পুঁথির নকল প্র্যাক্টিস করাত, তারপর সেই পাতা কাষ্ঠখন্ডে বেঁধে সম্পূর্ণ পুঁথি বলে বেচত। একেক পাতায় একেক রকম হাতের লেখা। বারোশ' খন্ডে সম্পূর্ণ মহাভারত, আটশো খন্ডে সম্পূর্ণ রামায়ণ (সটীক) - এইসব। তার সঙ্গে অবশ্য পাণীনির ব্যকরণ, তার সমাধান - এও রাখত। গরগরে জিনিসও রাখত - রঘুবংশম, মেঘদূতম। তাকে বললুম, "বাবা দুন্দুভি, মহাভারতের যে অংশে কেষ্টদা অজ্জুনবাবুকে যুদ্ধ করা নিয়ে ফান্ডা দিচ্ছিল, সে অংশটার পাতাগুলো পুঁথি করে দাও না হে। তো সেই একটা করে দিয়েছিল। সেইটাইয় আশীর্বচন লিখে ("রাজরাজেশ্বর হও") ভরতকে  দিলাম। সে ব্যাটা খুব খুশি। সেই বই  দেখে আশ্রম-আশ্রমের বাইরে সবাই চাইতে লাগল। হটকেকের মত বিক্কিরি। কেউ আর সম্পূর্ণ মহাভারত কেনে না। বিশ্বামিত্রর আয় কমে গেল। দুন্দুভিকে বলে সে পুঁথির বিক্কিরি বন্ধ করে দিল।

  • এলেবেলে | 202.142.***.*** | ১৫ জুলাই ২০২০ ১১:৫২450145
  • গীতা আলাদা গ্রন্থ ছিল না চার্লস উইলকিন্সের আগে। তার ভাষ্য-টীকা প্রচুর লেখা হয়েছে, কিন্তু আলাদা গ্রন্থ হিসেবে বিবেচিত হয়নি। এসবই হেস্টিংস-কর্নওয়ালিস-ওয়েলেসলির জ্ঞান লুঠের অন্যতম অংশ। আর জোন্স-কোলব্রুক-উইলকিন্স কত সমোস্কিতো জানতেন তারও ইতিহাস আছে। লম্বা ইতিহাস। সেগুলো না জেনে পঞ্চানন কর্মকারকে টানা কেন? জোন্স শিক্ষাব্যবস্থায় ব্রাহ্মণ্যবাদের হোতা। তাঁকে অকারণে গ্লোরিফাই করে লাভ নেই।

  • r2h | 2405:201:8805:37c0:7f:44f4:14b8:***:*** | ১৫ জুলাই ২০২০ ১১:৫১450144
  • এটা ঠিকঠাক লাগছে - http://www.shabdakosh.org/?p=33434
  • r2h | 2405:201:8805:37c0:7f:44f4:14b8:***:*** | ১৫ জুলাই ২০২০ ১১:৪৮450143
  • আমি যতদূর জানি পারম্পর্যহীন, অপ্রাসঙ্গিক, অবিশ্বাস্য, অদ্ভুত - এইসব মিলিয়ে মিশিয়ে একটা ব্যাপার। আমাদের ওদিকে বলে আচানক (এর মানে কিন্তু হিন্দি আচানকের মত হ্ঠাৎ ঠিক নয়)।
    নবারুণের আছে আচাভূয়া বোম্বাচাক আর গুরুর বই আছে আচাভূয়া উড়াপাক ও অন্যান্য রচনা (অভিষেক ভট্টাচার্য)।
  • Amit | 121.2.***.*** | ১৫ জুলাই ২০২০ ১১:৪৮450142
  • ট্রাম্প এর এক্স ডিফেন্স সেক্রেটারি বোল্টন রিসেন্টলি একটা ইন্টারভিউ তে বলেছে সত্যি সত্যি ইন্ডিয়া চীন কনফ্লিক্ট যদি লেগেই যায়, ট্রাম্প তখন আদৌ কোন পক্ষ নেবে কেও জানেনা. আমেরিকান বিসনেস ইন্টারেস্ট মে ওয়েল প্রিভেইল ওভার ইডিওলজিক্যাল ইন্টারেস্ট.

    আদৌ সেরকম কিছু লাগবে বলে মনে হয়না, কিন্তু কিছু হলে worst কেস সেনারিও-তে ইন্ডিয়া হয়তো পুরো একা হয়ে যেতে পারে. আমেরিকা, ইস্রায়েল, রাশিয়া - কেও-ই আগ বাড়িয়ে পাশে এসে দাড়াবেনা যদি কারোর কোনো মেজর জেওপলিটিক্যাল সেলফ ইন্টারেস্ট থাকে.

    পেছনে গিয়ে দেখি বোতিনবাবু আমাকে জিগিয়েছেন, বোঝো কান্ড. আমি হলাম গিয়ে ছাপোষা আদার ব্যাপারী. :) :)

    এসব ডিপ স্টেট্ নিয়ে যে টুইটা ছিল , সেটা গেলো কোথায়-?
  • :|: | 174.255.***.*** | ১৫ জুলাই ২০২০ ১১:৪৬450141
  • আরেক জায়গায় পেলামঃ “আচাভুয়া (বিশেষ্য) অলীক; মিথ্যা; অবিশ্বাস্য।”
  • b | 14.139.***.*** | ১৫ জুলাই ২০২০ ১১:৩২450140
  • very strange? কেমন যেন শোনাচ্চে।
  • b | 14.139.***.*** | ১৫ জুলাই ২০২০ ১১:২৭450138
  • এলেবেলে লিখেছেন আচাভুয়া। এই শব্দটা অনেক জায়গাতেই শুনি। কেউ মানে বলবেন?
  • | ১৫ জুলাই ২০২০ ১১:২৭450137
  • হুঁ খুবই ইন্টারেস্টিং সময়।
    এদিকে দিনে সাড়ে পাঁচশো লোক মারা গেলেও এরা বুক বাজিয়ে বলছে কিছুই হয় নি, গো করোনা গো।
  • r2h | 2405:201:8805:37c0:7f:44f4:14b8:***:*** | ১৫ জুলাই ২০২০ ১১:২৪450136
  • ওহ, এহে, দেখিনি, তাই তো, সরি সরি। গীতা দিয়ে সার্চ করে সবচে' পুরনোটা খুঁজে দিয়ে দিয়েছে, শেষে গীতা আছে কি নেই দেখিইনি।
  • b | 14.139.***.*** | ১৫ জুলাই ২০২০ ১১:২৩450135
  • আর টু এইচ শ্রীমদ্ভাগবত আর শ্রীমদ্ভগবতগীতার মধ্যে গুলিয়েছেন। ভাগবত অন্য বই।
  • avi | 2409:4060:301:ad42:f232:1a19:bd03:***:*** | ১৫ জুলাই ২০২০ ১১:২২450134
  • ব্রতীন্দা, ইজরায়েল ভারতের সঙ্গে যা বাণিজ্য করে, তার পাঁচগুণ বেশি চলে চীনের সঙ্গে। তবে চীন-ইরান ডিল আর ভারত মার্কিনী প্রভাবে আসায় ইজরায়েল সম্ভবত আমাদের অস্ত্র বিক্রি করবে।

    রাশিয়ার ব্যাপারটা ভালো। কদিন আগে খুব লাফালাফি হচ্ছিল মনে আছে, যে ভারত জি৭ ফোরামে ঢুকবে, সুপার পাওয়ার হয়ে চীনকে কলা দেখাবে ইত্যাদি? তো সেই জি-সাতে আসার প্রস্তাব ভারত এবং রাশিয়াকে দেওয়া হয়েছিল চীনকে একঘরে করার জন্য। পুতিন স্রেফ নাকচ করে দেন। আলাদাভাবে ভারতের বন্ধু হওয়ার কোনো গল্প নেই। তবে রাশিয়া দু পক্ষকেই অস্ত্র বেচতে পারে। চীনের টাকা বেশি, চীন প্রায়োরিটি পাবে।

  • :|: | 174.255.***.*** | ১৫ জুলাই ২০২০ ১১:২২450133
  • বি, ৯-টা ৪৯, শুধু মোহমুদগরই না, সনাতন ধর্মে অতি প্রাচীন কাল থেকেই প্রস্থানত্রয় বলতে বোঝানো হয় ভাগবত গীতা, ব্রহ্মসূত্র, এবং উপনিষদ।
    এলেবেলেবাউ বোধহয় প্রিন্টেড গীতার কথা বলছেন। তো, ছাপা মেশিন তো অনেক পরে এসেছে আমাদের এই বঙ্গদেশে, তাই উনার ছাপা বইএর সালটাল মিলিয়ে ... যাগ্গে, জনস্বার্থে যেটা বলতে এয়েচিলুম সেটি হল, গীতার চেয়ে সীতা ভালো হলেও ওদিকে না তাকানই ভালো। রাবনের ১০টা মাথা ছিলো, একটাও বাঁচে নাই। আমাদের তো মাত্র একটাই!
  • r2h | 2405:201:8805:37c0:7f:44f4:14b8:***:*** | ১৫ জুলাই ২০২০ ১১:২১450132
  • '১৮৮৭ সাল পর্যন্ত বাংলাদেশে গীতার বিশেষ প্রচলন ছিল না। ' - এটা পেলাম, ১৮৮৪ (১২৯২ মানে তাই তো? নাকি আবার শকাব্দ বঙ্গাব্দের ঝামেলা আছে?)

    http://dspace.wbpublibnet.gov.in:8080/jspui/bitstream/10689/33424/1/Title%20page.pdf

    এটা বোধয় এঁরা একটু বাড়তি গৌরবদান করার জন্যে বলেছেন। তবে ওরিয়েন্টালিস্ট সাহেবদের গীতাকে আলাদা করে প্রোজেক্ট করার ব্যাপারটা নিয়ে দ্বিমত নেই কিছু।
  • পষ্টকথা | 2a0b:f4c2:2::***:*** | ১৫ জুলাই ২০২০ ১১:১০450131
  • এই গীতাকে মাহাত্ম্য দান করে সায়েব চার্লস উইলকিন্স। তারপর শঙ্করাচার্য রামানুজ হেনতেন তার ভাষ্য লেখেন।
  • Amit | 121.2.***.*** | ১৫ জুলাই ২০২০ ১১:০৮450130
  • ওই আর কি, ফাটা কপাল. ইন্ডিয়ার স্ট্রাটেজিক জিওগ্রাফিকাল লোকেশন আর এতো ভালো কোস্ট লাইন নিয়ে আজকে দুবাই বা সিঙ্গাপুরকে গুনে গুনে তিন গোল দিতে পারতো একটা মেজর গ্লোবাল বিসনেস হাব হওয়ার জন্যে. তার বদলে রামের গুষ্টির ষষ্ঠীপুজো করে দিন কাটছে.
  • r2h | 2405:201:8805:37c0:7f:44f4:14b8:***:*** | ১৫ জুলাই ২০২০ ১১:০৬450129
  • আজব তর্ক। ধাতু গলিয়ে টাইপ তৈরী করতে হয়, পঞ্চানন কর্মকার দক্ষ কর্মকার হিসেবে সেটা করেছেন, এর মধ্য ব্রাহ্মণ কোত্থেকে আসে কে জানে।
  • Apu | 2401:4900:3140:8752:3449:ea72:1077:***:*** | ১৫ জুলাই ২০২০ ১১:০৩450128
  • আমি এখন শান্তিপূর্ণ জীবন যাপনে বিশ্বাসী তাই এলেবেলে বাবু র পোস্ট যত ই বিতর্কিত হোক তার কোন উত্তর দিই না ঃ))
  • Apu | 2401:4900:3140:8752:3449:ea72:1077:***:*** | ১৫ জুলাই ২০২০ ১১:০১450127
  • অমিত, রাশিয়া আর ইস্রায়েল এই দুজন তো ভারতের পুরোনো বন্ধু। এখন এদের রাজনৈতিক অবস্থান কি একই রকম আছে?
  • avi | 2409:4061:2d05:e5e1:16f6:4a6:1705:***:*** | ১৫ জুলাই ২০২০ ১১:০১450126
  •  লোকজন বলছেন এই শতক এশিয়ার হবে এবং ভারত মহাসাগরের গুরুত্ব অনেক বেড়ে যাবে। এদিকে আফ্রিকা, মধ্যপ্রাচ্য, দক্ষিণ পূর্ব এশিয়া - সবার মাঝখানে অসাধারণ ভালো স্ট্র্যাটেজিক লোকেশন নিয়ে আমরা ভেবে যাব রামচন্দ্র কোন স্থানে জন্মেছিলেন!

  • sm | 2402:3a80:196c:71c8:778:5634:1232:***:*** | ১৫ জুলাই ২০২০ ১১:০০450125
  • #বিদ্যাসাগর

  • sm | 2402:3a80:196c:71c8:778:5634:1232:***:*** | ১৫ জুলাই ২০২০ ১০:৫৮450124
  • এলেবেলে কি বলতে চাইছেন বুঝছি না।রাম মোহন এর আগে লোকে গীতা বলে কিছু জান তো না? নাকি গীতা বলে কোন গ্রন্থ ছিলো না?

    গীতা তো মহাভারতের অংশ।আই মিন যুদ্ধ পর্বে উল্লিখিত হয়েছে।মত ৭০০ টি শ্লোক।মতান্তরে ৭৪৫। অনেকের মতে পরবর্তী কলে মহাভারতের অংশ হিসাবে জুড়ে দেওয়া হয়েছে।

    যাই হোক,যা কিছু হয়েছে,খ্রীষ্ট পূর্ব দ্বিতীয় শতকে বা কিছু সময় আগে পরে। শঙ্করাচার্য শ্লোক গুলি একত্রিত করেন।

    গীতার শ্লোকের  উল্লেখ অশ্ব ঘোষের রচনায় পাওয়া যায়।সুতরাং গীতার কথা বহু পূর্ব থেকেই পণ্ডিত গণ জানতেন। এমন নয়,রামমোহনের আগে কেউ জানতো না।

    বাংলায় মহাভারত রচনার কাজ সম্পন্ন করেন কবিন্দ্র পরমেশ্বর।পঞ্চদশ শতাব্দী তে।অর্থাৎ সেই সময় থেকে মহাভারতের অংশ হিসাবে গীতার সঙ্গে বঙ্গ ভূমির বাসিন্দা দের পরিচিতি।

    উইলকিনস এর একটি প্রেস ছিল হুগলী তে। তিনি ১৭৮৫ সালে বেঙ্গলি ফন্টে গীতা ছা পান।এই কাজে সহায়তা করে পঞ্চানন কর্মকার।

    এখানে দুটি জিনিষ লক্ষ্যনীয়। পঞ্চানন কর্মকার,প্রথম বাংলা অক্ষর চালু করেন।পরবর্তী কালে,বিদ্যার ওই অক্ষর অনুসরণ করে আদর্শ বাংলা লিপি চালু করেন।

    দুই, পঞ্চানন কর্মকার এর মতো বিরাট পণ্ডিত ব্যক্তির টাইটেল টি লক্ষ্যনীয়। উনি যদি ব্রাহ্মণ না হন।তাহলে বলতে হয়,সংস্কৃত শিক্ষার জন্য জাত পাত বিশেষ দরকারী জিনিষ ছিলো না।

  • r2h | 2405:201:8805:37c0:7f:44f4:14b8:***:*** | ১৫ জুলাই ২০২০ ১০:৪১450123
  • এখন আর শুধু অ্যান্টি পাক না, অ্যান্টি চীন, অ্যান্টি নেপাল। অ্যান্টি বাংলাদেশ হতেও বেশি সময় লাগবে না, সেদিন দেখলাম এক রাষ্ট্রবাদী তরুণী খুব রাগ করেছেন টুইটারে, শিলিগুড়িতে হোটেলের বয় হিন্দি ইংরেজী বা জানে না শুধু বাংলায় কথা বলে, কি আস্পর্ধা।
  • এলেবেলে | 202.142.***.*** | ১৫ জুলাই ২০২০ ১০:৪০450122
  • ওফ, গীতা বলে আলাদা আচাভুয়া কোনও গ্রন্থ ছিল না কস্মিনকালেও। মহাভারতের অংশ হিসেবে দীর্ঘদিনই ছিল। মানে শঙ্করাচর্যেরও আগে। এই গীতাকে মাহাত্ম্য দান করে সায়েব চার্লস উইলকিন্স।

    বিলিতি ঘোড়াটি চলে গেছে, রেখে গেছে অসংখ্য ঘোড়সওয়ার। তাই এত এত নীপা, উঁহুর হাহুতাশ!!

  • dc | 103.195.***.*** | ১৫ জুলাই ২০২০ ১০:৩৬450120
  • Amit, আমাদের দেশের নন-এক্সিসটেন্ট ফরেন পলিসি নিয়ে মাথা ঘামিয়ে কি লাভ? গ্লোবাল জিওপলিটিক্সে আমাদের অবদান একেবারেই শূণ্য, তার থেকে অনেক বেশী ইন্টারেস্টিং আমেরিকা-য়ুরোপ-রাশিয়া-চীনের পাওয়ার প্লে ঃ-)
  • r2h | 2405:201:8805:37c0:7f:44f4:14b8:***:*** | ১৫ জুলাই ২০২০ ১০:৩৫450119
  • "মৌচাকে ঢিল পড়েছে উত্তরপ্রদেশের অযোধ্যায়। ফুঁসছেন শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধু-সন্ন্যাসীরা। প্রশ্ন, “এত দিন ধরে এত লড়াই করে এখানে মন্দির কি এমনিই তৈরি করছি আমরা” সোশ্যাল মিডিয়ায় এক করসেবকের কটাক্ষ, “তা হলে তো বাবরি মসজিদ ভাঙারও প্রয়োজন ছিল না।”..."

    খুবই মজা হচ্ছে। মারদাঙ্গা খুনখারাপি লম্ফঝম্প সবই যে বৃথা তা রিয়েলাইজ করতে বহুযুগ লেগে যায় সাধারনত। ওলির দাবীতে ব্যাপারটা ফাস্ট ফরোয়ার্ড হয়ে যেতে পারে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত