সে | ২৬ মে ২০২০ ১৩:৫৬446364তিব্বতের সঙ্গে তাইওয়ান বা হংকং এর তুলনাটা চলে না।
সে | ২৬ মে ২০২০ ১৩:৫৫446363শুধু অ্যাপেল কেন?
ডেল? আইবিএম? অ্যাপেলের বহু আগে থেকে তারা চায়নায় আউটসোর্স করেছে।
lcm | 99.***.*** | ২৬ মে ২০২০ ১৩:৫৪446362
lcm | 99.***.*** | ২৬ মে ২০২০ ১৩:৫৩446361
সে | ২৬ মে ২০২০ ১৩:৫২446360তিব্বত চায়নার সঙ্গে থাকতে চায় কি না সেটাও তো ডিসপিউটেড। এভারেস্ট নেপাল ও তিব্বতের সীমান্তে অবস্থিত।
তিব্বতীরা পৃথিবীর বিভিন্ন দেশে উদ্বাস্তু হিসেবে পালিয়ে যাচ্ছে। ভারতে সম্ভবত সবচেয়ে বেশি তিব্বতী উদ্বাস্তু।
ইয়োরোপের সর্বত্র তিব্বতীরা আছে। এরা নিজেদের চিনা বলে কিছুতেই মানে না।
সে | ২৬ মে ২০২০ ১৩:৪৮446359কোয়ালিটি কোনওভাবেই ইয়োরোপীয় মানের ধারে কাছে নয়, কিন্তু দাম অসম্ভব রকম কম, ফ্রি শিপিং। যদি ১০০% ইমপোর্ট ট্যাক্সও হয়, তাহলেও দাম কম।
কিছু মুশকিল আছে। কিছু কিছু ইন্ডাস্ট্রি ইয়োরোপ থেকে উঠে গেছে, যেমন টেক্সটাইল। ওগুলো আসে ইন্ডিয়া, বাংলাদেশ, ভিয়েতনাম এবং চিন থেকে।
ইমপোর্ট বন্ধ করে দিলে দেশের ভেতরে ইন্ডাস্ট্রি আবার বানাতে হবে। একদিনে তা হবে না।
lcm | 99.***.*** | ২৬ মে ২০২০ ১৩:৪৮446358
sm | 42.***.*** | ২৬ মে ২০২০ ১৩:৩৫446357চাইনীজ জিনিষ কিনবে না কেন?ছেয়ে গেছে,বলা চলে।সস্থা,সহজলভ্য। কোয়ালিটি ভালো নয়।চলনসই।
একচুয়ালি চায়নার ইনোভেশন কম।অধিকাংশই ভ্যালু এডেড প্রোডাক্ট।বাজারে বিকল্পও রয়েছে। হয় তো অতো লার্জ স্কেলে নয়।
কিন্তু অতিরিক্ত ইমপোর্ট ডিউটি চাপালে, আসতে আসতে চায়নার প্রোডাক্ট এর বাজার কমবে। আমেরিকা ও ইওরোপের লোকজন বীতশ্রদ্ধ তো বটে,আফটার করোনা এপিসোড। এবার এইসব দেশের সরকার গুলো অল্প বিস্তর ধুনো দিলেই,চায়নার এক্সপোর্ট ভালো রকম মার খাবে।
sm | 42.***.*** | ২৬ মে ২০২০ ১৩:২৯446356
সে | ২৬ মে ২০২০ ১৩:২৭446355চাইনিজ জিনিস তো প্রচুর কিনছে ইয়োরোপে। নিয়মিত। আলিবাবা ডট কম থেকে পৃথিবীর প্রায় সব দেশেই লোকজন টুকটাক জিনিস পত্র কেনে।
lcm | 99.***.*** | ২৬ মে ২০২০ ১৩:০৭446353
বিশ্বরূপ রায় | 193.182.***.*** | ২৬ মে ২০২০ ১৩:০৪446352 বুঝুন তাহলে কি কান্ড
আমি শুধু পান্তুয়ার রেসিপি চেয়েছিলাম বলে কি হেনস্থা ই না হলো এখানে . আকাদা তো কোনো উত্তর ই দিলেন না
আর চীন পুরো হিমালয় টাই চাইছে
বহুত না ইনসাফী
b | 14.139.***.*** | ২৬ মে ২০২০ ১২:৫০446351
sm | 42.***.*** | ২৬ মে ২০২০ ১২:২২446350চীনের ব্যাপার টা বুঝছি না।নেপালের সঙ্গে হেভি দোস্তি।ওদিকে বলছে মাউন্ট এভারেস্ট আমাদের।
ভারতের সঙ্গে পা বাড়িয়ে ঝগড়া করছে।আমেরিকার সঙ্গে তো কোল্ড ওয়ার চলছে। ইওরোপের লোকজন বীতশ্রদ্ধ। কোন বাজারে চাইনীজ নিম্ন মানের জিনিষ পত্র ডাম্প করবে?!
হু আর পাকিস্তান ছাড়া কেউ ফ্রেন্ড লিস্টে নেই।এবার চিনা প্রোডাক্ট বয়কট করতে শুরু করবে লোকজন।
এবড়োখেবড়ো | ২৬ মে ২০২০ ১১:৫১446349ইয়ে স্ট্রিম অফ কনসাসনেস নিয়ে আলোচনা হচ্ছে বুঝি? তো এখনও অবধি ধূর্জটিপ্রসাদের ট্রিলজি অন্তঃশীলা-আবর্ত-মোহানার উল্লেখ হয়েছে? কিছুতেই এলেবেলে হতে পারছি না, তাই এবড়োখেবড়ো নিকেই লিখলাম। মাফ করে দেবেন।
lcm | 99.***.*** | ২৬ মে ২০২০ ১১:১০446348
b | 14.139.***.*** | ২৬ মে ২০২০ ০৮:১৩446347ঢুকলাম (ভয়ে ভয়ে)
@আতোজ
Atoz | 151.14.***.*** | ২৬ মে ২০২০ ০৩:২৪446344
গুরুচণ্ডা৯ | 188.148.***.*** | ২৬ মে ২০২০ ০২:৩৯446343
পাঁড়েজি | 193.182.***.*** | ২৬ মে ২০২০ ০১:০১446342একটা পোলিশ ভি বসিয়ে ফেলেছেন
পোস্ট এর উপর নজর রেখে ডিলেট কোরবার ওয়াস্তে
জয় রামজিকি
সিএস | 2405:201:8803:be1f:a4c2:6c45:8b7f:***:*** | ২৬ মে ২০২০ ০০:৫৬446341
বিশ্বরূপ রায় 5:a09d:1d24:5471 | 103.216.***.*** | ২৬ মে ২০২০ ০০:৫৪446340আকা দা কোথায় গেলেন ?
পান্তুয়া র রেসিপি টা প্লিজ একটু দিয়ে দিন স্যার , আজ আবার ভেঙে গ্যালো
উনুনের আঁচ টা কি মিডিয়াম রাখবো নাকি একদম লো ?
Atoz | 151.14.***.*** | ২৫ মে ২০২০ ২৩:১৬446338
Atoz | 151.14.***.*** | ২৫ মে ২০২০ ২৩:১২446337
বোদাগু | 2402:3a80:a12:84c5:a09d:1d24:5471:***:*** | ২৫ মে ২০২০ ২৩:০৮446336
বোদাগু | 2402:3a80:a12:84c5:a09d:1d24:5471:***:*** | ২৫ মে ২০২০ ২৩:০৩446335
অভিজিৎ দাস | 103.216.***.*** | ২৫ মে ২০২০ ২২:৫৩446334আমফান-এর তাণ্ডবে বিধ্বস্ত পশ্চিমবাংলার মানুষের জন্য এবার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সাহায্যের হাত বাড়াচ্ছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। রবিবার বিশ্বভারতী তরফে সরকারি ওয়েবসাইটে একটি নির্দেশিকায় জানানো হয়েছে চলতি মাসের একদিনের বেতন কাটা হবে বিশ্বভারতীর আধিকারিক এবং স্থায়ী কর্মীরাদের বেতন থেকে। আর সেই একদিনের বেতন আগামী মাসের ৩ জুন তারিখের মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের নির্দিষ্ট একাউন্টে পৌঁছে দেয়া হবে।
b | 14.139.***.*** | ২৫ মে ২০২০ ২২:৪১446333