এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সে | ২৬ মে ২০২০ ১৩:৫৬446364
  • তিব্বতের সঙ্গে তাইওয়ান বা হংকং এর তুলনাটা চলে না।

  • সে | ২৬ মে ২০২০ ১৩:৫৫446363
  • শুধু অ্যাপেল কেন?

    ডেল? আইবিএম? অ্যাপেলের বহু আগে থেকে তারা চায়নায় আউটসোর্স করেছে।

  • lcm | 99.***.*** | ২৬ মে ২০২০ ১৩:৫৪446362
  • তাইওয়ান-ও তাই, হংকং-ও তাই --- বাইরে চাইনিজ বলে পরিচয় দিতে চায় না
  • lcm | 99.***.*** | ২৬ মে ২০২০ ১৩:৫৩446361
  • চায়না আফ্রিকার দখল নিয়েছে, মানে কনজিউমার গুডস মার্কেটের দখল। এশিয়া তো আগেই নিয়েছে।
    চায়নার একটা সুবিধা আছে, চাইলে শস্তার লো কোয়ালিটি মাল বানাতে পারে, চাইলে হাই কোয়ালিটি আইফোন বানাতে পারে। অ্যাপেলের সমস্ত প্রোডাক্ট - আইফোন, আইপ্যাড, ম্যাকবুক... প্রত্যেকটি প্রোডাক্ট - সব চায়নায় তৈরি হয়।
  • সে | ২৬ মে ২০২০ ১৩:৫২446360
  • তিব্বত চায়নার সঙ্গে থাকতে চায় কি না সেটাও তো ডিসপিউটেড। এভারেস্ট নেপাল ও তিব্বতের সীমান্তে অবস্থিত। 

    তিব্বতীরা পৃথিবীর বিভিন্ন দেশে উদ্বাস্তু হিসেবে পালিয়ে যাচ্ছে। ভারতে সম্ভবত সবচেয়ে বেশি তিব্বতী উদ্বাস্তু। 

    ইয়োরোপের সর্বত্র তিব্বতীরা আছে। এরা নিজেদের চিনা বলে কিছুতেই মানে না। 

  • সে | ২৬ মে ২০২০ ১৩:৪৮446359
  • কোয়ালিটি কোনওভাবেই ইয়োরোপীয় মানের ধারে কাছে নয়, কিন্তু দাম অসম্ভব রকম কম, ফ্রি শিপিং। যদি ১০০% ইমপোর্ট ট্যাক্সও হয়, তাহলেও দাম কম। 

    কিছু মুশকিল আছে। কিছু কিছু ইন্ডাস্ট্রি ইয়োরোপ থেকে উঠে গেছে, যেমন টেক্সটাইল। ওগুলো আসে ইন্ডিয়া, বাংলাদেশ, ভিয়েতনাম এবং চিন থেকে।

    ইমপোর্ট বন্ধ করে দিলে দেশের ভেতরে ইন্ডাস্ট্রি আবার বানাতে হবে। একদিনে তা হবে না।

  • lcm | 99.***.*** | ২৬ মে ২০২০ ১৩:৪৮446358
  • চায়না যদি মাউন্ট এভারেস্ট চায়ও, সেটা তো চায়না আর নেপালের ব্যাপার, এর সাথে তো ইন্ডিয়ার কিছু নেই।
  • sm | 42.***.*** | ২৬ মে ২০২০ ১৩:৩৫446357
  • চাইনীজ জিনিষ কিনবে না কেন?ছেয়ে গেছে,বলা চলে।সস্থা,সহজলভ্য। কোয়ালিটি ভালো নয়।চলনসই।

    একচুয়ালি চায়নার ইনোভেশন কম।অধিকাংশই ভ্যালু এডেড প্রোডাক্ট।বাজারে বিকল্পও রয়েছে। হয় তো অতো লার্জ স্কেলে নয়।

    কিন্তু অতিরিক্ত ইমপোর্ট ডিউটি চাপালে, আসতে আসতে চায়নার প্রোডাক্ট এর বাজার কমবে। আমেরিকা ও ইওরোপের লোকজন বীতশ্রদ্ধ তো বটে,আফটার করোনা এপিসোড। এবার এইসব দেশের সরকার গুলো অল্প বিস্তর ধুনো দিলেই,চায়নার এক্সপোর্ট ভালো রকম মার খাবে।

  • সে | ২৬ মে ২০২০ ১৩:২৭446355
  • চাইনিজ জিনিস তো প্রচুর কিনছে ইয়োরোপে। নিয়মিত। আলিবাবা ডট কম থেকে পৃথিবীর প্রায় সব দেশেই লোকজন টুকটাক জিনিস পত্র কেনে।

  • lcm | 99.***.*** | ২৬ মে ২০২০ ১৩:১০446354
  • নেপাল-চীন বর্ডারে, দুদিক দিয়েই লোক ওঠে, এই যে গুগল ম্যাপ -
  • lcm | 99.***.*** | ২৬ মে ২০২০ ১৩:০৭446353
  • মাউন্ট এভারেস্ট তো হাফ চিনের, মানে ওদিক টা - চিনের দিক দিয়ে তো অনেক লোক ওঠে - বলে তো ওদের দিকের মাউন্টেইনিয়ারিং-এর ইনফ্রাস্ট্রাকচার বেটার, কিন্তু পথটা কঠিন
  • বিশ্বরূপ রায় | 193.182.***.*** | ২৬ মে ২০২০ ১৩:০৪446352
  •  বুঝুন তাহলে কি কান্ড 
    আমি শুধু পান্তুয়ার রেসিপি চেয়েছিলাম বলে কি হেনস্থা ই না হলো এখানে . আকাদা তো কোনো উত্তর ই দিলেন না

    আর চীন পুরো হিমালয় টাই চাইছে 
    বহুত না ইনসাফী 
     

  • b | 14.139.***.*** | ২৬ মে ২০২০ ১২:৫০446351
  • ই বাবা। ছবিটা আমি তুল্লাম বারান্দা থেকে চা খেতে খেতে আর ন্যাট জিও নিজের নামে চালিয়ে দিলো? ধম্মে সইবে?
  • sm | 42.***.*** | ২৬ মে ২০২০ ১২:২২446350
  • চীনের ব্যাপার টা বুঝছি না।নেপালের সঙ্গে হেভি দোস্তি।ওদিকে বলছে মাউন্ট এভারেস্ট আমাদের।

    ভারতের সঙ্গে পা বাড়িয়ে ঝগড়া করছে।আমেরিকার সঙ্গে তো কোল্ড ওয়ার চলছে। ইওরোপের লোকজন বীতশ্রদ্ধ। কোন বাজারে চাইনীজ নিম্ন মানের জিনিষ পত্র ডাম্প করবে?!

    হু আর পাকিস্তান ছাড়া কেউ ফ্রেন্ড লিস্টে নেই।এবার চিনা প্রোডাক্ট বয়কট করতে শুরু করবে লোকজন।

  • এবড়োখেবড়ো | ২৬ মে ২০২০ ১১:৫১446349
  • ইয়ে স্ট্রিম অফ কনসাসনেস নিয়ে আলোচনা হচ্ছে বুঝি? তো এখনও অবধি ধূর্জটিপ্রসাদের ট্রিলজি অন্তঃশীলা-আবর্ত-মোহানার উল্লেখ হয়েছে? কিছুতেই এলেবেলে হতে পারছি না, তাই এবড়োখেবড়ো নিকেই লিখলাম। মাফ করে দেবেন।

  • lcm | 99.***.*** | ২৬ মে ২০২০ ১১:১০446348
  • মাউন্ট এভারেস্ট এবং সংলগ্ন এলাকার ছবি, ড্রোন থেকে তোলা, ন্যাটজিও-র সাইটে
  • b | 14.139.***.*** | ২৬ মে ২০২০ ০৮:১৩446347
  • বাজারে জিওলিনের আকাল।
    ফিটকিরি আর চুন দিয়ে জল শোধন করা যায় (ক্লাস থ্রীর বইতে ছিলো, একটু সময় সাপেক্ষ)। আমার বন্ধুরা তাই খুঁজছে।
  • একলহমা | ২৬ মে ২০২০ ০৭:০৯446346
  • ঢুকলাম (ভয়ে ভয়ে) 

    @আতোজ 

  • Atoz | 151.14.***.*** | ২৬ মে ২০২০ ০৩:২৪446344
  • সিএস, অনেক ধন্যবাদ। "হাওয়ার রাত" তাহলে চেতনাপ্রবাহ নয়। চেতনাটি অখন্ড, আপনাতে আপনি সম্পূর্ণ বলে। স্বপ্নচারী, অতীতচারী, প্রাগাধুনিক বলে। "আট বছর আগের একদিন" কি তাহলে চেতনাপ্রবাহ? সেখানে কবি বর্তমানচারী, আধুনিক। কিন্তু একটা মুশকিল। কবি সেখানে আর একজনের কথা বলছেন, "যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ", যার মরবার সাধ হল। অথচ পুরোপুরি অন্য ও নয়, কারণ কবি সেখানে তার মনের নানা অনুভূতির কথা, আত্মিক সংকটের কথাও বর্ণনা করছেন।
  • গুরুচণ্ডা৯ | 188.148.***.*** | ২৬ মে ২০২০ ০২:৩৯446343
  • #আম্ফান_রিলিফ_নেটওয়ার্ক [রিপোর্টিং : ১]
    #AMFAN_Relief_Network [Reporting : 1]
    উত্তর ২৪ পরগনার হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ ব্লকের দিকে আম্ফান রিলিফ নেটওয়ার্ক-এর যে টিমটি গেছিলো, তারা কলকাতায় ফিরেছে। অন্য আরেকটি টিম দক্ষিণ ২৪ পরগনার গোসাবার দিকে গেছিলো। তারাও ফিরেছে। রিলিফ-মেটিরিয়াল বাবদ দুটি টিম মোট ১লক্ষ ৫হাজার টাকা খরচ করেছে।
    উত্তর ২৪ পরগনার টিমটি হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ হয়ে প্রথমে যায় সুন্দরবনের অন্যতম প্রত্যন্ত দ্বীপ যোগেশগঞ্জ-হেমনগরে। এই দ্বীপের সরদারপাড়া ঘাটের কাছে মাধবকাঠি অঞ্চলটিতে রায়মঙ্গলের জল ঢুকেছে ব্যাপক ভাবে। বন্যা-পরিস্থিতিতে রয়েছেন প্রায় ২৫০টি পরিবার।
    ফেরার পথে হিঙ্গলগঞ্জ-এর লাগোয়া রূপমারী এলাকা থেকেও সঙ্কটগ্রস্থ মানুষের খবর আসে। সময়ের অভাবে গ্রামের ভেতরে ঢোকা যায়নি, তবে আঞ্চলিক মানুষদের থেকে জেনে ৫০-৬০টি পরিবারের একটি লিস্ট বানানো হয়েছে, যাঁদের পাশে দ্রুত দাঁড়ানো প্রয়োজন।
    সব থেকে খারাপ অবস্থা চোখে পড়েছে চকপাটলী, মহিষপুকুর, পাটলি খানপুর অঞ্চলটিতে। মাটির ঘর-বাড়ি ভেঙেছে। বিস্তীর্ন এলাকা জলের তলায়। বহু মানুষ উঁচু রাস্তার ওপর অথবা ফ্লাড-সেন্টারে আশ্রয় নিয়েছেন। ৪০০-৫০০ পরিবারের পাশে এখুনি দাঁড়ানো প্রয়োজন।
    আঞ্চলিক মানুষদের সাথে আলোচনা করেই চাল, ডাল, চিঁড়ে, চিনি, তেল, আলু, পিঁয়াজ, বাচ্চাদের জন্য গুঁড়ো দুধ ইত্যাদি ইত্যাদির একটি করে প্যাকেট পরিবারগুলির কাছে কাল-পরশুর মধ্যেই পৌঁছে দেওয়া হবে। এই টিমের কাছে ৪৫ হাজার টাকা মতো ছিলো। সেটা খরচ করা হয়েছে। পরশু আরও একটি টিম বাকী টাকা নিয়ে যাবে। প্রথম দফায় আনুমানিক খরচ হবে সব মিলিয়ে আড়াই থেকে তিন লক্ষ টাকা।
    দ্বিতীয় টিমটা গিয়েছিল দক্ষিণ ২৪ পরগনার গোসবায়। গোসাব ব্লকটা বেশ কয়েকটা দ্বীপ নিয়ে তৈরি। এই ব্লকের অন্ততঃ চারটে জায়গায় বাঁধ ভেঙেছে ... পুঁইজালি, জটিরামপুর, রানীপুর, মন্মথনগর। আমাদের টিম চুনোখালী হয়ে ভায়া সম্ভুনগর মন্মথনগর যেতে পেরেছিল। গোটা পথটা যাওয়ার জন্যে গাড়ির রাস্তা নেই। নদি পেরোতেই হয়। ফলে যাতায়াতে সময় লাগে বিস্তর। সেই কারণেই আর অন্য অঞ্চলে যেতে পারেনি আমাদের টিমটা।
    মন্মথনগরে বাঁধ ভেঙেছে এক কিলোমিটার জুড়ে। জোড়াতালি দিয়ে বানানো বাঁধ। ভাঙার পর তার কঙ্কালসার চেহারা দেখলেই বোঝা যাচ্ছে মানুষের অসহায়ত্ব নিয়ে ছেলেখেলা করা হয়েছিলো। প্রায় ৬ হাজার বিঘে জমি জলমগ্ন। মানে নোনাজলের তলায়। ফসল নষ্ট হয়েছে, আগামী কয়েকবছর ফসল হবে না। গরু বাছুর মারা গেছে। পুকুর খালের মাছ মরে ভেসে উঠছে ব্যাপকহারে। আনুমানিক ৫০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। সংখ্যাটা আরো বেশি হতে পারে। নদীর ঠিক পাড়েই যাদের বাস তাদের সর্বস্ব গেছে। সে সংখ্যাটাই ৫০-৬০ জনের আশপাশে হবে। যেহেতু ওই এলাকায় কোনো ফ্লাড সেন্টার নেই, তাই তাদের যাওয়ার কোনো জায়গাও নেই। ঝড়ের রাতে একটা সরকারী ফার্ম হাউসে তারা সাময়িক আশ্রয় নিয়েছিল। রাতে খিচুড়ি খাইয়েছিল পঞ্চায়েত। ব্যাস এটুকুই। এখনো ত্রাণ নিয়ে হাজির হয়নি সরকারপক্ষ। এছাড়াও যাদের ঘরবাড়ি প্লাবিত হয়নি তাদের অন্যান্য ক্ষতিও কম নয়। গাছ পড়েছে, চাল উড়ে গেছে, নৌকো ডুবে গেছে, দোকানের জিনিস নষ্ট হয়েছে। কারো কারো ক্ষতি হয়েছে লক্ষাধিক টাকার।
    গোসবার স্থানীয় পরিচিত কিছু মানুষের হাতে আপাতত কাজ চালানোর জন্য সঙ্গে থাকা ৬০ হাজার টাকা দিয়ে এসেছে আমাদের টিম। ক্ষতিগ্রস্তদের লিস্ট বানিয়ে নিয়ে কাল থেকেই শুরু হবে রিলিফের কাজ। আশপাশের দ্বীপগুলোতেও যাওয়ার পরিকল্পনা হয়েছে, ফলে আগামী দিনগুলোতে আমাদের গোসবায় বেশ কয়েকবার যাওয়ার প্রয়োজনীয়তা থাকবে।
    সংযোজন: মোবাইল নেটওয়ার্কের ব্যাপক সমস্যার জন্য কিছু রিপোর্টিং আমাদের কাছে দেরীতে পৌঁছেছে। ওপরের দুটি টিম সহ আরও দুটি টিম রবিবার সারাদিন ধরে সঙ্কটগ্রস্থ এলাকাগুলিতে পৌঁছনোর চেষ্টা করেছেন।
    আমফান রিলিফ নেটওয়ার্কের অংশ হিসাবে 'বাংলা সংস্কৃতি মঞ্চ'-এর একটি টিম পৌঁছেছিলো দক্ষিণ ২৪ পরগনার মিনাখা ও হরিনুল্লা অঞ্চলে। প্রায় ৩০০০ মানুষ এই এলাকায় বসবাস করেন। গ্রামের প্রায় সবাই দিনমজুর শ্রেণির। এখানকার প্রায় ৯৫% বাড়ি ধূলিসাৎ হয়ে গেছে। খাবার, পানীয় জল, বিদ্যুৎ, ওষধ কিছুই নেই। এই এলাকাটিতে দ্রুত একটি বড় আকারের ‘কমিউনিটি কিচেন’ চালু করার পরিকল্পনা করা হচ্ছে।
    আলো ওয়েলফেয়ার সোসাইটি ও বাংলা সংস্কৃতি মঞ্চের উদ্যোগে অন্য একটি টিম যায় হাসনাবাদ ব্লকের পাটলি-খানপুর এলাকায়। এই এলাকার পরিস্থিতি আগেই জানানো হয়েছে। জলমগ্ন এলাকাগুলির ২৫০ জন মানুষের জন্য রান্না করা কিছু খাবার এই টিমটি সঙ্গে করে নিয়ে যায়। অতি দ্রুত এখানে আরও খাদ্যসামগ্রী, ত্রিপল ইত্যাদি নিয়ে পরবর্তী টিমকে পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে।
    সংক্ষেপে, এই হলো প্রথম দফার রিপোর্টিং।
    এই রিলিফ নেটওয়ার্কের অংশ হিসেবে গুরুচণ্ডা৯ যে যে অ্যাকাউন্টে অর্থসংগ্রহ করছে তার ডিটেল নিচে দেওয়া হলঃ
    Account name: Guruchandali
    Current account
    A/c no: 917020025670638
    IFSC code: UTIB0000011
    Axis bank, Golpark
    জি-পে বা পেটিএম - ইত্যাদির জন্যঃ
    +919830415443
    যাঁরা অর্থ দিচ্ছেন, তাঁরা +919433433541 নম্বরে একটি মেসেজ বা হোয়াটসঅ্যাপে নিজের নাম এবং প্রদেয় অর্থের পরিমাণ জানিয়ে দিলে ভাল হয়।
  • পাঁড়েজি | 193.182.***.*** | ২৬ মে ২০২০ ০১:০১446342
  • একটা পোলিশ ভি বসিয়ে ফেলেছেন 

    পোস্ট এর উপর নজর রেখে ডিলেট কোরবার ওয়াস্তে 

    জয় রামজিকি 

  • সিএস | 2405:201:8803:be1f:a4c2:6c45:8b7f:***:*** | ২৬ মে ২০২০ ০০:৫৬446341
  • হাওয়ার রাতের আমি কোন আধুনিক সত্তাই নয়, তার চেতনা যেটা সেটা খন্ডিত নয়, যেন নিজের সময়ের সাথে তার কনফ্লিক্ট নেই, গতকাল রাতে একটু জোরে হাওয়া দিয়েছিল বলে সে সেই হাওয়াকে ভর করে ইতিহাস ঘুরে আসতে পারে, আকাশের তারা থেকে প্রান্তরের পশু সবই দেখতে পারে, এর কাছে শহর কখনই টেবিলে শায়িত অজ্ঞান রোগীর সাথে তুলনীয় নয়। একটি আত্মহত্যার ড্রামাটাইজেশন ছিল আট বছর আগে কবিতাটি যেটি অতীতে যায়নি, ঘটনাটিকে দেখেছিল আধুনিক সত্তার ভেতর দিয়ে; এই কবিতাটি সেরকম নয়, নির্লজ্জভাবে স্বপ্নচারী, অতীতচারী, প্রাগাধুনিক, খন্ডিত চেতনা জুড়ে জুড়ে এর চেতনাপ্রবাহ তৈরী হয়নি, চেতনাটিই স্বয়ং আমি ও সম্পূর্ণও, যা জীবনেরই নীল মত্ততা।

    জে দাসের লেখায় এরকম কত যে পার্সোনা ছড়িয়ে আছে !
  • বিশ্বরূপ রায় 5:a09d:1d24:5471 | 103.216.***.*** | ২৬ মে ২০২০ ০০:৫৪446340
  • আকা দা কোথায় গেলেন ?

    পান্তুয়া র রেসিপি টা প্লিজ একটু দিয়ে দিন স্যার , আজ আবার ভেঙে গ্যালো 

    উনুনের আঁচ টা কি মিডিয়াম রাখবো নাকি একদম লো ?

  • Atoz | 151.14.***.*** | ২৫ মে ২০২০ ২৩:১৬446338
  • এলসিএম, আছেন? লোকে এরকম নিসর্গ নিসর্গ বলে চেঁচাচ্ছে কেন? তুমুল শেয়ার শুরু করেছে ফেবুতে। ওদিকে দোকানদারেরা নাকি বলছে মনখানেক চাল আর কেজি দশেক আলু কিনে রাখতে, কারণ নিসর্গ নাকি পরের সাইক্লোন।
    এইভাবে প্যানিক প্রচার করছে যে কেন, কেজানে!
    কিছুদিন আগেও জাপানের সুনামি, সূর্যের লকডাউন, অ্যান্টিক্রাইস্টের উত্থান --এইসব প্রচার করছিল লাগাতার।
  • Atoz | 151.14.***.*** | ২৫ মে ২০২০ ২৩:১২446337
  • একলহমা,
    আছেন কি কাছেপিঠে? আপনার কাছে একটা জিজ্ঞাস্য ছিল।
  • বোদাগু | 2402:3a80:a12:84c5:a09d:1d24:5471:***:*** | ২৫ মে ২০২০ ২৩:০৮446336
  • বাই এক্সটেনশন আমি কর্পোরেট কে আর টি আই এর আওতায় আনার পক্ষে। প্রায় স্ট্রীম অফ কনশাসনেস:-)))))))
  • বোদাগু | 2402:3a80:a12:84c5:a09d:1d24:5471:***:*** | ২৫ মে ২০২০ ২৩:০৩446335
  • @বি, শিয়োর, আমি দায় এড়ানো কঠিন সেটাতে এম্ফাসিস দিলাম। এই রে নন্দীগ্রামে গুলি চললে লক্ষ ন শেঠ খারাপ, বা নাম্বারস বাজে এলে সি ইও আমাদের গোপাল, বা আন।বার রিপোর্ট ধরা পড়লে মুখ্যমন্ত্রীর কোন দোষ নাই এটা বেশ বাজে জানেন। আসলে সরকার ই একমাত্র জিনিস যেটাকে আইনি প্যাঁচে ফেলা যায় , বাকি সব এফর্টে র সমস্যা হল সেরকম কোন আকাউন্টেবিলিটি নাই। তাই আমি অনেকটাই চীফ মিনিস্টার ফান্ড গুলোতে দেই। যে কটা বন্যায় দেবার অবস্থা থাকে।
    প্রেফারেন্স। অতএব মমতার ক্রাইসিস ম্যানেজমেন্ট এ ফেলিওর এর দায় ঐ সাড়ে পাঁচ টাকা মত আমার থাকবে। এমার্জেন্সি রিলিফ ফান্ড বলে একটা বস্তু হয়েছিল এখানে কোভিডে, তার ব্যাপারে কেউ আর টি আই করলে তাকেও চাঁদা দেব মাইরি। দ্যাট ইজ হাউ ইট ওয়ার্কস। সরকারের সোশাল ওয়েলফেয়ার এ দায়িত্ব কমানোর কল হল এন জিও সেক্টর, এবার আকচুয়ালি অনেক ভালো লোক আছেন বলে হয়তো রেসপেক্ট করি, কিন্তু উই হ্যাভ সিস্টেমিক ফ্যালাসি।

    বাই দ্য ওয়ে অর্জুন অসম্ভব ভোগান্তি র মধ্যে দিয়ে গেছেন আমফানের পরে। এখন স্টেবল। আমি আসলে ওঁর কোয়ার্কি পোস্ট গুলো বেশ মিস করি।
  • অভিজিৎ দাস | 103.216.***.*** | ২৫ মে ২০২০ ২২:৫৩446334
  • আমফান-এর তাণ্ডবে বিধ্বস্ত পশ্চিমবাংলার মানুষের জন্য এবার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সাহায্যের হাত বাড়াচ্ছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। রবিবার বিশ্বভারতী তরফে সরকারি ওয়েবসাইটে একটি নির্দেশিকায় জানানো হয়েছে চলতি মাসের একদিনের বেতন কাটা হবে বিশ্বভারতীর আধিকারিক এবং স্থায়ী কর্মীরাদের বেতন থেকে। আর সেই একদিনের বেতন আগামী মাসের ৩ জুন তারিখের মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের নির্দিষ্ট একাউন্টে পৌঁছে দেয়া হবে।

  • b | 14.139.***.*** | ২৫ মে ২০২০ ২২:৪১446333
  • @ বোদাগু।
    হ্যাঁ তা তো বটেই। যার যাতে ইশ্ছে। আমি শুধু আমার বন্ধুর প্রেফারেন্সটা বল্লাম মাত্র।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত