এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • π | ২৬ মার্চ ২০২০ ১০:২৪439207
  • এটার মানে কী বুঝব,?

    "লোকজনকে বাবাবাছা করে সাবধান হতে বললে আমার আপত্তি থাকবে কেন? নেই। কেউ করেনা এমনও না। আমার চেনা সক্কলে বাড়ি ফিরেই এখন হাত ধোয়, ইনক্লুডিং আমি। আপত্তি আছে লকডাউনে, কারণ, সেটা বাধ্যতামূলক"

    এই প্রসংগেই বললাম, পজিটিভ এলে বাধ্যতামূলক কোয়ারান্টাইনে আপত্তি আছে কিনা। বা, বিদেশ থেকে রিস্কের জায়গা থেকে এলে। বা পজিটিভ লোকের ক্লোজ কন্টাক্টে আসা কেউ হলে। এগুল্য বাধ্যতামূলক কোয়ারান্টাইন না করে শুভবুদ্ধির উপর ছেড়ে দিয়ে কী হয়েছে দেখাই যাচ্ছে। লোকজন মনের সুখে পাব্লিকপ্লেসে ট্রান্সপ্যর্টে চড়ে বেরিয়েছে ও ইনফ্রকশ্ন ছড়িয়েছে।
  • Ishan | ২৬ মার্চ ২০২০ ১০:২৩439206
  • এছাড়াও, আনাড়ি এবং অ্যাসিমটোম্যাটিক লোকেদের মাস্ক পরতে বারণ করা হচ্ছে ক্যাটিগরিকালি। এক্সপার্টরাই করছেন। হতে পারে, সেটা আরেকটা গুলবাজি। কিন্তু বারণ করছেন, এটা ফ্যাক্ট।
  • দীপাঞ্জন | 172.68.***.*** | ২৬ মার্চ ২০২০ ১০:২৩439205
  • লক ডাউন পলিসি স্টেট্ টু স্টেট্ আলাদা একটু। নিচের লিংকে ডিটেলস আছে । তবে মোটের ওপর এসেন্সিয়াল বিজনেস ছাড়া সব বন্ধ বা ওয়ার্ক-ফ্রম-হোম । এমার্জেন্সি ছাড়া গৃহবন্দী । এবার কোথাও অ্যাডভাইসারি, কোথাও কোথাও বেশি ভয় দেখাচ্ছে । টোটাল এয়ারলাইন্স ট্রাফিক ১০% অফ ন্যাচারাল ট্রাফিক

    https://www.wsj.com/articles/a-state-by-state-guide-to-coronavirus-lockdowns-11584749351
  • dc | 172.69.***.*** | ২৬ মার্চ ২০২০ ১০:২২439204
  • কিন্তু ইস্কুলের মাস্টাররা আলু দিচ্ছে?

    মেরেছে।
  • Ishan | ২৬ মার্চ ২০২০ ১০:২১439203
  • "এত স্ট্রিক্ট টেস্ট করেও তিন হপ্তায় ৭০০০০ পজিটিভ, হাস্পাতালে ১অ-১৫০০০ না? আর দু'দিনে লাখ ক্রস করবে। এতকিছুর পরেও। নইলে কী হত!"
  • aka | 108.162.***.*** | ২৬ মার্চ ২০২০ ১০:২১439202
  • এটা ভারী মজার। দশজন লোক নিজের মতন চিল্লে চলেছে, অন্যের কথা শুনছে, খুব অল্প, নিজেরটাই বলছে বেশি, দশখানা বিভিন্ন ন্যারটিভ একই বিষয়ের।
  • π | ২৬ মার্চ ২০২০ ১০:২০439201
  • কে বলেছে এত স্ট্রিক্ট টেস্ট করে এই অবস্থা, একবার দেখাবে?? ঠিক উল্টোটা বলা হয়েছে।

    ওই আগেরদিন একটা ০ কম দেখে ১০% কে ১% ভেবে প্রবন্ধ লিখে তর্ক করার মত কেস হচ্ছে আবার।
  • π | ২৬ মার্চ ২০২০ ১০:১৮439200
  • সেজন্যই তাকে ভাল মাস্ক পরতে হবে। যাদের ক্লোজ কন্টাক্টের সম্ভাবনা আছে তাদের।

    আকাদা, তাহলে কী থেকে ছড়ায়!৷ কথা বা হাঁচি কাশিতে ড্রপ্লেট বেরবে, ড্রাই হয়ে চটপট ক্যন সারফেসে পড়বে ( nejm দেখিয়েছে বাতাসেও ৩ ঘ্ণটা সারভাইভ করতে পারে), সেই সারফেসে কেউ হাত দিলে সেই হাত নাকে মুখে চোখে গেলে তো ভাইরাস ঢুকবে। আর নাকমুখের কাছেই কেউ কথা বল্লে হাঁচলে কাশ্লে ( যেজন্য ভিড়ভাট্টায় কি খুব ক্লোজ কন্টাক্টে গেলে মাস্ক পরলে ভাল, স্বাস্থ্যকর্ম্যিদের যেজন্য, সে কারণেই)। আর কী উপায়?

    ইনফেক্টেড লোক মুখের থুতু দিয়ে টাকা গুনে বা নিজের হাতেই থাকা ভাইরাস নোট কাগজে কেন লাগাতে পারেনা আর সেটা অন্য কেউ ধরে ( ভাইরাসের সারভাইভাল পিরিয়ডে), নাকে মুখে চোখে হাত দিল্র কেন ভাইরাস ঢুকতে পারেনা বোঝাও।
  • Ishan | ২৬ মার্চ ২০২০ ১০:১৭439199
  • আমি কোনোকিছু বাধ্যতামূলকেই আপত্তি কখনও লিখিনি। আইনকানুনও তো বাধ্যতামূলক। আমার বাধ্যতামূলক লকডাউনে আপত্তি। স্পেসিফিকালি লিখেছি। পরস্পরবিরোধিতার কোনো জায়গাই নেই।

    এছাড়াও আমেরিকায় স্ট্রিক্ট টেস্ট ফেস্ট কিছু হয়নি। বারবার শুনছি এত স্ট্রিক্ট টেস্ট করেও এই অবস্থা, নইলে কী হত। কথাটার কোনো মানে নেই। স্ট্রিক্ট কেন, কোথাও কোনো টেস্ট হচ্ছে বলেই দেখিনি এই দেড় হপ্তা আগে অবধি। তারপরই মাথা কেটে ফেলার নিদান হয়েছে, অর্থাৎ লকডাউন। এ ব্যাপারে মোদীর সঙ্গে ট্রাম্পের বিশেষ তফাত নেই।

    গোটা সরকার, গোটা জনস্বাস্থ্য ব্যবস্থা, চূড়ান্ত ব্যর্থতা দেখিয়েছে। কয়েকমাস ধরে। এখন পাবলিককে লকডাউন করে, এটাই একমাত্র পথ বলে চালাচ্ছে।
  • sm | 162.158.***.*** | ২৬ মার্চ ২০২০ ১০:১৭439198
  • একটু ইতিহাস এর দিকে তাকানো যাক।অরিন,হেল্প করবেন।ফ্লু বনাম করোনা।
    স্প্যানিশ ফ্লু প্রায় পাঁচ কোটি লোক মেরেছিল।তখন পৃথিবীর লোক সংখ্যা অনুযায়ী হিসেব করলে বর্তমান পৃথিবীতে 10 -12 কোটি লোক ভ্যানিশ হয়ে যেতো।
    কিন্তু সত্যি যেতো কি?উত্তর হলো না।কারণ বর্তমান পৃথিবীতে ভালো চিকিৎসা ব্যবস্থা রয়েছে,এন্টি বায়োটিক রয়েছে,ভেন্টিলেটর রয়েছে।
    এন্টিবাইওটিকের কেন বললাম।না, অনুমান করা যায়,অনেকে ওই সময় সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন জনিত কারণে মারা গিয়েছিল।
    ভালো ফ্লুইড ম্যানেজমেন্ট ছিলো না।বাগেরা বাগেরা।
    বড় প্রশ্ন হলো,ওই মারাত্মক ফ্লু বার বার কেন মহামারী রূপে ফিরে এলো না।মনে রাখবেন ফ্লু কিন্তু প্রতিবছর আসে এবং প্রচুর লোক মেরে ফেলে।কিন্তু ওই স্কেলে নয়।
    অন্য দিকে করোনার জাত ভাই সার্স ও মার্স প্রচণ্ড ফ্যাটালিটি নিয়ে দুনিয়া কাঁপানোর প্রতিশ্রুতি নিয়ে এলেও তুলনা মূলকভাবে খুবই নগণ্য প্রান সনহার করেছে।
    এই দুটি রোগ কয়েক মাসের মধ্যে মিলিয়ে গেছে।
    প্রশ্ন হলো,করোনা কি এন্ডামিক ডিজি হতে চলেছে?অর্থাৎ ফি বছর ঘুরে ঘুরে আসবে?নাকি কামস এন্ড গো?
    দুই,এই করোনা কদ্দিন থাকবে?
    আর একটু লিখবো।
  • aka | 108.162.***.*** | ২৬ মার্চ ২০২০ ১০:১৫439197
  • ধুর ইশান একেবারে বাজে তক্কো করছে।

    দেশের এক তৃতীয়াঙ্গশ করোনার সাথে ফাইট করলে ইকনমি এমনিই যাবে।

    লকডাউনের জন্য সবই হবে অল্প্দিনের জন্য।

    যাইহোক ইন্ডিয়ায় লকডাউন সাপোর্ট করি না।
  • T | 172.68.***.*** | ২৬ মার্চ ২০২০ ১০:১৪439196
  • তিনহপ্তায় সত্তর হাজার পজিটিভ। এইটা কোথাকার কথা বলছ। নিশ্চয় আমেরিকা।
  • Ishan | ২৬ মার্চ ২০২০ ১০:১২439195
  • হনুও দেখলাম, টাকাপয়সা সাহায্য চায়। বিষাণও চায়। পাইও বুস্ট চায়। কিন্তু অর্থনীতির আরও একটা বেসিক ব্যাপার আছে। টাকার পরিমান বাড়ালেই লোকের কাছে নিত্যপ্রয়োজনীয় জিনিস চলে আসেনা। যেটা হয়, তা হল মূল্যবৃদ্ধি।

    ধরুন, দেশে ১০০ কেজি চাল দরকার। প্রোডাকশন হয়েছে ৫০ কেজি। এখন চালের দাম ১০ টাকা কেজি। সবাই অ্যাফোর্ড করতে পারছেনা। তাই সরকার থেকে সবাইকে ১০ টাকা করে দেওয়া হল। তার ফল কী হবে? সবাই দরকার মতো চাল পেয়ে যাবে? তা তো সম্ভব না, চাল তো আছে প্রয়োজনের অর্ধেক। ফলে কী হবে? না চালের দাম দ্বিগুণ হয়ে যাবে। লোকের হাতে পয়সা আসবে, কিন্তু এ হল খুড়োর কল, চালের দাম বেড়ে সেই নাগালের বাইরে। বড়লোকের ট্যাক্সো বাড়িয়ে টাকাটা দিলে অবশ্য অন্য ব্যাপার হবে, কিন্তু তাতেও চাল প্রয়োজনের অর্ধেকই থাকবে।

    এটা কেন লিখলাম? না, ইকনমি ধ্বংস করে দিয়ে, প্রোডাকশন তুলে দিয়ে স্টিমুলাস প্যাকেজ দেওয়ার বিশেষ অর্থ থাকবেনা। মূল্যবৃদ্ধি ভয়াবহ পর্যায়ে যেতে পারে। ২১ দিনেই তা হবে, তা নয়, তবে হতেও পারে। কত ক্ষতি হবে তো কেউ জানেনা।
  • T | 172.68.***.*** | ২৬ মার্চ ২০২০ ১০:১১439194
  • সেকী! ম্যাসিভ স্কেলে কোয়ারেন্টিনের নমুনা তো রাণীমা দেখিয়ে দিয়েছেন। স্টেডিয়ামকে হাসপাতাল বানিয়ে। মানে কিছু বেডের ব্যবস্থা করে। সেরকমই কোয়ারান্টিন সেন্টার। ম্যাসিভ স্কেলে লকডাউন মানে তো মাথা ব্যথা করছে তো মাথাটাকেই কেটে ফেলার নিদান।
  • π | ২৬ মার্চ ২০২০ ১০:১০439193
  • কারণ বলেছিলে, কোন কিছু বাধ্যতামূলক হলেই আপত্তি।

    ভয় ছড়ানোর আগে লোকে কিন্তু এন্তার হেঁচেছে কেশেছে। কাছাকাছি এসেছে। এত স্ট্রিক্ট টেস্ট করেও তিন হপ্তায় ৭০০০০ পজিটিভ, হাস্পাতালে ১অ-১৫০০০ না? আর দু'দিনে লাখ ক্রস করবে। এতকিছুর পরেও। নইলে কী হত!

    আচ্ছা, আম্রিগার লকডাউনের পরিস্থিতি ঠিক কী,? ইন্ডিয়ার থেকে কোথায় কোথায় আলাদা?
  • aka | 108.162.***.*** | ২৬ মার্চ ২০২০ ১০:০৯439192
  • দেখুন মেট্রোগুলোকে বন্ধ করলেই হত।

    রোগটা কয়েকটা ক্লাস্টারে ছড়াচ্ছে। যেখানে লোকের যাতায়াত বেশি সেখানে যেমন নিউয়র্ক।
  • aka | 162.158.***.*** | ২৬ মার্চ ২০২০ ১০:০৮439191
  • আরে টেস্টিঙ্গ বাড়াতে হেব্বি কাজ করতে হবে, যেমন মমতা করছে, ফকির সাহেবের অত সময় নেই।
  • o | 162.158.***.*** | ২৬ মার্চ ২০২০ ১০:০৭439190
  • আমার একটাই প্রশ্ন। সাততাড়াতাড়ি লকডাউনে সবার উৎসাহ, ওদিকে টেস্টিংয়ে তত জোর দেওয়া হচ্ছে না। কেন? ইতিমধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, মহাভারতের যুদ্ধ ইত্যাদির সঙ্গে তুলনা চলছে! ভরপুর নাটক।
  • Ishan | ২৬ মার্চ ২০২০ ১০:০৭439189
  • লংগরখানা থেকে ইনফেকশন ছড়াতে পারেনা? সেখানে পাশের লোক হেঁচে দিলে কী হবে? :-)
  • aka | 162.158.***.*** | ২৬ মার্চ ২০২০ ১০:০৬439188
  • যেমন ইনফেকটেড লোকের হিসিতে করোনার ভাইরাস থাকে কিন্তু সেটা অন্য কাউকে ইনফেক্ট করে না।
  • π | ২৬ মার্চ ২০২০ ১০:০৫439187
  • আমি তো এরকম লম্বা লকডাউনের পক্ষে নইই।

    আর কারুর চাকরি ছাঁটা চলবেনা , নানা প্রকার বুস্ট তো খুবই দরকার।

    পবতে আরেকটা জিনিস শুনলাম। নানা বস্তি এলাকায় লংগরখানা হচ্ছে নাকি। খাবার দেওয়া হবে। আর লাইনের জিন্য অম্নি দাগ কেটে দিয়েছে, কেল্যদার দেওয়া ছবির মত, মুদির দোকান, সব্জির দোকান, ওষুধের দোকানের সামনেও চক দিয়ে গোল গোল করা।
  • aka | 162.158.***.*** | ২৬ মার্চ ২০২০ ১০:০৪439186
  • ইসে হয়েছে সারফেস থেকে করোনা ছড়ানোর সম্ভাবনা খুব কম।
  • দীপাঞ্জন | 172.68.***.*** | ২৬ মার্চ ২০২০ ১০:০৪439185
  • ন্যাশনাল লক ডাউন না, ইন্ডিভিজুয়াল, কমিউনিটি, কাউন্টি লেভেল এ ঠিক আছে । ফ্লাইট বন্ধ করা যেত । কিন্তু উনফেক্টেড জায়গায় তিন সপ্তাহ কাউকে বেরোতে না দেওয়া এক্সট্রিম
  • Ishan | ২৬ মার্চ ২০২০ ১০:০২439184
  • একটা হাতলের ছোঁয়াছুঁয়ি থেকে ইনফেকশন হয়, আর আলু বা তার প্যাকেট থেকে হয়না? বেশ।

    এয়ারপোর্টে ইমিগ্রেশন বাধ্যতামূলক, কাস্টমস হয় বাধ্যতামূলক, সিকিউরিটি চেকিং হয়, বাধ্যতামূলক। তার সঙ্গে আরেকটা টেস্ট করতে বলেছি। বাধ্যতামূলক। দেশের অভ্যন্তরে লক ডাউনের বিরোধিতা করেছি। এতে স্ববিরোধটা কোথায়? :-)

    আর করোনার যা ভয় ছড়িয়েছে, পরীক্ষার সুযোগ থাকলে সম্ভাব্য করোনাক্রান্ত কলিগ পরীক্ষা না করিয়ে সামনে বসে হাঁচবে, এ আমি সুদূরতম কল্পনাতেও ভাবতে পারছিনা।
  • অরিন | ২৬ মার্চ ২০২০ ১০:০১439183
  • "ম্যাসিভ স্কেলে টেস্টিং, isolation , quarantine প্রচন্ড দরকার, লক ডাউন নয় তা বলে ।"

    ম্যাসিভ স্কেলে টেস্টিং, ম্যাসিভ স্কেলে আইসোলেশন আর ম্যাসিভ স্কেলে কোয়ারেন্টাইন আর লকডাউন এর মধ্যে তফাৎ টি তাহলে কোথায়?
  • দীপাঞ্জন | 172.68.***.*** | ২৬ মার্চ ২০২০ ১০:০০439182
  • এয়ারপোর্ট সিকিউরিটির জন্য তো আর কারুর চাকরি যায় না। আমেরিকাতে বলছে ৩০% unemployment রেট মাস দুয়েকের মধ্যে এরকম চললে
  • o | 162.158.***.*** | ২৬ মার্চ ২০২০ ০৯:৫৮439181
  • একচুয়ালি করোনায় ঘরবন্দি থাকার ক্ষেত্রে এই এয়ারপোর্টের অ্যানালজিটা কিন্তু বারবার শুনেছি। বলা হয়েছে যে ৯/১১-র পরে আমরা যেমন সিকিউরিটির কড়াকড়ি মেনে নিয়েছি, তেমনি এটাও 'লিইইইটিল ফ্রিডম' স্যাক্রিফাইস করে মেনে নিতে হবে। :-)
  • π | ২৬ মার্চ ২০২০ ০৯:৫৭439180
  • তোকে না।
  • π | ২৬ মার্চ ২০২০ ০৯:৫৭439179
  • আমি এই স্টেজে হাতে গোন্য খুব আফেক্টেড কিছু জেলার লকডাউন, আর এয়ারপোর্ট, রেলস্টেশন নিয়ে অনেকদিনই আরো কড়া মেজারসের পক্ষপাতী ছিলাম।৷ দেশব্যাপী এই ২১ দিন লকডাউন না।

    আর কিছু কন্যুমিটিতে এরকম আগ্রেসিভ টেস্টিং।
  • T | 162.158.***.*** | ২৬ মার্চ ২০২০ ০৯:৫৬439178
  • এই রে। এইটা কাকে বললে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত