আই সি এম আর,সেরোলোজি টেস্ট কতোটা শুরু করেছে?
ব্যাপক হারে চালু করুক। নয়তো মেট্রো শহর গুলোতে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা মুশকিল হবে।
#কড়া
হলদিরামের কেকে নাকি ডিম থাকে না, এটা কী সত্যি না গুজব?
অরিন
লিখুন। আমরা সত্যিই জানতে চাই।
সে
@Amit, @i , আপনারা অস্ট্রেলিয়া কি ভাবে কনট্রোল করল, লিখুন। আমরা যারা দক্ষিণ গোলার্ধের লোক, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের জনতা, আমরা নিজেদের কথা নিজেরা না লিখলে কেউ পাত্তা দেবে না। অথচ দেখুন এই দেশগুলো কিন্তু ভালোভাবে নিয়ন্ত্রণ করেছে।
অনেকদিন পর গুরুচন্ডালি খুললাম, দেখছি প্রচুর চমৎকার সব আলোচনা মিস করেছি। কিন্তুকি করা যাবে, আড্ডা না মেরে নিজের দেশের দিকেও তো একটু দেখতে হয়।
আজ দুদিন পর পর হয়ে গেল, নিউ জিল্যান্ডে ০ কেস। আমাদের এখানে এখনো বাজার খোলেনি , লক ডাউনে আছি , সাবধানে চলছি।
কিন্তু বড়াই করি না , নিজেদের সাফল্যের ঢাক পেটাই না, তাই কেউ জানেন না হয়তো। জানুন!
এখানে কিন্তু কোরোনাভাইরাস নিয়ন্ত্রণে সরকারের তরফে ভ্যাকসিন বা ওষুধ নিয়ে কোনোরকম বাড়াবাড়ি করা হয়নি।
নিউজিল্যান্ড , তাইওয়ান, অস্ট্রেলিয়া , সাউথ কোরিয়া এরা যে কোরোনাভাইরাস এর প্রকোপ থেকে নিজেদের অপেক্ষাকৃত কম মৃত্যুর বা কেসের হাত থেকে বেঁচে বেরিয়েছে সেটা থেকে কয়েকটা শিক্ষা নেবার আছে। এই সবকটা দেশেই প্রাথমিক জনস্বাস্থব্যবস্থার দিকে সবচেয়ে বেশি জোর দেয়া হয়েছে। যার জন্য কম বেশি সামাজিক দূরত্ব রক্ষা করা, প্রচুর প্রচুর টেস্ট, কন্টাক্ট ট্রেস করা, মানুষকে আলাদা করে দেয়া প্রায় নিখুঁত করে করা হয়েছে। এর পরেও সাউথ কোরিয়াতে আরেকবার outbreak আটকানো যায়নি।
কাজেই ভ্যাকসিন ভ্যাকসিন করে না লাফিয়ে হাতের কাছে যে ভ্যাকসিন আছে সেটা প্রয়োগ করুন, সেহি ভ্যাকসিন এর নাম TTI (টেস্ট trace isolate ) , ভারতের পরিপ্রেক্ষিতে কাজে দেবে।
তাই তো বলছি যে নিকচুরি বা হেট মেসেজ ইত্যাদির অরিজিনাল আইপি আর কিছু তথ্য ডিসপ্লে করতে।
ডিসি হে, লেখার ধরণ ইন্টার্যাকশানের ধরণ এসব প্রত্যেকের একেবারে ইউনিক। কাজেই ঘাবড়ানেকা নেহি। :-)
বোধিসত্ত্ব দাশগুপ্ত | 162.158.50.219 | ০৫ মে ২০২০ ০৬:০৩
আচ্ছা অনেক থ্যাংকস ঃ-)