ধরে নিন ওয়ার্স্ট কেস সিনারিওতে ১ বছরের মধ্যে দেশের কম বেশি ১% মানুষ মারা যাবে। আর অর্থনীতি অনির্দিষ্টকাল বন্ধ থাকলে দুর্ভিক্ষে ওর সমান বা বেশি মারা যাবে। কোনো সঠিক রাস্তা নেই।
বুদ্ধিমান লোক হলে ,বুদ্ধিদীপ্ত ডিসিশন নেবে।কল সেন্টারে খুব কম লোক নিয়ে,ফিজিক্যাল ডিস্ট্যানস বজায় রেখে কাজ করবে।
কারো অসুস্থতা দেখা দিলে,হোম কোয়ারেন্টাইন এ চলে যাবে।মাঝে মধ্যে র্যাপিড এন্টিবডি বা এন্টিজেন টেস্ট করতে হবে।বিরাট খরচ নেই,কিন্তু সবকিছু বন্ধ করে দেবার চাইতে ভালো।
একটা উদাহরণ দেই।আমাদের এখানে বাজার তিনদিন দু ঘণ্টার জন্য খোলা।কিন্তু,এতে করে লাইন বেড়ে যাচ্ছে।সোশ্যাল ডিস্ট্যানস ঠিক থাকছে না সর্বদা।
ব্যাংক গুলো দুমদাম বন্ধ করে দিচ্ছে।বলছে কোন বড় ব্যাংকে কাজ করে নিতে।এতে করে লোকজনের বাড়ি থেকে ব্যাংকের গড় দূরত্ব বেড়ে যাচ্ছে।উল্টে বেশি সময় ধরে লাইনে দাঁড়াতে হচ্ছে।
এই যে পরিযায়ী শ্রমিক দের ট্রেনে ফেরানো হচ্ছে।সেটা তিন চার সপ্তাহ ধরে ধীরে ধীরে ফিরিয়ে আনলে নিশ্চয় বেটার হতো।এমন তো নয়,এখন দেশে করোনা আক্রান্তের সংখ্যা কমে গেছে!
প্ল্যানিং এর বড় অভাব,চতুর্দিকে ই!।
আরে শালিখ বাবু, আমেরিকায় যে এলোপাথাড়ি কোভিড মৃত্যু লিখে দিচ্ছে,সে সম্পর্কে আপনার কি মত?
যদি নিউ ইয়র্কে দশ হাজার এর জায়গায় বাড়িয়ে বলা হয় বিশ হাজার কোভিড মৃত্যু;তখন কেমন লাগে?
পৃথিবী তে আশ্চর্য্য হবার জিনিসের অভাব নাই!
এইটেও থাক। ইলিয়াসের নিজের মুখে খোয়াবনামা লেখার গপ্পো শুনুন। ঃ-)))
সংখ্যালঘু সমস্যা নিয়ে লেখা ইলিয়াসের একটা চমৎকার গল্প হল খোঁয়ারি। এই গল্পটা সম্পর্কে একটা ডকুমেন্টারি দেখলুম। দিব্যি লাগল।
একটা টই খুলব। বাঙালিদের জন্য রুশ ভাষা শিক্ষার ক্লাস।
চঞ্চল=Чанчаль
Джокар=জোকার
ও আচ্ছা না ভুল বুঝেছি। দুটো জুড়ে লিখতে হবে।
আইব্বাস!
তাহলে রাশিয়ানভাষায় জোকার লেখা যায় না।