বিশ্বজুড়ে যখন করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক, তখন বারুইপুর উত্তরভাগ বাজারের পিয়ালী নদীর খাল থেকে উদ্ধার হল এক নরকঙ্কালের মাথার খুলি। তা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হল।
*Corona পরিস্থিতি নিয়ে গতকাল টুসি বৌদির সাথে কথা হচ্ছিল। বলল আর ভাল লাগছে না ঠাকুরপো এবার বুকে বল নিয়ে কাজে বেরিয়ে পরতে হবে। আমি তো কিছুটা ভ্যাবাচ্যাকা খেয়ে বলেই ফেললাম সে না হয় আপনারা বের হলেন | কিন্তু আমরা কি করব? বৌদি কিছুক্ষন হতভম্ব হয়ে আমার দিকে চেয়ে জিজ্ঞাসা করলেন তার মানে? আমি বললাম বৌদি আমাদের তো সে বল টুকুও নেই বুকে৷*
dc হমমম।
কবে কোথায় বেড়াতে গেছে সেইসব ছবি , ব্যাকগ্রাউন্ডে বুদ্ধদেব :))
ওরা আমাদের ঘরে ফিরতে দেয় না
শ্রমিক ভাই আমার
Police resorted to mild lathicharge in Koothattukulam area of Ernakulam district in Kerala on Thursday in order to disperse the migrant labourers who were demanding to return back to their homes.
Kerala CM Pinarayi Vijayan has made special arrangements to send back the migrants to their native states.
In the last few days, several Shramik trains carrying migrants and stranded people have left Kerala to different states.
যাহ , মাকুদের কেরালা নিয়ে গব্ব আর রইলোনা গো, ঠিক আছে comared
যাওয়ার উপায় বন্ধ করে দেওয়া মানে তো যেতে না দেওয়া। ট্রেন চালু রেখে না যেতে অনুরোধ করা হলে সেটা হত উৎসাহ না দেওয়া।
আচ্ছা বাজারে নাকি নতুন স্টাইল ট্রেন্ড মেয়েদের কাঁধের কাছে ছেড়া জামা ? নাম নাকি ভ্যাকসিন জামা ?
FB এ আজকে সবাই বুদ্ধের সাথে ফটো দিচ্ছে। কীকীকী চাপ!!!
ভদ্রলোকের মরেও শান্তি নেই :))))
বোধি দা জানি । অর্জুন খুব ই স্পিরিটেড ছেলে। এই কেরিয়ার সর্বস্য যুগে অমন ছেলে কম পাওয়া যায়।