এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | 108.162.***.*** | ০১ এপ্রিল ২০২০ ১১:১১440679
  • থ্যাংকস বড়েস, পিটি, লসাগু
  • lcm | 162.158.***.*** | ০১ এপ্রিল ২০২০ ১১:০৮440678
  • 93 days - এই সিনেমাটা এবোলা নিয়ে বোধহয়।
  • lcm | 162.158.***.*** | ০১ এপ্রিল ২০২০ ১১:০৭440677
  • হ্যাঁ, হ্যাঁ, My Secret Terrius
  • PT | 14.***.*** | ০১ এপ্রিল ২০২০ ১১:০৬440676
  • না দেখে থাকলে 93 days ছবিটি দেখুন।
  • S | 108.162.***.*** | ০১ এপ্রিল ২০২০ ১১:০৪440675
  • পর্ণহাবের নাম চেন্জ করে StayHome Hub করে দিয়েছে।
  • S | 108.162.***.*** | ০১ এপ্রিল ২০২০ ১১:০৩440674
  • কাছাকাছি ম্যানমেড প্যান্ডামিক নিয়ে দেখিয়েছিল।
    My Secret Terrius
  • দ্রি | 108.162.***.*** | ০১ এপ্রিল ২০২০ ১১:০৩440673
  • অরিনবাবুর ডেটার সোর্স সম্ভবত এইটা।

    https://github.com/CSSEGISandData/COVID-19
  • b | 172.68.***.*** | ০১ এপ্রিল ২০২০ ১১:০২440672
  • এদিকে সারা বিশ্বে লোকে বেশি বেশি করে পর্নোগ্রাফি দেখছে। আনন্দবাজারের খবর।
    এর থেকে ডাটা অ্যানালিসিস করুন দিকি।
  • lcm | 162.158.***.*** | ০১ এপ্রিল ২০২০ ১১:০০440671
  • একটা কোরিয়ান টিভি সিরিয়ালে (২০১৫ সালে টেলিকাস্টেড) করোনা ভাইরাস নিয়ে প্যান্ডেমিক এর গপ্পো আছে। সেটা নাকি নেটফ্লিক্স/আমাজনপ্রাইমে ছিল, এখন সরিয়ে দিয়েছে।
  • PT | 162.158.***.*** | ০১ এপ্রিল ২০২০ ১০:৫৯440670
  • যাচ্চলে শ্রমিক শব্দে আপত্তি কেন? মজদুর চলবে? ঐ যেমন "দুনিয়ার মজদুর এক হও"?
  • S | 108.162.***.*** | ০১ এপ্রিল ২০২০ ১০:৫৭440669
  • একটা মালায়লাম সিনেমা আছে - ভাইরাস। কেরালাতে কয়েক বছর আগে নিপা ভাইরাসের প্যান্ডামিকের উপর। খুব ভালো রিভিউ আছে।
  • ayan | 108.162.***.*** | ০১ এপ্রিল ২০২০ ১০:৫৫440668
  • অরিনবাবু ডাটা সোর্সগুলো একটু দিয়ে দেবেন?
  • aranya | 108.162.***.*** | ০১ এপ্রিল ২০২০ ১০:৫৪440667
  • বন্ধুর ভাই পজিটিভ, নিউ ইয়র্কে হাসপাতালে ভর্তি। বয়স কম, আশা করি বেঁচে যাবে। আপিস কলীগ-দের একজন মারা গেছেন।
    ডুমস ডে - সাই ফাই মুভি চলছে

    ডিসি, কন্টাজিওন, আউটব্রেক ছাড়া ঐ ধরণের আর কোন ভাল সিনেমা আছে?
  • দ্রি | 162.158.***.*** | ০১ এপ্রিল ২০২০ ১০:৪৮440666
  • "R0 সিমুলেট করে SIR মডেলের ভিত্তিতে আজকাল বার করে, তবে তাহলেও ইনপুট হিসেবে সত্যিকারের ডাটা দিতে হবে ।"

    সিমুলেট করে বার করা R0 আর পরে ডাটাভিত্তিক R0 এরকম কয়েকটা পেয়ার পাওয়া গেলে ভালো হত। কতটা ডিফারেন্স হয় দেখা যেত।
  • shalikh | 173.245.***.*** | ০১ এপ্রিল ২০২০ ১০:৪৬440665
  • অরিনবাবু, আপনার প্রথম গ্রাফে তো ওয়াই অ্যাক্সিসে অ্যাবসোলিউট নাম্বার দেখছি। হঠাৎ যদি একদিন কেসের সংখ্যা খুব বেড়ে যায়, তাহলে তো একটা ইনফ্লেক্সন পয়েন্ট আসবে। সেটা হলে গ্রেডিয়েন্ট বদলাবে না?

    ধরুন সংখ্যাগুলো পরপর তিন দিনে (এক দুই তিন) ১, ৪ আর ৯। মোটামুটি y=x^2 সমীকরণে আছে। এবার চতুর্থ দিলে ২৫ হল। তাহলে তো ট্রেন্ড y=x^2 থেকে বেড়িয়ে গেল। তাই না?

    ডিসি, মর্টালিটি কি শর্ট রানে খুব এফেক্টেড হবে? মানে এক মাসে ডাটার বেসিসে মর্টালিটিতে খুব পরিবর্তন কি ধরা যাবে? হয়তো পীকে গিয়ে, বা পোস্ট-্ফ্যাক্টো অ্যানলিসিসে মর্টালিটি লং টার্ম ট্রেন্ড থেকে ডিভিয়েট করছে বোঝা যাবে।
  • দ্রি | 162.158.***.*** | ০১ এপ্রিল ২০২০ ১০:৪৪440664
  • অরিন,

    এই গ্রাফটা, বিশেষ করে কততে গিয়ে পীক করবে, সেটা কিকরে পেলেন? ঐযে ডিফারেন্সিয়াল ইকুয়েশান লিখেছিলেন, তার সলিউশান? সেগুলোর আলফা, বীটা কী ধরেছেন, কিসের ভিত্তিতে ধরেছেন? সাসেপ্টিবল কি হোল পপুলেশান ধরেছেন?

    আপনার এই প্রেডিকশান একটা টইতে আপলোড করে রাখুন। পীক ভ্যালু কিসের কিসের ওপর ডিপেন্ড করবে লিখে রাখুন। আপার আর লোয়ার লিমিট দিন। পরে আমরা প্রেডিকশানের সাথে মিলিয়ে নেব।
  • S | 108.162.***.*** | ০১ এপ্রিল ২০২০ ১০:৪৪440663
  • কিন্তু এগুলো তো প্রাইভেট কোম্পানির কন্ট্রাক্ট। সরকার আটকাতেই পারে। কিন্তু সরকার তো এসব কিনতে খুবেকটা উৎসাহী নয় মনে হচ্ছে। ঐ ১৫০০০ কোটি টাকা দিয়ে যে কি হল, সেটা তো এখনও জানা গেল না।
  • dc | 162.158.***.*** | ০১ এপ্রিল ২০২০ ১০:৪০440661
  • মানে একই দেশ ব্যবহার করলে পপুলেশান ক্যারেকটারিস্টিক একই থাকবে এই ভেবে বলা। অবশ্যই শালিখের মেথডটাও কাজে দিতে পারে।
  • dc | 162.158.***.*** | ০১ এপ্রিল ২০২০ ১০:৩২440660
  • শালিখ, ডিফারেন্স এস্টিমেট তো অবশ্যই কাজে দিতে পারে। তবে ডিফারেন্স এস্টিমেট বোধায় অন্য দেশ ছাড়াও করা যায়। ধরুন ক দেশে রোগ ছড়াচ্ছে, এবার আমরা ক দেশের এমনি সময়ের মর্টালিটি রেট জানি। আর ধরুন ক দেশে এখনকার দুমাসের মর্টালিটি রেট দেখলাম, এবার এই ডিফারেন্সটা মোটামুটি এই নতুন রোগে অয়াট্রিবিউট করলাম। সেখান থেকে অরিন যেমন দেখিয়েছেন, ব্যাক ক্যালকুলেশান করে পনেরো দিন আগের স্প্রেড এস্টিমেট পেলাম (নানারকম অয়াসাম্পশান সহ)।
  • অরিন | ০১ এপ্রিল ২০২০ ১০:২৯440659
  • "তবে R0 বোধায় সিমুলেট করে পাওয়া যাবে না, রিয়েল ডেটা চাই"

    R0 সিমুলেট করে SIR মডেলের ভিত্তিতে আজকাল বার করে, তবে তাহলেও ইনপুট হিসেবে সত্যিকারের ডাটা দিতে হবে । আগেকার দিনে, যখন খুব পাওয়ারফুল কম্পিউটেশান ছিল না, তখন শুধু কন্ট্যাক্ট ট্রেসিং করে R0 র হিসেবে বার করা হতো, এখনো বেশির ভাগ ক্ষেত্রে পাবলিক হেলথ ডিপার্টমেন্টের লোকে কন্টাক্ট ট্রেসিং করে বের করে নেয় ।
  • দ্রি | 162.158.***.*** | ০১ এপ্রিল ২০২০ ১০:২৬440658
  • তিন হাজারের বেশী অবশ্যই এক্সপেক্টেড। কিন্তু চল্লিশ হাজার টু মাচ। একটা তিন মাসের স্প্যানে এত ডেন্সলি পপুলেটেড একটা জায়গায় এনিওয়ে অনেক মানুষ মারা যাবে। কতজন করোনায় সেটাও হিসেব করার ব্যাপার আছে, যেটা জাস্ট আর্ন কাউন্ট করে বোঝা সম্ভব নয়।
  • অরিন | ০১ এপ্রিল ২০২০ ১০:২১440657
  • "অরিনবাবু, এই হিসেবটা তো এখনকার টেস্ট ডাটা থেকে। তাইতো?

    এখন যদি আমেরিকার মত হয়। অর্থাৎ, টেস্ট ঠিকমত যখ্ন হচ্ছিল না, হচ্ছিল না। টেস্ট বাড়ার পরে সংখ্যা বাড়ল। টেস্ট ঠিকমত হলে যদি সংখ্যা বাড়ে, তাহলে সেই সিনারিওতে ভারতের বেলায় প্রেডিকশন কি হবে?"

    এই এসেসমেন্ট গুলো সংখ্যার ওপর ততটা নির্ভর করে না, যতটা গ্রাফের ট্রেন্ড এর ওপর বিচার্য । আজকে আরো ভালো ও বেশি টেস্ট হলে কেস অনেক বাড়বে ঠিক কথাই, তাতে স্লোপ পরিবর্তিত হবে না, তাছাড়া এগুলো একটা সিনারিও কে ধরে, সব থেকে খারাপ এই মুহূর্তে কি হতে পারে । হবেই যে তার কোনো মানে নেই, এর থেকে ভালো হবার সম্ভাবনাই বরং প্রবল ।

    @b , লিখবো । R0 মানে অসুখটা কত ছোয়াঁচে। গ্রোথ ফ্যাক্টর মানে মহামারী শুরু হবার পর সে কি গতিতে বাড়ছে । R0 ১ এর নিচে চলে এলে অসুখ আর ছড়াতে পারবে না। স্বভাবতই গ্রোথ ফ্যাক্টর তখন নিম্নমুখী ।

    @Amit , আমি যেটা দেখিয়েছি, সবথেকে খারাপ পরিস্থিতিতে কি হতে পারে, বা ধরুন যদি কোনো কিছু না করা হতো, তাহলে কি হতে পারে বা পারতো বলে মনে হয় যদি এই রেটে অসুখ ছড়াতে শুরু করে । একই রকম ভাবে আরো ভালো পরিস্থিতিও মডেল করা যেতে পারে ।

    @dc আপনার কমেন্টটা পড়ে দারুন ভালো লাগলো । একটা খোলা ফোরাম এ যদি আমরা প্রত্যেকে প্রত্যেকের যেটা ভালো লাগে, বিশেষ করে এইরকম একটা সময়ে , প্রত্যেকের ভালো দিক গুলো নিয়ে বলতে পারি, আমার মনে হয়, একটা ফোরাম এর সার্থকতা সেখানেই ।
    আমাদের একটা গ্রূপ আছে কার্পেন্ট্রিস বলে, সেখানে সমালোচনা করার বেশ একটা ভালো জিনিস শেখায় । বলে, সমালোচনা করুন, তবে "ভালো লাগলো - কি অন্য রকম হতে পারতো - ভালো দিক , এই তিনটে পয়েন্ট দিয়ে সমালোচনা করুন, দেখবেন খুব কড়া সমালোচনাও মানুষ গ্রহণ করবে ।
  • দ্রি | 172.68.***.*** | ০১ এপ্রিল ২০২০ ১০:২১440656
  • "ফ্রি প্রেস ব্যাপারটাও আদপেই ফ্রি নয়।"

    ন্যাড়াদা, আপনি কি এই বয়েসে ফ্রি প্রেসের আশায় বসে আছেন? যা প্রেস তাই প্রেস। লেফট, রাইট সব্বাই প্রতিনিয়ত অনেক সত্যি কথা বলছে, কিছু গুল মারছে। আমরা পাঠকরা কনস্ট্যান্টলি স্ট্রাগল করছি এর মধ্যে কোনটা সত্যি, কোনটা মিথ্যে বোঝার। বোঝাটা কখনোই কমপ্লিট হচ্ছে না। একটা খবর আজ সত্যি মনে হচ্ছে, কাল নতুন ইনফো এসে যেতে বোঝা যাচ্ছ ওটা গুল ছিল। এই ডায়নামিক্সে যদি আপনার ইন্টারেস্ট থাকে এনগেজড হোন, তা না হলে কাটিয়ে দিন।

    "অ। তবে তো আপনার "আগামীর অবয়ব" তাহলে অসম্পূর্ণ অবয়ব।"

    আগামীর অবয়ব আমার নয়, আপনারও। আপনি লিখতে পারেন যা ইচ্ছে। আশা করব 'তা হলে কি স্পুতনিকনিউজ সব সত্যি কথা বলছে?' এই ধরনের রেটরিক দেবেন না। এগুলো পঁচিশ বছুরেদের জন্য ঠিক আছে। আপনি সিনিয়ার মানুষ। আপনি বলুন অমুক, অমুক অ্যান্ড অমুক কেসে স্পুতনিক্নিউজ গুল মেরেছে। খুব ভাল্লাগবে।
  • shalikh | 172.69.***.*** | ০১ এপ্রিল ২০২০ ১০:১৯440655
  • ডিসি, আর একটা এস্টিমেশন টেকনিক মনে হয় এরকম হতে পারে।

    ধরুন ক দেশে ঠিকঠাক টেস্ট হয়েছে। খ দেশে হয় নি। ধরুন x = population_normaized_test_in_k / population_normalized_test_in_kha। এবারে খ দেশে কেসের সংখ্যা x দিয়ে গুন করলে একটা এস্টিমেট পাওয়া যাবে।

    x কে নাম্বার অফ পজিটিভ পার টেস্ট দিয়ে আবার নর্মালাইজ করা যায়।

    হবে না?
  • dc | 172.69.***.*** | ০১ এপ্রিল ২০২০ ১০:১৯440653
  • চীনের নতুন এস্টিমেট যেটা পাওয়া যাচ্ছে, মানে তিরিশ থেকে চল্লিশ হাজার মৃত্যু, সেটা অন্য দেশগুলোর অবস্থা দেখে এক্সপেক্টেড মনে হচ্ছে। চীন ছিলো গ্রাউন্ড জিরো। সেখানে তিন হাজারের থেকে অনেক অনেক বেশী হওয়াটাই এক্সপেক্টেড।
  • dc | 172.69.***.*** | ০১ এপ্রিল ২০২০ ১০:১৯440654
  • চীনের নতুন এস্টিমেট যেটা পাওয়া যাচ্ছে, মানে তিরিশ থেকে চল্লিশ হাজার মৃত্যু, সেটা অন্য দেশগুলোর অবস্থা দেখে এক্সপেক্টেড মনে হচ্ছে। চীন ছিলো গ্রাউন্ড জিরো। সেখানে তিন হাজারের থেকে অনেক অনেক বেশী হওয়াটাই এক্সপেক্টেড।
  • sm | 172.68.***.*** | ০১ এপ্রিল ২০২০ ১০:১৬440652
  • শ্রমিক শব্দে আমার আপত্তি।এবার কি করবেন দেখুন। অবপ লিখছে পরিযায়ী শ্রমিক।
  • PT | 162.158.***.*** | ০১ এপ্রিল ২০২০ ১০:১১440651
  • "অতিথি শ্রমিক" চলবে? আবাপ ব্যবহার করছে।
  • দ্রি | 108.162.***.*** | ০১ এপ্রিল ২০২০ ১০:০৭440649
  • "নরমাল তা হাজার চল্লিশেক মরে হলো, না হাজার দশেক মরে হলো এটা জানার ঔসুক্য তথা একক কথিত ইরোটিকা একটা ছিল।"

    এই হাজার চল্লিশের এস্টিমেটটা কদ্দিনের মধ্যে?

    রিপোর্ট অনুযায়ী মার্চ ২৩ থেকে এপ্রিল ৪ (যা এখনও আসেনি) এর মধ্যে। এটা একটা এস্টিমেট। এস্টিমেটের বেসিস কী?

    Citizens on Chinese social media have said that seven Wuhan funeral homes will likely distribute 3,500 urns per day on average from March 23 to April 4

    সোশাল মিডিয়ায় গুঞ্জন।

    এর সাপোর্টে এভিডেন্স কী? একটা ফোটো যেখানে একটা ঘরে কিছু লোক সারি সারি আর্ন সাজাচ্ছে। ছবিতে রাফলি হাজার দুয়েক আর্ন দেখা যাচ্ছে।

    সেই আর্ন একদিনে এসেছে কিনা, প্রতিদিন ঐ একই অ্যামাউন্টে আর্ন আসবে কিনা, যেসব আর্ন আসবে তাদের সবাই করোনায় মারা গেছে কিনা এগুলো আননোন, এবং স্পেকুলেটিভ। অ্যাভারেজ ৩৫০০ না ধরে ২৫০০ ধরলেই এস্টিমেট অনেক বদলে যাবে।

    আপাতত যা ইনফো আছে তাতে এর বেশী বোঝা সম্ভব নয়। চীন একটু চাপার চেষ্টা করবে, রেডিও ফ্রি এশিয়াও একটু বাড়িয়ে বলার চেষ্টা করবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত