.. | 182.69.***.*** | ১৭ মে ২০২০ ১৬:৫৭445809
b | 14.139.***.*** | ১৭ মে ২০২০ ১৬:৫৪445808
sm | 2402:3a80:a37:ba50:0:24:2647:***:*** | ১৭ মে ২০২০ ১৬:৩৩445807
অপু | 2409:4060:41d:c3c9::14b4:***:*** | ১৭ মে ২০২০ ১৫:৪৬445804ভাট টই কেন তুলে দিতে হবে। ইল্লি নাকি!!!
অপু | 2409:4060:41d:c3c9::14b4:***:*** | ১৭ মে ২০২০ ১৫:৪৫445803"লুপ্ত সরস্বতী/ মণিরত্ন মুখোপাধ্যায়/সিগনেট প্রেস"
তবে এটা গবেষণা মূলক লেখা।
1.ঋগ্বেদ ও সরস্বতীর দেবীত্বে উত্তরণ।
2. মহাভারতের যুগে সরস্বতীর উল্লেখ ও প্রমাণ
3. সরস্বতীর গৌরবোজ্জ্বল অধ্যায় আর সভ্যতার চিহ্ন গুলো
4. পুরাতন সাহিত্য এ সরস্বতী
5. সরস্বতীর তীরে কয়েকটি উল্লেখযোগ্য শহর
12 টা পরিচ্ছদের 5 টার উল্লেখ করলাম
বিশ্বরূপ রায় | 103.94.***.*** | ১৭ মে ২০২০ ১৫:২১445802@সোম
খাপ তো কেউ প্রধানমন্ত্রী র ফাঁসি না চাইলেও এখানে তার নামে বসে
যাই হোক
পেপ্যাল আমার সুবিধে হতো ট্যাক্স এর কারনে
@বিশ্বরূপ বাবু, আমি নাকি এসব করে পয়সা কামাচ্ছি তা থেকে সোশ্যাল মিডিয়ায় অনেক খাপ বসে গেছে।
সমালোচনা হোক কিন্তু কয়েকজন খেতে পাক তবেই হবে
আমার ফোন 8420640528 আর হোয়্যাটসেপ 9811839381
S | 2a0b:f4c2::***:*** | ১৭ মে ২০২০ ১৪:১০445799
বিশ্বরূপ রায় | 103.94.***.*** | ১৭ মে ২০২০ ১৪:০৭445798@ সোমরাজ
আপনার উদ্যোগ এই কঠিন সময়ে খুব ভালো লাগলো , ডিটেল যখন দিয়েছেন দেখি স্বল্প সামর্থ্যে কিছু করা যায় কিনা , অবশ্য প্রথাগত ভাবে সরকারি উদ্যোগ এর উগ্র বিরোধী না হবার জন্য আমার যৎসামান্য অবদান এর জন্য আপনাকে না অহেতুক সমালোচনার মুখে পড়তে হয় সেই উদ্বেগ ও আছে
এগিয়ে চলুন , শেষ অবধি মানুষ মানুষের জন্য
আমি ছোট ছোট করে যত সম্ভব ছোট পিস এর হিসেব লিখেছি, আচ্ছা দাদা আপনি কি আমার ফেসবুকের ইনবক্সে একবার পিং করতে পারবেন, বিশেষ দরকার
S | 2a0b:f4c2::***:*** | ১৭ মে ২০২০ ১৩:৪৫445796
☺️ | 174.255.***.*** | ১৭ মে ২০২০ ১৩:৩১445794
sm | 2402:3a80:a37:ba50:0:24:2647:***:*** | ১৭ মে ২০২০ ১৩:২০445793
S | 69.146.***.*** | ১৭ মে ২০২০ ১২:৫৮445792300 লোক কে খাওয়াতে এভারেজ সাড়ে 3 হাজার টাকা দিনে খরচ।
o | ১৭ মে ২০২০ ১২:৩৫445789হ্যাঁ, হাংরি টাইড। ঃ-))) গ্লাস প্যালেস ভাল। অ্যান্টিক ল্যান্ড খুব ভাল।
o | ১৭ মে ২০২০ ১২:৩১445788আরেকটা কথা হচ্ছে তাইলে কি দলিত সাহিত্য দরকার নেই বলবেন? কবে হরিপদ দত্তর কথা উঠল, ওনার মত অনেকটা এরকম ছিল। দলিত সাহিত্য কেন দরকার নেই এবিষয়ে প্রবন্ধ আছে। ম্যাজিক রিয়েলিজম তো ওনার কাছে স্রেফ অপোসমোস্কিতি। কড়া বাম। ঃ-)))
dc | 103.195.***.*** | ১৭ মে ২০২০ ১২:১০445786
@#$%^&* | 2405:201:8805:37e9:ec8f:f06e:59c6:***:*** | ১৭ মে ২০২০ ১২:০৩445785
o | ১৭ মে ২০২০ ১২:০২445784আরে উঠে গেলে উঠে যাবে, আপাতত আছে তাই লিখছি ঃ-))) বড় স্কেলে ডেঞ্জারাস সেটা আমি মানি। কিন্তু ছোট স্কেলে আমি ঠিক বুঝতে পারি না। কখনও মনে হয় স্থানীয় লেখক লিখলেই ভাল। ঐ অমিতাভ বাবুর সুন্দরবন পড়েছি কিনা। ম্যাগো, ওইটে উপন্যাস? কী করে এসব ছাপে কে জানে! তো কথা হচ্ছে স্থানীয় লেখক ওর চেয়ে ভালই লিখবে। সত্যি বলতে তারাশঙ্কর দেখুন ফর্ম নিয়ে বিশেষ মাথা ঘামিয়েছেন এ কেউ বলতে পারবে না, অতিকথন দোষও প্রচুর, কিন্তু কন্টেন্ট নিয়ে কোন কথা হবে না। এ জিনিস গভীর আঞ্চলিক এটাচমেন্ট ছাড়া জাস্ট অসম্ভব। এখানে একথা স্বীকার করতে আপত্তি নেই যে লিটারেচর অব দি অপ্রেসড জিনিসখান কেমন হওয়া উচিত এইটে নিয়ে মার্কেজ একরকম ভেবেছিলেন, পরে বোলানো ইত্যাদি দেখছেন সেইটে বুমেরাং হয়ে গেল। ইউরোপীয়রা কেবল ম্যাজিক খুঁজছে। কিন্তু একদিন দেখবেন বোলানোকে গাল দিয়ে কোন লেখক উঠে আসবেন কোন ছোট অঞ্চলের প্রতিনিধি হয়ে। শুধু লাতিন আমেরিকা নয়, আচেবের কথাটাও মনে রাখবেন। আফ্রিকার লেখকদের কর্তব্য বলছেন নিজ নিজ জনগোষ্টীর কথা লেখা। তাই বলতে চাইছি এ বিষয়ে কী অবস্থান নেওয়া উচিত বুঝতে পারি না।
#$%^&* | 2405:201:8805:37e9:ec8f:f06e:59c6:***:*** | ১৭ মে ২০২০ ১১:৫৭445783
@বোধি | 2402:3a80:a4d:1cd6:0:4e:6238:***:*** | ১৭ মে ২০২০ ১১:৫০445782
বোধিসত্ত্ব দাশগুপ্ত | 202.142.***.*** | ১৭ মে ২০২০ ১১:৪১445781
o | ১৭ মে ২০২০ ১০:৫৯445780" র্যাম্পান্ট আনপ্ল্যান্ড আর্বানাইজেশন এই প্রয়োজন টা একটু কমিয়েছে। অন্তত বীরভূমের ক্ষেত্রে। প্রতিটি বীরভূমের লেখককে কলেজ স্ট্রীটের অন্তত একটি সাহসী বা আসলে দাক্ষিন্যে প্রস্তুত পাবলিশার না জালনেও চলে। নিজেরাই ছেপে বেচে দেবার মত স্থানীয় পাবলিশার ও হয়েছে দু চারিটি প্লাস সবাই কে লাল মাটির বা বাগ্দীএপাড়ার বা রাজনগরের গল্প লিখতে হচ্ছে না, কালে কালে হয়তো সিউড়ি তেও সাইকো সেকসুয়াল থ্রিলার লেখা হবে। সেটা কে নিউ ইয়র্ক নয়ার এর মত হতেই হবে, কলকাতার সত্যজিত রায় পড়া পাঠক দের পসন্দ মত কিসু না হলেও চলবে। "
নানাবিধ হুলাবিলাতে সেদিন আলোচনাটা কেঁচে গেল। কিন্তু এইটের সঙ্গে খানিকটা একমত হয়েও বলতে ইচ্ছে করছে কোলকাতার লোক হলে দেবেশ রায় বোধায় তিস্তাপার টাইপের উপন্যাস লেখার দায় অনুভব করতেন না। নবারুণের এক্ষেত্রে একটু সুবিধে হয়েছিল মনে হয় এবং সেটা পুরোপুরি কাজেও লাগিয়েছিলেন। নইলে মাইরি লুব্ধক, খেলনানগর লেখা হয়না। বীরভূমি লেখক সাইকোসেকসুয়াল থ্রিলার লিখলেও খুব সম্ভবত জীবনে অন্তত একবার ছোট করে একটি হাঁসুলি বাঁক টাইপের নভেলা লেখার তাড়না অনুভব করবেন। এই আমার আজকের কনজেকচার। ঃ-)))