এটাতো টিভির খবর। এটা কি মিথ্যে?
কোন সরকারকেই ডিফেন্ড করে লাভ নেই, এক যদি না পয়সা দেয়। ঃ-))
কিন্তু উনিজির ওই কিষেণজিমার্কা গামছাভিউটা. .
আমদাবাদ কিন্তু টপ ৫ আক্রান্ত শহরের একটা। কলকাতা এখনো নেই সে তালিকায়।
তো আমদাবাদ বা গুজরাটে কোন কেন্দ্রীয় পর্যবেক্ষক দল গেছে? উত্তর প্রদেশে? দেখছি না ত এই বিষয়ে কোন খবর।
এই দুটো রাজ্যের হালই ত খুব খারাপ।
কোন ভিডিও নিয়ে সন্দেহ হলে অল্ট নিউজ বা বুম লীভের সাথে শেয়ার করে চেক করুন।
খবরের চ্যানেল তো সবই বলছে । প্রমাণ ও দিচ্ছে । যাদের বিরুদ্ধে অভিযোগ তারা অন্য প্রসঙ্গ এনে কথা ঘোরাবার চেষ্টা করছে ।
শুধু এবিপি আনন্দ দেখলে পুরোটাই অন্ধকারে থাকবেন
বাঙ্গুরের কেসটা expose হবার পর এবিপি আনন্দ ওটাকে fake news বলেছিল ।
কেন্দ্রীয় প্রতিনিধি দল পর্যবেক্ষণ করার পর সেটা যে সত্যি প্রমাণ হয়েছে ।
এর পর তার বদলা নিতে গুজরাতের একটা ভিডিও তুলে ধরে । ওটা সত্যি মিথ্যা প্রমাণ হয়নি ।
হাওড়া সত্যবালা হাসপাতালের ক্ষেত্রে তাই হল ।
আর কি প্রমাণ করার আছে ?
<https://www.bengalinfo.com/newsdetail.php?newsid=11387>
<"অতি ধনীদের আয়ে কর বাড়ানো এবং কোভিড ত্রাণ সেস বসানোর প্রস্তাব দিল ৫০ জন তরুণ কর আধিকারিকের একটি দল। সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (সিবিডিটি)-এর কাছে সম্প্রতি একটি নীতিগত প্রস্তাবপত্র পেশ করেছেন তাঁরা। ...তবে সূত্রের খবর, এই প্রস্তাব মানতে নারাজ কেন্দ্র।...
...এই পদক্ষেপ আদপে আচরণবিধি লঙ্ঘন এবং শৃঙ্খলাভঙ্গ বলেই মনে করছে কেন্দ্র। ওই নীতিপত্রে প্রস্তাব করা হয়েছে দু’টি বিকল্প পথে অতি-ধনীদের উপর কর বসানো যেতে পারে- কিছু সময়ের জন্য বা একটি নির্দিষ্ট সময়ের জন্য। কমিটির পরামর্শ, হয় ন্যূনতম ১ কোটি টাকার উপর আয়ে সর্বোচ্চ আয়করের স্তর হোক ৪০ শতাংশ অথবা ৫ কোটি টাকা বা তার উপর সম্পত্তির উপর সম্পত্তি কর ফেরানো যেতে পারে।">