এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সে | ২৭ এপ্রিল ২০২০ ১৮:৩৩443522
  • S | 162.158.***.*** | ২৭ এপ্রিল ২০২০ ১৮:৩০443521
  • "সিঙ্গুরের সময় তারানন্দ বা অন্যান্য মিডিয়া নাকি তিনো দের হয়ে প্রচার করতো ! "

    এটা কোথাও কেউ লেখেনি. দিদির ভাইদের অবশ্য সত্যি মিথ্যার মধ্যে পার্থক্য করা সম্ভব নয়.
  • S | 162.158.***.*** | ২৭ এপ্রিল ২০২০ ১৮:২৮443520
  • ২০০৪-০৫ এ তাহলে তিনোদের ২৫ লক্ষ টাকা ছিল। তার মানে ২০০৪-০৫ নাগাদ তিনোদের কোনও সাপোর্ট ছিলনা। এইটা ধরে নিয়েই এখন থেকে আলোচনা হবে।

    শুভাপ্রসন্ন একটা আস্তো টিভি চ্যানেল চলাতো দিদিবন্দনার জন্য। সেকথাও রাজনীতিতে ইন্টারেস্ট পাওয়া নতুন লোকজনের জানার কথা নয়।

    সিঙ্গুরে বসে থাকলে তখন দৈনিক বিরিয়ানি আর টাকা পাওয়া যেত।

    কুনাল ঘোষ কোন পার্টির মেম্বার ছিল?

    দিদি নিজে নিজের দলের লোকেদের কাটমানি খাওয়ার বিরুদ্ধে বলেছিলেন। সেসব অনেকেরই মনে থাকেনা।
  • sm | 172.69.***.*** | ২৭ এপ্রিল ২০২০ ১৮:১৮443519
  • যেই লিঙ্ক দিলাম অমনি চটে লাল!-))নিজের থুতু চাটা কি অতই সোজা! লিঙ্ক টা তো আমার সৃষ্টি নয়!
    দুই,বারবার গোয়েবলসীয় কায়দায় মিথ্যা বললে সেটা সত্যি হয়ে যায়।এটা বামেদের থেকে আর ভালো কারা জানে?এজন্যই মিথ্যার প্রচার।যে সিঙ্গুরের সময় তারানন্দ বা অন্যান্য মিডিয়া নাকি তিনো দের হয়ে প্রচার করতো ! এখনকার লোকজনের স্মরণে আছে তারা নন্দ,আকাশ,চব্বিশ ঘন্টা এরা কাদের দিকে টেনে খেলাতো।
    আমি পাঠকের ওপর ছেড়ে দিলাম।
    কিছু না পেয়ে এখন করোনা কে আঁকড়ে ধরতে হচ্ছে।রোলটা,এই বাজারে কেন্দ্রীয় পর্যবেক্ষক দের মতন লাগছে।
    তবে বামেরা কিন্তু করোনার বাজারে প্রচুর কাজ করছে।নে প্রান্তিক লোকজন হোক বা কৃষক হোক বা মাইগ্র্যান্ট লেবার হোক।
    এনাদের ভূমিকা কিন্তু বড় চোখে পড়ছে।
    কমরেড,জানাই লাল সেলাম।দুনিয়ার মজদুর এক হও।আমরা কৃষক দের পার্টি,শ্রমিক দের পার্টি,সর্বহারা দের পার্টি।
    কিন্তু কমরেড ভুলে যাবেন না পার্টি সর্বহারা নয়।-))
  • সে | ২৭ এপ্রিল ২০২০ ১৮:১১443518
  • এটাতো টিভির খবর। এটা কি মিথ্যে?

  • সে | ২৭ এপ্রিল ২০২০ ১৮:১১443517
  • S | 162.158.***.*** | ২৭ এপ্রিল ২০২০ ১৮:০৮443516
  • লেখা আছেঃ
    The value of assets of Trinamool Congress has seen a jump from Rs 0.25 crore to Rs 44.99 crore during this 11-year period

    তার মানে ২০০৪-০৫এ তিনোর কাছে মাত্র ২৫ লক্ষ টাকা ছিল। এই কথা এখানে কেউ বিশ্বাস করবে না। কারণ তাহলে ধরে নিতে হয় যে তিনোরা তখন প্রায় ভোটই পেতনা। লিন্ক থাকলেই তো হয়্না। দিদি আর দিদির প্রসাদ ভক্ষণকারীরা যে মিথ্যা কথার ব্যাপারী হবে এতে আর নতুন কথা কি? ডেঙ্গু আর কোরোনার সংখ্যাতেই তো দেখা যাচ্ছে।

    তারানন্দে তখন দেড় খানা সিরিয়াল করা "বুদ্ধিজীবিরা"ও সকাল-বিকেল গাড়ির কারখানা করার রেসিপি দিত। যাদের রাজনীতি শুরু হয়েছে তিনোদের ক্ষমতায় আসার পর পয়সার লোভে, তাদের সেকথা না জানারই কথা।
  • sm | 172.68.***.*** | ২৭ এপ্রিল ২০২০ ১৭:৫৫443514
  • বড় এস এর মিথ্যা প্রচার।
    এক,সিপিএম সীমিত অর্থবল নিয়ে লড়ে যেত 2004-5 থেকে 15 -16,এই দশ বছরে অর্থ বৃদ্ধি 90 কোটি থেকে 437 কোটি মাত্র। তিনোমুলের হিসাব ও দেওয়া আছে।
    দুই,তারানন্দ অন্যান্য মিডিয়া নাকি তিনো দের হয়ে প্রচার করতো,সিঙ্গুর এর সময়।
    গুরুতে গুল দেওয়া মুশকিল।তখন মমতা শিল্প বিরোধী,বুদ্ধ বাবু কে ব্র্যান্ড বুদ্ধ বা আধুনিক বাংলার রূপকার বলেই অবপ লিখতো বলে জানি।টাটা র ন্যানো না হলে,বাংলা শ্মশান হয়ে যাবে,বলে মিডিয়া প্রচার করতো।
    টিভি চ্যানেল গুলোর,অধিকাংশই বামেদের হয়ে প্রচার করতো।এসব তো অস্বীকার করার জিনিস নয়।
    তিন,শিক্ষিত,অশিক্ষিত অনেক লোকজন কেই বামেরা তাদের কব্জায় নিয়ে ফেলেছিল।
    নতুন টার্ম বেরিয়েছিল।বামপন্থী বুদ্ধিজীবী,বামপন্থী লেখক,বামপন্থী গায়ক, নায়ক এমন কি শিল্পপতি অবধি!
  • সে | ২৭ এপ্রিল ২০২০ ১৭:৩৫443513
  • আমি | 162.158.***.*** | ২৭ এপ্রিল ২০২০ ১৭:১০443512
  • বাঙ্গ্লা নিয়ে সত্যি মিথ্যে খবর প্রচার করা আর উত্তরপ্রদেশকে আলোচনায় না আনার জন্য মালপুয়া ভালই খরচা করছে দেখছি
  • S | 162.158.***.*** | ২৭ এপ্রিল ২০২০ ১৭:০৫443511
  • ইলেকশানে জিততে গেলে ইন্ডিয়ায়ও পয়সা লাগে। অন্তত বিগত কয়েক দশকে।

    সিঙ্গুরের আগে দিদির হাতে তেমন পয়সা ছিলনা। ফলে চ্যানেলের অ্যান্কার বা টলিউডের কলাকুশলীদের কিনতে পারতেন না। তাই সীমিত অর্থবল নিয়েও বামেরা জিতে যেত। পরিবর্তে বামেদের আরেকটা জিনিস ছিল, সেটা পরে বলছি।

    ২০১১র আগে সেটা পাল্টায়। সিঙ্গুরের জন্য কিছু ফান্ডিং আগেই এসেছিল। তারপর চীটফান্ড থেকে অনেকটা এসেছিল। ফলে তারানন্দ থেকে টলিউড সবাই পরিবত্তন কামী হয়ে ওঠে।

    সেইদিন এখন গেছে। কারণ ভান্ডারে ট্যাকা নাই। চীটফান্ডের প্রচুর টাকা নষ্ট হয়েছে ডিমনির জন্য। রাজ্য সরকার চালাতে হিমশিম খাচ্ছে। তার মধ্যে থেকে চুরি করতে গেলে খবর আছে। অডিট হয় টয়। এই কারণেই বিজেপি এত সরকারে থেকেও এক্সটার্ণাল ফান্ডিং জোগাড় করে।

    অন্যদিকে বিজেপির যা মিডিয়া বাজেট, তার সাথে মোকাবিলা করার ক্ষমতা এই মুহুর্তে কোনও পার্টিরই নেই। তাছাড়া লোকবলও কম নয়। হঠাৎ প্রচুর শিক্ষিত লোকজন জোগাড় করেছে বিজেপি, যারা ভালো পারিশ্রমিকের বদলে সর্বত্র মোদির হয়ে প্রচার চালাচ্ছে।

    এই শেষটা বামেরাও করত। এমনিতেই শিক্ষিত বাঙালীরা একটু বামমনষ্ক। তার উপর এটা সেটা দিয়ে এদেরকে সিপিএম নিজেদের বগলের তলায় রেখেছিল। কিন্তু দিদির সঙ্গে শিক্ষিত লোকেরা খুবেকটা নেই। সেটা বোধয় তিনোদের একটা ডিজ্যাডভান্টেজ।
  • পন্ডিত | 172.69.***.*** | ২৭ এপ্রিল ২০২০ ১৬:৫২443510
  • নির্লজ্জ পিটি মাথা ঘামিয়েছে কি?
  • বিস্বরূপ সেন | 162.158.***.*** | ২৭ এপ্রিল ২০২০ ১৬:৪৯443509
  • পশ্চিমবঙ্গে এখন খুব চিঠি আদান প্রদান হচ্ছে। কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের তরফ থেকে রাজ্য কে, তো মুখ্য সচিবের ডবল সাইজের পাল্টা চিঠি, প্রবাসী ডাক্তার দের বাসি অভিযোগের চিঠির পাল্টা কৃষ্ণনগরের সাংসদের টাটকা উত্তর, পরিশেষে মুখ্যমন্ত্রীর পাঁচ পাতার প্রশ্নপ্রত্রের বদলে রাজ্যপালের চোদ্দ পাতার জবাব। সবার হাতের লেখা বেশ ভাল।হিন্দিতে বলে “ এক জঙ্গল মে দো সের নাহি রহে স্যাকতে”, বাঙাালীর মন নরম, কবিতাবাদী, তাই বাংলা করলুম যে এক শহরে দু জন অপমানিত থাকতে পারেন না, একজন কেঁদে, কাঁদিয়ে বিদায় নেবেন। বছরের শেষে রাজ্যপাল বদলির সমূহ সম্ভাবনা। রাহুল দ্রাবিড়ের ঠুকঠুক এর পরে নির্বাচনের ঠীক আগে স্বপন দাশগুপ্ত গোছের যুবরাজ সিং কে এনে ক্যাপ্টেন খেলা শেষ করবেন আশা করি।এই চালে বিরোধীরা সবাই মাত, কারণ কৌশলটা ছিল সব অভিযোগ ঠেলেঠুলে রাজ্যপালের ঘরে ফেলে জমা করা। তারপর তাকে সরিয়ে প্রমান করা যে কেন্দ্র রাজ্যকে সহযোগীতা করতে চায়। রাজ্যের দাবি কেন্দ্র মেনে নিল। মহাকাষ্ট্র গুজরাতের আক্রান্ত ও মৃতের সংখ্যা দিয়ে কেন্দ্র জানাচ্ছে তারা সৎ এবং বিশ্বের তাবড় দেশের মতো তারাও দিশেহারা।
    বছরের শেষে গোটা বিশ্ব অনেক কিছু শিখে যাবে, অনেক কিছু বদলেও যাবে, ততদিনে পর্যাপ্ত টেস্ট কিট , PPE এসে যাবে, জনসচেতনতা অন্য পর্যায়ে চলে যাবে, ভগবানকে সবাই যে ভাবে ডাকছে, ওষুধও হয়ত এসে যাবে।
    কিন্তু কোভিড ম্যানেজ না করতে পারার ব্যার্থতা শাসক দল আর কারও ঘাড়ে চাপাতে পারবে না। এই ব্যার্থ এবং পরিকল্পনাহীন শাসন ব্যাবস্থা বদলাতে খুব কস্ট হবে কি?
    মনে হচ্ছে সবার পরীক্ষা ভালই হোলো, ফলাফল সময়মতো জানাবে জনতা।
  • o | 162.158.***.*** | ২৭ এপ্রিল ২০২০ ১৬:৪০443508
  • কোন সরকারকেই ডিফেন্ড করে লাভ নেই, এক যদি না পয়সা দেয়। ঃ-))

  • PT | 162.158.***.*** | ২৭ এপ্রিল ২০২০ ১৬:৩২443507
  • আজকাল উত্তরপ্রদেশ দেখিয়ে পব-র সরকারকে ডিফেন্ড করতে হচ্ছে? বেশ, বেশ!!
    তবে কিনা ডেঙ্গির সময়েও এই ধাপ্পাবাজীটা বেশ চলেছিল। সেটা অবিশ্যি এতটা ছোঁয়াচে নয় বলে পন্ডিতেরা কেউ মাথা ঘামায়নি।
  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 162.158.***.*** | ২৭ এপ্রিল ২০২০ ১৬:১৬443506
  • যোগীজির রাজ্য থেকে খবর না আসার আরেকটা কারণ , ইনফ্রিন্জ্মেন্ট অফ ডিগনিটি ডাজেন্ট সেল এনিমোর। এনকাউন্টার কিলিং ডাজ নট নিড এনি জাস্টিফিকেশন এনি মোর। অভুক্ত শ্রমিকের গায়ে ডিসইন্ফেক্টান্ট ছেটানো, কিশোরী দের ধর্ষণ, গরাদের ভেতর থেকে বেরিয়ে আসা হাতে ছুড়ে ছুড়ে খাবার দেওয়া এগুলো আর কোনো বিশেশ প্রথম পাতার খবর না। জায়গা ভরানো খবর। আর এনকাউন্টার এ নাম্বার্স যথেষ্ট, পুরো ফ্যাক্ট বেস্ড ঃ-)))) অ্যাবসোলিউটলি আনবিলিভেবল।
    বোধিসত্ত্ব দাশগুপ্ত
  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 162.158.***.*** | ২৭ এপ্রিল ২০২০ ১৬:১১443505
  • মমতা র তথ্য নিয়ন্ত্রন করার চেষ্টা টা ইনডিফেন্সিবল এবং কেন্দ্রেয় দল আসার পরে অডিট কমিটির এই তো রিপোর্ট এলো বলাটা জাস্ট ছগলামো। নিজেদের দেওয়া সেরা গোল। আমার মনে হয় মমতার একটা সমস্যা হয়, মমতা যখন উঠেছেন, তখন নিশ্ছিদ্র প্রশ্নাতীত মেডিয়া সমর্থন পেয়েছেন, তারা কেউ নিজেদের পোলিটিকাল এজেন্ডায়, কেয় চিট ফান্ডের টাকায় ওঁর সুবিধে মত কথা বলেছে। এখন বিজেপি এরকম অনেক চ্যানেল খুলেছে বা খুলবে বা ফাইনান্সিং নতুন করে করছে, সংগে রয়েছে হোয়াট্সায়াপ আর ইউ টিউব, এবং পুরোটা মমতার নিয়ন্ত্রনে নেই বা থাকলেও ডাবল এজেন্ট গিইরি হবে। তো তাতে ভদ্রমহিলা অসুবিধেয় পড়েছে। সিপিএম যেমন ইলেকট্রোনিক মেডিয়া না থাকলে হয়তো আরো কয়েক বছর টিকে যেত, আমার ধারণা ২০১১ তে হারতো হয়, কিন্তু হারাটা ২০০৮ পঞ্চায়েত ইলেকশন থেকে শুরু হয়তো হতো না।
    উনিজি অবশ্য টেলিভিসন চ্যানেল বিগ্যাপনে বোম্বার্ড করে জিতেছেন, এবং জুদ্ধ জিগির তুলে ডিমনি সত্তএও জিতেছে, সারা দেশের সমস্ত বড় সম্পাদক ওনার জুতো চেটেছে, ওনার লেভেল ই আলাদা।
    এখন যে এই গল্পটা, রাজ্যে যেই থাকুক, কেন্দ্রে আমরা , রাষ্ট্র চরিত্র বদলানোর জন্য হয়তো এদের আর কিছু প্রয়োজন ও হবে না। আশ্চর্য্য হতাশ লাগে, এই লেভেলের ঘৃণার আমদানি তো সম্ভব না, জাগিয়ে তুলেছেন সব।
    বোধিসত্ত্ব দাশগুপ্ত
  • %^&*() | 162.158.***.*** | ২৭ এপ্রিল ২০২০ ১৬:০৫443504
  • সততাদেবীকে গাল দেওয়া ঠিক আছে, তবে আর কোন রাজ্যে এমন হয় না এইটা একটু ইয়ে। আমাদের আদরনীয় যোগীজিআদিদের রাজ্য থেকে অবশ্য খবর আসে না বিশেষ।

    কে জানে, ওঁরা হয়তো আসলে খুবই সৎ এফিশিয়েন্ট। আমরই বায়াসড মতামত।
  • PT | 162.158.***.*** | ২৭ এপ্রিল ২০২০ ১৫:৫৫443503
  • আর কোন কোন রাজ্যে করোনার মৃত্যুকে দুভাগে ভাগ করা হয়? আর কোন কোন রাজ্যে ডাক্তার নয়, "অডিট প্যানেল" মৃত্যুর কারণ সম্পর্কে সিদ্ধান্ত নিচ্ছে?
    এইসব নিয়ে এত ধাপ্পাবাজি করার দরকারটাই বা কি?
  • #$%^&* | 162.158.***.*** | ২৭ এপ্রিল ২০২০ ১৫:৪৯443502
  • আজ আবার মধ্যপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রীর হোমকামিং উদযাপনের খবর পড়লাম। বলে কিনা কেন্দ্রীয় পর্যবেক্ষক, হাহা।
  • | ২৭ এপ্রিল ২০২০ ১৪:৪৫443501
  • কিন্তু উনিজির ওই কিষেণজিমার্কা গামছাভিউটা. .

  • | ২৭ এপ্রিল ২০২০ ১৪:৪০443500
  • আমদাবাদ কিন্তু টপ ৫ আক্রান্ত শহরের একটা।  কলকাতা এখনো নেই সে তালিকায়। 

  • dc | 162.158.***.*** | ২৭ এপ্রিল ২০২০ ১৪:২১443499
  • প্রধান সেবক বললেন আজ রাত বারোটা থেকে লকডাউন, কেউ যেন ঘর থেকে না বেরোয়, এই আদেশ সবার জন্য, এমনকি প্রধানমন্ত্রীর জন্যও প্রযোজ্য। তার কয়েক ঘন্টা পরেই মুখ্যমন্ত্রী মন্দিরে চলে গেল দলবল নিয়ে। কেউ সে নিয়ে টুঁ শব্দটিও করলো না।

    সেখানে যাবে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল!
  • dc | 162.158.***.*** | ২৭ এপ্রিল ২০২০ ১৪:১৮443498
  • উত্তর প্রদেশে যাবে পর্যবেক্ষক দল! :d

    দ দি এমন আচমকা হাসিয়ে দিলো কি বলবো।
  • S | 162.158.***.*** | ২৭ এপ্রিল ২০২০ ১৪:০৬443497
  • উত্তর প্রদেশে তো আর লাগবে না। ওখানে তো মন্দির হয়ে গেছে। আর গুজরাতে তো ২০০২এর পর সব সমস্যা ক্ষতম করে দেওয়া হয়েছে মোদি-অমিত শাহের তত্ত্বাবদানে।
  • | ২৭ এপ্রিল ২০২০ ১৩:৫৭443496
  • তো  আমদাবাদ বা গুজরাটে কোন কেন্দ্রীয় পর্যবেক্ষক দল গেছে? উত্তর প্রদেশে? দেখছি না ত এই বিষয়ে কোন খবর। 

    এই দুটো রাজ্যের হালই ত খুব খারাপ। 

    কোন ভিডিও নিয়ে সন্দেহ হলে অল্ট নিউজ বা বুম লীভের সাথে শেয়ার করে চেক করুন। 

  • শুধু এবিপি আনন্দ দেখার কোন প্রশ্ন ই নেই, আমার ধারণা ছিল, এই তৃনমূল - বিজেপি বাইনারি টা তৈরী করায় বিজেপি প্রচুর সাহায্য পেয়েছেন এবিপির কাছে , সুতরাং তাদের ক্রেডিবিলিটি আমার কাছে খুব ই কম। এবিপির পূর্বসূরী আনন্দবাজার পত্রিকা র অবস্থান সাম্প্রদায়িক বিষয়ে ঐতিহাসিক ভাবেই নথিবদ্ধ। তো যাই হোক কোন চ্যানেল কি দেখাচ্ছে, আর কি করোবরেশন পাছেন সেটা বলুন না। অসুবিধে কোথায়। সংগে চ্যানেল গুলি র মালিকানা-সম্পাদনা সম্পর্কে তথ্য গুলিও তুলে ধরবেন। তখন প্রথমত নিউজ দ্বিতীয়ত প্রায়োরিটির কারণ জলের মত সামনে থাকবে, তার প | 162.158.***.*** | ২৭ এপ্রিল ২০২০ ১৩:৫৪443495
  • শুধু এবিপি আনন্দ দেখার কোন প্রশ্ন ই নেই, আমার ধারণা ছিল, এই তৃনমূল - বিজেপি বাইনারি টা তৈরী করায় বিজেপি প্রচুর সাহায্য পেয়েছেন এবিপির কাছে , সুতরাং তাদের ক্রেডিবিলিটি আমার কাছে খুব ই কম। এবিপির পূর্বসূরী আনন্দবাজার পত্রিকা র অবস্থান সাম্প্রদায়িক বিষয়ে ঐতিহাসিক ভাবেই নথিবদ্ধ। তো যাই হোক কোন চ্যানেল কি দেখাচ্ছে, আর কি করোবরেশন পাছেন সেটা বলুন না। অসুবিধে কোথায়। সংগে চ্যানেল গুলি র মালিকানা-সম্পাদনা সম্পর্কে তথ্য গুলিও তুলে ধরবেন। তখন প্রথমত নিউজ দ্বিতীয়ত প্রায়োরিটির কারণ জলের মত সামনে থাকবে, তার পরে মানুষ কাঁটা বেছে খাবেন। আপনি তো আলোচনা করতে আসেন নি , রাজনৈতিক প্রচার করতে এসেছেন, একটু পরিশ্রম করুন প্রচারে, নইলে লিফলেট কপি পেস্ট হয়ে যাচ্ছে।

    বোধিসত্ত্ব দাশগুপ্ত (পে ওয়ালের পক্ষে)
  • দেব | 162.158.***.*** | ২৭ এপ্রিল ২০২০ ১৩:৩৬443494
  • খবরের চ্যানেল তো সবই বলছে । প্রমাণ ও দিচ্ছে । যাদের বিরুদ্ধে অভিযোগ তারা অন্য প্রসঙ্গ  এনে কথা ঘোরাবার চেষ্টা করছে । 

    শুধু এবিপি আনন্দ দেখলে পুরোটাই অন্ধকারে থাকবেন 

    বাঙ্গুরের কেসটা expose হবার পর এবিপি আনন্দ ওটাকে fake news বলেছিল ।

    কেন্দ্রীয় প্রতিনিধি দল পর্যবেক্ষণ করার পর সেটা যে সত্যি প্রমাণ হয়েছে ।  

    এর পর তার বদলা নিতে গুজরাতের একটা ভিডিও তুলে ধরে । ওটা সত্যি মিথ্যা প্রমাণ হয়নি ।

    হাওড়া সত্যবালা হাসপাতালের ক্ষেত্রে তাই হল । 

    আর কি প্রমাণ করার আছে ?

  • %^&*() | 162.158.***.*** | ২৭ এপ্রিল ২০২০ ১৩:৩৪443493
  • <https://www.bengalinfo.com/newsdetail.php?newsid=11387>

    <"অতি ধনীদের আয়ে কর বাড়ানো এবং কোভিড ত্রাণ সেস বসানোর প্রস্তাব দিল ৫০ জন তরুণ কর আধিকারিকের একটি দল। সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট‌্যাক্সেস (সিবিডিটি)-এর কাছে সম্প্রতি একটি নীতিগত প্রস্তাবপত্র পেশ করেছেন তাঁরা। ...তবে সূত্রের খবর, এই প্রস্তাব মানতে নারাজ কেন্দ্র।...
    ...এই পদক্ষেপ আদপে আচরণবিধি লঙ্ঘন এবং শৃঙ্খলাভঙ্গ বলেই মনে করছে কেন্দ্র। ওই নীতিপত্রে প্রস্তাব করা হয়েছে দু’টি বিকল্প পথে অতি-ধনীদের উপর কর বসানো যেতে পারে- কিছু সময়ের জন‌্য বা একটি নির্দিষ্ট সময়ের জন‌্য। কমিটির পরামর্শ, হয় ন্যূনতম ১ কোটি টাকার উপর আয়ে সর্বোচ্চ আয়করের স্তর হোক ৪০ শতাংশ অথবা ৫ কোটি টাকা বা তার উপর সম্পত্তির উপর সম্পত্তি কর ফেরানো যেতে পারে।">

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত