তার মানে দেখো অ, আমাদের গুরুচন্ডালী যে ব্যতিক্রমী , এই কথাটা ওনারাও ভালোভাবে জানেন । তাই একদম সরাসরি....
মরেচে!!!
কবি বলেছেন " সর্বনাশের নেশা ধরিয়ে তুমি এলে না যে...."
জীবনে হেববববববি চাপ
অ, কেমন আছো হে? এখানে খুব কম লেখো এখন...
@বোধি স্যার
অ্যাকাউন্টেবিলিটি আছে , সমালোচনা চলছে ,
খুনি বলে গুরু তে বুক চাপড়ে কান্না টাই বেশি বাংলা সিনেমার গ্যাদগ্যদে আবেগ
হোয়াটস্যাপ এর পিএইচডি না গুচ এর
DSc কোনটা বেটার সে আলোচনা না হয় পরে এক সময় হবে
ধুর বাবা আবার আপনি কেন।
যাই হোক যখন আজকে দুর্ঘটনা টি ঘটলো তখন প্রথমে আপনার কথাই মনে এলো । কদিন আগে লিখেছিলেন না?
দোতলার টি আগেই দেহ রেখেছিল। কিনবো কিনছি করে কেনা হয়নি। সর্বের ধন নীলমণি দিয়েই চলছিল। আজকে এই করোনা নিয়ে যখন সারা পৃথিবী বিপর্যস্ত। এমন দিনে তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। ঠিক ধরেছেন : একমাত্র বড় হাতল ওয়ালা ঘর মোছার জিনিস টি । :(((
@0
মরলে নয় বাধ্য হয়ে পরিযায়ী হলে
পুরোটা পড়ে কমেন্ট করলে হতোনা ?
অ! শ্রমিক মরলে কোল্যাটারাল। গুজরাতের ইস্কুলে এরকম লজিক শেখায় নাকি মশাই?
@a
কথাবার্তা কিছু হয়নি
গুরু তে লেখার জন্য মনে হয়না চারানা ও দেবে
Manslaughter
@আকা
ধরুন কারুর পিছনে কুকুর লেলিয়ে দিলেন, সে তখন পাগলা কুকুরের হাত থেকে বাচার জন্য একটা বাড়িতে ঢুকল সেখানে ছদ ভেঙ্গে মারা গেল। কুকুর তাড়া না করলে তো আর ভাঙ্গা বাড়িতে ঢুকতে হত না, ইনভলান্টারি ম্যানস্লটার।
মাইগ্র্যান্ট লেবার দের এই দূর্ভোগের জন্য মুদী আর অমিঅতের জেল হওয় উচিত।
এটা ক্লাস 2 লেভেল এর যুক্তি , কেন বুঝিয়ে বলছি , দেখুন যদি আপনি বোঝেন
১. লোকডাউন করা হয়েছে যাতে বেশির ভাগ লোক ইনফেক্টেড না হয় . আপনি বা আপনার পরিবার যদি ইন্ডিয়া তে থাকেন ও এখনো সুস্থ থাকেন , তাহলে পরোক্ষ ভাবে এতে আপনার ও লাভ হয়েছে
২.শ্রমিক দের পেছনে লাগার জন্য (পাগলা কুকুর )লক ডাউন হয়নি , ওটা কল্যাটেরাল ড্যামেজ , এই নিয়ে বিতর্ক থাকলেও এতে সরাসরি ভাবে সরকার কে খুনি বলা যায়না
CPM আমলে যত মিল এর শ্রমিক রা সুইসাইড করেছে , তাহলে খুনের দায়ে সব নেতা কে জেল এ যেতে হয়
৩. হ্যা , ক্লান্তি তে মাথা হয়তো কাজ করেনি
ঠিক যেরকম প্রতিক্রিয়াশীল আবেগ এ আপনিও পিএম এর জেল চাইছেন বা অনেকেই আমার মুণ্ডপাত করছেন যেহেতু আবেগ এ মাথা কাজ করছেনা
আর একটা কথা , আইন এর বইতে ওই টার্ম টা কে
Unintentional manslaughter বলা হয় , involuntary মংসালাউঘটের কোনো recognised legal ল্যাঙ্গুয়েজ নয়
কি রান্না করলেন বললেন না তো ?
sm, আমি ব্যাঙ্গালোর শহরে যেখানে থাকি তার আশ পাশের কথা বলছি
সুকি,কোথাকার অটো ওয়ালা দের কথা বলছেন?
এঁরা কি অধিকাংশ বাঙালি?
ব্রতীনবাবু, বলুন। ঠিক নেই মাঝে মাঝে উঁকি মারছি
অটো ওলাদের অবস্থা খারাপ। আমার হাউসিং এর থেকে কিছু দূরে 50 টা মতন মাইগ্রেন্ট ফ্যামিলি আটকে আছে। আধার কার্ড ইত্যাদি না থাকার জন্য সরকারী রেশন পায় নি। তখন লোকাল অটো ওলারা ওদের হেল্প করতে শুরু করে। কিন্তু কিছুদিন পরে অটো ওলাদের নিজেদেরই অবস্থা খারাপ হয়।
আমার পাশের ফ্ল্যাটের একজন উদ্যোগ নেয় হেল্পের। দেড়লাখ মত প্রতিমাসে খরচ। আমায় আমার অফিস টিমের দুজন হেল্প করল কিছু, পঞ্চাশ হাজার দিতে পারলাম। সোসাইটি থেকে আরো পঞ্চাশ উঠল। গত মাস ম্যানেজ হয়েছে তাই দিয়ে। দেখা যাক