এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • π | ২৬ মার্চ ২০২০ ০৯:৫৪439177
  • আহা, তাহলে বাধ্যতামূলক কোয়ারান্টাইনেও ( এম্নকি পজিটিভ লোকেদের অ) আপত্তি থাকা উচিত। করোনা পজিটিভ কলিগ পাশের টেবিলে বসে নাকে মুখের কাছে হেঁচে কেশে গেলে, হানি ডিয়ার বলে হাত মিলিয়ে হাগাহাগি করলেও আপত্তি করার কিচ্ছু নেই।

    এয়ারপোররটে 'বাধ্যতামূলক " চেকিংং স্ক্রিনিং নিয়ে কেন কোন আপত্তি শুনিনি। উল্টে সেটাই করার দাবি শুঞ্চহি ( যাতে কিনা একমত)।৷ এতো স্ববিরোধিতার হদ্দমুদ্দ।
  • o | 162.158.***.*** | ২৬ মার্চ ২০২০ ০৯:৫৩439176
  • এদিকে করোনা ঠেকাতে গিয়ে ইকোনমির যা হাল হচ্ছে, তাতে পৃথিবীজুড়ে লোকে এবার সিরিয়াস সমস্যায় পড়বে। তখন রাখালের পালে সত্যিকারের বাঘ হামলা করবে।
  • T | 162.158.***.*** | ২৬ মার্চ ২০২০ ০৯:৫২439175
  • কন্ট্যাক্ট ট্রেসিং করে উদুম টেস্ট আর আইসোলেশন। হোম কী হাসপাতাল। এইটা মডেল হওয়া উচিত ছিল মনে হয়। কমিউনিটি স্প্রেডের লক্ষণ দেখা দিলে লাস্ট মেজার হিসেবে কমিউনিটি কী জেলা ভিত্তিক লকডাউন। তুমি যেসব স্বাস্থ্য সচেতনতার কথা বলছ সেসব একটা দীর্ঘকালীন ব্যাপার। একেবারে স্কুল লেভেল থেকে না শেখালে হয় না।
  • π | ২৬ মার্চ ২০২০ ০৯:৫০439174
  • লোকের লাইন দিয়ে রেশন নেওয়ার চেয়ে কম হবে। কারণ বাড়ির বাইরে রেখে দিয়্র আসা হবে। কীসের কন্ট্যাক্ট?
    হাতে হাত মিলিয়ে কি পেতে রাখা তালুর উপর একটা একটা করে আলু অর্পণ কি নতজানু ভিক্ষুকে আঁচল উজাড় করে চাল ডাল দিচ্ছেন শিক্ষিকা, এমনটি নিশ্চয় হবেনা।

    কোনটা আর আবস্লিউট হবে। যতটা কমানো যায় আর কি।
  • দীপাঞ্জন | 172.68.***.*** | ২৬ মার্চ ২০২০ ০৯:৫০439173
  • "সত্যিই কি আমেরিকায় ৩০০০০০ লোকের মৃত্যু হত? "
    কোনো স্টেপ না নিলে অসম্ভব না । ফ্লু-এর মতো ছোঁয়াচে হলে আমেরিকাতে ৩০ মিলিয়ন কেস, ১% মর্টালিটি রেট হলে ৩০০,০০০ মৃত। ১% হয়তো শেষ পর্যন্ত দেখা যাবে 0.৩ - 0.৫ এ নেমে এলো, কিন্ত খুবই সম্ভব যে করোনা ফ্লু-এর দ্বিগুন ছোঁয়াচে, তাহলেই ব্যাক তো ৩০০,০০০ মৃত । করোনা যে ফ্লু-এর দ্বিগুন ছোঁয়াচে তার বেস্ট এভিডেন্স মনে হয় ডায়মন্ড প্রিন্সেস জাহাজ । petri dish - একসাথে সবাই একমাস । শেষ পর্যন্ত জাহাজের ২০% ইনফেক্টেড হয়েছিল, ফ্লু ১০% ন্যাশনালি (৩০ মিলিয়ন / ৩০০ মিলিয়ন) তাই ৩০০,০০০ মৃত অসম্ভব ছিল না কিছু না করলে, কিন্তু টার্গেটেড টেস্ট, ফ্লাইট বন্ধ, স্পোর্টস বন্ধ, isolation করে ফ্লু-এর লেভেলে নামিয়ে আনা যেত জানুয়ারী থেকে চেষ্টা করলে
  • Ishan | ২৬ মার্চ ২০২০ ০৯:৪৯439172
  • লোকজনকে বাবাবাছা করে সাবধান হতে বললে আমার আপত্তি থাকবে কেন? নেই। কেউ করেনা এমনও না। আমার চেনা সক্কলে বাড়ি ফিরেই এখন হাত ধোয়, ইনক্লুডিং আমি। আপত্তি আছে লকডাউনে, কারণ, সেটা বাধ্যতামূলক। যেকোনো ফর্মের বাধ্যতামূলক লকডাউনে। তিন ঘন্টার নোটিসে হোক বা তেরো দিনের।
  • π | ২৬ মার্চ ২০২০ ০৯:৪৫439171
  • বাজার থেকে ফিরেই ভাল করে সাবান দিয়ে হাত ধুলে, আর দরজার হাতল টাতল গুলো সাব্ধানে টাচ করলেই এত কাউকে ডাকাডাকি করতেও হয় না।
  • Ishan | ২৬ মার্চ ২০২০ ০৯:৪৫439170
  • বলার কী আছে। ওটা অ্যাবাসার্ড আইডিয়া। এই যে ইশকুলের মাস্টাররা আলু দিচ্ছেন, বা বাড়ি বাড়ি র‌্যাশন দিয়ে আসা হচ্ছে, এখানে কনট্যাক্ট ঠেকানো হবে কীকরে? হাতে গ্লাভস আর মুখে মুখোশ পরলেই কিন্তু কনট্যাক্ট এবং সংক্রমণ আটকায়না। বরং বহু ক্ষেত্রে বাড়ে। এক্সপার্টরাই টিভিতে আমাদের কদিন ধরে পাখিপড়া করেছেন, এ ব্যাপারে।
  • π | ২৬ মার্চ ২০২০ ০৯:৪৪439169
  • না, এগুল্য তর্ক করার জন্য এক্সট্রিমে নিয়ে যাওয়া হচ্ছে, যা বলা হয়নি তা বলে।

    কেউ পলিসি করে বন্ধ করতে বলেনি, কিন্তু এই সচেতনতা প্রচার করতে বলেছে।৷ কমন জায়গা, রেলিং, হ্যান্ডেল, লিফট বাটন, চেয়ারের হাতল, এগুলো ছোঁয়াছুয়ি নিয়ে সাবধানতাও প্রচার করা উচিত ছিল, সেভাবে দেখিনি।

    আমাদের দেশে, এই লকডাউনে, দাদু।দিদিমাদের অন্তত বাচ্চাদের থেকে ফিজিকালি কয়েকফুট দূরে রাখা ইঃ।
  • T | 162.158.***.*** | ২৬ মার্চ ২০২০ ০৯:৪১439168
  • বলো কী!! কিন্তু ওয়েট আ মিনিট। হেইডা বিগার প্রশ্ন। লোকে স্বাস্থ্য সচেতন হয়ে টিস্যু দিয়ে যদি বাজারের থলি ধরে তাহলে পাশ্চাত্য সভ্যতা রচির আমদানী করা স্বাস্থ্যবিধি বনাম আমাদের বনবিবি সভ্যতার দরদী মাছ এই অ্যাঙ্গেল চলে আসবে। তাতিন এট অল দের ডাকা হোক। পোকো পোমো ইত্যাদি। নকুরাই বা কী বলেন এই বিষয়ে? বলা যায় না, প্রবন্ধাদি সমূহের বিস্তর সম্ভাবনা। বিশেষতঃ খনুদা যখন একটু পরেই পুরোনো ভাবনাওঁ বলতে বলতে হেজে যাবে :)
  • দীপাঞ্জন | 172.68.***.*** | ২৬ মার্চ ২০২০ ০৯:৩৮439167
  • আমি পাই-এর সাথে একমত । লক ডাউন সমর্থন করি না, বিশেষ করে ভারতে । কিন্তু করোনা আর ফ্লু এক না ।

    ওই অজানা / unknown ফ্যাক্টর-এর জন্য ।

    ইনফ্লুয়েঞ্জার অ্যাবসলিউট মৃত্যু -- আমেরিকাতে 0.১% , আনুমানিক ৩৬ মিলিয়ন কেস আর ৪০-৫০,০০০ মৃত্যু -- সিজনাল প্যাটার্ন, কারা বেশি vulnerable , ভ্যাকসিন, তার সীমাবদ্ধতা সব ই জানা । কোরোনার প্রায় কিছুই জানা নেই, রিস্ক অনেক বেশি । তালেবের থেকে চুরি করে বলি - "things that don't have the same variance (e.g., dying in a car accident vs. from coronavirus) should not be compared "

    ম্যাসিভ স্কেলে টেস্টিং, isolation , quarantine প্রচন্ড দরকার, লক ডাউন নয় তা বলে ।
  • Ishan | ২৬ মার্চ ২০২০ ০৯:৩৬439166
  • আমাকে ব্যক্তিগতভাবে বললে আমি নিশ্চয়ই অ্যাভয়েড করার চেষ্টা করব। কিন্তু খবরের কাগজ বন্ধ বা কারেন্সি চালাচালি বন্ধ, এ যদি সরকারি পলিসি হয়ে যায়, তাহলেই তো মুশকিল। আর লকডাউন তো ঠিক অনুরোধ নয়, পলিসি। সেই নিয়েই কথা হচ্ছে। সরকার যদি বলত, "পারলে বেরোবেন না", তাহলে কী আর এত কথা হত?
  • r2h | 162.158.***.*** | ২৬ মার্চ ২০২০ ০৯:৩৫439165
  • লকডাউন নিশ্চয় ঠিক জিনিসই হবে, বিশেষজ্ঞরা সবাই বলছেন যখন। কিন্তু 'পৃথিবী জুড়ে অর্ধেক লোকের অর্ধাহারের ব্যবস্থা করে ফেললাম, অথরেটিয়ান রেজিম আনতে সাহায্য করলাম' - এইটা তো হলোই মনে হচ্ছে, খুব ভয়ানক ভাবেই হলো। সরকার বাহাদুর যা করেন ভালোর জন্যেই করেন, ব্যাগড়াবাদী দূর হটো, এইসব।
  • π | ২৬ মার্চ ২০২০ ০৯:৩৪439164
  • না, টি। সেগুলো হচ্ছে। আমাদেরই গাদা টিম, ব্যাক আপ টিম বানানো হয়েছে, ট্রেনিং দেওয়া হচ্ছে, কীকরে কন্ট্যাক্ট ট্রেসিং, স্যাম্পল কালেকশ্ন ই: করা যায়।

    এখানে শুনলাম, ১ তারিখ বাড়ি বাড়ি, গ্রামের ঘ্রে ঘরে রেশন দিয়ে আসবে।
    পবতে তো শিক্ষকরা বাড়ি বাড়ি চাল ডাল দিচ্ছেন শুনলাম।
  • T | 162.158.***.*** | ২৬ মার্চ ২০২০ ০৯:৩৪439163
  • লোকে টিস্যু দিয়ে ধরে বাজারের থলিতে মাছ নেবে !! এটা বিপ্লবের পরেও মনে হয় হবে না। ঃ)))
  • o | 162.158.***.*** | ২৬ মার্চ ২০২০ ০৯:৩৩439162
  • মিডিয়ার অবস্থা সাংঘাতিক। এই যে পজিটিভ কথা বলতে হবে দাবী। শুনতে সরোল গোলগাল, কিন্তু এই করতে করতে লোকে লেফটিস্ট দেখলেই খচে যায়। ওদিকে রাইটিস্ট বাবুরা চমৎকার পজিটিভ বাণী ঝাড়ছেন দেখে লোকের খুব ভাল লাগে। আবাপ ইত্যাদি চিরকালই দেখবেন লেফটের নীতিহীনতা নিয়ে খুব চিন্তিত। কিন্তু রাইটিস্ট বাবুর গরীব দরদ নেই, সংখ্যালঘুদের কেয়ার করেন না, জাতপাত শ্রেণী লিঙ্গ সবকিছু নিয়েই বাবু কনজারভেটিভ অ্যাজেন্ডা প্রচার করে থাকেন, যা বলেন তাই করেন, অতএব হিপোক্রিট নন। হিপোক্রেসি নিয়ে এই হিপোক্রেসিটা পুরোপুরি মিডিয়ার অবদান। এই মরাল রিলেটিভিজমের ফলেই রাইট উইং ইজ ওকে অ্যাজ লং অ্যাজ দে ডোন্ট কিল পিপল এইরকম একটা অবস্থা তৈরী হয়েছে।
  • hkg | 14.***.*** | ২৬ মার্চ ২০২০ ০৯:৩৩439161
  • আজকের আরও পুরোনো ভাবনা
    -- গুজরাট এমনকি এতো দয়ালু দয়ালু, চিনি , ডাল আর নুন ও দেবে বলেছে। ভাবা যায় না। আজকের শ্রেষ্ঠ পুরোনো ভাবনা। :-))))
  • π | ২৬ মার্চ ২০২০ ০৯:৩২439160
  • যেখানে আভয়েড করা সম্ভব করা, হাতে না নিয়ে একটা ট্রে বা থলিতে নেওয়া, ধরলে সেটা ছোট টিস্য্য দিয়ে ধরা বা ধরলে হাত ভাল করে ধুয়ে ফেলা,এর জন্য জংগলে কেন যেতে হবে বুঝিনি।

    তার উপর আরো বাজে অভ্যেস, বহু লোকে থুতু দিয়ে টাকা গোনে,হিসেবের খাতা উল্টায়।
  • T | 162.158.***.*** | ২৬ মার্চ ২০২০ ০৯:৩১439159
  • লকডাউনের ফলে তো কন্ট্যাক্ট ট্রেসিং এর কাজটাই মাঠে মারা যাবে। তো সেরম হ'লে লকডাউন ওঠার পর ফের যেই কে সেই।
  • Ishan | ২৬ মার্চ ২০২০ ০৯:৩০439158
  • বাকিটালেখার আগেই পোস্ট করে ফেললাম। বাকিটা এখানেঃ
    -----------
    অবস্থা আসলে ততটা খারাপ নয়, কিন্তু পৃথিবী জুড়ে অর্ধেক লোকের অর্ধাহারের ব্যবস্থা করে ফেললাম, অথরেটিয়ান রেজিম আনতে সাহায্য করলাম, এ যদি হয়, হলে খুবই অবিমৃষ্যকারী ব্যাপার হবে, এই আর কি। লকডাউন প্রেসক্রাইব করার আগে এতগুলো দিক ভেবে দেখার দরকার আছে বইকি।
  • hkg | 14.***.*** | ২৬ মার্চ ২০২০ ০৯:৩০439157
  • আজকের পুরোনো ভাবনা চিন্তা,

    -- ইন্ডিয়ানা এক্সপ্রেস ৭ টি স্টেটের খাবার দিয়েছে, তাতে পব, কেরালা, দিল্লীর খবর নেই।
    -- একটি স্টেট্ জনপ্রতি ১৫০০ দেবে বলেছে। আফেক্টেড লোকজন দেড়।
    -- গুজরাটে এক পয়সাও ঠেকাচ্ছে না। ৩-৪ কিলো গ্রেন বলেছে
    -- কাশ্মীর অনাস্ট্রাকশন ওয়ার্কার দের জন্য হাজার দেবে বলেছে , এটা বোধয় পোস্ট আবরোগেশান পরিস্থিতি।
  • dc | 162.158.***.*** | ২৬ মার্চ ২০২০ ০৯:২৯439156
  • "টাকাপয়সা এম্নিই নোংরা জিনিস। সবসময়ই। সর্ব অর্থেই।"

    এদিকে আমি সারাক্ষন টাকার কথাই ভাবি ঃ-(
  • Ishan | ২৬ মার্চ ২০২০ ০৯:২৭439155
  • দুঃখ পাবার কী আছে। অরিনবাবু বললে আমি একেবারেই একমত নই সেটার সঙ্গে। সব ব্যাপারে একমত হতে হবে নাকি? :-)

    হাতে না ধরে কোনো লেনদেনই সম্ভব নয়। প্লাস্টিক মানি ও হোম ডেলিভারি হলেও নয়। পুরোটাই বন্ধ করে দেওয়া যায়, কিন্তু তাহলে দশ হাজার বছর আগের অবস্থায় ফিরে যেতে হবে। সেরকম অবস্থা হলে নিশ্চয়ই সেটা করা যেতে পারে। স্মল পক্সের সময় আমেরিকান ইন্ডিয়ানরা যেমন সবাই আলাদা আলাদা জঙ্গলে গিয়ে বসবাস করলে বেঁচে যেত। কিন্তু অবস্থা ততটাই খারাপ কিনা জানা দরকার।
  • π | ২৬ মার্চ ২০২০ ০৯:২৭439154
  • এয়ারপোর্ট নিয়ে তো আমিও বলে যাচ্ছি। যা আমিও বলছি , যা নিয়ে একমত, তা নিয়ে তো তর্ক করতে পারবনা বাপু!
  • T | 162.158.***.*** | ২৬ মার্চ ২০২০ ০৯:২৫439153
  • এয়ারপোর্ট তো খুলে যাচ্ছে কাল থেকে। তাহলে লকডাউন করে কী লাভ হ'ল? আজকেও গোয়ার তিনটে কেস ধরা পড়েছে যেখানে স্পেন অস্ট্রেলিয়া থেকে লোকে এসেছে।
  • π | ২৬ মার্চ ২০২০ ০৯:২৪439152
  • আমার বরং এই কথাগুলো খুব যথাযথ মনে হয়েছে। এই ভদ্রলোক সবসময়ই বেশ ঠিকঠাক বলেন। সেই মুজফফরনগরের লিচু মৃত্যু নিয়েও দেখেছিলাম।

    এটা বোঝার জন্যই আমরা app বানিয়েছিলাম, কিন্তু সে কি আর লঞ্চ করতে দেওয়া হবে!!
    Doesn’t the lockdown assume that the health system is geared up to do exactly this — pick up as many infected persons as possible from their homes and isolate them?

    John: Yes, I do hope so, but has the public been adequately informed? Do all people in every location know exactly what to do if they develop the tell-tale symptoms of cough, fever and difficulty in breathing? Do they know whom to call? It is not easy to reach the helpline number, which is constantly busy. Are all our district administrators and medical officers across the country ready and on the lookout for infections? Are labs ready to test collected samples?

    The success of the lockdown will depend on how effectively and quickly the health system detects and isolates in hospitals all infected people.

    https://m.telegraphindia.com/india/troubling-questions-about-coronavirus-lockdown/cid/1759250
  • π | ২৬ মার্চ ২০২০ ০৯:২১439151
  • টাকা পয়সার লেনদেন নিয়ে বক্তব্য ছিল হাতে কম ধরা, যথাসম্ভব। প্যাকেটে নেওয়া, দেওয়া। আর হাত দিলে হাত ধোওয়া। এটা খুব কঠিন কিছু ব্যাপার নয় অনেকেই করছেন।
    আর মামু জেনে খুবই দু:খ পাবে, টাকাপয়সার ব্যাপারটা মামু যাঁ্র সংগে একমত, সেই অরিনদা বলেছিলেন।

    টাকাপয়সা এম্নিই নোংরা জিনিস। সবসময়ই। সর্ব অর্থেই।
  • hkg | 14.***.*** | ২৬ মার্চ ২০২০ ০৯:২১439150
  • আজকের দিনের বিদেশী সাহিত্যের কথা ১ -
    ক- এয়ারপোর্ট এ চেক তো হয় ই নি, আবার এখন ট্রানজিট পয়েন্টে কোনো চেকিং নেই। ইমিগ্রান্ট লেবার যখন বাড়ী ফেরার চেষ্টা করছে।
    খ - টেস্টিং কিট আর bhenTileTor এখনো শুধুই সম্ভাবনা , অথবা দেওয়া অর্ডার
    গ - প্রাইভেট কেয়ার কর্পোরেট হাসপাতালেও টেস্ট কিট নেই।
    ঘ - ভালো খবর খুজুন
  • Ishan | ২৬ মার্চ ২০২০ ০৯:১৯439149
  • লকডাউন কীভাবে করলে ভালো হত? পাই তো বলল খবরের কাগজ অবধি বন্ধ করে দিলে ভালো হয়। টাকাপয়সার লেনদেন নিয়েও কী একটা যেন দাবী ছিল। সে তো মোদীর চেয়েও আরও এককাঠি বাড়া।
  • Ishan | ২৬ মার্চ ২০২০ ০৯:১৭439148
  • আগেরটা আকার উত্তরে। এটা তার এক্সটেনশন। লকডাউন সমর্থন করিনা, কারণ, ওটা শেষ পদক্ষেপ। যখন আর কোনো রাস্তা নেই, পপুলেশনের বিরাট অংশ বা আস্ত পপুলেশনই ফৌত হয়ে যাবে, তখন লকডাউন করা যেতে পারে। কারণ, লকডাউন না করলে যে সামাজিক মূল্য চোকাতে হবে, তা, লকডাউন করার সামাজিক মূল্যের চেয়ে অনেক বেশি। বস্তুত এটা গোটা সভ্যতাটাকে রিবুট করার সামিল।

    এখানে দেশের পর দেশ, এরকম কোনো পরিস্থিতির সামনে পড়েছে বলে মনে হয়না। সত্যিই কি আমেরিকায় ৩০০০০০ লোকের মৃত্যু হত? যদি এই আন্দাজের কোনো ভিত্তি থাকে মেনে নেওয়া যেতে পারে। সেরকম কোনো ভিত্তি আমি দেখিনি। ( যদিও আমি এক্সপার্ট নই। আর এই করোনার সবকিছু ফলোও করছিনা বিরক্ত হয়ে)। নইলে তো প্যানিক ছড়ানো বটেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত