এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | 162.158.***.*** | ১৮ এপ্রিল ২০২০ ২৩:০২442584
  • দ্রি য়ের টইটা গেল কোথায়???
  • chagolchana | 172.68.***.*** | ১৮ এপ্রিল ২০২০ ২২:৩৮442583
  • আপনারা কয়জন সই করছেন?

  • sm | 172.68.***.*** | ১৮ এপ্রিল ২০২০ ২২:২১442582
  • #ওভার রেসপন্স

  • sm | 172.68.***.*** | ১৮ এপ্রিল ২০২০ ২২:২০442581
  • #ঠিক ঠাক

  • sm | 172.68.***.*** | ১৮ এপ্রিল ২০২০ ২২:১৯442580
  • Aka,এক্ষেত্রে সেফটি কম্প্রোমাইজ করা হচ্ছে।কারণ ঠিক থাকে ট্রায়াল করে নতুন ভ্যাকসিন আসতে কয়েক বছর লেগে যায়।এক্ষেত্রে সব কিছুই ইমার্জেন্সী বেসিস এ করা হচ্ছে।
    তবে কি ,ভ্যাকসিন প্রস্তুত কারী কোম্পানি গুলো আগে সার্স ও মার্স ভ্যাকসিন নিয়ে কাজ কিছু করে রেখেছে।সেটি এক্ষেত্রে কাজে লাগছে।
    দুই,ভ্যাকসিন তৈরির পদ্ধতি পাল্টেছে।আধুনিক হয়েছে।অনেক বেশি টার্গে ট স্পেসিফিক।অর্থাৎ খুব স্পেসিফিক ইমিউন রেসপন্স করে,ভাইরাস আক্রমণ কে প্রতিহত করতে হবে।
    বিপদটা লুকিয়ে আছে এখানেই।
    করোনায় লোকজন মারা যাচ্ছে,মূলত শরীরের ইমিউনিটি জনিত অভার রেসপন্স এর জন্য।
    শরীরে সাইটোকাইন স্টর্ম সৃষ্টি হচ্ছে।এটাই মাল্টি অর্গ্যান ফেইলিওর করাচ্ছে।
    সুতরাং খুব স্পেসিফিক ইমিউনিটি রেসপন্স ভ্যাকসিন না করতে পারলে বিপদ হতে পারে।
    De,এর প্রশ্নের উত্তর জানিনা।খুব সম্ভবত কোভিড 19 সম্পূর্ণ নতুন ভাইরাস হিসাবে অবতীর্ণ হতে কয়েক বছর লাগবে।খুবই অপটিমিস্টিক দৃষ্টিতে বললাম।
    সার্স ,মার্স ও কোভিড 19 এর মধ্যে কয়েক বছরের গ্যাপ ছিলো।
    বাকিটা এক্সপার্টরা বলতে পারবেন।
    অরিন কই গেলেন?
  • aka | 162.158.***.*** | ১৮ এপ্রিল ২০২০ ২১:২১442579
  • আমি ঠিক জানিনা কিভাবে এই ক্লিনিকাল ট্রায়াল এক্সপাডাইড করা যায়। করলেও সেটা কতটা সেফ?
  • o | 108.162.***.*** | ১৮ এপ্রিল ২০২০ ২০:৪৫442578
  • চারদিকে লোকজন মিইয়ে যাচ্চে। ইদিকে আমার খুবই ফুর্তি লাগচে এই ল্যাদখোর জীবন পেয়ে। কিন্তু ডিপ্রেসড নই বললেই শুনতে হচ্ছে ডিনায়াল মোডে চলে গেচি। পৃথিবী ভর্তি মাইরি ফ্রয়েড আর ইয়ুং। ঃ-)))

  • de | 172.69.***.*** | ১৮ এপ্রিল ২০২০ ২০:৪১442577
  • বাঃ! সকাল থেকে ভালো আলোচনা হয়েছে তো।

    ভ্যাকসিন সম্বন্ধে আকার কনসার্নটা আমারো। তাড়াহুড়ো করে কিছু করলে হিতে বিপরীত হতে পারে।

    এসেম, একই ভ্যাকসিন ভাইরাসের বিভিন্ন মিউটেশনেও কাজে লাগবে কি?
  • hkg | 108.162.***.*** | ১৮ এপ্রিল ২০২০ ২০:২০442576
  • কোরবিট।
  • হখগ | 172.69.***.*** | ১৮ এপ্রিল ২০২০ ১৯:৩৩442575
  • কিন্তু অলরেডি সেটা করা হচ্ছে বলেই জানতাম। মানে ফাস্ট ট্র্যাক ভ্যাকসিন। আকা এই ইন্টারভিউ দেখিসনি? ডঃ করবেট।

    <
    >
  • sm | 162.158.***.*** | ১৮ এপ্রিল ২০২০ ১৯:০১442574
  • এখানেই কবি কেঁদেছেন।ওষুধ এর ছেয়ে ভ্যাকসিন এর ফেজ ট্রাইয়াল সোজা।মূলত একসক্যালেশন।অর্থাৎ ফেজ 1 থেকে 3 পর্যন্ত ভলান্টিয়ার এর সংখ্যা বাড়ানো হবে।

    ওষুধ এর ক্ষেত্রে প্রচুর প্রতিক্রিয়া দেখতে হয়।যেমন হার্ট,কিডনি এসবের ওপর কতটা প্রভাব ইত্যাদি।একটু বেশি জটিল আর কি!

    এক্ষেত্রে কোন লাইভ ভ্যাকসিন ব্যবহার করা হবে না।অন্তত আমি জানি না।সুতরাং সরকার চাইলে বা এফ ডি এ চাইলে,জরুরি পরিস্থিতি তে টাইম স্প্যান ছোট করা যায় বলে আমার ধারণা।

    এসম্পর্কে আরো বেশি কেউ জানলে আলোকপাত করতে পারেন।

  • aka | 162.158.***.*** | ১৮ এপ্রিল ২০২০ ১৮:৫১442573
  • এসেমের এটা জানার কথা। ক্লিনিকাল ট্রায়াল এক্সপাডাইড করার জায়গা নেই। খুব ওয়েল ডিফাইন প্রোটোকল রয়েছে ফেজ ১, ফেজ ২, ফেজ ৩ এবং ফেজ ৪ কিভাবে করা হবে, কত স্যাম্পেল হতে হবে ইত্যাদি। এফডিএর রেগুলেশন ও গাইডলাইন আছে।

    কারণ বুরোক্রেসি নয়, সেফটি। ধরা যাক এসব না করে ২০ টা লোকের ওপর ভ্যাকসিন ট্রাই করে দেখা গেল যে কাজ করছে এবং আপনি ভ্যাকসিন জেনারাল ইউজের জন্য বাজারে ছেড়ে দিলেন। সঠিক টেস্টিং না হওয়ায় দেখা গেল ভ্যাকসিন আসলে ভাইরাসের থেকে বেশি ভয়ংকর। তখন?

    ১২ জন লোক একটি ঘরে ১ মাস একসাথে থাকলে ১ বছর পূর্ণ হয় না।
  • অর্জুন | 108.162.***.*** | ১৮ এপ্রিল ২০২০ ১৭:১৬442572
  • বোধি-দা, টাকা পাঠিয়েছেন। নিজের থেকেই যোগাযোগ করে দিলেন। অনেক কৃতজ্ঞতা ও ভালবাসা রইল।  গুরু থেকে আরেকজনও ইমেল ও ওয়াটসঅ্যাপে যোগাযোগ করে টাক াপাঠিয়েছেন। বিদেশে থাকেন।, কিন্তু তার নাম করতে নিষেধ করলেন। তার প্রতিও রইল অনেক কৃতজ্ঞতা ও ভালবাসা। 

    এই কাজটার পুর পরিকল্পনা রত্নাদি, রত্না সেনগুপ্তের। ইতিহাসের প্রাক্তন অধ্যাপিকা, প্রেসিডেন্সির প্রাক্তনী। ঊনি ও ডাঃ মিজানুর রহমান টু হুইলারে চেপে বালিগঞ্জ ফাঁড়ি দিয়ে হাজরা রোড, হয়ে হাজরা মোড় হয়ে রাসবিহারী এভিন্যু হয়ে গড়িয়াহাট, ঢাকুরিয়া, ঢাকুরিয়া ব্রিজ ও স্টেশন হয়ে যাদবপুর, যাদবপুর স্টেশন- এই পুরো অঞ্চল ঘুরে মোটামুটি ১৪- ১৮ জন ফুটপাথবাসীকে পেয়েছে।   

    ১২- ৩ টের মধ্যে বেরোয় মিজানুর ওর বাইক নিয়ে। পেশায় চিকিৎসক। আমি ওর সঙ্গে গড়িয়াহাটে যোগদিচ্ছি। কারণ যাদবপুর থেকে হেঁটে এর বেশী যাওয়া সম্ভব হচ্ছে।   রত্নাদি পার্ক সার্কাসে থাকেন। পরিচিত এক দম্পতি রান্না করে ফয়েলে লাঞ্চ প্যাক করে দেয় আর রাতের জন্যে মুড়ি, চিড়ে, চিনি ও কখনো কলা দিয়ে দেওয়া হয়। প্রতি সপ্তাহে একটি সাবানও দেওয়া হচ্ছে। 

    যারা টাকা পাঠাচ্ছেন তাদের ইমেলে সপ্তাহ শেষে গ্রুপের কাজের বর্ণনা দিয়ে ছবি সহ একটি  মেল পাঠাব । 

  • | ১৮ এপ্রিল ২০২০ ১৭:১১442571
  • বেশ ক বছর আগে CSC নামের কোম্পানি থেকে কোম্পানির সার্ভার ব্যবহার করে একটা অসভ্য জীব ট্রোল করত। আমার নামে পাইয়ের নামে মিথ্যে পোস্ট করেছে। আমার নাম দিয়ে টইও খুলেছিল। 

    সেইটাই,মনে হচ্ছে। 

  • র২হ | 172.68.***.*** | ১৮ এপ্রিল ২০২০ ১৭:০৭442570
  • হুম...

  • | ১৮ এপ্রিল ২০২০ ১৭:০৩442569
  • না ওটা দেবাশীস সাহাও নয় বলেই মনে হচ্ছে।  

  • র২হ | 162.158.***.*** | ১৮ এপ্রিল ২০২০ ১৬:৫০442568
  • কারো মনে হচ্ছে নানান নিক সংক্রান্ত আমার দাবীগুলি নিয়ে একটু সমস্যা হয়েছে, নানান টইয়ে r2h নামে কমেন্ট করছেন। বানান দেখে মনে হচ্ছে দেবাশিস সাহা হতে পারেন।

  • S | 162.158.***.*** | ১৮ এপ্রিল ২০২০ ১৫:৩১442567
  • আনএমপ্লয়মেন্ট বেনিফিট বাড়িয়েছেন।
  • বার্নি | 162.158.***.*** | ১৮ এপ্রিল ২০২০ ১৫:৩০442566
  • ঠিক কিব্যবস্থা নিয়েছেন? 

    সুইডেনে ডেথ রেট এত বেশি কেন?

  • অপু | 172.69.***.*** | ১৮ এপ্রিল ২০২০ ১৫:২৯442565
  • এদিকে বালী হল্ট। ওদিকে লিলুয়ার খানিকটা। আরেকটু এগিয়ে সালকিয়া। এদিকে ফোরশোর রোড; মানে শিবপুরের দিক টা। হাওড়ার হাল খারাপ। 

    বালী তে একজন নার্স মারা গেছেন। আরেকজন পাঠক পাড়ার একজন পজেটিভ। হসপিটালাইজড। সে আবার ফ্ল্যাট এ থাকতো। পুরো ফ্ল্যাট আইশোলেশনে। :(((

  • sm | 162.158.***.*** | ১৮ এপ্রিল ২০২০ ১৫:২৮442564
  • তাহলে কি দেখা যাচ্ছে, লক ডাউন এর উদ্দেশ্য হলো,হাসপাতাল থেকে চাপ কমানো আর ভ্যাকসিন এর জন্য টাইম দেওয়া।

    এবার দেখা যাক ফাউচি কি বলেছেন।ভ্যাকসিন বাজারে আসার টাইম এক থেকে দেড় বছর।

    কেন তা,জানি না।কিন্তু  উনি হলেন ইনফেকশাশ ডিজিজ এর শেষ কথা। প্রাজ্ঞ ব্যক্তিত্ব।

    একটাই জিনিস ডেফার করি।জরুরি ভিত্তিতে ট্রাইয়াল একস্পেডাইট করা উচিত।

    দুই,হাসপাতালের ওপর চাপ কমানো।চাপ কিন্তু সত্যিই বাড়ে।কারণ প্রচুর ভেন্টিলেটর নেই ও দক্ষ স্টাফ কম।

    চাপ কমানো যায় কি করে বলেছি।

    কিন্তু এর বিপরীতে দুটো যুক্তি আছে। কার্ভ তো ফ্ল্যাটেন করা গেলো।কিন্তু করোনা তো ধিকি ধিকি করে আক্রমণ করতেই থাকবে।এপিডেমিক এর মেয়াদ ও কয়েক মাস বেড়ে গেলো। ছোট ছোট ওয়েভ আসতেই থাকবে।হাসপাতাল এর স্টাফ দের আগামী কয়েক মাস ধরে করোনা সামলাতে হবে। তারা ক্লান্ত হয়ে পড়বেন।যদ্দিন না,ভ্যাকসিন না বেরোয়।

    দুই,একটা অজানা প্রাণঘাতী ভাইরাস কম্যুনিটি তে রয়েই গেলো।সে কি মিউটেশন ঘটাবে কেউ জানে না।

    আমার মতে শর্ট টার্ম লক ডাউন বাঞ্ছনীয়।সঙ্গে সঙ্গে প্রচুর টেস্টিং ও কনট্যাক্ট ট্রেসিং চলুক। পপুলেশন কে ইম্যুন্ড,আক্রান্ত ও অনাক্রান্ত তিনটে ভাগে ভাগ করে শিফট করানো হোক।

  • S | 162.158.***.*** | ১৮ এপ্রিল ২০২০ ১৫:১৮442563
  • আর যারা বার্ণী প্রেসিডেন্ট হলেও কিছু করতে পারত না বলে সারমন গেয়েছিল, লোকটা তাদের মুখ বন্ধ করে দিয়েছেন। সেনেটের মেম্বার হয়েই এতগুলো টাকা গরীবদের জন্য ব্যবস্থা করে দিলেন। ইট'স আমেরিকাজ লস যে বার্নী প্রেসিডেন্ট হতে পারলেন না।
  • দীপাঞ্জন | 172.68.***.*** | ১৮ এপ্রিল ২০২০ ১৫:১৫442562
  • "এটা LCM দার কাউন্টি তে" - কন্ট্রা কোস্টা | ভালো নিয়ন্ত্রণ করেছে | ক্যালিফোর্নিয়ার বড় কাউন্টিগুলোর মধ্যে অরেঞ্জ বাদ দিলে আক্রান্ত ও মৃতর সংখ্যা পার ক্যাপিটা সবার চেয়ে কম ? বালির খবর কি? কোন্ দিকটা হট স্পট ?
  • S | 162.158.***.*** | ১৮ এপ্রিল ২০২০ ১৫:০৫442561
  • নিউ ইয়র্ক সিটি গভের ওয়েবসাইট বলছে গতকাল দুপুর আড়াইটা অবধি প্রায় ৮০০০ লোক মারা গেছে। এইটা কনফার্মড ডেথের হিসাব অর্থাৎ যেখানে ল্যাব রিপোর্ট আছে। স্টেট গভের হিসাব অনুযায়ী এই সংখ্যাটা আরো ১০০০ বেশি কারণ সিটি গভের কনফার্মেশনে সময় লাগে। এছাড়া আরো ৪,৩০০ প্রোবাবল ডেথ যেখানে ল্যাব টেস্ট না থাকলেও ডেথ সার্টিফিকেটে ডাক্তার কোরোনা লিখছে।

    আগেই লিখেছি লকডাউনে প্রধানত হাসপাতালগুলোর চাপ কমানো হল এবং ভ্যাকসীন-ওষুধ বেড় করার সময় পাওয়া গেল।

    অর্থনীতি নিয়ে ব্যাপারটা গোলমেলে। বিশেষ করে ডেভালাপড কান্ট্রিগুলোতে। কিছু কিছু কেসে দেখা গেছে লাইফ এক্সপেকটেনসি বেড়েছে রিসেশান-ডিপ্রেশানে।

    তাছাড়া, বার্নী তো ৩৯ সপ্তাহের (৯ মাস) জন্য সপ্তাহপ্রতি ১০০০ ডলারের ব্যবস্থা করে দিয়েছেন। আমেরিকার সিটিজেন বা গ্রীন কার্ডদের জন্য তো সেই ব্যবস্থা রয়েছে।
  • অপু | 172.69.***.*** | ১৮ এপ্রিল ২০২০ ১৪:৫৯442560
  • মিসটেক। এটা LCM দার কাউন্টি তে। 10 লাখ লোক বললো।

  • দীপাঞ্জন | 172.68.***.*** | ১৮ এপ্রিল ২০২০ ১৪:৫২442559
  • @ ব্রতে , ক্যালিফোর্নিয়ায় 19 কোথায় ? হাজার পেরিয়ে গেছে |
  • S | 162.158.***.*** | ১৮ এপ্রিল ২০২০ ১৪:৪৭442558
  • স্টে-অ্যাট-হোম না হলে কি হত সেটা বলতে পারি। স্কুল- কলেজ- অফিস-কাছারি-বাজার খোলা থাকত। সেখান থেকে বহু বেশি লোকের কোরোনা হত। প্রচুর বয়স্ক লোক থাকে আমাদের রাজ্যে। তাছাড়াও অন্য সমস্যার লোকও কম নয়। তারা গিয়ে হাসপাতালে ভীড় জমাতো। ক্যাওস তৈরী হত। আমার শহরে এক লক্ষ লোক থাকে। সেখানে দুটো বড় হাসপাতাল আছে। এখন চেক করে দেখলাম মোট স্টাফড বেড সংখ্যা ৬০০র কম। বাকী খুব বেশি হেল্থকেয়ার প্রোভাইডার নেই। যারা আছে, তাদের বেড আছে কিনা জানিনা। থাকলেও সামান্যই হবে। ইতিমধ্যেই শহরের সবথেকে বড় ইন্ডোর স্টেডিয়ামকে গৃহহীন কোরোনা আক্রান্তদের জন্য খুলে দিতে হয়েছে। এর পরে আসে খরচ। অসুস্থদের চিকিৎসার খরচ বহন করতে হত। সেটা কম নয়। বহু লোক অসুস্থ হয়ে বা ভয়ে কাজে যেত না। বহু কাজের জায়্গা বন্ধ করে দিতে হত। পাশের রাজ্যেই হয়েছে। হঠাত একটা মীট প্রসেসিং প্লান্টের ৩০০ জন কর্মচারী অসুস্থ হয়। সেই প্লান্ট এখন বন্ধ।

    অর্থনৈতীক ক্ষতি তো হচ্ছেই। এখানকার ইকনমি খুব এক্সপোজড। এমনিতেই এই বছরে যে ছটা রাজ্যে অর্থনীতির সাইজ কমবে বলে মনে করা হচ্ছিল, তার মধ্যে এই রাজ্য একটি। তার উপরে আবার কোরোনা এসেছে।

    বর্তমান স্টে অ্যাট হোম অর্ডার উঠবে ২৫ তারিখ। তারপর এক্সটেন্ড করা হবে কিনা জানিনা। গভর্ণর বলছে উঠলেও গ্র‌্যাজুয়ালি বিভিন্ন ফেজে রেস্ট্রিকশান তোলা হবে।
  • ছাগলছানা | ১৮ এপ্রিল ২০২০ ১৪:৪৩442557
  • গুরুর এই আলোচনা তা এনলাইটিনিং
    যেই টাকা পয়সা তে টান পড়লো অমনি মৃত্যু কি সুন্দর একটা স্ট্যাটিসটিক্স এ পরিণত হলো.
  • অপু | 162.158.***.*** | ১৮ এপ্রিল ২০২০ ১৪:৪১442556
  • দীপু, ক্যালিফর্নিয়ার কেস টা দেখ। 648 আক্রান্ত। 8498 টেস্টেড। 19 মৃত্যু ( কাল অবধি).

    এটা নিয়ে একটু বল ভাই

  • দীপাঞ্জন | 172.69.***.*** | ১৮ এপ্রিল ২০২০ ১৪:২৫442555
  • @S এই ফ্লোটা মোটামুটি ঠিক আছে | আমি 225,000 পোস্ট করেছিলাম কিছু আগে 70% ইনফেকশন রেট আর 0.১% মর্টালিটি রেট ধরে | পাঁচ লক্ষ মানতে রাজি আছি |
    এখন প্রশ্ন থাকে তিনটে - 1) এই পাঁচ লাখের কতটা একসেস ডেথ ? নিউ ইয়র্ক শহরে দু তিন মাসে 10-12 হাজার নিয়মিত মৃত্যু | 12000-13000 কি পুরোটাই তার ওপরে না কিছু ওভারল্যাপ আছে ?
    2) লক ডাউন করে কি এই একসেস ডেথ আটকানো হলো না বিলম্বিত হলো ? সেকেন্ড ওয়েভ শুরু হলেই আবার লক ডাউন ? নাকি আপনি চান ভ্যাকসিন অব্দি টানা লক ডাউন?
    3) যে ইকোনোমিক ডিপ্রেশন হবে তার জন্য মতো কতজন মারা যাবেন বা লাইফ এক্সপেক্টেন্সি খোয়াবেন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত