এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | 162.158.***.*** | ০৫ মে ২০২০ ১৪:৩৮444336
  • আই সি এম আর,সেরোলোজি টেস্ট কতোটা শুরু  করেছে?

    ব্যাপক হারে চালু করুক। নয়তো মেট্রো শহর গুলোতে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা মুশকিল হবে।

  • sm | 162.158.***.*** | ০৫ মে ২০২০ ১৪:৩১444335
  • #কড়া

  • sm | 172.68.***.*** | ০৫ মে ২০২০ ১৪:৩১444334
  • অফিস জরুরি না হলে ঘরে থাকাই ভালো।অফিসে যেতে গেলেও নিজের transport ব্যবহার করা উচিত।
    মুম্বাইয়ের অবস্থা বেশ খারাপ।কনট্যাক্ট ট্রেসিং ও আইসলেশন করা ভাবে না ইমপ্লিমেন্ট করলে সমূহ বিপদ!
    মুম্বাই মিউনিসিপ্যালিটি তো বেশ কর্ম দক্ষ শুনেছি।সাবার্বান ট্রেন আরো একমাস বন্ধ রাখতে হবে।সেটা বৃহত্তর মুম্বাই ও রেস্ট অফ দা স্টেট এর জন্য।
  • de | 162.158.***.*** | ০৫ মে ২০২০ ১৪:২০444333
  • বম্বেতে এরকম হঠাৎ হঠাৎ দোকান-্পাট বন্ধ হচ্ছিলো প্রথমদিকে - এখন সবাই কেমন একটা সন্নিসি মতো হয়ে গেছে, আর ক'দিনই বা, এরকম একটা মুডে সব দোকান খোলা, ১০-৬। তারপরে টোটাল কার্ফিউ -

    এমন তরতরিয়ে বেড়ে চল্লে কিই বা করার আছে - আমি আপিস টাপিস দিব্বি শুরু করে দিয়েচি - কাজ-্কম্মো বন্ধ করে আর কদ্দিনই বা বসে থাকা যায় -
  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 162.158.***.*** | ০৫ মে ২০২০ ১৪:১৩444332
  • ও র সি এস এর সংগে পাকিস্তানি লেখক সম্পর্কে বিভিন্ন গল্প করতে গিয়ে মনে হচ্ছিলো, যাদের মাধ্যমে আমার বিভিন্ন ইন্টারেস্টিং লোকের সংগে আলাপ হয়েছিল, তারা স্ব স্ব জীবনে নিজ যোগ্য্তায় থিয়োরী চর্চায় বা ইতিহাস কিংবা অর্থনীতির গবেষক বা রাজনঐতিক কর্মী বা হিউম্যান রাইট্স লয়ার হিসেবে বা সাংবাদিক হিসেবে ভালো জায়্গায় গেছে। কোন দিন মেমোয়ার লিখলে আরো স্পষ্ট, অথেন্টিক, বিস্তৃত ডিবেট গুলো পাবা যাবে। আমরা এটুকু বলতে পারি পূর্বপ্রজন্ম গুলো সম্পর্কে শ্রদ্ধা বাড়ানোর বদলে ক্রুদ্ধ হয়ে উঠছিলাম, অথচ তাঁদের মত জন মানসে প্রভাব কিছুতেই কি করে আনা যায় সেটা বুঝতে পারছিলাম না।

    বোধিসত্ত্ব দাশগুপ্ত
  • bodagu | 162.158.***.*** | ০৫ মে ২০২০ ১৩:৫৭444331
  • এক্দম। কোনো জেনুইন কমিটমেন্ট ওয়ালা লোক নেই মাইরি, একটা এতো বড় দেশে। খালি ম্যানেজ দেবা।
  • dc | 172.69.***.*** | ০৫ মে ২০২০ ১৩:৪৮444330
  • তামিল নাড়ু প্রথমদিকে ভালো কন্ট্রোল করছিল, কিন্তু গতো এক সপ্তাহ ধরে ছড়িয়ে লাট করেছে। এখন চেন্নাইতে ম্যাসিভ হারে সংক্রমন হচ্ছে। এর মূল কারন দুটোঃ সকারপেট নামে একটা কমার্শিয়াল ডিসট্রিক্ট আছে, বড়োবাজারের মতো। সেখানে লোকজন অবাধে কাজ করেছে, ফলে অবাধে রোগ ছড়িয়েছে।

    আর কিছুদিন আগে তামিল নাড়ুর সরকার হঠাত ঘোষনা করে যে পরদিন থেকে চারদিন টোটাল লকডাউন। তাতে লোকজন দোকানে বাজারে ভয়ানক ভিড় করে, প্রায় দুর্গাপুজোর মতো কেনাকাটি হয়। আমি তখনই স্ত্রীকে বলেছিলাম সাতদিন পর স্পাইক দেখা দেবে। এখন চেন্নাইয়ের মেন সবজি বাজার কোয়েমবেডু বন্ধ, ফলে সবজির কি হবে কেউ জানেনা। আর আভিন এর কোন একটা সেন্ট্রাল ডিপোতে পজিটিভ ধরা পড়ে সেটাও বন্ধ, ফলে দুধের কি হবে তাও কেউ জানেনা। এই হলো ব্যপার।
  • de | 162.158.***.*** | ০৫ মে ২০২০ ১৩:৩৩444329
  • এইমাত্র আমার কেরালাইট বন্ধুর সঙ্গে কথা হোলো, সে ত্রিবান্দ্রামে থাকে। তারা লিকার শপ খোলা নিয়ে খুবই টেন্সড। কারণ, কেরালা ভালো করোনা কন্ট্রোল করেছে আর পাশের রাজ্য তামিলনাডু পারেনি। কিন্তু তামিলনাডুর সব লিকার শপ খুলে যাওয়ায় লোকে ড্রাইভ করে পাশের স্টেটে ঢুকে গাড়ির ডিকি ভর্তি করে নিয়ে আসছে। মাতাল হওয়ায় কেরালাইটদের নাকি জুরি নেই, পাঞ্জাবের পরেই পার হেড লিকার কনজাম্পসনে কেরালা দ্বিতীয়! এইসব শুনলাম।

    বম্বেতেও মদের দোকানের সামনে লম্বা লাইন -
  • সিএস | 162.158.***.*** | ০৫ মে ২০২০ ১৩:২৬444328
  • ডিসি ব্যাপারটা ভালই সাঁটে সেরে দিয়েছেন। ক।

    কেন্দ্র হোক আর রাজ্য, সবার উদ্দেশ্য কী করে সব কিছু 'ম্যানেজ' করা যায়। তার জন্য লোক দেখানোটা একটা প্রধাণ কৌশল।

    যেমন দেখুন রাহুল গান্ধী, নিজের গেটাপ বদল করে এর তার সাথে বিডিও কন্ফ করছে। ওরে তোর লোক নেই, জন নেই, সংগঠন নেই, দল বলতে কিছু স্কীমার্স, ভাবে ঐ করেই বদল এনে দেবে।
  • bodagu | 162.158.***.*** | ০৫ মে ২০২০ ১৩:২৩444327
  • টোটালি আশাব্যঞ্জক একটা পরিস্থিতি ঃ-))))))) তার আগের ২০০ বছর টা ধরে নিলেই, ডিসি আমাদের লোক। ঃ-)))
  • dc | 162.158.***.*** | ০৫ মে ২০২০ ১৩:১৭444326
  • ইন্ডিয়া আর অন্য দেশের মধ্যে তুলনা করাটা খুব ভুল। ইন্ডিয়া ইস আ ফেইলড নেশন, আ কান্ট্রি দ্যাট হ্যাস গন টু দ্য ডগস। সত্তর বছর ধরে কং এদেশের সমস্ত ডেমোক্র‌্যাটিক প্রিন্সিপল এর বারোটা বাজিয়েছে, সাধারন লোকের মরাল ফাইবার নষ্ট করে দিয়েছে, করাপশান ইনস্টিটিউশনালাইজ করে দিয়েছে। আর তার পর বিজেপি এসে অথরিটারিয়ান রেজিম শুরু করেছে। এখন এদেশের সমস্ত লোক একটা জিনিস বুঝে গেছে, নিজের পেছন নিজে বাঁচাও। কেউ কারুর কথা শোনেনা, সরকারের কথা কেউ শোনেনা, সরকার কারুর কথা শোনেনা। সোশ্যাল ডিসট্যান্সিং ফিসট্যান্সিং এর জন্য যে পারষ্পরিক সহযোগিতা বা বিশ্বাস দরকার সেটা আদৌ নেই কারন সবাই জানে বিপদে পড়লে কেউ কাউকে বাঁচাতে আসবে না। আগে নিজে বাঁচো, তারপর পাশের জনের কথা ভাবো। কাজেই সংক্রমন যেমন ছড়াচ্ছে তেমনই ছড়াবে, বছর দুয়েক পর যারা বেঁচে থাকবে তারা থাকবে, যারা পটোল তোলার তারা তুলবে।
  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 162.158.***.*** | ০৫ মে ২০২০ ১২:৩৪444325
  • অরিন , অমিত , এরকম কি কোন এভিডেন্স আচ্চে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড , দক্ষিন কোরিয়া তে যে টাইপ এর ভাইরাস, সেটা ইউকে, আমেরিকা , ভারত, অন্য দেশের থেকে আলাদা। সাত টা তো টাইপ, মৃত বা অসুস্থ দের মধ্যে ভাইরাস টাইপের ভিত্তিতে ডেটা পাব্লিক ডোমেইনে আছে? একটা দেশে কি একটাই টাইপ , মানে হলে খুব ই অ্যাবসার্ড হবে।

    বোধিসত্ত্ব দাশগুপ্ত
  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 14.***.*** | ০৫ মে ২০২০ ১২:১৬444324
  • অরিন, অমিত, ইন্দ্রানী দি, জানতে চাই, লিখুন।

    বোধিসত্ত্ব দাশগুপ্ত
  • Amit | 162.158.***.*** | ০৫ মে ২০২০ ১২:১৫444323
  • অরিন,
    মেডিকেল মেজার গুলো আমি ঠিক বলতে পারবোনা , কারণ আমি একদম ই অন্য ফিল্ড এর লোক. কিন্তু অস্ট্রেলিয়াতে সিডনি তে বেশি ছড়িয়েছিলো কারণ ওখানে ইন্টারন্যাশনাল প্লেন / ক্রুজ প্যাসেঞ্জার অনেক বেশি. শুরুর দিকে ব্রিসবেন এও ছড়িয়েছিলো কিছুটা, তবে অল্প. এখানে যেটুকু দেখেছি, স্কুল, কলেজ বন্ধ রেখেছিলো, (শুধু এস্সেন্টিয়াল ওয়ার্কার্স দের ছেলেমেয়েদের জন্যে খোলা), অফিস গুলো তে যতটা পারে WFH এডভাইস করেছিল, কিন্তু শহরের মধ্যে পাবলিক ট্রান্সপোর্ট সব নরমাল, দোকান পত্তর সব ই নরমাল , শুধু বয়স্কদের জন্যে সকালে স্পেশাল আওয়ার্স ছিল. স্টেট্ বর্ডার গুলো নন এসেন্টিয়াল ট্রাভেল র জন্যে বন্ধ, ইনডিজেনাস পপুলেশন যেখানে বেশি থাকে , সেগুলো এমনিতেই বেশি রেসট্রিক্টেড , এখন আরো বেশি , ভ্যালিড রিসন দেখিয়ে পারমিট নিতে হচ্ছিলো, কিন্তু কেও ট্রাভেল দরকারে করলেও (ডোমেস্টিক বা ইন্টারন্যাশনাল ), দু সপ্তাহ কোয়ারেন্টাইন মাস্ট. বাইরের দেশগুলো থেকে সিটিজেনদের ফেরত এনেছে স্পেশাল ফ্লাইট এ (ভাড়া যদিও অনেক বেশি ছিল শুনেছি). আর হোটেল , জিম , বিচ , পাবলিক প্লেস গ্যাদারিং সব বন্ধ আছে . লক ডাউন স্টেজ ত্রি অব্দি ই ছিল , তারপর হয়নি এখনো অব্দি . ইন জেনারেল , সব দোকানে একটু ক্রউড কন্ট্রোল করছে , বেশি ভিড় হলে বাইরে লাইনে দাঁড়াতে বলছে. সেরকম কেয়স কিছু নেই এখনো অব্দি. ইভেন টয়লেট টিস্যু পর্যন্ত পাওয়া যাচ্ছে :) :)

    সরকার থেকে ইনকাম সাপোর্ট দিচ্ছে যাদের জব গেছে. কোনো বিসনেস না চলেও যদি সব ওয়ার্কার্স দের রিটেন করে, তার জন্যে এমপ্লয়ার সাপোর্ট প্যাকেজ দিচ্ছে, ব্যাংকগুলোতে 6 মাসের লোন রিলিফ দিচ্ছে বিসনেস গুলোতে. চেষ্টা চলছে একটা দুটো বড়ো প্রজেক্ট যদি চালু করতে পারে যদি ইকোনমি একটু দাঁড়াতে পারে. স্কট মরিসন বলেছে এই সাপোর্ট খুব বেশি হলে 5-6 মাস টানতে পারবে , ইকোনমি খুলতেই হবে তার আগে.

    এছাড়া খুব যে কিছু কড়াকড়ি করেছে এখানে , তা দেখিনি . কিছুটা ভাগ্য ও হতে পারে অস্ট্রেলিয়ার, কম আর ছড়ানো পপুলেশন এর জন্যে . সামনের সপ্তায় স্কুল খুলছে , সব চালু হলে যে সেকেন্ড ওয়েভ আসবে কিনা , কেও জানেনা. দেখা যাক.

    মেজর ডিফারেন্স যেটা খুব আমার চোখে লেগেছে, যেটা এখানে বারবার লিখেছি এই গত কয়েক সপ্তায় - এই দেশগুলোতে সবসময় একটা হিউমান টাচ ফীল করেছি সরকারী পলিসি বা কাজে. এরা যাই করেছে , সবকিছু স্টেজ wise, কোনো তাড়াহুড়ো না করে , সবরকমের কন্টিনজেন্সি প্ল্যান করে, ব্যাকআপ প্ল্যান করে - যাতে হটাৎ করে লোকে আটকে না পরে, লাষ্ট ম্যান ইন টি লাইন যাতে একেবারে হাত ফস্কে ডুবে না যায়. আর এসবই হয়েছে কোনোরকম স্টেজ ড্রামা না করে, মোমবাতি হোক বা থালা. এতো ধীরে ধীরে সবকিছু করে র জন্যে স্কট মরিসন শুরুতে প্রচুর গালাগাল খেয়েছে, কিন্তু তাও তাড়াহুড়ো করেনি. এখানে ফেডারেল আর স্টেট্ গভর্নেন্স টাও অনেক বেশি ওয়েল defined. এমনি তে লেবর আর কংসেরভেটিভ দের তুমুল ঝগড়া হলেও ইমার্জেন্সি র সময় বেকার ঝগড়া না করেও যে শুধু পলিসি define করেই যে ঠিক্ঠাক সরকার চালানো যায় , সেটা সত্যি শেখার.

    এই ছোট্টো জিনিসগুলোকেই যখন ইন্ডিয়ার পাশাপাশি রাখি আর তুলনা করি রিসেন্ট কান্ডকারখানা গুলো , জাস্ট বিরক্তি লাগে.
  • ?? | 77.247.***.*** | ০৫ মে ২০২০ ১২:১০444322
  • হলদিরামের কেকে নাকি ডিম থাকে না, এটা কী সত্যি না গুজব?

  • quark | 162.158.***.*** | ০৫ মে ২০২০ ১১:৩৬444321
  • "এতো গুলো চরম ভোগান্তির পরেও শেষে সেই সবথেকে বেশি দুর্ভোগে সাফার করা লোকগুলোই রামমন্দির আর বলাকোটের মরা কাক দেখে মোদী বাউকে ভোট দিয়ে যাবে. কোনো সভ্য দেশ হলে এর যেকোনো একটা মাত্তর হলে সরকার উল্টে যায়"

    এতো দুশো বছর আগে থেকেই জানা ছিল - Every nation gets the government it deserves

    ফান্ড তো কাজে লাগছেই - কেউ আন্তর্জাতিক উপদেষ্টা কমিটি বানিয়ে খবরের কাগজে / দূরদর্শনে বিজ্ঞাপন দিচ্ছেন, কেউ বিমান উড়িয়ে ফুল ছড়াচ্ছেন।
  • Дж | ০৫ মে ২০২০ ১১:৩৩444320
  • অরিন

    লিখুন। আমরা সত্যিই জানতে চাই।

    সে

  • অরিন | ০৫ মে ২০২০ ১১:২৯444319
  • @Amit, @i , আপনারা  অস্ট্রেলিয়া কি ভাবে কনট্রোল  করল, লিখুন। আমরা যারা দক্ষিণ গোলার্ধের লোক, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের জনতা, আমরা নিজেদের কথা  নিজেরা না লিখলে কেউ পাত্তা দেবে না।  অথচ দেখুন এই দেশগুলো কিন্তু ভালোভাবে নিয়ন্ত্রণ করেছে।  

  • Amit | 162.158.***.*** | ০৫ মে ২০২০ ১১:২৫444318
  • তবে সোনিয়া গান্ধীর একখান মাত্তর মেসেজ র পরে কাল থেকে চাড্ডিগুলোর উদোম প্যানিক আর গালাগালি দেখে বোঝা যাচ্ছে ঢিলটা এক্কেরে ভিমরুলের চাকে পড়েছে. এই চাপটাই ক্রমাগত দিয়ে যাওয়া দরকার এই চশমখোর মোদী সরকার টাকে. ওইখানেই অপোজিশন আর পেরে ওঠেনা.

    তবে ওই আরকি- ম্যাংগো লোকের সব ভোগান্তি ই সার, . ডিমনি, GST, নীরব মোদী চোস্কি কেলেঙ্কারি, ইসব্যাংক লাটে ওঠা, এখন করোনা র দৌলতে একটা বিশাল গরিব পপুলেশন প্লেন দুর্ভিক্ষের মধ্যে পড়া স্রেফ ফেকুর স্টেজ শো মারানোর জন্যে - এতো গুলো চরম ভোগান্তির পরেও শেষে সেই সবথেকে বেশি দুর্ভোগে সাফার করা লোকগুলোই রামমন্দির আর বলাকোটের মরা কাক দেখে মোদী বাউকে ভোট দিয়ে যাবে. কোনো সভ্য দেশ হলে এর যেকোনো একটা মাত্তর হলে সরকার উল্টে যায় .

    ইন্ডিয়াতে সব ন্যাড়া র মাথা চুরমার হয়ে ফাটলেও ফেকুর বেলতলার মোহ আর কাটাতে পারছেনা.
  • bodagu | 162.158.***.*** | ০৫ মে ২০২০ ১১:০১444317
  • এর পরে যখন শ্রমিকেরা ফিরতে চাইবে না, তখন দেখবেন, বিভিন্ন চেম্বার অফ কমার্স কে, টাকা দেওয়া হচ্ছে, ক্ষতিপূরণ হিসেবে।
  • bodagu | 162.158.***.*** | ০৫ মে ২০২০ ১০:৫৯444316
  • !@#$%^&* | 162.158.166.254 | ০৫ মে ২০২০ ১০:৫৬

    এটা বহুদিন ধরে হচ্ছে।
  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 162.158.***.*** | ০৫ মে ২০২০ ১০:৫৮444315
  • কোয়ার্ক , ঠিক ই বলেছেন, মোটামুটি এগ্রি।
    আমি একটি তালিকা করেছি। ক্রিমিনাল নেগ্লিজেন্স অফ দ্য স্টেট, সেই তালিকাটা আপনি একবার করেন। কোন ক্ষমা নেই জানেন এই শুওরের বাচ্চা সরকার গুলোর।

    পি এম কেয়ার ফান্ড টা কোন কাজে লেগেছে বুঝলাম না। স্বাস্থ্য কর্মী দের জন্য বীমা র ঘোষণা প্রচুর ঘটা করে করেছে অনেক সরকার, ইনক্লুডিং বাংলায়, রিলিফ ফান্ড, পি এম কেয়ার ফান্ড, ওয়েস্ট বেংগল এমারজেন্সী রিলিফ ফান্ড , এগুলোর কোনো ডিসবার্সমেন্ট এর কোনো খবর নেই। একদম আর টি আই করা উচিত।

    আর কোনো রাজ্য সরকার , ১০০০ থেকে ১৫০০ এর বেশি কেন্দ্রীয় ভাবে এক কালীন এর বেশি কিস্সু দেয় নি, পরিযায়ী শ্রমিক দের হাতে। কেরালা প্রথমে ম্যাক্সিমাম, পরে রাজস্থান তেলেঙ্গানা মহারাষ্ট্র্র কিছু শেল্টার করেছে, অয়্ডিকুয়েসির কোন হিসেব নেই। যেখানে কৃষি লক ডাউনের বাইরে এসেছে, গ্রামীন সিভিল ওয়ার্ক্স গ্রীন জোনে আছে, তাদের কোন জব এই পিরিয়ডের ডেজ এর হিসেব নেই। শয়ে শয়ে কিমি রাস্তায় কোন রিলিফ সেন্টার নেই। মালিক দের বোলে দিয়েই খালাস, আপনারা ছাঁটাই করবেন না। কোন গভরনেন্স নাই। ক্রিমিনালের দল। বোধিসত্ত্ব দাশগুপ্ত
  • !@#$%^&* | 162.158.***.*** | ০৫ মে ২০২০ ১০:৫৬444314
  • এই জিনিসটা চলতে থাকার আরেকটা বড় রিস্ক হলো, এটা ট্রেন্ড হয়ে যাওয়া। কারো সঙ্গে মতানৈক্য হলে তাকে ইম্পার্সোনেট করে দুটো র‌্যান্ডম খিস্তি দিয়ে দিলাম বা একটু চাড্ডিপনা করে দিলাম - এ শুরু হলে পুরো ডায়নামিক্সটাই ঘেঁটে যাবে।
    এই যে অলরেডি লগিন ম্যান্ডেটরি হওয়ার একটা প্রস্তাব উঠতে শুরু করেছে, এটাই আমার কাছে একটা বড় কন্সার্ন।
    দমদির ১০-৪১এর সঙ্গে আবারও একমত।

    তবে দ্বিতীয় লাইনে - এইটা কিন্তু সবাই এত লক্ষ্য করে না। চোরের অনেক পোস্ট অনেকে আমার ভেবেছে। আবার একেবারে এক লাইন, ছোট পোস্ট হলে অত চেনার সুযোগও থাকে না। ৪-৫৭ আর ৫-০১, নির্দোষ পোস্ট, আমিও ওগুলো করতেই পারতাম, এবং খুব এক্সপ্লিসিট ইম্পার্সোনেশনও কিছু নেই, কিন্তু উদ্দেশ্যটা পরিস্কার।
  • অরিন | ০৫ মে ২০২০ ১০:৫২444313
  • অনেকদিন পর গুরুচন্ডালি খুললাম, দেখছি প্রচুর চমৎকার সব আলোচনা মিস করেছি।  কিন্তুকি করা যাবে, আড্ডা না মেরে  নিজের দেশের দিকেও তো একটু দেখতে হয়।  

    আজ দুদিন পর পর হয়ে গেল, নিউ জিল্যান্ডে ০ কেস। আমাদের এখানে এখনো বাজার খোলেনি , লক ডাউনে  আছি , সাবধানে চলছি। 

    কিন্তু বড়াই করি না , নিজেদের সাফল্যের ঢাক পেটাই  না, তাই  কেউ জানেন না হয়তো।  জানুন!

    এখানে কিন্তু কোরোনাভাইরাস নিয়ন্ত্রণে সরকারের তরফে ভ্যাকসিন বা ওষুধ নিয়ে কোনোরকম বাড়াবাড়ি করা হয়নি। 

    নিউজিল্যান্ড , তাইওয়ান, অস্ট্রেলিয়া , সাউথ কোরিয়া এরা  যে কোরোনাভাইরাস এর প্রকোপ থেকে নিজেদের অপেক্ষাকৃত  কম মৃত্যুর বা কেসের হাত থেকে বেঁচে বেরিয়েছে সেটা থেকে কয়েকটা শিক্ষা নেবার আছে।  এই সবকটা দেশেই প্রাথমিক জনস্বাস্থব্যবস্থার দিকে সবচেয়ে বেশি জোর দেয়া হয়েছে।  যার জন্য কম বেশি সামাজিক দূরত্ব রক্ষা করা, প্রচুর প্রচুর টেস্ট, কন্টাক্ট ট্রেস করা, মানুষকে আলাদা করে দেয়া প্রায় নিখুঁত করে করা হয়েছে।  এর পরেও সাউথ কোরিয়াতে আরেকবার outbreak  আটকানো যায়নি।  

    কাজেই ভ্যাকসিন ভ্যাকসিন করে না লাফিয়ে হাতের কাছে যে ভ্যাকসিন আছে সেটা প্রয়োগ করুন, সেহি ভ্যাকসিন এর নাম TTI  (টেস্ট trace isolate ) , ভারতের পরিপ্রেক্ষিতে কাজে দেবে।  

  • b | 162.158.***.*** | ০৫ মে ২০২০ ১০:৪৪444312
  • @কোয়ার্ক।
    হ্যাঁ, তা বটেই। কিন্তু ঐ আর কি, পার্সোনাল এক্সপেকটেশন আর মনোদুঃখ।
  • | ০৫ মে ২০২০ ১০:৪১444311
  • তাই তো বলছি যে নিকচুরি বা হেট মেসেজ ইত্যাদির অরিজিনাল আইপি আর কিছু তথ্য  ডিসপ্লে করতে। 

    ডিসি হে,  লেখার ধরণ ইন্টার‍্যাকশানের ধরণ এসব প্রত্যেকের একেবারে ইউনিক।  কাজেই ঘাবড়ানেকা নেহি। :-) 

  • quark | 162.158.***.*** | ০৫ মে ২০২০ ১০:৩৬444310
  • সোনিয়া গান্ধী কেন বলবেন, বাম দ্লগুলো কেন বলেনি এসব তর্ক এখন থাক (তবে ট্রেড ইউনিয়নগুলো কোন্‌ ইঁদুরের গর্তে এটা ভালো প্রশ্ন) - চাপের কোন বিকল্প নেই এইটে আবার প্রমাণিত।

    আর রাজ্যের ১৫% দেওয়া নিয়ে আমার মনে হয়, এতে অসুবিধা কী? সব রাজ্যের শ্রমিকের সংখ্যা সমান নয়। যাদের বেশি তারা সেভাবে দায়িত্ব নেবে। তাদের ঝোলাতেও তো মানুষ প্রচুর দিয়েছে।
  • o | 162.158.***.*** | ০৫ মে ২০২০ ১০:২৮444309
  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 162.158.50.219 | ০৫ মে ২০২০ ০৬:০৩

    আচ্ছা অনেক থ্যাংকস ঃ-)

  • dc | 162.158.***.*** | ০৫ মে ২০২০ ১০:২১444308
  • "কদিন আগে সৈকতদার পোস্ট দেখলাম লগিন ম্যান্ডেটরি করা নিয়ে, সেটা হলে আমার ধারনা অনেকেই লেখা বন্ধ করবে। হতে পারে সেটাই চোরের উদ্দেশ্য"

    ঠিক এটাই আমিও ভাবছিলাম ঃ-) দেখুন, যদি লগিন করে পোস্ট করতে হয় বা এমনভাবে পোস্ট করতে হয় যে পাবলিকলি ট্রেস করা যাবে, তাহলে আমি অনেক কিছুই লিখবোনা যা এখন লিখি। মানে এখনও অনেক কিছু লিখিনা, তবে ওরকম হলে একেবারেই লিখবো না। কারন আমি অসম্ভব ভীতু, পুলিশ কেস হলে বা বাড়ির সামনে একদল গুন্ডা জড়ো হলে কি করবো ভাবতে গেলেও হাড় হিম হয়ে যায়। তো এটা করা আসল উদ্দেশ্য হতেই পারে।
  • !@#$%^&* | 172.68.***.*** | ০৫ মে ২০২০ ১০:১৩444307
  • হ্যাঁ, পুরনো চেনা লোক নিশ্চিতভাবেই।
    এবার এটা চলছে তো অনেক দিন হয়ে গেল, ব্যাকএন্ড থেকে আইপি ট্র‌্যাক এইসব নিয়ে আদৌ কিছু ভাবা হচ্ছে কিনা বুঝতে পারছি না।
    কদিন আগে সৈকতদার পোস্ট দেখলাম লগিন ম্যান্ডেটরি করা নিয়ে, সেটা হলে আমার ধারনা অনেকেই লেখা বন্ধ করবে। হতে পারে সেটাই চোরের উদ্দেশ্য।
    আর বিকল্প কিছু ভাবা হচ্ছে কিনা, আইপি সংক্রান্ত প্রস্তাব নিয়ে কোন মতামত আছে কিনা, এইসব নিয়ে জানতে পারলে ভালো হতো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত