এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | 162.158.***.*** | ২৮ মার্চ ২০২০ ০৩:৪৬439808
  • অরিন,
    এত কোটি কোটি মানুষের দেশে ধরা যাক পরীক্ষা টরীক্ষা খুব কম হল, নগণ্য। কিন্তু আক্রান্ত ব্যক্তিগণ(পরীক্ষা হয় নি, সামান্য সর্দিকাশি ছাড়া অন্য কিছু ঝামেলাও নেই) যদি পনেরো ষোলো দিন ঘরেই আটকা থাকেন, ভাইরাস ততদিনে মোকাবিলা হয়ে তাদের শরীরেই শেষ হয়ে যাবে না? (যাদের রীতিমতন বাড়াবাড়ি অসুখ তাদের তো হসপিটালেই নেওয়া হবে, সেখানে প্রয়োজনীয় চিকিৎসা )। কিন্তু যাদের সেরকম বাড়াবাড়ি কিছু নেই, তারা সুস্থ হবার পর আর তো সংক্রমণ হবে না?
  • অরিন | ২৮ মার্চ ২০২০ ০৩:৪১439807
  • অর্জুন: "মোট জনসংখ্যার ১% ইনফেক্টেড হবে এই সংখ্যাতত্ত্ব ব্যাপারটা কিন্তু খুব গোলমেলে মানে আমাদের মত যারা "

    ঠিক ।

    এবং এই কারণেই ক্লিনিক্যাল প্রফেশনে (ডাক্তারি, ইত্যাদিতে) অড্স রেশিও, রিলেটিভ রিস্ক ইত্যাদি কঠিন কঠিন অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট ব্যবহার না করে ডাক্তাররা, নার্সরা, সাইকোলজিস্টরা সরাসরি কতজন লোক ক্ষতিগ্রস্ত হবেন, কতজনের অসুখ করবে, কতজন সেরে উঠবেন, এই জাতীয় নম্বরগুলো সরাসরি ব্যবহার করেন, তাই ডাক্তাররা অ্যাবসলিউট কাউন্ট দেখেন, একজনের অসুখ প্রতিরোধ করতে কতজনের চিকিৎসা করতে হবে সেই অনেকগুলো ব্যবহার করেন । কিন্তু এইরকম একটা সিচুয়েশনে করতে গেলে যে ধরণের গবেষণা করার কথা তা তো এই মুহূর্তে সম্ভব নয়, তাই মডেলিং এর সাহায্য নেওয়া ছাড়া উপায় নেই, এবং তখন মডেলার-রা নানা রকম সিনারিও টোরি করেন, সেগুলো একটু অ্যাবস্ট্রাক্ট হয় বই কি।

    এখন গোটা দেশজুড়ে অনেক করতে গেলে মডেলিং করতে গেলে একটা কাল্পনিক ১০০০ কি ১০০ লোকের একটা জায়গার কথা বিবেচনা করা অপেক্ষাকৃত ইন্টুইটিভ , যার জন্য কন্সাল্ট্যান্টরা এই জাতীয় abstraction ব্যবহার করেন। আমরা অনেকগুলো নিজেদের মতো করে সাজিয়ে নিতেই পারি।

    এখন বেশির ভাগ এপিডেমিক এর সময় এতটা জিনিস আমরা চোখের সামনে দেখতে পাই না তো, এবারের পান্ডেমিক একটা দারুন শিক্ষণীয় ব্যাপার নানাদিক থেকে।
  • অর্জুন | 162.158.***.*** | ২৮ মার্চ ২০২০ ০৩:২৭439806
  • 'মোট জনসংখ্যার ১% ইনফেক্টেড হবে' এই সংখ্যাতত্ত্ব ব্যাপারটা কিন্তু খুব গোলমেলে মানে আমাদের মত যারা । এখানে জন সংখ্যার শতাংশতে বোধহয় কিছু এসে যায়না। এখানে সংখ্যাটা খুব ইম্পরট্যান্ট। ভারতে যা জন সংখ্যা তাতে ৫০,০০০ মরলেও পারসেন্টেজ নগণ্য। কিন্তু সংখ্যাটা সাধারণ মানুষের কাছে ভয়ংকর!  

  • S | 108.162.***.*** | ২৮ মার্চ ২০২০ ০৩:২৬439805
  • ওজার্কের থার্ড সিজন এসে গেছে। দেখে ফেলুন।
  • অরিন | 198.4.***.*** | ২৮ মার্চ ২০২০ ০৩:১০439804
  • দুটো জিনিস খেয়ালে রাখবেন,
    ১) এখন অবধি একটা দেশের একটা প্রদেশেই টোটাল লকডাউন করা হয়েছে এবং সে প্রদেশের লোকজন করোনা ভাইরাসের সংক্রমণ রোখার কোন সময় পায়নি। সে জায়গাটি চীন দেশের হুবেই প্রদেশ। তাতে দেখা গেছে কেস কাউন্ট স্টেবল হতে এক মাস মত সময় লাগে। এরা ২৩ শেষ জানুয়ারী লক ডাউন শুরু করে, ১ লা মার্চ এদের টোটাল কাউন্ট স্টেবিলাইজড হয়। এটা বাটার ভিত্তিতে, মডেল কেন্দ্রিক নয়।
    ২) মডেলিংএর হিসেব অন্য রকম, ও তার প্যারামিটার বেশ কিছু অনুমান ভিত্তিক। এই ব্যাপারটির পরিপ্রেক্ষিতে একদা জর্জ ই পি বক্স নামে সংখ্যাতাত্বিক দুঃখ করে বলেছিলেন, সব মডেল ভুল, শুধু কয়েকটা মডেল কাজে দেয়। আপনাদের মধ্যে যাঁরা মডেলের হিসেব দেখে অমুক তারিখে উৎরে যাবে ভাবছেন, তাঁদের একটু হালকা করে মনে করিয়ে দিলাম।

    নিন, জ্ঞান, ওপিনিয়ন, ও বাণী বিতরণ চালিয়ে যান।
  • anandaB | 162.158.***.*** | ২৮ মার্চ ২০২০ ০৩:০৮439803
  • এইবারে ব্যাপার টা ক্লিয়ার হলো। যাদের SSN নেই তারা স্টিমুলাস চেক পাবে না। মানে স্পেসিফিকালি undocumented ইমিগ্র্যান্ট দের টার্গেট করা হলো।

    ২০০৮ ও তাই হয়েছিল, সে সময় criteria আরও স্ট্রিঞ্জেন্ট ছিল যতদূর বুঝলাম
  • Pinaki | 162.158.***.*** | ২৮ মার্চ ২০২০ ০২:০১439801
  • আমাদের এখানে একটা প্রোজেক্শন কার্ভ পাওয়া গেছে। বলছে জুনের শুরু বা মাঝামাঝি পীক রীচ করবে। আগস্টে কমবে। পুরো স্প্যানটা ৫-৬ মসের। মোট জনসংখ্যার ১% ইনফেক্টেড হবে ধরে নিয়ে এগোচ্ছে। সেটা সবমিলিয়ে লাখখানেক। এটা পুরোটাই টেস্টিংএ ধরা পড়বে এমন নয়। কিন্তু অ্যাকচুয়ালি এতসংখ্যক ইনফেক্টেড হবে বলে ধরে নিচ্ছে। এবার এর মধ্যে সব জায়গা একসাথে পীকে রীচ করবে না। স্টকহোম সবার আগে করবে, তার পিছন পিছন গথেনবার্গ, আমাদের শহরে হয়ত তারও পরে - এরকম। ফলে এখন এরম ঘরবন্দী দশা চলবে আগস্ট পর্যন্ত। এবার দেখার যে চাকরিট কদ্দিন থাকে।
  • r2h | 162.158.***.*** | ২৮ মার্চ ২০২০ ০১:৩৩439800
  • কিছুই বুঝি না। কোভিড১৯ইন্ডিয়া ডট অর্গ বলে একটা সাইট দেখি, তাতে সারাদিন দেখলাম গ্রাফের মুখটা বেশ নতমুখী। সংখ্যা দেখে মনে হলো কম আর কোথায়, বাড়তির দিকেই তো, তারপর ভাবলাম ওরা তো অঙ্ক কষে ছবি এঁকেছে, ঠিকই এঁকেছে নিশ্চয়। রাতে দেখি ঘ্যাঁক করে ওপর দিকে।

    শক্তি চট্টো বোধয় গাথাসপ্তশতী অনুবাদে হাত দিয়েছিলেন, মনে পড়ে গেল। যত অসৈরন চিন্তা।
  • অর্জুন | 162.158.***.*** | ২৮ মার্চ ২০২০ ০১:১৮439799
  • রবিবার কাউন্ট করলে আজ ছ দিন। আজ আমারই একটু ক্লসট্রফবিক লাগছিল এবং সব খবর পড়ে একটা অ্যাংজাইটি যে হচ্ছেনা তা নয়। 

    যেমন আমি জল আর ক্যান্ডল আনতে সন্ধ্যেবেলা বেরোলাম। আমার পিসি শুনে বলল আমার বেরোনো উচিত হয়নি। 

  • অর্জুন | 162.158.***.*** | ২৮ মার্চ ২০২০ ০১:১৫439798
  • 'সব ঠিক হবে' এটা তো একটা ইউটোপিয়ান ব্যাপার। কিন্তু লকডাউনেের প্যান্ডেমিকের সিচ্যুয়েশন যে কিছুটা বেটারের দিকে যাচ্ছে সেটা তো অস্বীকার করে লাভ নেই। বরং সব সময়ে বলা হচ্ছে যে আরও দু হপ্তা আগে হলে এতটা হয়ত ছড়াত। 

    আসলে ইনফরমেশনের সোর্স যেহেতু বহুধা তাই ডেফিনিটিভ কিছুতে পৌঁছনো সম্ভব হচ্ছেনা। এক্সপার্টরাও এখনও অ্যাক্যুরেট বলে উঠতে পারেনি। 

    নতুন অসুখ। তাই সব কিছুই নতুন। 

  • aka | 108.162.***.*** | ২৮ মার্চ ২০২০ ০১:১২439797
  • লোকে দমবন্ধ করে অপেক্ষা করছে।
  • অর্জুন | 172.68.***.*** | ২৮ মার্চ ২০২০ ০১:০৯439796
  • বৌদিরা সব সময়েই সুইট হন। উনি ভাল কাজই করেছেন। পজিটিভ বার্তা ছড়াচ্ছেন। 

  • S | 162.158.***.*** | ২৮ মার্চ ২০২০ ০১:০৯439795
  • আমি তো সেদিন দেখলাম ক্রিস কুওমোকে বলল যে আমি-তুমি টাইমলাইন ঠিক করছিনা, ভাইরাস ঠিক করছে। কিন্তু আমেরিকাতে তো সারা দেশে লকডাউন হয়নি। যেসব স্টেটে হয়নি, সেগুলোতে এখন কেসের সংখ্যা বাড়ছে।
  • Pinaki | 162.158.***.*** | ২৮ মার্চ ২০২০ ০১:০৫439794
  • @S, ফাউচির সাথে জুকুর সাক্ষাৎকারটা দেখেছো। ঈস্টারে না হলেও আম্রিকা অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল লকডাউন খানিকটা কমানোর লাইনেই ভাবছে বলে মনে হল।
  • Pinaki | 162.158.***.*** | ২৮ মার্চ ২০২০ ০১:০২439793
  • টোটাল লকডাউনের এটা একটা মেজর ডাউনসাইড। লোকের ধারণা হয় লকডাউনের সময়টা কষ্ট করে কাটিয়ে দিতে পারলেই সব ঠিক হয়ে যাবে। সব যে ঠিক হবে না এখনও বেশ কিছুদিন - এটা মাথায় ঢোকানো বেশ কষ্টকর।
  • S | 162.158.***.*** | ২৮ মার্চ ২০২০ ০১:০২439792
  • Trump says he wants to lift coronavirus lockdown by Easter because it's a 'beautiful time.' Dr. Fauci says the deadline needs to be 'flexible.'
  • S | 162.158.***.*** | ২৮ মার্চ ২০২০ ০১:০১439791


  • তাহলে আর আপনার বৌদি কি দোষ করলেন?
  • S | 162.158.***.*** | ২৮ মার্চ ২০২০ ০০:৫৯439790
  • নববর্ষ আর ইষ্টার - বোথ আর ভেরি গুড ডেইজ।
  • অর্জুন | 172.68.***.*** | ২৮ মার্চ ২০২০ ০০:৫২439789
  • পাকিস্তান ও প্যালেসটাইনে মাস রিলিজিয়াস গ্যাদারিং অব্যাহত। মসজিদ গুলোয় থিকথিকে ভিড়। 

  • aka | 162.158.***.*** | ২৮ মার্চ ২০২০ ০০:৫০439788
  • বিভিন্ন সোশ্যাল মিডিয়া পড়ে আমার মনে হল ভারতে লোকের মনে হয়েছে কষ্ট করে আজকের দিন, কালকের দিন বা লকডাউন অবধি কাটিয়ে দিতে পারলেই হল। ব্যাস, ভারত করোনা মুক্ত।

    আমার এক বৌদি পোস্ট করেছেন - শুভ নববর্ষে করোনা মুক্ত বিশুদ্ধ বাতাসে নিশ্বাস নিতে চাই। অ্যাবসেন্স অফ অফিসিয়াল কমিউনিকেশন থেকে এমন ধারণা তৈরী হল কিনা কেজানে।
  • অর্জুন | 162.158.***.*** | ২৮ মার্চ ২০২০ ০০:৪৩439787
  • ফিনিক্সে আমার বোন, ভগ্নীপতির পাড়ায় কয়েকটি চীনে থাকে। একজন মহিলার এক্তু রেস্টুরেন্টও আছে। দুজনেই চীনে খাবারের ভক্ত। সেই মহিলাকে আজ ফোন করেছিল বোন। মহিলা বর্ন অ্যান্ড ব্রট আপ অ্যামেরিকায়। চায়নায় নাকি কোনোদিন  যায়ও নি। ট্রাম্পের চায়না ভাইরাস বলার পরে সে একটু শঙ্কিত হয়ে আছে।  

  • S | 108.162.***.*** | ২৮ মার্চ ২০২০ ০০:৩১439786
  • চিনে দেখেই চিনে ফেলতে হবে।

    আপনার জন্য একটা গান রইলোঃ "চাঁদ দেখতে গিয়ে আমি চিনে দেখে ফেলেছি"।
  • Ishan | ২৮ মার্চ ২০২০ ০০:২৭439785
  • আমি চিনে দেখতে পেলেই গ্রিট করব। প্রমিজ। কিন্তু আগে তো দেখতে পেতে হবে। :-)

  • Ishan | ২৮ মার্চ ২০২০ ০০:২৬439784
  • এইমাত্র একটা ভিডিও দেখলাম, পাবলিক পুলিশকে ক্যাল দিচ্ছে। হিন্দুস্তানি কোনো রাজ্যে।

  • অর্জুন | 162.158.***.*** | ২৮ মার্চ ২০২০ ০০:২৫439783
  • ট্র্যাম্প চায়না ভাইরাস বলার সঙ্গে সঙ্গে অ্যামেরিকান মধ্যে চীনা বিদ্বেষ শুরু হয়েছে শুনলাম। রাস্তা ঘাটে তাদের কেউ গ্রিট করছেনা। চীনাদের ভাইরাসের জন্যে ওপেনলি নাকি সবাই ব্লেম করছে। 

  • অর্জুন | 162.158.***.*** | ২৮ মার্চ ২০২০ ০০:২৩439782
  • একটা কথা জিজ্ঞেস করার ছিল। শুনেছিলাম ৩২ ডিগ্রি হলে ভাইরাস ডিসঅ্যাপিয়ার করবে। গরম পড়ছে। আজ ৩৭। রীতিমত গায়ে গরম লাগছে। কিন্তু শহরে গরম পড়লেই লোকে এসিতে থাকে বেশীটা সময় । ২২, ২৩ এ এসি চলে। এ দেশে যানবাহন নন এসি তবুও আছে। বিদেশে সব এসি। সে ক্ষেত্রে  এই ৩২ ডিগ্রির ফান্ডা কাজ করছে না!! 

  • S | 108.162.***.*** | ২৮ মার্চ ২০২০ ০০:২২439781
  • পাবলিক ডিমান্ডে নাকি আবার রামায়ন দেখানো হবে দূরদর্শনে?

    কিন্তু এইবার যদি জনগণের অত ভালো না লাগে?
  • অর্জুন | 172.69.***.*** | ২৭ মার্চ ২০২০ ২৩:৫৬439780
  • আমাদের এখানে আজ পাঁচ ঘণ্টা পাওয়ার কাট। অ্যাকয়াতে জল ভরতে ভুলে গেছি। বাবা, মা'র সবেতে টেনশন। ২০ লিটার কিনে আনা হল। বাড়িতে মোম নেই। আজ পাওয়ার যায় না। শখের ক্যান্ডেল গুলো থেকে টিমটিম করে আলো বেরোয়। পাড়ার দোকানেও মোম  নেই। অনেকটা দূরে গিয়ে মোম কিনে আনলাম। 

    মেজর ক্যাবেল ফল্ট। 

  • aka | 162.158.***.*** | ২৭ মার্চ ২০২০ ২৩:৪৫439779
  • করোনা ভাজা
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত