এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • b | 172.69.***.*** | ০৬ মে ২০২০ ১১:০০444396
  • এবার কি আনন্দ দয়া করে "উইং থেকে গোল", আর "খেলতে খেলতে" প্রকাশ করবে?
  • গবু | 172.69.***.*** | ০৬ মে ২০২০ ০৯:৩৮444395
  • @অরিন, "সমস্যাটি জটিল হয়ে যায় যদি *না* ক্লাস্টার গুলো কে সময় মতো শনাক্ত করে টেস্ট ট্রেস আলাদা করে ফেলার প্রক্রিয়াটি দ্রুত সেরে ফেলা যায়।" - "না" যোগ হবে তো?

  • Santanu | 162.158.***.*** | ০৬ মে ২০২০ ০৮:১৯444394
  • "এখন আমরা বলতে পারি বা ভাবতে পারি যে কম জনসংখ্যা আর মোটামুটি ভাবে সবাই সরকারের কথায় বিশ্বাস করেছে বলে এরা  এযাত্রা উৎরে গেছে"।  

    ভারতে সাংঘাতিক বেশি জনসংখ্যা আর রাজ্য বা কেন্দ্র - কোনো সরকারের কোনো কথায় কেউ বিশ্বাস করেনা
  • অরিন | ০৬ মে ২০২০ ০৭:৩৯444393
  • @i: "অস্ট্রেলিয়া, নিউজীল্যান্ডের জনসংখ্যা অধিক হ'লে আর সীমানায় অন্য দেশের অবস্থানে এই পরিস্থিতিতে প্রাথমিক ধাক্কা সামলানো কতটা শক্ত হ'ত?"

    সেটা অনেকগুলো ব্যাপারের  ওপর নির্ভর করতো সেক্ষেত্রে। 

    এক. দেশের সরকার কখন, কত দ্রুত, ও কোন পরিস্থিতিতে  দেশের সীমানা বন্ধ করতেন। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড চারপাশে সমুদ্র দিয়ে ঘেরা হতে পারে, সীমানায় অন্য দেশ হয়তো স্থলে নেই, তবে তাই বলে অন্য দেশ থেকে আনাগোনার কিন্তুকম নয়  দুটো দেশেই। জল জাহাজ , উড়োজাহাজ সূত্রে লক্ষ্ করে থাকবেন হয়তো  যে উভয় দেশেই মানুষের যাতায়াত কিন্তু অন্য অনেক দেশের থেকে অনেকটাই বেশি। কাজেই সীমানায় অন্য দেশের উপস্থিতিবনাম  সমুদ্র থাকলে যে অনেকটা ইনফেক্টেড লোকের আনাগোনার তফাৎ হবে, এমনটি নাও হতে পারে।  এমনকি উল্টোটাও হতে পারে যে যে সমস্ত দেশে প্রচুর জাহাজ/ বিশেষ করে cruise  ship  নোঙর  ফেলে, সেসব দেশে জাহাজ থেকে সংক্রমণের আশংকা থাকে।  নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া উভয় দেশ-ই কিন্তু সীমানা বন্ধ করতে গড়িমসি করেছে।  এদের তুলনায় তাইওয়ান, সিঙ্গাপুর , সাউথ কোরিয়া কিন্তু আরো সময় থাকতে সীমানা বন্ধ করে ফেলেছিলো।  তা সত্ত্বেও দুটো দেশ-ই কিন্তু খুব খারাপ সামলায়নি (এখনো পর্যন্ত) .

    দুই, এটাতো একটা respiratory  ভাইরাল infection , তাই মোট জনসংখ্যা তো অসুখের ভয়ঙ্কর হয়ে ওঠার ক্ষেত্রে একটা ব্যাপার ঠিক ই, তবে খেয়াল করে দেখুন এই  অসুখ গুলো  cluster  ধরে  অসুখ হয়।  এখন একজন মানুষের থেকে প্রথমে দুই কি তিনজন, এই করে গোটা সমাজে ছড়িয়ে যায় বটে, তবে বেশির ভাগ ই ছোট ছোট ক্লাস্টার এ।  যার জন্য দেখুন চীন এর ক্ষেত্রে হুবেই তে ক্লাস্টার হলো, আমেরিকায় দেখুন ওয়াশিংটন স্টেট এ প্রথম দিকে কিরকম নার্সিং হোম গুলোতে ক্লাস্টার হলো, তারপর নিউ ইয়র্ক এ দেখুন কতগুলো ক্লাস্টার এ অসুখ হচ্ছে, ইতালি তে বেরগামো ও উত্তর ইতালি, ভারতেও দেখুন ক্লাস্টার ধরে অসুখ তা হচ্ছে।  এই দিক থেকে বিচার করলে দেখবেন , সমস্যাটি জটিল হয়ে যায় যদি ক্লাস্টার গুলো কে সময় মতো শনাক্ত করে টেস্ট ট্রেস আলাদা করে ফেলার প্রক্রিয়াটি দ্রুত সেরে ফেলা যায়। 

    তিন, এইখানে টাইমিং এর ব্যাপারটা খুব প্রয়োজনীয়।  নিউজিল্যান্ড যেমন খুব দ্রুত ঠিক করে ফেলে যে শুধু  সোশ্যাল ডিস্টেন্সিঙ  এর ভরসায় না থেকে পুরো লক ডাউন করবে, অস্ট্রেলিয়া আরো সময় নিয়ে ব্যবসা বাণিজ্য খোলা রেখে চালিয়ে গেছে।  এখন আমরা বলতে পারি বা ভাবতে পারি যে কম জনসংখ্যা আর মোটামুটি ভাবে সবাই সরকারের কথায় বিশ্বাস করেছে বলে এরা  এযাত্রা উৎরে গেছে।  

    তাহলেও  এরা  ভালোই সামলেছে এখনো অবধি।  

  • দেব | 172.68.***.*** | ০৬ মে ২০২০ ০৭:৩৪444392
  • আমি " ভাইরাস " খুঁজছি । YouTube এ খুঁজলাম পেলাম না । কেউ দিতে পারলে ভালো হয় ।
    কেরলের নীপা ভাইরাস সংক্রমণ নিয়ে মালায়ালম সিনেমা " ভাইরাস "। দেখার খুব ইচ্ছা ।
  • a | 108.162.***.*** | ০৬ মে ২০২০ ০৫:৫২444391
  • আরে আমি একমত যে বিষয়ে সেগুলো আর কস্ট করে পয়েন আউট করিনি আর কি
    নিঃসন্দেহে মানবিক ভাবে ট্রিট করেছে প্রায় সব রকম লেভেলে
  • Amit | 162.158.***.*** | ০৬ মে ২০২০ ০৪:৩৯444390
  • হ্যা সেটাই. অস্ট্রেলিয়া নিয়ে উল্লসিত হওয়ার মতো কিছুই বলিনি কালকে . অবস্থা ভালো বা খারাপ যেকোনো দিকেই যেতে পারে আগামী কদিনে. কারোর কন্ট্রোলে নেই সেটা.

    শুধু একটা জিনিস এর ওপরেই স্ট্রেস দিয়েছিলাম কালকে - এখানে গভট অন্তত ফেকুর মতো ড্রামাবাজি করে চার ঘন্টার নোটিশ এ গোটা দেশ হটাৎ করে লক ডাউন করে লাখ লাখ লোককে দুর্ভিক্ষের মুখে ঠেলে দেয়নি. যাই করেছে , স্টেজwise, প্ল্যান করে করেছে,যতটা পারে , সাধারণ লোকের কথা ভেবে করেছে . এবার সেটার ফাইনাল রেজাল্ট যাহয় হোক.

    কিন্তু ইন্ডিয়ায় একদিকে লোকে না খেয়ে মরছে, কয়েকশো মাইল হাটছে বাড়ি ফেরার জন্যে , আর অন্যদিকে ফেকু বাজি ফাটাচ্ছে , আর ফেকুর সরকার একমাস জোর করে সব মিগ্র্যান্ট লেবারদের খাঁচায় আটকে রাখার পরে তারপর তাদের থেকে রেলভাড়া চাইছে - এটা শুধু অন্যায় নয়, জাস্ট অশ্লীল.
  • i | 108.162.***.*** | ০৬ মে ২০২০ ০৪:৩৬444389
  • অরিন,
    অস্ট্রেলিয়ার কোভিড নাইনটীন পরিস্থিতি নিয়ে শাশ্বতী বসু লিখলেন বুলবুলভাজায় , কিছুদিন আগেঃ
    https://www.guruchandali.com/comment.php?topic=17450
    এছাড়া অমিত লিখছেন নিয়মিতই। অ কেও লিখতে দেখলাম বহুদিন পরে।

    আমার সেভাবে লেখার কিছু নেই।
    আপনার লেখাই পড়তে চাই বরং। একটি প্রশ্নও আছে; কাল্পনিক পরিস্থিতি যদিও; অস্ট্রেলিয়া, নিউজীল্যান্ডের জনসংখ্যা অধিক হ'লে আর সীমানায় অন্য দেশের অবস্থানে এই পরিস্থিতিতে প্রাথমিক ধাক্কা সামলানো কতটা শক্ত হ'ত?
  • Atoz | 162.158.***.*** | ০৬ মে ২০২০ ০৩:৪৬444388
  • দু দি,
    মিডিয়াও তো ক্রমাগতঃ তাল মেরে বাড়ায়। লোকে উপোসী ছারপোকার মতন ওইসব খবরের উপরে হুমড়ি খেয়ে পড়ে। এটাই তো লাভজনক বাণিজ্য হয়ে দাঁড়িয়েছে। ওসব সমান অধিকার সমমর্যাদা অমুক লড়াই তমুক আন্দোলন এসবে বিন্দুমাত্র কিছু আসে যায় না, খাওয়াতে পারলেই হল, বেচতে পারলেই হল, গছাতে পারলেই হল।
  • অরিন | ০৬ মে ২০২০ ০৩:৪১444387
  • "অস্ট্রেলিয়া নিয়ে খুব বেশি উল্লসিত হবার কারণ নেই। পিপিই র অভাব আছে, লেবার লিবেরেলদের ঝগড়া ফিরছে আস্ত্র আস্তে। লোক কম থাকায় জোরালো লকডাউন করে প্রাত্গমিক ধাক্কা সামলেছে। " (a )

    প্রসঙ্গ প্রাথমিক ধাক্কা সামলানো নিয়ে ছিল।  বহু দেশ এখনো হাবুডুবু খাচ্ছে।  এটাও কিছু কম নয়।  পরে কি হবে কেউ জানে বলে মনে হয় না।  

  • Amit | 162.158.***.*** | ০৬ মে ২০২০ ০২:৩৬444386
  • মোদী সরকারের এগেইনস্ট এ
  • Amit | 162.158.***.*** | ০৬ মে ২০২০ ০২:১৮444385
  • জুডিশিয়ারি র যে পরিমানে গেরুয়াকরণ হয়েছে গত ক বছরে , তাতে মোদী এগেইনস্ট এ সরকারের মামলা করলে শুধু ডেট দিয়ে ঝুলিয়ে রাখা ছাড়া বিশেষ কিছু হবে বলে মনে হয়না. আর তাতেও এদের সোশ্যাল মিডিয়া প্রোপাগান্ডা জাগারনেট থামানো সম্ভব নয়.

    একটা কমপ্লিট ফসিসিস্ট রেজিম এ ঢুকে গেছে মিলিনিয়াল ইন্ডিয়া. ড্রাগ এর নেশার মতো. একটা মেজর ঝটকা ভেতর বা বাইরে থেকে না পড়লে ঘোর কাটবেনা.
  • syandi | 162.158.***.*** | ০৬ মে ২০২০ ০১:৪৮444384
  • এক বন্ধুর থেকে একটা হেব্বি মজার খবর পেয়েছিলাম দিন পনের আগে। পব তে কিছু জায়গায় পুলিশ ইচছুক ব্যক্তিদেরকে চড়া দামে মদ সাপ্লাই করছিল। মদের দোকানগুলো বন্ধ থাকার জন্য তিনগুন দাম দিয়ে পুলিশের থেকে লোকে কিনছিলও। ফোন করে বলে দিলে সিভিক ভলেন্টিয়ার বাড়ি এসে দিয়ে যাচ্ছিল। আসলে লকডাউনের জন্য ট্র্য়াফিক থেকে পুলিশের বাড়তি ইনকাম বন্ধ ছিল, তাই এই ব্য়বসায় নামা। এখন মদের দোকান খুলে দেওয়ায় পুলিশের ব্যবসা বন্ধ।

  • Du | 172.69.***.*** | ০৬ মে ২০২০ ০১:৩২444383
  • আর মেন্টালিটি তো ফুটে বেরোচ্ছে। মেয়ে শুনলে সেক্সিস্ট রিমার্ক ছাড়া কিছু আসে না, সে প্রেগ্ন্যান্ট অবস্থায় কাউকে অ্যারেস্ট করা হয়েছে শুনলেও। এদেরও মা বাবা আছে, আছে স্ত্রী সন্তানও।
  • Du | 172.69.***.*** | ০৬ মে ২০২০ ০১:২৫444382
  • কংগ্রেস আরেকটা জিনিস লোক ছাড়াও করতে পারে কেস লড়া। এই সরকার ইচ্ছে মত সিএএ প্রোটেস্টারদের যা খুশি কেস দিয়ে অন্দর করছে এর অগেইন্স্টে ছাতার মত কেস লড়া উচিত পর পর। দরকার হলে পোর্টাল বানিয়ে।
  • সিএস | 162.158.***.*** | ০৬ মে ২০২০ ০১:২৩444381
  • ব্লগ পোস্ট করা যাচ্ছে ? পারলাম না। Yes, No কোন স্ট্যাটাস দিয়েই।

    ক্রোমে দেখলাম।
  • বিশ্বদীপ রায় | 162.158.***.*** | ০৬ মে ২০২০ ০০:৪৪444380
  •  এক অদ্ভুত সময় 


    হস্টেল এ সারারাত খিস্তি প্রতিযোগিতা আমরাও করেছি কিন্তু আজ ও এই ৫২ বছর বয়সে বাবা মা  র সামনে শালা বলতে পারলাম  না 
    দেশের রোল মডেল প্রত্যেকটা উইকেট পড়ার পর বেহেন....বলে উদযাপন করেন , উনি জানেন ক্যামেরা ওনাকে ফোকাস করছে , টিভি র সামনে বসে আমার লজ্জা হয় , উল্লাসে চাপা পড়ে যায় সেই উদযাপন , আচ্ছা ওনার মা ও তো খেলা দেখেন , কখনো মনে হয়না ? অবশ্য কোটি টাকা র চুক্তি র নিচে এইসব মধ্যবিত্ত সেন্টিমেন্ট চাপা পড়ে যায় 
    আমি অবাক নই 
     

    স্থান কাল পাত্র বলে কিছু একটা ছিল আমাদের সময়ে , আজ তার প্রয়োজন ফুরিয়েছে 

    করনা বোধ হয় সব ব্যালান্স করে দেবে , আমাদের জেনারেশন টা র সঙ্গে এই মধবিত্ত মূল্যবোধ গুলো ও চলে যাবে 

    ভালোই হবে 

  • পথিক | 162.158.***.*** | ০৫ মে ২০২০ ২৩:৪২444379
  • সেটাই তো বলছিলাম , বাপ কাকার তাউ জী র মাংসপেশী র জোর থাকলে গো বলয় রাজ্যে এগুলো কোনো কেস ই না 

    যেখানে বাপ ছেলে সাধারণ কথায় বহেন .....মাদার..... Use করে কনভার্স করে , এগুলো হাস্যকৌতুক লেভেল এর , তার ওপর আছে পঞ্চ নদ এর বীর পুঙ্গবরা , ওদের সাধারণ ঠাট্টা ওয়ে তেরি মা  কি আঁখ বলে শুরু হয় , বিশাল শৌর্যের ব্যাপার 

    অবশ্যই তেরে বাপ কি......কখনো নয় 

    নেক্সট দেখার আছে কোন মেয়ের ফ্যামিলি FIR করে , নির্ভয়া বেচেঁ গেলে যে ট্যাবু নিয়ে বাঁচতো সেটা যেচে কে নিতে যাবে সেটাই কথা 

    ইন্ডিয়ান সংবিধানে ফেমিনিস্ট সোসাইটি কেস করলেও ভিক্টিম কে FIR করতে হবে , এখন যা মিডিয়া , এক ঘন্টা র মধ্যে 'সানসানি খবরেন 'তে মুখ দেখিয়ে দেবে 

    আলটিমেট পরিণতি ধামাচাপা 

  • #$%^&*( | 162.158.***.*** | ০৫ মে ২০২০ ২৩:২৮444378
  • আহা আইটি সেল তো দেশের নীল চক্ষু বালক, ওদের কথা আলাদা।
  • পথিক | 162.158.***.*** | ০৫ মে ২০২০ ২৩:২৪444377
  • শুধু থ্রেট এ ও কত টা কি হবে বলা মুশকিল , কানহাইয়া কুমার কে IT সেল রোজ 500 থ্রেট পাঠায় 

  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 162.158.***.*** | ০৫ মে ২০২০ ২৩:২২444376
  • @সোমনাথ রায়, পাঠিয়ে দিয়েছি , থ্যাঙ্ক ইউ।
  • #$%^&*( | 162.158.***.*** | ০৫ মে ২০২০ ২২:৫৯444375
  • আচ্ছা, কিন্তু খবরের কাগজের লিঙ্কে পড়লাম এক ছাত্রী থ্রেটের কথা বলছে, আনন্দবাজারের খবরে বোধয়, পড়ে দেখি আরেকবার।
  • পথিক | 162.158.***.*** | ০৫ মে ২০২০ ২২:৫৫444374
  • @#$%^&*(

    ব্ল্যাকমেইলিং বা থ্রেট তো কোথাও এখনো লিক নেই , সব ই নিজেদের মধ্যে কথাবার্তা , এগুলো লিক করে সোশ্যাল শেমিং সম্ভব কিন্তু অ্যাকচুয়াল চার্জশীট দিতে গেলে ব্যাথা . ইনফরমাল   স্কুল অ্যাকশন ম্যাক্সিমাম 

  • S | 108.162.***.*** | ০৫ মে ২০২০ ২২:৪৯444373
  • অনলাইন মদ বিক্রি তো তাহলে একটা ভালো বিজনেস হতে পারে ইন্ডিয়াতে। এত ডিমান্ড যেখানে। ডিসিবাবু শুনছেন? শুরু করলে বলবেন, আমি সঙ্গে আছি।
  • aka | 162.158.***.*** | ০৫ মে ২০২০ ২২:৩২444372
  • মদের দোকান বন্ধ কোন সমাধান নয়। এত লাইন, ইত্যাদি দেখে আমি অবাক। এই ক্রেজ লোকের মধ্যে থাকতে পারে না যদি না প্রচূর ক্রেভিং তৈরী হয়। অ্যাডিকশনের লক্ষণ, কম বেশি। আমার ধারণা হল যে মদের দোকান বন্ধ থাকলেও ব্ল্যাকে নিশ্চয়ই বিক্রি হচ্ছিল।
  • @quark | 162.158.***.*** | ০৫ মে ২০২০ ২২:৩০444371
  • অয়ন চক্রবর্তী লিখেছেন,
    গতকাল মদের দোকানের লাইনে কিছু হতদরিদ্র পোশাক পরা মানুষকে দেখে অনেকে নিদান দিয়েছিলেন, খেতে পায় না তাও মদ খাওয়া চাই! দাও এদের ফ্রি রেশন বন্ধ করে!

    এমনভাবেই তাঁরা বলছিলেন, যেন ফ্রি রেশনটা তাঁদের পিতৃদেবের উপার্জিত পয়সায় এঁদের দেওয়া হচ্ছে। যাই হোক, তাঁদের এবং বাকি সকলের জন্য কৃষ্ণেন্দু অধিকারীর লেখা বাস্তবতার এক খণ্ডচিত্র :

    বাজার যাওয়ার পথে একবার ঢুঁ মারলাম ৮বি-র দোকানটায়। ১২ টায় দোকান খুলবে, পৌনে নটা থেকেই ইতিউতি মানুষের জটলা। মুচকি হেসে বাজারের দিকে রওনা হবার উপক্রম করতেই জীর্ণ শীর্ণ এক মানুষ এসে ধরল। হাঁটু অব্ধি লুঙ্গী, পায়ে ততোধিক জীর্ন হাওয়াই চপ্পল। বললো "লাইনে ১৭ নম্বরে আছি দাদা, ১২টার সময় এসে টাকা দিয়ে দেবেন, পার বোতল ১০০টাকা এক্সট্রা।" জিজ্ঞেস করে জানলাম এলাকার অনেক খেটে খাওয়া লোকজনই লাইনে দাঁড়াচ্ছে অন্যের হয়ে। ইনি রিকশা চালান, লকডাউনের জন্য সেটাও বন্ধ। গতকাল পাড়ার এক স্যার বলেছিলেন তার হয়ে লাইনে দাঁড়িয়ে মদ কিনে আনলে ৫০ টাকা দেবেন। কাল প্রায় ৩ ঘন্টা লাইনে দাঁড়ানোর পর ৫০ টাকা আয় হয়েছে। আজকে আর এই ভুল না করে সকাল ৮ টায় লাইনে জায়গা দখল করেছেন। রেট বোতল প্রতি ১০০। বাড়িতে বাচ্চাদুটো অনেকদিন ধরে মাছ খাওয়ার বায়না করছে, আজ কিনতে পারবেন।"
  • #$%^&*( | 162.158.***.*** | ০৫ মে ২০২০ ২২:২৮444370
  • ফ্যান্টাসি বা গোপন সার্কেলে নোংরা কমেন্টে তো মনে হয় না কিছু হওয়ার কথা। কিন্তু সেগুলো প্রকাশ্যে করলে, বা থ্রেট, ব্ল্যাকমেল সেসব হলে সিরিয়াস হওয়ার কথা, বা ব্যাক্তিগত কন্টেন্ট শেয়ার করলে।
  • !@#$%^&*( | 172.69.***.*** | ০৫ মে ২০২০ ২২:২২444369
  • এর থেকে মদের দোকান না খুললেই হয়।

    অনেক হতদরিদ্র মানুষও মদ খায়, অন্য নেশাও করে। অ্যাডিকশন তো অসুস্থতা।
  • পথিক | 162.158.***.*** | ০৫ মে ২০২০ ২২:১১444368
  • অ্যাকচুয়াল রেপ না করে থাকলে এই গ্রুপ ইত্যাদি তে রেপ ফ্যান্টাসি বা নোংরা কমেন্টস এর অভিযোগ কোর্ট এ টিকবেনা 
    ব্যাঙ্ক ডাকাতি র প্ল্যান করা আর ডাকাতি করতে গিয়ে ধরা পড়া আলাদা . কোর্ট এ প্রমান করতে হবে যে ওই গ্রুপ এর আলোচনায় কারোর শারীরিক বা মানসিক ক্ষতি হয়েছে . মানসিক খুব ই আপেক্ষিক . আবার ওদিকে তো গার্লস লকার রুম এর ফ্যান্টাসি চ্যাট ও পাবলিক হয়ে গ্যাছে . যুক্তি উঠছে ফ্যান্টাসি কতটা লিগাল ? রেপ ফ্যান্টাসি কতটা ইললিগ্যাল . 

    এগুলো যত টা মুখরোচক , আইন এর চোখে কেস মেরিট খুব কম . এখন যদি কোনো মেয়ে বা মহিলা যদি MP বা জজ এর ভাইঝি বা শালী হয় আর ছেলেটি র বাবা সামান্য 16000 টাকা মাইনের কেরানি তাহলে খুব সুবিচার হবে , উল্টো টা হলে হবে কচু . সমান সমান স্টেটাস হলে পুলিশ দু পক্ষ কে ডেকে কেস মিউচুয়াল মিটিয়ে নিতে বলবে .

    নারীবাদী ফেইসবুক সম্প্রদায় কদিন খুব মেল ব্যাশিং করবে , ফেসবুক পুরুষবাদী জাঠ গোষ্ঠি ও পাল্টা হুমকি ছাড়বে .

    নেট ফলাফল -করোনা  ও পুষ্পবৃষ্টি র মতো সবাই সবার জায়গায় লোকডাউন

    জটায়ু কে মিস করছি 

    লোকডাউনে লকলকে চ্যাট 

  • quark | 162.158.***.*** | ০৫ মে ২০২০ ২২:১০444367
  • যারা মদের দোকানে লাইন লাগাচ্ছে তাদের রেশন কার্ডে একটা Not Eligible স্ট্যাম্প দিয়ে দিলে হয় না?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত