আটোজ , এলেবেলে দা FB চ্যাট আমাকে সেই দিনের কাগজের কাটিং টা দিলো। তা বাংলা করে আমি যা যা লিখেছিলাম সেগুলো লেখা ছিল।অর্থাৎ করোনা থেকে মৃত্য সেই কারণে ডোমের মড়া পোড়াতে অস্বীকার। প্রচুর লোক জড়ো হওয়া। শেষ অবধি BDO র উপস্হিতিতে প্রচুর পুলিশ এনে ডোম কে PPE দিয়ে ,বেশী টাকা কবুল করে মড়া পোড়ানো হয়।
ক্যাটিং টা চেপকায় ক্যামনে ?
খুব অবাক লাগে জানেন, যখন দেখি নির্দিষ্ট প্রফেশনের বাইরে থাকা পাবলিকগুলো জ্ঞান দেয় কিভাবে প্রফেশনাল হতে হবে! আর এই ব্যাপারটা শিক্ষক এবং ডাক্তারদের ক্ষেত্রে বেশি! পাড়ার যে ছেলেটা কোনদিন স্কুলের মুখ দেখলো না, সেও বলে দেয় 'ছেলেকে সরকারী স্কুলে পড়াবেন না! সরকারী স্কুলে তো শুধুই ছুটি আর মাষ্টাররা বসে বসে টাকা পায়!'! আর ডাক্তার তো ঘরে ঘরে! পেট জ্বালা থেকে মাথা ধরা, সব ঔষুধ সবার জানা৷ এই যেমন ধরুন না আজকের কেস,
ভরপেট ভাত খেয়ে একটু বাজারে বেরিয়েছি! এমন সময় কলা দোকানদার দুটো কলা আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, 'কলা খান'! আমি বললাম, 'না দাদা এই অবেলায় আর কলা খাবোনা! অম্বল হবে'! তো ভদ্রলোক রীতিমত কনফিডেন্সের সাথে আমার ওপর ডাক্তারী করে নিল, বলল বাড়ি গিয়ে একটা #প্যান্টি খেয়ে নেবেন, সব অম্বল বদহজম কেটে যাবে'!
এখন কি মুশকিল, ঔষুধ বলল ঠিক আছে কিন্তু গোটা খাবো না অর্ধেকটা, গিলে খাবো না চিবিয়ে, কিছুই বুঝতে পারছিনা! দুচারটে মেডিসিন দোকানে গিয়ে খোঁজ করলাম, তারা এই মারে তো সেই মারে! উল্টোপাল্টা গালাগাল, মারধোর খেয়ে যখন হসপিটালে এসে ডাক্তারবাবুকে বললাম সব, তিনি বললেন 'প্যান্টি' মেডিসিনের মত করে খেতে নেই৷ ওটা প্যান-ডি( PAN-D) হবে!
বিশাখাপত্তনম এ গ্যাস লীক হয়েছে।
ভূপালের ঘটনা মনে পড়ছে।
https://theprint.in/health/can-gangajal-treat-covid-19-modi-govt-wants-a-study-icmr-says-no/415365/
@Atoz: "আমি ক্রোমে এই সাইট দেখি। বিজ্ঞাপণের জ্বালা আগে ছিল না, কিছুদিন থেকে হয়েছে। বিরক্তিকর অ্যাড আর অ্যাড।"
ক্রোমিয়াম বেসড ব্রাউজার ব্যবহার করলে ক্রোম এর বদলে ব্রেভ ব্যবহার করে দেখতে পারেন, কোনো ad এর সমস্যা নেই, এনক্রিপটেড, খুব ফাস্ট, দেখতে পারেন,
অ্যাডব্লকার ইন্সটল করে নিন।