এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | 162.158.***.*** | ২৬ মার্চ ২০২০ ২১:৩৫439417
  • এই আতঙ্ক টাই মিডিয়া চাইছিলো।একবার কাশলেই যেন ধরে নেওয়া হয়,করোনা পজিটিভ। আনলেস প্রুভড আদারওয়াইজ ।তাপ্পর যা করার জনগন দেখে নেবে।
    এরপর তৈরি হবে ফিয়ার সাইকোসিস।নিজে কাশলে নিজের ভয় হবে।
    বয়স্ক লোকজন তো হাসপাতালে যেতেই চাইবে না।যদি করোনা ধরে!
    বহু সাধনা করে, এই অবিমৃষ্যকারিতার জন্ম হয়।
    এই স্কার মুছতে টাইম লাগবে।
    একমাত্র সুপার কার্যকরী ভ্যাকসিন এই ভয় দূর করতে।
  • দেব | 162.158.***.*** | ২৬ মার্চ ২০২০ ২১:৩৫439416
  • দিদি সটান কোয়ান্টানে ঢুকে ডাক্তারদের জিজ্ঞেস করলেন , " আপনারা মাস্ক পেয়েছেন ? " ডাক্তাররা আঁতকে উঠে বললেন " আপনি মাস্ক পড়েননি কেন ? "
    বিরল দৃষ্টান্ত ।

    দিদি গরিয়াহাটে বাজার করছেন । মেপে দেখিয়ে দিচ্ছেন কতটা দূরে দাঁড়িয়ে বাজার করতে হবে ।কত মানুষ দিদির ছবি তুলেছিল ।
    বিরল দৃষ্টান্ত ।

    এই কারনে দিদি সবার থেকে আলাদা ।
  • aka | 162.158.***.*** | ২৬ মার্চ ২০২০ ২১:১৮439413
  • স্ক্রিনিং? মানে জিজ্ঞাসাবাদ?

    পাইকে নিশ্চয়ই স্ক্রিনিং আর টেস্টিংয়ের মধ্যে পার্থক্য বোঝাতে হবে না?
  • Ishan | ২৬ মার্চ ২০২০ ২১:১৫439412
  • আর পাবলিকের রিঅ্যাকশন, প্যানিক অকল্পনীয়। আমার মা, খুবই শান্তস্বভাবের মহিলা, আমাকে বলল, "মালয়েশিয়া থেকে এসে তো ঘাপটি মেরে বসে ছিল"। শুনে মনে হল চোরাচালানকারী এসে লুকিয়ে ছিল। যেন গণশত্রু। অথচ অন্য কী করার ছিল, কেউ জানেনা। অ্যাসিমটোম্যাটিক, এয়ারপোর্টে টেস্ট হয়নি। গাঁয়ে এসে চুপচাপ বাড়িতে বসে ছিল। এতদ্ভিন্ন, অন্য কী করণীয় ছিল, কেউ জানেনা।

    করোনা সন্দেহে গণপিটুনি -- এ যেকোনোদিন ঘটতেই পারে।
  • π | ২৬ মার্চ ২০২০ ২১:১৫439411
  • এফ্ডিএ র টা আসবে শুনেছি। এখানে এখনো আসেনি। আগের কিটই অনেক বাকি আছে। প্রাইমারির অর্ডার জার্মানিতে অনেকদিনই গেছে, এলে হয়্ত কন্ট্যাক্টের রুলটা আরো রিল্যাক্স করবে। এই ১৫ মিনিট এক মিটার।

    বিদেশ থেকে ফিরলেই তার টেস্ট হওয়ার কথা নয়। অ সেল্ফ কোয়ারান্টাইনে থেকে নিজের অব্জার্ভ করার কথা, কোন সিম্পটম, সে যতই মাইল্ড হোক, এলেই স্যাম্পল দেওয়ার কথা।

    যাহোক, আশার কথা এদের ট্র‌্যাক , কন্ট্যাক্ট ট্র‌্যাকেরও অনেক কাজ হচ্ছে, সঃ চাইলে অনেক টুলই পাবে, কাজে দিতে পারে। সবচে সমস্যা, এখানে প্রাইভেসির অনেক নিয়মও এসে যাচ্ছে।
  • Ishan | ২৬ মার্চ ২০২০ ২১:০৯439410
  • দেশে আমার জানা একটাই পরীক্ষের কেস আছে। সিঙ্গুরে। কে পরীক্ষা করে, কীভাবে পরীক্ষা করে, কেউই জানতনা। পাড়ার লোকেরা তো চোর ধরেছি, এই আনন্দে টেস্ট করাতে নিয়ে গিয়েছিল, দল বেঁধে। কিন্তু সে পরীক্ষা করাতেই অনেক হ্যাপা হয়েছে। পুলিশ টুলিশ ইনভল্ভড হয়েছিল। আদৌ কী হয়েছে, কারা রেজাল্ট দেবে, এটাও কেউ ঠিকঠাক জানেনা। তারপর তো রেজাল্ট। মানে টোটাল ক্যাওস।

    অবশ্য এ হল একটি অ্যানেকডোট। কলকাতা শহরে এর চেয়ে অবস্থা ভালো, দুরাশা করি।
  • π | ২৬ মার্চ ২০২০ ২১:০৯439409
  • ২৪-২৫০০০ মত হবে। আমি দুদিন আগে জানতাম ২০-২১।
    স্ক্রিনিং হয়েছে ২০ লাখ বা তারও বেশি, এয়ারপোর্টেই ১৬ লাখ, কন্ট্যাক্ট ট্রেসিঙ্গ এ আরো অনেক। রেলওয়েস্টেশনেও।

    এটা হল এখন টেস্টিং ক্রাইটেরিয়া। ব্যাপার হল এই ক্রাইটেরিয়া ফুলফিল করে , এমন স্যাম্পলই এত বেশি আসছে না। আমাদের এখানেই এখনো কিট আছে আরো ভালোই সংখ্যায়। কিন্তু এত ক্রাইটেরিয়া ফুলফিল করে এমন পেয়েছে ৪০০ মত। তাও পরেরগুলো দিন ছয়েক আগে জোড়া। কিন্তু স্যাম্পল খুব এক্স্প্লোড করেছে, এমন না। অনেক টিম তো স্যাম্পল কালেস্কশ্নের জন্য ঘুরে বেড়াচ্ছে।
    এবার শুধু সিম্পটম, কোন ট্রাভেল বা কন্ট্যাক্ট ছাড়া, এটা করলে টেস্টিং অনেক অনেক বাড়বে। কিছু ক্রাইটেরিয়া আরো জুড়ে সেসবও আসবে হয়্ত। কিন্তু এখনো এদিকের হাসপাতাল সিভিয়ার পেশেন্টে ওভারহোয়েল্ম্ড নয়। কমুইনিটি ট্রান্সমিশন এখন শুরু হয়েই থাকতে পরে, আর ৪-৫ দিনে বোঝা যাবে। কিন্তু রামানন লক্ষ্মীনারায়ণ যখন বলেছিলেন, তখনি হয়ে থাকলে এত করোনা মৃত্যু হত, চেপে রাখা যেত ? মিডিয়া যেখানে সমানে নজর রাখছে ?
    ম্যালেরিয়া আউটব্রেকের সময় দেখেছি যাবতীয় জ্বর ,আমরা নিজের চোখে পরীক্ষা করেছি, ভেরিফাই করেছি , ম্যালেরিয়া নেগেটিভ, মিডিয়া সবাইকে ম্যালেরিয়া বলে চালিয়ে দেয়। দু'হপ্তা আগেই কম্যুনিটি ট্রান্সমিশন শুরু হয়ে থাকলে সেত এতদিন চাপা যেত, মনে সিভিয়ারিটি আর মৃত্যু ?

    Have travelled abroad in the last 14 days and experience symptoms like fever, cough, or respiratory issues.
    Are asymptomatic but a direct and high-risk contact of an infected person. You neeed to go for the test between day 5 and day 14 of contact with the person having COVID-19 infection.
    Are a healthcare professional attending coronavirus patients and develop coronavirus.
    Have been hospitalised for Severe Acute Respiratory Infections (SARI). It is a condition characterised by a fever higher than 100.4 degree Fahrenheit and cough for over past 10 day.
  • o | 162.158.***.*** | ২৬ মার্চ ২০২০ ২১:০৪439408
  • @pi ইউএসএফডিএ বা ইউরোপিয়ান কমিশন দ্বারা অ্যাপ্রুভড কোন টেস্ট কিটে ইন্ডিয়ায় পরীক্ষা হচ্ছে? মাইল্যাবেরটা বোধয় শুধু আইসিএমার অ্যাপ্রুভ করেছে।

  • aka | 108.162.***.*** | ২৬ মার্চ ২০২০ ২০:৫৯439407
  • আমিই বলে দিচ্ছি।

    A total of 25,144 samples from 2
    25thMarch 20208:00 PM IST.

    https://icmr.nic.in/sites/default/files/whats_new/ICMR_website_update_25March_8PM_IST.pdf

    আর ইউএসেতে দিনে ১০,০০০ কেস ধরা পড়ছে। স্কেলটা নিশ্চয়ই বলে দিতে হবে না। এদিক ওদিকের অ্যানেকডোট নিয়ে কনক্লুশন টানলে এ জাতীয় ভুল হয়ে থাকে।
  • এলেবেলে | 162.158.***.*** | ২৬ মার্চ ২০২০ ২০:৫৪439406
  • এদিকে করোনা নিয়ে আমার একটা আস্ত পোবন্দ রেডি হয়ে গেছে, শুধু খ আমাকে পোবন্দ লিখতে বলেননি বলে সেটা একেনে দিতে পারছি না। কী দুক্কু।

  • aka | 162.158.***.*** | ২৬ মার্চ ২০২০ ২০:৪৭439405
  • ইন্ডিয়াতে আজ অবধি টোটাল কটা টেস্ট হয়েছে?
  • p i | 162.158.***.*** | ২৬ মার্চ ২০২০ ২০:৪৩439404
  • আকাদা, ইন্ডিয়াতে এই জিনিস্টা হচ্ছ্র না। স্যাম্পল আজ দিলে রিপোর্ট আজ সন্ধে, দুপুরে দিলে কাল সকাল ম্যাক্স।
    আর হ্যাঁ, ইউ এস এর অনেকেরই শুনছি ট্রাভেল হিস্ট্রি + সিম্পটম, পজিটিভ কন্ট্যাক্ট প্লাস সিম্পটম আছে যাদের হচ্ছেনা।৷ ইন্ডিয়ায় এই শেষেরটা বেশি স্ট্রিঞ্জেন্ট, ক্লোজ কন্ট্যাক্টের ডেফিনিশিন, এক মিটারের মধ্যে অন্তত ১৫ মিনিট।

    সি এস দা, ওই লেখাটা ভুল তথ্যে ভরপুর। কোথায় কী টেস্ট হচ্ছে, কী ক্যাপাসিটি, সব বিলকুল ভুলভাল লেখা। করোনার পেজে তথ্যগুলো ডকুমেন্টেড আছে, মিলিয়ে নিন।

    আজ এতক্ষণ এখানকার মুখ্যমন্ত্রী ভিসিট করলেন,,তো তাতে যা ভিড়ভাট্টা হল, কী যে ডিস্ট্যান্সিং হল কে জানে। আর এত সিকিওরিটি পরিবৃত হয়ে চললে নিজেদের মধ্যেই বা কীকরে কী মেন্টেইন্ড হয় কে জানে।
    কিন্তু কথা হল, কিট এখনো যথেষ্টই আছে৷ এর মেইন জিনিস তো প্রাইমার, মানে যেটা বাইরে থেকে, ওই জার্মানি থেকে আনাচ্ছে, এটা দেশেও কিন্তু বানানো হয়। লুরুতেই প্রাইমার বানানক্র কোংং। এবার হ্যাঁ, জার্মানিরটার কোয়ালটি নাকি বেটার হয়, আর তাতে কোন কম্প্রোমাইজ করা হবেন এসব শুনলাম। যদিও এক সময়ে ইন্ডয়ার প্রাইমার তো নেওয়াই যেত। myolab এর ওই ৮০০ টাকার দু'তন ঘ্ণটার টেস্টেও ঘাপলা আছে শুনলাম। মানে ডিএনএ এক্সট্রাকশন স্টেপ, যেট্য দেড় দুই ঘ্ণটার চককর, সেটা তো বলছে না। পিসিয়ার বসালে আর কতক্ষণই বা। এখানে স্যাম্পল আসা থেকে রিপোর্ট সই - ৬ ঘ্ণটা লাগছে। তিন শিফটে টেস্ট হচ্ছে, স্যাম্পল অনুযায়ী।
    এখানে কিন্তু কোভিড ১৯ এর তিনটে রিজিয়ন একসংগে দেখছে, তাই স্পেসিফিসিটি ৯৯% বলছে, আর সেন্সিটিভিটিও ৯৫% এর উপর বলল, অরিনদা।
    আর এখানে একসংগেই ইনফ্লুয়েঞ্জা এ ( মানে ব্রডলি সোয়াইন ফ্লু বলা চলে, বি আর একদুটো অন্য ভাইরাস ও দেখা হচ্ছে।৷ এখনো সব করোনা নেগেটিভ, বেশিরভাগই সোয়াইন ফ্লু শুনলাম।
  • PT | 14.***.*** | ২৬ মার্চ ২০২০ ২০:৩৮439402
  • “১১৭৬ সালে গ্রীষ্মকালে একদিন পদচিহ্ণ গ্রামে রৌদ্রের উত্তাপ বড় প্রবল। গ্রামখানি গৃহময় কিন্তু লোক দেখিনা। বাজারে সারি সারি দোকান, হাটে সারি সারি চালা, পল্লিতে পল্লিতে শত শত মৃন্ময় গৃহ, মধ্যে মধ্যে উচ্চ নীচ অট্টালিকা। আজ সব নীরব। বাজারে দোকান বন্ধ, দোকানদার কোথায় পলাইয়াছে ঠিকানা নাই। আজ হাটবার হাটে হাট লাগে নাই। ভিক্ষার দিন, ভিক্ষুকরা বাহির হয় নাই। তন্তুবায় তাঁত বন্ধ করিয়া গৃহপ্রান্তে পড়িয়া কাঁদিতেছে, ব্যবসায়ী ব্যবসা ভুলিয়া শিশু ক্রোড়ে করিয়া কাঁদিতেছে, দাতারা দান বন্ধ করিয়াছে, অধ্যাপক টোল বন্ধ করিয়াছেঃ শিশুও বুঝি আর সাহস করিয়া কাঁদে না। রাজপথে লোক দেখিনা, সরোবরে স্নাতক দেখিনা, গৃহদ্বারে মনুষ্য দেখিনা......এক বৃহৎ অট্টালিকা-তাহার বড় বড় ছড়ওয়ালা থাম দূর হইতে দেখা যায়-সেই গৃহারণ্যমধ্যে শৈলশিখরবৎ শোভা পাইতেছিল। শোভাই বা কি, তাহার দ্বার রুদ্ধ, গৃহ মনুষ্যসমাগমশূন্য, শব্দহীন, বায়ুপ্রবেশের পক্ষেও বিঘ্নময়। তাহার অভ্যন্তরে ঘরের ভিতর মধ্যাহ্ণে অন্ধকার, অন্ধকারে নিশিথফুল্লকুসুমযুগলবৎ এক দম্পতি বসিয়া ভাবিতেছিল.....
    রোগ সময় পাইল-জ্বর, ওলাওঠা, ক্ষয়, বসন্ত। বিশেষ বসন্তের প্রাদূর্ভাব হইল। গৃহে, গৃহে বসন্তে মরিতে লাগিল। কে কাহাকে জল দেয়, কে কাহাকে স্পর্শ করে। কেহ কাহারও চিকিৎসা করে না; কেহ কাহাকে দেখে না, মরিলে কেহ ফেলে না।অতি রমণীয় বপু অট্টালিকার মধ্যে আপনা আপনি পচে। যে গৃহে একবার বসন্ত প্রবেশ করে, সে গৃহবাসীরা রোগী ফেলিয়া পালায়।“

  • aka | 162.158.***.*** | ২৬ মার্চ ২০২০ ১৯:৩৫439401
  • মানে দিদি মুসলিমদের কেলাচ্ছে না, মানে দিদির পুলিশ
  • হখগ | 172.68.***.*** | ২৬ মার্চ ২০২০ ১৯:৩২439400
  • মূসলিম ভাই দের বূঝিয় এ বলূক মানে
  • aka | 162.158.***.*** | ২৬ মার্চ ২০২০ ১৯:২৭439399
  • এসেম, রিপোর্ট গুলো আসলে টাইম মেশিন। আজকে যা পাওয়া &
    যাচ্ছে তাহল হপ্তা দুই তিনের আগের। তাই লকডাউনের এফেক্ট বোঝা যাবে হপ্তা দুই তিন পরে।
  • b | 162.158.***.*** | ২৬ মার্চ ২০২০ ১৯:২৪439398
  • আহা ছেড়ে দিন আর ২ এইচ। অবোধ বাছুর বই তো নয়।
  • r2h | 162.158.***.*** | ২৬ মার্চ ২০২০ ১৯:১৭439396
  • 'দিদির মুসলিম ভাই'রা লকডাউন মানছেন না - এটা ফেসবুক হোয়াটসয়াপ এসব জায়গায় দেখছি। হ্তে পারে কোন নির্দিষ্ট এলাকায় লোকজন লকডাউন মানছেন না, এক্ষুনি টিভিতে দেখাচ্ছিল উত্তর কলকাতার কোথায় গ্যাস সিলিন্ডারের লাইন, বা বাজার খোলা। কিন্তু 'দিদির মুসলিম ভাই' সংক্রান্ত বক্তব্যগুলির কম্পোজিশনটা এমন যে পড়লেই মনে হয় দিলীপ বাবুর গোয়ালে বসে ড্রাফ্ট করা।
  • অর্জুন | 172.69.***.*** | ২৬ মার্চ ২০২০ ১৯:১১439395
  • রাবড়িকে শুধুই দুধের সর বললে রাবড়ির স্বাদে তারতম্য হয়না। তাই আপনার কাছে 'দেখনদারি' মনে হলেও কিছু এসে যায় না। অন্য মন্ত্রীরা এই 'দেখনদারি' কিছুটা ফলো করেল পারতেন! আমার কাছে এটা বিরল দৃষ্টান্ত। 

    তবে পার্ক সার্কাসে বসবাসকারী একজনের কাছে এখুনি খবর নিলাম। বলল পার্ক সার্কাস ফাঁকা এখন। 

  • দেব | 162.158.***.*** | ২৬ মার্চ ২০২০ ১৯:০৩439394
  • দিদির এই দেখনদারি বন্ধ হলেই ভালো ।
    নিজের হাতে দোকানের বাইরে লক্ষণরেখা না কেটে তার মুসলিম ভাইদের একটু বুঝিয়ে বলুক ।
    তারা লকডাউন মানছে না এটা কি দিদি জানেন না ?
  • পিনাকী মিত্র | ২৬ মার্চ ২০২০ ১৮:৫০439393
  • সুইডেন অফিশিয়ালি বলছে না যে হার্ড ইমিউনিটি ওদের লাইন অফ অ্যাকশন। ওদের বক্তব্য হল ফোর্সফুল লকডাউন মারাত্মক এফেক্টিভ কিছু নয়, বিশেষত এমন সোসাইটিতে যেখানে লকডাউন না মানলে গুলি করা বা জেলে পোরা সম্ভব নয়। ওদের বক্তব্য ওরা সব অপশনই ওপেন রাখছে প্রয়োজন পড়লে ব্যবহার করবে। স্কুল বন্ধ করা প্রসঙ্গেও একই বক্তব্য। স্কুল বন্ধ করার জন্য যেটুকু ল অ্যামেন্ডমেন্ট দরকার ছিল, সেটা করে রেখেছে। কিন্তু অ্যাকচুয়ালি বন্ধ করার মত সিচুয়েশন এখনও আসেনি বলছে। বলছে বন্ধ করার সোশাল কস্ট বেশি। এবং ইনফেকশন স্প্রেড তাতে কতটা কমবে সে নিয়ে কোনো নির্ভরযোগ্য স্টাডি নেই। বাজারে যা আছে সেটা স্পেকুলেশন। ওদের মতে স্কুল বন্ধ করলে সেটা ইনফেকশন স্প্রেড বাড়াতেও কনট্রিবিউট করতে পারে, ইত্যাদি। স্কি করতে যাওয়া নিয়েও ওদের বক্তব্য ওর স্কি রিসর্টগুলোর সাথে বসেছিল। তারা ইনফেকশন স্প্রেড কমানোর জন্য যা যা অ্যাকশন নিয়েছে সেগুলো ওদের স্যাটিসফ্যাকটরি মনে হয়েছে। তবু ওরা লোককে রেকমেন্ড করছে সম্ভব হলে যাওয়া এড়াতে বা গেলেও ফ্যামিলি কেবিনে থেকে নিজেদের মত স্কি করে চলে আসতে। 

    এদিকে আজ টানটান উত্তেজনা। গতকাল দেশের পাবলিক হেলথ অথরিটি সকালে প্রেস কনফারেন্সে বলেছে সিচুয়েশন ইজ স্টেবল, কারণ প্রতিদিন নতুন ইনফেকশন মারাত্মক বাড়েনি, যেটা ওরা এক্সপেক্ট করেছিল। এদিকে বিকেলে স্টকহোমের হেলথ ডিপার্টমেন্ট প্রেস কনফারেন্সে বলেছে দ্য স্টর্ম ইজ হিয়ার। তো দুরকম মেসেজ কেন, সেই নিয়ে মিডিয়া চেপে ধরেছে। আজ বিকেলে পাবলিক হেলথ অথরিটি এক্সপ্ল্যানেশন দেবে। :-) 

  • অর্জুন | 162.158.***.*** | ২৬ মার্চ ২০২০ ১৮:৪৮439392
  • শৈলসুতার অর্থ তো হল গঙ্গা। ঐ নামে একজন লেখিকা আছেন মানে ছিলেন না! 

    @sm একটা টইয়ে আপনার করোনা বিষয়ক লেখাগুলো তুলে দিন।  পেজ স্ক্রোল করে পড়তে হচ্ছে। 

  • অর্জুন | 172.68.***.*** | ২৬ মার্চ ২০২০ ১৮:৪৫439391
  • @দেব যেটা বললেন সেটা শুনলাম। মুখ্যমন্ত্রী নিজে বেরিয়ে ইন্সপেক্ট করছেন। এর পরে বোধহয় কিছু করার নেই। নিজেরা যদি নিজেরটা না বোঝে কেউ কিছু করতে পারবেনা। এই অঞ্চলগুলো টিভি দেখাচ্ছেও কম।  

  • aka | 108.162.***.*** | ২৬ মার্চ ২০২০ ১৮:৪২439390
  • ইউকে আর সুইডেনের পপুলেশন ডেন্সিটির আকাশ পাতাল পার্থক্য। সুইডেনে যা চলতে পারে তা ইউকে তে চলবে না। যেমন ওয়েস্টার্ন লক্ডাউন আর ভারতের লকডাউন এক নয়।
  • S | 162.158.***.*** | ২৬ মার্চ ২০২০ ১৮:৩৮439388
  • আমেরিকাতে জবলেস ক্লেইম ২৮১,০০০ থেকে এক সপ্তাহে ৩,২৮৩,০০০ হয়েছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত