Atoz | 162.158.***.*** | ২৮ মার্চ ২০২০ ০৩:৪৬439808
অর্জুন | 162.158.***.*** | ২৮ মার্চ ২০২০ ০৩:২৭439806'মোট জনসংখ্যার ১% ইনফেক্টেড হবে' এই সংখ্যাতত্ত্ব ব্যাপারটা কিন্তু খুব গোলমেলে মানে আমাদের মত যারা । এখানে জন সংখ্যার শতাংশতে বোধহয় কিছু এসে যায়না। এখানে সংখ্যাটা খুব ইম্পরট্যান্ট। ভারতে যা জন সংখ্যা তাতে ৫০,০০০ মরলেও পারসেন্টেজ নগণ্য। কিন্তু সংখ্যাটা সাধারণ মানুষের কাছে ভয়ংকর!
S | 108.162.***.*** | ২৮ মার্চ ২০২০ ০৩:২৬439805
অরিন | 198.4.***.*** | ২৮ মার্চ ২০২০ ০৩:১০439804
anandaB | 162.158.***.*** | ২৮ মার্চ ২০২০ ০৩:০৮439803
হখগ | 162.158.***.*** | ২৮ মার্চ ২০২০ ০৩:০৪439802
Pinaki | 162.158.***.*** | ২৮ মার্চ ২০২০ ০২:০১439801
r2h | 162.158.***.*** | ২৮ মার্চ ২০২০ ০১:৩৩439800
অর্জুন | 162.158.***.*** | ২৮ মার্চ ২০২০ ০১:১৮439799রবিবার কাউন্ট করলে আজ ছ দিন। আজ আমারই একটু ক্লসট্রফবিক লাগছিল এবং সব খবর পড়ে একটা অ্যাংজাইটি যে হচ্ছেনা তা নয়।
যেমন আমি জল আর ক্যান্ডল আনতে সন্ধ্যেবেলা বেরোলাম। আমার পিসি শুনে বলল আমার বেরোনো উচিত হয়নি।
অর্জুন | 162.158.***.*** | ২৮ মার্চ ২০২০ ০১:১৫439798'সব ঠিক হবে' এটা তো একটা ইউটোপিয়ান ব্যাপার। কিন্তু লকডাউনেের প্যান্ডেমিকের সিচ্যুয়েশন যে কিছুটা বেটারের দিকে যাচ্ছে সেটা তো অস্বীকার করে লাভ নেই। বরং সব সময়ে বলা হচ্ছে যে আরও দু হপ্তা আগে হলে এতটা হয়ত ছড়াত।
আসলে ইনফরমেশনের সোর্স যেহেতু বহুধা তাই ডেফিনিটিভ কিছুতে পৌঁছনো সম্ভব হচ্ছেনা। এক্সপার্টরাও এখনও অ্যাক্যুরেট বলে উঠতে পারেনি।
নতুন অসুখ। তাই সব কিছুই নতুন।
aka | 108.162.***.*** | ২৮ মার্চ ২০২০ ০১:১২439797
অর্জুন | 172.68.***.*** | ২৮ মার্চ ২০২০ ০১:০৯439796বৌদিরা সব সময়েই সুইট হন। উনি ভাল কাজই করেছেন। পজিটিভ বার্তা ছড়াচ্ছেন।
S | 162.158.***.*** | ২৮ মার্চ ২০২০ ০১:০৯439795
Pinaki | 162.158.***.*** | ২৮ মার্চ ২০২০ ০১:০৫439794
Pinaki | 162.158.***.*** | ২৮ মার্চ ২০২০ ০১:০২439793
S | 162.158.***.*** | ২৮ মার্চ ২০২০ ০১:০২439792
S | 162.158.***.*** | ২৮ মার্চ ২০২০ ০১:০১439791
S | 162.158.***.*** | ২৮ মার্চ ২০২০ ০০:৫৯439790
অর্জুন | 172.68.***.*** | ২৮ মার্চ ২০২০ ০০:৫২439789পাকিস্তান ও প্যালেসটাইনে মাস রিলিজিয়াস গ্যাদারিং অব্যাহত। মসজিদ গুলোয় থিকথিকে ভিড়।
aka | 162.158.***.*** | ২৮ মার্চ ২০২০ ০০:৫০439788
অর্জুন | 162.158.***.*** | ২৮ মার্চ ২০২০ ০০:৪৩439787ফিনিক্সে আমার বোন, ভগ্নীপতির পাড়ায় কয়েকটি চীনে থাকে। একজন মহিলার এক্তু রেস্টুরেন্টও আছে। দুজনেই চীনে খাবারের ভক্ত। সেই মহিলাকে আজ ফোন করেছিল বোন। মহিলা বর্ন অ্যান্ড ব্রট আপ অ্যামেরিকায়। চায়নায় নাকি কোনোদিন যায়ও নি। ট্রাম্পের চায়না ভাইরাস বলার পরে সে একটু শঙ্কিত হয়ে আছে।
S | 108.162.***.*** | ২৮ মার্চ ২০২০ ০০:৩১439786
Ishan | ২৮ মার্চ ২০২০ ০০:২৭439785আমি চিনে দেখতে পেলেই গ্রিট করব। প্রমিজ। কিন্তু আগে তো দেখতে পেতে হবে। :-)
Ishan | ২৮ মার্চ ২০২০ ০০:২৬439784এইমাত্র একটা ভিডিও দেখলাম, পাবলিক পুলিশকে ক্যাল দিচ্ছে। হিন্দুস্তানি কোনো রাজ্যে।
অর্জুন | 162.158.***.*** | ২৮ মার্চ ২০২০ ০০:২৫439783ট্র্যাম্প চায়না ভাইরাস বলার সঙ্গে সঙ্গে অ্যামেরিকান মধ্যে চীনা বিদ্বেষ শুরু হয়েছে শুনলাম। রাস্তা ঘাটে তাদের কেউ গ্রিট করছেনা। চীনাদের ভাইরাসের জন্যে ওপেনলি নাকি সবাই ব্লেম করছে।
অর্জুন | 162.158.***.*** | ২৮ মার্চ ২০২০ ০০:২৩439782একটা কথা জিজ্ঞেস করার ছিল। শুনেছিলাম ৩২ ডিগ্রি হলে ভাইরাস ডিসঅ্যাপিয়ার করবে। গরম পড়ছে। আজ ৩৭। রীতিমত গায়ে গরম লাগছে। কিন্তু শহরে গরম পড়লেই লোকে এসিতে থাকে বেশীটা সময় । ২২, ২৩ এ এসি চলে। এ দেশে যানবাহন নন এসি তবুও আছে। বিদেশে সব এসি। সে ক্ষেত্রে এই ৩২ ডিগ্রির ফান্ডা কাজ করছে না!!
S | 108.162.***.*** | ২৮ মার্চ ২০২০ ০০:২২439781
অর্জুন | 172.69.***.*** | ২৭ মার্চ ২০২০ ২৩:৫৬439780আমাদের এখানে আজ পাঁচ ঘণ্টা পাওয়ার কাট। অ্যাকয়াতে জল ভরতে ভুলে গেছি। বাবা, মা'র সবেতে টেনশন। ২০ লিটার কিনে আনা হল। বাড়িতে মোম নেই। আজ পাওয়ার যায় না। শখের ক্যান্ডেল গুলো থেকে টিমটিম করে আলো বেরোয়। পাড়ার দোকানেও মোম নেই। অনেকটা দূরে গিয়ে মোম কিনে আনলাম।
মেজর ক্যাবেল ফল্ট।
aka | 162.158.***.*** | ২৭ মার্চ ২০২০ ২৩:৪৫439779