এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • এলেবেলে | 162.158.***.*** | ৩০ মার্চ ২০২০ ১২:০৩440138
  • শুনতে খুব খারাপ লাগবে আপনাদের তবু বলি। আসলে আপনারা এতদিনে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছেন। কারণ আপনাদের অস্তিত্ব রক্ষা এখন চরম সংকটের মুখোমুখি। যে 'সভ্য' চিকিৎসা-ব্যবস্থার বড়াই করে এসেছেন এতদিন, এক ভাইরাস আপনাদের কল্পিত প্রসাদকে ধসিয়ে দিয়েছে। আপনারা নগ্ন এখন। মৃত্যু আশঙ্কায় দিন গুণছেন। টিবি, ইনফ্লুয়েঞ্জ্‌ ডায়েরিয়া আপনাদের কাছে দুগ্ধপোষ্য শিশু আর না খেতে পেয়ে মরে যাওয়ার তো চান্সই নেই আপনাদের। তাই আলোচনাও নেই, প্রেডিকশনও নেই। কিন্তু করোনা নিয়ে আছে। তাই রাস্তায় মোমবাতি কিনতে বেরিয়ে হাত-পা কাঁপছে আপনাদের।

  • lcm | 172.68.***.*** | ৩০ মার্চ ২০২০ ১২:০০440137
  • ডিসি,
    আচ্ছা, হ্যাঁ কোনো ওষুধ নেই, এটাই তো মেইন প্রবলেম।
    লোকজন একাকী, একদম একা, হাসপাতালে ঘরে কেউ নেই, আত্মীয়-পরিজন কাউকে যেতে দেওয়া হচ্ছে না সংগত কারণেই, ডাক্তার-নার্স রাও খুব একটা কাছে আসছেন না, যন্ত্র (ভেন্টিলেটার/অক্সিজেন ইত্যাদি) লাগিয়ে চলে যাচ্ছেন - লোকজন মারা যাচ্ছেন। সাদার্ন ক্যালিফোর্নিয়ায় একজন ইয়াং ম্যান - বাড়িতেই একা মারা গেছেন, হাসপাতালে আর যান নি।
  • র২হ | 162.158.***.*** | ৩০ মার্চ ২০২০ ১১:৫৮440135
  • এলেবেলে রাগ করেন কেন। কর্তৃপক্ষ একাধিক টই খুলে করোনালোচনাকে চ্যানেলাইজ করার চেষ্টা করে হাল ছেড়ে দিয়েছে। টই বুবুভা হপা ছয়লাপ তো। এখানে লোকজন প্রধান সেবকের কথাই শোন না, গুরুর অ্যাডমিন/ সম্পাদক/ কর্তৃপক্ষ/ কোর কমিটি (আসল জিনিসটা যে কী তা ছাই জানাও যায় না, ডীপ স্টেট আর কাকে বলে) তো তুচ্ছ।

  • এলেবেলে | 162.158.***.*** | ৩০ মার্চ ২০২০ ১১:৫৫440134
  • ওষুধ বার হওয়াটাই সব? মৃত্যুমিছিল কিছু নয়? প্রায় প্রতি বছর নতুন নতুন ভাইরাস বেরোবে, মানুষকে মারবে, তারপরে অনন্ত আলোচনা শেষে ভ্যাকসিন 'আবিষ্কার'। অতঃপর আবার একটা ভাইরাসের আমদানি এবং ...। এর শেষ কোথায়?

  • hkg | 162.158.***.*** | ৩০ মার্চ ২০২০ ১১:৫৪440133
  • কিন্তু স্ট্রিনজেন্সি ইনডেক্স এর মূল উদ্দেশ্য তো সরকার ক্ল্যাম্পিং কেমন করলো সেটা বের করার, আমি বল ছিলাম, তাতে মানুশের উপকার হলো কিনা রোগ কোমল কিনা, বা কোন স্কেলে স্বাধীনতা হরণ করে হলো, এটার কোনো অঙ্কসিদ্ধ ইউনিভার্সাল স্কেল যদি পাবা যেত।

    আমি ব্যক্তিগত ভাবে যা বুজেছি:

    ক -- ইতালি, স্পেন (নতুন করে হেলথ কেয়ার ন্যাশনালাইজ করেছে) এদের মেন্ জোর তা ছিল পুরোনো যুদ্ধ পরবর্তী হেলথ কেয়ার। যেটাতে স্ট্রেংথ হলো, প্রাইমারি কেয়ার এমন যে আকিউট কেয়ার লাগে কম। আপনি দেখবেন, এটাই ওয়েস্টার্ন লিবারাল মডেল। আর খরচ মানুষের নেই, প্রোগ্রেসিভ ট্যাক্স এর সোশাল aaset হলো হেলথ কেয়ার।

    খ - আমেরিকা এটাকে ইউনিভার্সালিটি থেকে সরিয়ে দিয়েছে, টার্গেট গ্রূপ এ সোশাল কেয়ার রেখেছে, কিন্তু আকিউটা কেয়ার প্রাইমারি কেয়ার এর সম্পর্কটা এক ই।

    গ - আমার মনে হয়েছে এটা ধরে নেবা সেফ, সাউথ কোরিয়া , সিঙ্গাপুর, ৮০স , ৯০স থেকে আকিউট কেয়ারে ইনভেস্ট করেছে, কিন্তু কি ভাবে ফান্ডিং করেছে, জানি না। যায় হোক, তাই পার পারসন, বেড , ভেন্টিলেশন বেড়েছে। হয়তো চীনেও তাই হয়েছে। জাপান এর ইকোনোমি ৮০ থেকে স্ট্যাগফলেশন এ পড়েছে বার বার, তাই কখন এই ইনভেস্টমেন্ট করেছে বোলতে পারবো না, খোঁজ নিতে হবে।

    ঘ - ভারত বর্ষ সব কিছুই কিছু কিছু করেছে। সবটা যথেষ্ট হয় নি।

    আপনার যে roger প্রকোপ আর রেসপন্স এর গruপিং সেটা আমি এভাবে দেখেছি। এবার এক্সসেপশন গুলো এই:

    --সুইজারল্যান্ড লিবারাল ডেমোক্রাসিসের হেলথ কেয়ার মডেল, প্রাইভেট ইনাসিয়্যরায়ান্স দিয়ে ম্যানেজ করলো কি করে।
    -jaarmaani, আকিউট কেয়ার আর প্রাইমারি কেয়ার এর মধ্যে ব্যালান্স আনলো কি করে।
    -- মিডল ইস্ট কি করেছে, ইরান কি করেছে, কারণ ইরানেও, আনেকডোটাল গাপ্পা হলো, হেলথ কেয়ার বেশ ভালোছিল, সেটা দীর্ঘ ট্রেড ব্যান এ শেষঃ হয়েছে। dila ভেঙে যাবার পরে।
    --কিউবা এতদিনের এর ব্যান সত্ত্বেও কেয়ার মোটামুটি চালায় কি করে, প্রাইমারি/আকিউট কেয়ারের গল্প কি।

    ইত্যাদি।
  • b | 162.158.***.*** | ৩০ মার্চ ২০২০ ১১:৫৪440132
  • লসাগুদা, মাল্টি ড্রাগ রেসিস্ট্যান্স টিবি ইন্ডিয়ার বাজারে চলে এসেছে। কোনো ওষুধেই কাজ দিচ্ছে না।
  • lcm | 172.68.***.*** | ৩০ মার্চ ২০২০ ১১:৫১440131
  • ডায়েরিয়া, ইনফ্লুয়েঞ্জা, টিবি -- এগুলোর ওষুধ বেরিয়েছে ।
    করোনার এখনও কিছু বেরোয় নি।
  • lcm | 172.68.***.*** | ৩০ মার্চ ২০২০ ১১:৫০440130
  • শালিখ,
    থ্যাঙ্কু । জ্যাংগো দিয়েও ইউজ করা যায় দেখলাম।
  • এলেবেলে | 162.158.***.*** | ৩০ মার্চ ২০২০ ১১:৫০440129
  •  ডায়েরিয়া, ইনফ্লুয়েঞ্জা, টিবি এমনকি স্রেফ না খেতে পেয়ে ভারতবর্ষে লাখ লাখ মানুষ মারা যান। মানে নিত্যনৈমিত্তিক ব্যাপার আর কি। সেটা ১০০ বছরে কতবার? নাকি গা সওয়া হয়ে গেছে? নাকি পৃথিবীর 'সভ্য' দেশগুলো এতে আক্রান্ত বলে 'শিক্ষিত' মানুষদের এত এত আলোচনা? কোনটা?

  • dc | 162.158.***.*** | ৩০ মার্চ ২০২০ ১১:৪৯440128
  • তাহলে পিআর ইন্ডেক্স, ফিনান্সিয়াল ইন্ডেক্স, আর ক্যাপেক্স ইন্ডেক্স - এই তিনটে ডাইমেনশানে বিভিন্ন সরকারের রেসপন্স কম্পেয়ার করে দেখা যেতে পারে।
  • lcm | 172.68.***.*** | ৩০ মার্চ ২০২০ ১১:৪৬440127
  • ভাই এলেবেলে,
    এখন করোনা করো না অসম্ভব - এ জিনিস একশো বছরে একবার।
  • অরিন | ৩০ মার্চ ২০২০ ১১:৪২440126
  • "এরকম আরেকটা ইন্ডিকেটার বানানো যায় ক্যাপেক্স বা ইনফ্রা এক্স্প্যানশানের, আমি যেগুলো বললাম সেই ভেরিয়েবল গুলো দিয়ে। "

    একদম !
    সেগুলো অনেকটা এখন থেকেই দেখা যেতে পারে যদি ধরুন সরকার কোন প্যাকেজ দিয়ে থাকে গরিবদের জন্যে বা বিজনেসদের জন্যে (ছোট বড় ), স্টিমুলাস প্যাকেজ এইসব নিয়ে ।
  • এলেবেলে | 162.158.***.*** | ৩০ মার্চ ২০২০ ১১:৪০440125
  • একটা কথা না বলে থাকতে পারলাম না। দিন দশেক হল ভাট বিরক্তিকর রকমের একঘেয়ে হয়ে গেছে। করোনা সম্পর্কিত চোদ্দ গণ্ডা লিঙ্ক (কতজন সে সব পুরোটা পড়েন কে জানে); গাদাগুচ্ছের চার্ট আর গ্রাফ; প্রচণ্ড পাণ্ডিত্যপূর্ণ প্রেডিকশন; উপচে পড়া ভবিষ্যৎবাণীর ঠেলায় প্রাণ ওষ্ঠাগত। দুনিয়ায় আর কোনও বিষয় নেই, সব সমস্যার যেন সমাধান হয়ে গেছে। কেবল এইটে বাকি।

    আগে দেখতাম একটা বিষয় নিয়ে দিনতিনেক আলোচনা ভাটে হলেই গুরুর পুরনো বাসিন্দারা রেগে কাঁই হয়ে যেতেন; আলাদা টই খুলে সেখানে কথা বলার ফ্রি উপদেশ দিতেন; কেউ কেউ পাতি ট্রোল করতেন। এখন সে সব উধাও। এই নেপোটিজম কেন? নিজের বেলায় আটিশুঁটি, পরের বেলায় দাঁতকপাটি? নাকি কোনও গভীরতর কারণ বর্তমান?

  • dc | 162.158.***.*** | ৩০ মার্চ ২০২০ ১১:৩৯440124
  • যা বুঝতে পারছি, করোনার করুনায় মোটামুটি পাঁচ বছরের জন্য পেপারের সাবজেক্টের অভাব থাকবে না ঃ-)
  • dc | 162.158.***.*** | ৩০ মার্চ ২০২০ ১১:৩৭440123
  • অরিন ধন্যবাদ। আপনি যে লিংক দিলেন সেটাতে COVID-19 Government Response Stringency Index (Stringency Index) ব্যবহার হয়েছে, পড়ে মনে হলো সাতটা রেসপন্স ভেরিয়েবল দিয়ে এই ইন্ডেক্সটা বানিয়েছে। যেমন ইস্কুল বন্ধ করা, অফিস বন্ধ করা, পাবলিক ইভেন্ট ক্যানসেল করা, পাবলিক ইনফর্মেশান ক্যাম্পেন করা ইত্যাদি। এই ইনডেক্সটা আমরা বোধায় পিআর মেজার হিসেবে ধরতে পারি। এরকম আরেকটা ইন্ডিকেটার বানানো যায় ক্যাপেক্স বা ইনফ্রা এক্স্প্যানশানের, আমি যেগুলো বললাম সেই ভেরিয়েবল গুলো দিয়ে। এরকমও কিছু বানাবে হয়তো।
  • lcm | 172.68.***.*** | ৩০ মার্চ ২০২০ ১১:৩৩440122


  • ৫ মিনিটে টেস্ট রেজাল্ট -
    CHICAGO – A five-minute, point-of-care coronavirus test could be coming to urgent care clinics next week, and experts say it could be "game-changing."

    The U.S. Food and Drug Administration issued Emergency Use Authorization to Illinois-based medical device maker Abbott Labs on Friday for a coronavirus test that delivers positive results in as little as five minutes and negative results in 13 minutes, the company said.
  • :-? | 172.68.***.*** | ৩০ মার্চ ২০২০ ১১:৩১440121
  • ছোটাই-এর গল্পে মতামত দিতে দিচ্ছে না কেন?
    বিশেষ কিছু না, দয়ের মতো একটা অন্য খটকা আছে — পরি আর মালিনী দুজনেই মরে গেলো? একজন বাঘের পেটে আর তাই দেখে আরেকজন হার্টফেল হয়ে?
  • dc | 162.158.***.*** | ৩০ মার্চ ২০২০ ১১:৩০440119
  • হ্যাঁ পাবলিক প্রাইভেট ক্যাটেগোরাইজেশান তো করতেই হবে। তবে সেখানে একটা সমস্যা হতে পারে, সরকারের এক্সিকিউটিভ পাওয়ার ব্যবহার করা নিয়ে। যেমন ট্রাম্প বলছে জিএমকে ভেন্টিলেটার বানাতেই হবে। বা রাজস্থান আর দুয়েকটা রাজ্যের সরকার প্রাইভেট হাসপাতালগুলোকে টেকওভার করেছে সাময়িক ভাবে। এগুলোকে পাবলিকের আন্ডারে রাখা যেতে পারে, তবে স্পেশাল নোট দিয়ে।
  • অরিন | ৩০ মার্চ ২০২০ ১১:২৮440118
  • "তাইলে ক্রাইসিস ম্যানেজেমেন্ট এর এমন একটা মেট্রিক বের করা কি সম্ভব? যেটা আলাদা করে রেসপন্স এর জন্য দেশ গুলো কে রেট করতে সুবিধে হয়। "

    একেবারে যে নেই তা নয় অক্সফোর্ড এর গবেষকরা কোভিড ম্যানেজমেন্টের  stringency index নামে একটা জিনিস করেছে দেখতে পারেন,

    https://www.bsg.ox.ac.uk/research/research-projects/oxford-covid-19-government-response-tracker

    তা সেখানে ভারত খুব উঁচুতে আছে ।

    <a href="https://ibb.co/B6cXhg5"><img src=" alt="Screenshot-2020-03-30-18-27-38" border="0"></a>

  • hkg | 162.158.***.*** | ৩০ মার্চ ২০২০ ১১:২৬440116
  • ডিসি ভালো আইডিয়া, কিন্তু তার আবার পাবলিক প্রাইভেট ডিস্ট্রিবিউশন লাগবে। নইলে তো মেরে দেবে।
  • hkg | 162.158.***.*** | ৩০ মার্চ ২০২০ ১১:২৪440115
  • যেমন ধরুন, অন্যবিষয়ে, কথার কথা, 2004 এ aadhaar হবার পরে আর এম যেন রেগ হবার পরে আমরা যারা রাজনীতি করি তাদের মধ্যে একটা খেলা হয়েছিল, কে কত জব ডে তৈরী করতে পারছে তার তুলনা। এইচ ডি আই এর পেপারেও paaben, মাইগ্রান্ট লেবার ক্রাইসিস বারে বারে প্রমাণ করেছে, এই ডেটা মেট্রিক তা র সীমিত অর্থ ও আপ্লিকেবিলিটি। কিন্তু নতুন মেট্রিক দেখিনি।
    প্রতীচী ট্রাস্টের যে কাজ, শান্তিনিকেতনের অমৃতা/সুনীল বাবু/ দেবাংশু দের করা, প্রথম দিকে, এটা ন্যারেটিভ হিসেবে বলেছিল, তাও আবার এগ্রিকালচারের ক্ষেত্রে , কিন্তু মেট্রিক দেখি নি। তখন আসলে অনেকদিন ধরেই বীরভূমে প্রতি কাল্টিভেশন আর ইল্ড সিজনে, লোকাল ক্ষেত মজুর আর ইমিগ্রান্ট লেবার দের মারামারি হতো। সেটা পরে পাথর ক্রাশার ইন্ডাস্ট্রি তেও হয়।

    পরে হয়তো এই জাতীয় মেট্রিক হয়েছে, শুধু মাইগ্রান্ট লেবার দের ডেভ ইনডেক্স মাপার মেট্রিক হয়েছে, আমরা তো আর সাবজেক্ট এর লোক নই।
  • dc | 162.158.***.*** | ৩০ মার্চ ২০২০ ১১:২৪440114
  • ক্রাইসিস ম্যানেজমেন্টের একটা মেট্রিক হতে পারে রেট অফ এক্সপ্যানশান অফ মেডিকাল সাপ্লাইস। কোন কোন দেশ কি কি হারে কোন কোন সাপ্লাইএর প্রোডাকশান রেট বাড়াচ্ছে। মাস্ক, গ্লাভস, পিপিই, ভেন্টিলেটার, বেড, ইত্যাদি। এই রেটগুলো দিয়ে বিভিন্ন দেশ কম্পেয়ার করা যেতে পারে। তবে এই ডেটা আসতে এক দু বছর লাগবে মনে হয়।
  • hkg | 162.158.***.*** | ৩০ মার্চ ২০২০ ১১:১১440113
  • অরিন | 198.41.238.121 | ৩০ মার্চ ২০২০ ১০:৫৯

    পুরো সমর্থন করলাম। মানে টোটাল দুহাত তুলে। মেডিক্যাল ফেসিলিটি, ইকুইপমেন্ট ডেটা তাই বলে, তাইলে ক্রাইসিস ম্যানেজেমেন্ট এর এমন একটা মেট্রিক বের করা কি সম্ভব? যেটা আলাদা করে রেসপন্স এর জন্য দেশ গুলো কে রেট করতে সুবিধে হয়। নতুবা, রেস্পন্স হিসেবে কম্পেয়ার করা মুশকিল, এবং চীনকে ভালো বলা , ইতালি , আমেরিকা , স্পেন কে কে বোকা বলা মুশকিল। লং টার্ম ইনভেস্ট মেন্ট তো এগিয়ে পিছিয়ে রাখছে , ক্রাইসিস ম্যানেজমেন্ট এর ফল কে।

    একজন সম্পূর্ণ প্রতিষ্ঠিত অশিক্ষিত গান্ডু হিসেবে প্রশ্ন করলাম, প্রশ্নের ফ্যালাসি থাগলে ধরিয়ে দেবেন।
  • lcm | 172.68.***.*** | ৩০ মার্চ ২০২০ ১১:০৮440112
  • hkg ,
    টুইটার ফিডের কোনো এপিআই আছে কি না জানি না । টুইটার ভালো জানি না, খুব একটা যাইও না।
    r2h , দেখো সময় পেলে। lcm
  • hkg | 162.158.***.*** | ৩০ মার্চ ২০২০ ১১:০৩440111
  • পয়সা লাগলে করো না :-))))))))))))))))), ডলারে তো চাঁদা দিতে পারবো না।
  • hkg | 162.158.***.*** | ৩০ মার্চ ২০২০ ১১:০১440109
  • @NYTNational
    · Mar 29
    U.S. health insurance premiums could increase as much as 40% next year if the coronavirus pandemic results in millions of Americans needing hospital stays, a new analysis warns https://nyti.ms/33U1yCr

    বার্ণির হ্যান্ডেল এ দেখলাম। (এল সি এম, এটা দেখো)

    এলসিএম, একটা অসহ্য আবদার করবো? রাগ করো না। কতগুলো মোটামুটি অবজেকটিভ প্রোগ্রেসিভ টুইটার হ্যাণ্ডলা কানাজিউম করে একটা পেজে দেবে? তোমাদের বার্নি , আমাদের বরখা, যোগেন্দ্র, কুইন্ট, ইন্ডিয়ান এক্সপ্রেস ইত্যাদি? তোমাদের হাতে কবে কাটে কানাজিউম করবে সেটা রাখতে ও পারো।

    hkg
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত