এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | 69.146.***.*** | ১৯ মে ২০২০ ২৩:৩৪445960
  • লসাগুদা, ঠিক। বাসটাকে ভার্টিকাল করে দিলে আরো ভালো হয়।
  • dc | 103.195.***.*** | ১৯ মে ২০২০ ২৩:৩৩445959
  • "বুঝলাম। প্রেশার ডিফারেন্স ও বুঝলাম।কিন্তু অবজেক্ট কে ওপর দিকে তুলছে /ঠেলছে কেন?মানে গ্র্যাভিটির উল্টোদিকে"

    ভালো প্রশ্ন। তবে কিনা এটা সেই প্রশ্নের দলে যেগুলোর উত্তর আমাদের জানা ঃ-)

    ধরা যাক একটা এবড়োখেবড়ো জিনিস জলে চুবিয়ে দিলাম, সেটার ওপর যে নেট ফোর্স অ্যাক্ট করবে সেটা হবে গ্র্যাভিটির উল্টোদিকে (খেয়াল করুন, নেট ফোর্স)। কেন? কারন জলের যেকোন লেয়ারের প্রেশার তৈরি হচ্ছে সেই লেয়ারের ওপরের কলামের ওজনের জন্য। এবার খেয়াল করুন, গ্র্যাভিটির ডিরেকশান নীচের দিকে। তাহলে নিউটন আর আমাদের পরমপ্রিয় প্রধানসেবকের সূত্র অনুসারে ঐ জিনিসটার ওপর যে নেট ফোর্সটা অ্যাক্ট করবে সেটা হবে ওপরের দিকে।
  • S | 69.146.***.*** | ১৯ মে ২০২০ ২৩:৩৩445958
  • এটা তো ক্লাস ৭-৮ এর প্রশ্ন নয়। তাই এটার ঠিকভাবে উত্তর দিতে গেলে একটু বেশি কঠিন হয়ে যাবে। তবু সহজভাবে যেটা বলা যায় সেটা হল উপরের আর নীচের সারফেসের গ্র‌্যাভিটেশনালের ফোর্সের পার্থক্যের তুলনায় লিকুইড প্রেশারের পার্থক্য অনেক বেশি হয়।

    এবারে কেন বেশি হয়, সেটা বুঝতে গেলে গ্র‌্যাভিটেশনাল ফোর্সের ফর্মুলাতে G খুব ছোটো, ডিনমিনেটরে d^2 আছে সেসব বুঝতে হবে। অন্যদিকে প্রেশার ডিফারেন্শিয়াল হল rho*g*d। তাই গ্র‌্যাভিটেশনাল ফোর্স তেমন কাজ করবে না। (d=উপর আর নীচের সারফেসের মধ্যে দুরত্ব)
  • Phenomenon Based Learning | 165.225.***.*** | ১৯ মে ২০২০ ২৩:২৬445957
  • মন্টেসেরি মেথড কিন্তু অনেক্টা এরকমই। এটা মানতেও হবে নিশ্চয়ই যে ফ্রি এবং কসাল থিংকিং এর ক্ষমতা হয়ত এতে বেশি হবার কথা। কিন্তু আজকে মানুষের নলেজ য়্যাজ অ হোল এতোটাই বেড়েছে যে ইন্সট্রাক্সান বেসড লারনিং বাদ দিলে লার্জ স্কেলে পিছিয়ে পড়ার খুবই সম্ভাবনা!
  • lcm | 99.***.*** | ১৯ মে ২০২০ ২৩:২৬445956
  • ভিড় বাসের এক্জ্যাম্পেলটা ওরকম ভাবে হবে না - বাসটাকে ভার্টিকালি ওপরে ইঠতে হবে - মাইনরিটি রিপোর্ট সিনেমায় যেমন ছিল - রাস্তাঘাট খাড়া, একদম ভার্টিকালি সোজা, নব্বুই ডিগ্রি, তাই বেয়ে বাস ওপরে উঠে যাচ্ছে, প্রচন্ড ভিড়, সেই বাসে পেছনের দরজা দিয়ে একজন উঠেছে, ভিড়ের চাপ তাকে ঠেলে সামনের গেট দিয়ে বের করে দেবে।
  • sm | 2402:3a80:a2a:c034:0:24:2dad:***:*** | ১৯ মে ২০২০ ২৩:১৯445955
  • প্রশ্ন তো সেটাই।বটম লেয়ারে গ্রাভিটেশনাল পুল বেশি থাকা সত্বে ও ওপর দিকে থ্রাস্ট কেন বেশী হচ্ছে? আপ ওয়ার্ড থারস্ট কে কেন অনেক টা নালিফাই করে দিচ্ছে না।

  • S | 2405:8100:8000:5ca1::384:***:*** | ১৯ মে ২০২০ ২৩:০৯445954
  • সেটাই তো কারণ। সব সার্ফেসেই প্রেশার আসবে। কিন্তু নীচের সারফেসে বেশি প্রেশার কারণ সেখানে নীচে থাকা ফ্লুইড প্রেশার দিচ্ছে। যেহেতু ফ্লুইডে যত নীচে যাওয়া যায়, তত প্রেশার বাড়ে, তাই নীচের সারফেসে আপওয়ার্ড থ্রাস্ট উপরের সার্ফেসের ডাউনওয়ার্ড থ্রাস্টের থেকে বেশি হবে। সেই (আপওয়ার্ড থ্রাস্ট - ডাউন ওয়ার্ড থ্রাস্ট) দিয়ে ঠিক হবে ঐ এক্সটার্ণাল বডিটা ভাসবে, কতটা ভাসবে, ডুববে, কতটা ডুববে।

    ভীড় বাসের মতন। সবদিক থেকেই চাপ দিচ্ছে। কিন্তু পিছনের লোকগুলো বেশি চাপ দিচ্ছে। এবারে এই সামনের চাপ আর পিছনের চাপের পার্থক্যের উপর নির্ভর করবে যে ঐ লোকটি বাসের কোন জায়্গায় থাকবেন, নাকি পিছনের চাপ এত বেশি হল যে প্রায় দরজায় ঠেলে দিল। এবারে সেই লোক যদি পাতলা হয়, তাহলে অনেক ভেতরে থাকতে পারবে। কারণ তার সামনে আর পিছনে চাপের মধ্যে পার্থক্য খুব কম। কিন্তু সেই লোক যদি বিশাল বপু বা বিশাল লাগেজ নিয়ে ওঠে, তাহলে সামনের চাপের থেকে পিছনের চাপ বেশি হবেই। এইভাবেই ভলিউম কাজ করে।
  • lcm | 99.***.*** | ১৯ মে ২০২০ ২৩:০৮445953
  • স্ক্যান্ডিনেভিয়ান কিছু দেশ এক্সপেরিমেন্ট করছিল - ফিনল্যান্ড - স্কুলে কোনো নির্দিষ্ট সাবজেক্ট থাকবে না - পারিপার্শ্বিক ঘটনা বিশ্লেষণ করতে করতে স্টুডেন্টরা শিখবে বিষয় - PBL - Phenomenon Based Learning ।
  • S | 69.146.***.*** | ১৯ মে ২০২০ ২৩:০০445952
  • ভীড় বাসে এগজাম্পল খুব খাটে। ভীড় বাসে একজন লোককে ঢোকালে তার উপর প্রেশার আসে, কারণ বাকীরা তাদের জায়্গাটা ফেরত পেতে চায়, তাই সেই ব্যক্তির উপর চাপ দিতে থাকে (বলা যেতে পারে তাকে বের করে দিতে চায়)।
  • sm | 2402:3a80:a2a:c034:0:24:2dad:***:*** | ১৯ মে ২০২০ ২২:৫৭445951
  • খুব ভালো কথা।কিন্তু ভিড় বাসের এগজাম্পেল এখানে খাটে না।

    এবার আসি আসল কথায়। ধরা যাক ২ মিটার উঁচু একটা সিলিন্ডার একটা ১০ মিটার গভীর চৌবাচ্চা তে ডুবোলাম।৫মিটার অবধি। তাহলে ঐ সিলিন্ডার এর ওপরে জলস্তর রয়েছে ৫মিটার আর সিলিন্ডারের বটমে ৭মিটার। গ্রাভিটেশনাআল পুল নিশ্চয় বটম লেয়ারে বেশি থাকবে।

    তাহলে ডিস প্লেসমেন্ট অফ ফ্লুইড এর জন্য যখন প্রেশার বা ফোর্স ফিরে আসবে।তখন  নেট আপ ওয়ার্ড থ্রাস্ট এতো বেশি হবে কেন? রিপ্লেসমেন্ট অফ ফ্লুইড তো যেকোন জায়গা থেকে হতে পারে। 

  • S | 2405:8100:8000:5ca1::53e:***:*** | ১৯ মে ২০২০ ২২:৩৭445950
  • ভীড় বাসে একজন লোককে ঢোকালে যা হবে আরকি। সবদিক থেকেই প্রেশার দেবে। কিন্তু যেহেতু পিছনের দিক থেকে প্রেশার বেশি, তাই লোকটা মনে করবে যে নেট প্রেশারে তাকে শুধু সামনের দিকে ঠেলে দিচ্ছে।
  • S | 2405:8100:8000:5ca1::383:***:*** | ১৯ মে ২০২০ ২২:৩৩445949
  • বুয়োএন্সি সহজভাবে বুঝতে গেলে ভাবুন যে একটা এক্সটার্ণাল বডিকে ফ্লুইডে পার্শিয়ালি বা ফুললি সাবমার্জ করানো হচ্ছে। সেইসময় যেটুকু ফ্লুইডকে সড়ানো হচ্ছে, তারা নিজেদের জায়্গায় ফিরে যেতে চাইছে, ফলে ঐ বডির উপর প্রেশার দিচ্ছে। এবারে সেই এক্সটার্ণাল বডির বিভিন্ন সারফেসে (এক্ষেত্রে উপরে এবং নীচে) প্রেশার ডিফারেন্শিয়ালের জন্য বুয়োএন্সি তৈরী হয়।

    যেহেতু একটা বা একাধিক ফ্লুইডে (হাওয়া আর জল বা ধরুন তিন লেয়ারের ককটেল) নীচে প্রেশার বেশি (সেইজন্যই সেই পার্টটা নীচে), তাই আপওয়ার্ড প্রেশার বেশি হয়।
  • aka | 162.44.***.*** | ১৯ মে ২০২০ ২২:২৪445948
  • জলে যতই ডোবান ভরের কোন পরিবর্তন নেই।
  • aka | 162.44.***.*** | ১৯ মে ২০২০ ২২:২৩445947
  • গ্র‌্যাভিটির চাপ তো উপরে আর নীচে ক্যানসেল আউট হয়ে যায়। গ্র‌্যাভিটি বস্তুর ভরের সাথে বাড়ে কমে আর বুয়েন্সি ভ্যলুমের ওপর।
  • সুধীরবাবু | 165.225.***.*** | ১৯ মে ২০২০ ২২:১৯445946
  • সুধীরবাবু কি না যৌবনকালে হেডমাষ্টারও ছিলেন। ছাত্তর চরিত্রি নিয়ে জানাশোনা অনেকটাই। আর অন্ক যারা শিখতে চায় না তাদের অন্কে আগ্রহী করাতে খুবিই নাম ছিল। ইনটারেষ্টিং হল, অন্কে যারা ঝুড়ি ঝুড়ি র চায়, তার বোধায় শহরে ও পাশের শহরে অন্য শিক্ষক খুঁজত।

    আর এই পরীক্ষা না থাকলে সবই বিদ্যে লাভ করে দুনিয়ার সব সমস্যা সমাধান করে ফেলত - এ ধারণার তো প্রচুর সমর্থক। কার্লো রাভেলি বল্ল - কালেজের পড়াশুনা নয়, সামারের ছুটিতে সমুদ্রের ধারে ঠ্যাং ছড়িয়ে শুয়ে শুয়ে সময় কি ও কেন - এ সব গূঢ় ধারনা সে বুঝতে পারে! তার ধারণা আইনষ্টাইনও নিশ্চয়ই বাপের ইন্জিনিয়ারিং কোম্পানিতে বসে কটিন কটিন ফিজিক্স শিখেছে।

    আমার আবার মনে হয়েছে এসব অবসর বিলাসের চিন্তা। ইস্কুল কালেজ পরীক্ষা টরিক্ষা না থাকলে কে আছে জওয়ান ঠ্যাং ছড়িয়ে বিদ্যে চিন্তা করবে আর মুখস্ত করবে? বুকে হাত দিয়ে বলুন দেখি মুখস্ত করার কোনই দর্কার নেই কিছুতে আর যার যেটুকে দর্কার সেটুকে সময়্মত মুখস্ত করে নেবে আর সেটাই যথেষ্ট? (বোঝা না বোঝার কথা কিন্তু সম্পূর্ন আলাদা আর আমার মনে হয় সেটার মধ্যে বেশ কিছু লাক ফ্যাক্টার আছে - ভলো বই, বোঝানোর মত শিক্ষক, সেই শিক্ষকের সাথে মানসিক কানেকশান, সময়, মাথার প্রসেসরের ক্ষমতা ইত্যাদি )। আমার তো বেশ মনে হয় যে সব অন্ক পচ্চুর কষে কষে করেছি, সেগুলো চট করে বাচ্ছাকে বোঝাতে পারি আর কেন করবে - তাও বলতে পারি। আর শেষের দিকে আর টেষ্টপেপার দেখে দেখ যেগুলো বাদ দিয়েছি (নম্বোর পেতে হবে তো) সে সব শ্রীদূর্গা শরনং।

    আর আপনারা রবি ঠাকুর দেখাবেন! ( জনশ্রুতি সতজিত রায় ও নাকি বৌকে তাই দেখাতেন ছেলের পড়াশুনার ব্যাপারে
    - আপনাদের আর দোষ কি! )
  • sm | 2402:3a80:a2a:c034:0:24:2dad:***:*** | ১৯ মে ২০২০ ২২:১৭445945
  • বয়েনসি তো স্কুলে বুঝেছেন।তো,আর একবার বুঝিয়ে দিন না।ক্লাস সেভেন /এইট এর জিনিষ তো! বড় এস কে বললাম।

  • sm | 2402:3a80:a2a:c034:0:24:2dad:***:*** | ১৯ মে ২০২০ ২২:১৫445944
  • বুঝলাম। প্রেশার ডিফারেন্স ও বুঝলাম।কিন্তু অবজেক্ট কে ওপর দিকে তুলছে /ঠেলছে কেন?মানে গ্র্যাভিটির  উল্টোদিকে?

  • S | 69.146.***.*** | ১৯ মে ২০২০ ২২:১০445943
  • বুয়োএন্সির এসব তো ইস্কুলেই পড়িয়ে দেওয়া হয়েছিল। ক্যালকুলাসও তো প্রাথমিকভাবে গ্রাফ ধরেই বোঝানো হয়। কার্ভের স্লোপ, কার্ভের নীচের এরিয়া।

    তবে অ্যারিথমেটিক মানেই ঐকিক নিয়ম - এইটা প্রমাণ করতে আকবর, তানসেন, বিরবাল এসে গেছে। তারা আবার বিক্রমাদিত্যের গল্প করছে। ঐতিহাসিক ঐকিক নিয়ম চলছে।
  • dc | 103.195.***.*** | ১৯ মে ২০২০ ২১:৪৩445942
  • তারপর তো আর কিছু নেই! ফ্লুইডে প্রেশার হলো তার ওপরে যে কলাম অফ ফ্লুইড আছে তার সাথে প্রোপোর্শনাল। সেখান থেকেই বয়েন্সি আসছে (হাইড্রলিক প্রেসও এই একই ফর্মুলাতে কাজ করে)।

    এবার একটা ইন্টারেস্টিং প্রশ্নঃ গ্র্যাভিটি না থাকলে বয়েন্সি থাকবে কি থাকবে না? (প্যাসেঞ্জার সিনেমার সেই সিনটা মনে করুন যেখানে জেনিফার লরেন্স নিশ্চিন্তে সাঁতার কাটছেন, হঠাত গ্র্যাভিটি ফেল করলো)
  • sm | 2402:3a80:a2a:c034:0:24:2dad:***:*** | ১৯ মে ২০২০ ২১:৩৬445941
  • শালিখ,আর্কিমিডিস এর প্রিন্সিপাল এর হাত ধরেই আসবে। কিংবা বলা যায়,আর্কিমিডিস এর প্রিন্সিপাল,ব্যাখ্যা করতে গিয়ে ব্যাক ক্যালকুলেশন করে প্লবতার কনসেপ্ট এসেছে বা ভালো করে বোঝা গেছে।

  • sm | 2402:3a80:a2a:c034:0:24:2dad:***:*** | ১৯ মে ২০২০ ২১:৩৩445940
  • ডিসি,একদম ঠিক পথে এগুচ্ছেন। ব্রেভো!

    যদি কোন ফ্লুইড কে অসংখ্য লেয়ার এর সমষ্টি ধরি।তাহলে যতো নীচে যাবো,প্রেসার ডিফারেনশিয়াল ততো বাড়তে থাকবে।

    অর্থাৎ একদম উপরিতলে প্রেসার যদি P1এবং P2 নিচের তলে  হয়,তবে P 2>P1 হবে।

    তারপর,,?

  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 202.142.***.*** | ১৯ মে ২০২০ ২১:৩২445939
  • ওকে দমু ফেয়ার এনাফ।

    কে লগিন করে , কে করে না, অত দেখি ফেখি না, কি করে দেখতে হয় তাও জানি না। পরিচয় লুকোনো র উদ্দেশ্যে লং টার্ম ইউজার দের নাম ঝেড়ে অনেকেই ইউজ করছে, তাই ডিসক্লেমার দেওয়া হয়েছে।
  • | ১৯ মে ২০২০ ২১:২৩445938
  • বায়ুর ক্ষেত্রেও প্রযোজ্য
  • | ১৯ মে ২০২০ ২১:২২445937
  • আর্কিমিডিসের সুত্র দিয়ে।

    কোন বস্তু স্থির তরলে নিমজ্জিত করলে বস্তুটি যে ওজন হারায় তা বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান।
  • শালিখ | 2606:6000:6a0c:e00:e964:af57:e7b4:***:*** | ১৯ মে ২০২০ ২১:১১445936
  • প্লবতার সেই একটা হিসেব ছিল না? অপসারিত জলের আয়তন আর বস্তুর ওজন দিয়ে ঊর্দ্ধমুখী ঘাতের পরিমাপ করত। সেইটা কেং কয়ে?
  • | ১৯ মে ২০২০ ২১:০১445935
  • হ্যাঁ "প্লবতা" ক্লাস সেভেনে ছিল। সাবজেক্টের নাম ফিজিকাল সায়েন্স।

    এরিথমেটিক হল গিয়ে পাটীগণিত। ঐকিক নিয়ম ছাড়াও আরো দু'চাট্টে ব্যপার স্যাপার শিখেছিলাম ওতে।
  • dc | 103.195.***.*** | ১৯ মে ২০২০ ২০:৫৭445934
  • কোন একটা জিনিস জলে পুরোটা ডুবালে, একদম নীচের দিকটায় যে প্রেশার সেটা একটু বেশী হয় আর একদম ওপরের দিকটায় যে প্রেশার সেটা একটু কম হয় (কারন ডেপ্থ বাড়লে প্রেশার বাড়ে)। ফলে একটা প্রেশার ডিফারেন্শিয়াল তৈরি হয়, যা কিনা বয়েন্সি।

    মজার ব্যপার হলো, আপনি যদি একটা ব্ল্যাক হোলের দিকে পড়তে থাকেন, তাহলে যখন আপনি বেশ কাছে পৌঁছে যাবেন, তখন আপনার মাথার কাছে যে গ্র্যাভিটেশনাল ফোর্স সেটা আপনার পায়ের কাছের ফোর্সের থেকে বেশ খানিকটা কম হবে। তার ফলে আপনি স্প্যাগেটির মতো টেনে লম্বা হতে থাকবেন। এটাকে বলে মাধ্যাকর্ষনের টাইডাল ফোর্স।
  • sm | 2402:3a80:a2a:c034:0:24:2dad:***:*** | ১৯ মে ২০২০ ২০:৩৪445933
  • ডিসি,বেশ বলেছেন।একদম ঠিক ঠাক লাগছে।আর একটু বুঝিয়ে বলুন তো। কিন্তু ওটা ঠিক কিভাবে একসপ্লেন  করা হচ্ছে?

    আমাদের বলা হয়েছিল,জলে বা ফ্লুইডে কোন অবজেক্ট (ধরুন সলিড কিছু) ডুবোলে, ওই ফ্লুইড একটা আপওয়ার্ড থ্রাস্ট দেয়। কিন্তু কেন দেয়?

    সেটা খুলে বলে নি।

  • dc | 103.195.***.*** | ১৯ মে ২০২০ ২০:২৭445932
  • বয়্যান্সি ওপরদিকে কেন ধাক্কা দেয় এটা তো ইস্কুলেই শিখেছিলাম বলে মনে পড়ে, নাকি পরে শিখেছিলাম? আপওয়ার্ড ফোর্সটা আসে প্রেশার ডিফারেনসিয়ালের জন্য। যদ্দুর মনে পড়ছে ইস্কুলেই শিখেছিলাম।
  • Du | 47.184.***.*** | ১৯ মে ২০২০ ২০:২২445931
  • কালকে এন্পিআর ৩ ঘন্টা ধরে জাজ ক্ল্যারেন্স থমাসের অত্মজীবনী গোছের একটা দেখালো, অনিতা হিলের কেসটা যে কত ভিশাস সব বুঝিয়ে। গোটা প্রোগ্রাম ওনার ও স্ত্রীর বয়ানে। টাইমিং টা খেয়াল করলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত