এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • π | ২৫ মার্চ ২০২০ ০৮:০৫438757
  • শ্বাসকষ্টের রোগের, নিইমোনিয়ার পেশেন্ট বা মৃত্যু দুম করে এ মাসে বা ক'দিনে বেড়েছে কিনা, যেক'জন হাসপাতালের ডাক্তারকে জিগেশ করেছি, উত্তর পেয়েছি না। যে রিপোর্ট তার থেলে অবশ্যই বেশি, আসিম্পটোমেটিক তো কাউন্টেড না ই, কিন্তু আবারো বলছি ওই দু'হপ্তা আগে কম্যুনিটি ট্রান্সমিশন হলে আইসিইউয় র দশা আম্রিগা ইতালির মত হত। এটা লুকানো যায়না।
  • Amit | 162.158.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৮:০৪438756
  • ছবি টা দেখুন । পুরোটাই একটা নিষ্ঠুর রসিকতা মনে হচ্ছে। আমরা শাইনিং পাবলিক ঘরে সব স্টক করে দরজা বন্ধ করে বসে আছি আর সোশ্যাল মিডিয়া য় মোদির জয়গান করছি,। আর ওদিকে পালে পালে শ্রমিক র দল কোনোমতে নিজের বাড়ি ফিরে আসতে বাধ্য হচ্ছেন, কারণ এদেরকে থাকতে দেওয়া হচ্ছে না । এদের মধ্যে কি ভাবে সোশ্যাল ডিস্ট্যানসিং হবে ? কিভাবে রোগ ছড়ালে ঠেকানো যাবে ? সরকার থেকে আদৌ কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে এদেরকে এভাবে পালিয়ে আসতে না হয় ?

  • aka | 162.158.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৮:০২438755
  • এবারে চায়নার ডেটা যদি সত্যি হয় তাহলে দুটো সম্ভাবনা।

    ১) এই ভাইরাসের একটা পিক রয়েছে যেটা ঐ ৮০,০০০ যেহেতু চায়নায় ভালোরকম এক্সপোজার পেয়েছে, এবঙ্গ সেটা লোকে বোধহয় বুঝে ফেলেছে।

    ২) আর যদি লকডাউনের ফলে কন্টেইন্ড হয়ে থাকে তাহলে এখন আবার বাড়ার কথা। সেটা হচ্ছে না।
  • aka | 162.158.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৭:৫৯438754
  • তবে এখনো শয়ে শয়ে হয় নি, এদিক ওদিক ডেফিনিটলি কিছু হচ্ছে। সন্খ্যাটা এমন নয় যে সমাজের চোখে পড়বে।

    এখনও হবে কিন্তু খানিক্টা ডিলে করা গেল।

    আর এই সিদ্ধান্ত চায়নার ডেটার ওপরে বেস করে।
  • aka | 162.158.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৭:৫৭438753

  • ২) এমন হতে পারে যে প্রচুর লোক করোনায় আক্রান্ত কিন্তু টেস্টিংয়ের অভাবে ধরা পড়ে নি। তাহলে প্রথমেই টেস্ট যাতে বেশি সংখ্যায় করা যায় সেই ব্যবস্থা নেওয়া উচিত ছিল। তাছাড়া আরেকটা কথা হচ্ছে প্রচুর লোক আক্রান্ত হয়ে থাকলে কিছু অজানা রোগে মৃত্যু টাইপের খবর মিডিয়ায় আসতই। তাহলে স্রেফ অনুমানের ওপর ভিত্তি করেই কি এত বড় ডিসিশন নেওয়া হল?

    অজানা রোগ কেন হবে? শ্বাসকষ্টে মারা গেছে, সাথে ডয়াবিটিস ছিল।

    ভারতে কটা মৃত্যু রিপোর্টেড হয়? সঠিক কারণ দর্শানো হয়?
  • o | 162.158.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৭:৫২438752
  • খুব ছোট করে বললে চারটে পয়েন্টঃ
    ১) এখন পর্যন্ত ভারতে খুব কম সংখ্যক মানুষ 'অফিসিয়ালি' করোনায় আক্রান্ত হয়েছেন। শতাংশের দিক দিয়ে তো আরও নগণ্য। তাহলে হঠাৎ এত ড্রাকোনিয়ান মেজার নেওয়া হল কেন?
    ২) এমন হতে পারে যে প্রচুর লোক করোনায় আক্রান্ত কিন্তু টেস্টিংয়ের অভাবে ধরা পড়ে নি। তাহলে প্রথমেই টেস্ট যাতে বেশি সংখ্যায় করা যায় সেই ব্যবস্থা নেওয়া উচিত ছিল। তাছাড়া আরেকটা কথা হচ্ছে প্রচুর লোক আক্রান্ত হয়ে থাকলে কিছু অজানা রোগে মৃত্যু টাইপের খবর মিডিয়ায় আসতই। তাহলে স্রেফ অনুমানের ওপর ভিত্তি করেই কি এত বড় ডিসিশন নেওয়া হল?
    ৩) ফ্ল্যাটেনিং দ্য কার্ভ কথাটি বারবারই নানা সূত্রে বলা হচ্ছে। ফ্ল্যাটেনিং দ্য কার্ভ মানেই কিন্তু এরিয়া আন্ডার দ্য কার্ভ কমে যাওয়া নয়। লকডাউনের ফলে কেসগুলো টাইম অ্যাক্সিসে স্প্রেড করে যাবে ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত টেস্টিং ও ট্রিটমেন্টের কোন বিকল্প নেই। এ পর্যন্ত প্রধান সেবক মূলতঃ বাণী দিয়েছেন, কো=কোই, রো-রোড পে, না=নাহি নিকলেগা ইত্যাদি সার্কাস দেখিয়েছেন, কিন্তু কেন্দ্রীয় সরকার নাগরিকদের বিশেষতঃ নিম্মমধ্যবিত্ত ও নিম্মবিত্তদের জন্য ঠিক কী কী উল্লেখযোগ্য পলিসি নিয়েছে বা রিলিফ ঘোষণা করেছে?
    ৪) হতেই পারে লকডাউন হলেই দেখা যাবে দারুণ এফিশিয়েন্টলি টেস্টিং শুরু হয়ে গেল। কিন্তু এখনও পর্যন্ত এই সরকারের ইতিহাস যা, তাতে এটা হবে বলে মনে হয় না। তাহলে লকডাউন উঠলে ভাইরাস ফিরে আসার সম্ভাবনা থেকেই যাচ্ছে। ২১ দিনে ইকোনমি পুরো চুষে যাবে, তারপর প্রচুর লোক ইনফেক্টেড হলে সেটা কি একটা ম্যাসাকার তৈরী করবে না?

    এককথায় বলতে গেলে মোদিজির সব ঘোষণার মত এটাও দমনমূলক। এতে কল্যাণময় রাস্ট্রের কোন পরিচয় পাওয়া যাচ্ছে না। এবার ডিমনিটাইজেশন নিয়েও আমাদের স্মৃতি লঘু হয়ে গেছে। ক'জন লোকের অসুবিধে হয়েছিল আদৌ হয়েছিল কিনা ভুলেই গেছি। এটা ডিমনির চাইতে ফ্যাটাল হলেও আমি শিয়োর ভুলতে বেশি টাইম লাগবে না। এবং উপমহাদেশের রাস্ট্রনেতারা বিভিন্ন সময়ে অন্যান্য যেসব যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন, হয়তো এটাও ইতিহাসে তার সাথে যোগ হবে। আফটার অল, প্রচুর মানুষকে চিন্তাভাবনাহীন অকারণ হয়রানির মধ্যে দিয়ে যেতে বাধ্য করে সেটাকেই ভবিতব্য বলে দেগে দেওয়া, এ আমাদের ঐতিহ্য। নতুন কিছুই নয়।
  • Amit | 162.158.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৭:৩৯438751
  • অরিন, আপনি মেডিকেল এঞ্জেল টা থেকে দেখছেন এটাকে, আমরা সোশ্যাল এঞ্জেল থেকে দেখছি। আপনার যুক্তি মেডিক্যালি ঠিক হলেও তার জন্যে যে সোশ্যাল কস্ট টা দিতে হচ্ছে সব দেশকে, সেটা ওয়ার্থ কি না, এখনো বোঝা যাচ্ছে না। বিশেষ করে ইন্ডিয়াতে সোশ্যাল স্ট্রাকচার বাকি দেশ গুলোর মতো নয়, শ্রেণী বিভাগ বা শোষণ অনেক অনেক বেশি।

    প্লাস এই সরকারের ইতিহাস ও খুব একটা ভরসার নয়।
  • π | ২৫ মার্চ ২০২০ ০৭:৩৬438749
  • বিদেশ থেকে ( অন্তত যা যা আফেক্টেড দেশ ছিল) আসা সবাইকে বাধ্যতামূলক কোয়ারান্তাইন ফেব্রুয়ারির মাঝ থেকেই করলে, মানে অন্তত এক মাস আগে থেকে করলে আজ সবার দশা করতে হত না
  • অরিন | ২৫ মার্চ ২০২০ ০৭:৩৬438748
  • "আর বহু সায়েন্টিস্ট, হু র হুজ হু রাও (নাম বলব না) বলছেন, শুধু এতে হবেনা। এর সংগে টেস্ট না বাড়ালে।
    icmr. এর স্টাডি ( তাও আবার এক মাস আগের, বের করতে এইসময়েও এক মাস লাগাল জার্নাল!!) কিন্তু বন্ধের সংগে ফ্রি টেস্ট ট্রিটমেণ্টও চাই, নইলে তুললে আবার।"

    সে তো বটেই, না হলে সব ফক্কা ।
    এই সি এম আর এর স্টাডি মানে কোনটা, ওই R0 ?

    এই টেস্ট যে কি গোলমেলে, লিখছি একটু পরে টইপত্তরে ।
  • অরিন | ২৫ মার্চ ২০২০ ০৭:৩৪438747
  • "মানে ভ্যাকসিন ছাড়া এইভাবে ইরাডিকেশন সম্ভব? সত্যি মনে করেন?"

    সম্ভব, এবং শুধু সম্ভব নয়, এটাই হবে । আপনি খুব সম্ভবত এলিমিনেশন এর কথা ভাবছেন, যেভাবে স্মল পক্স নির্মূল করা হয়েছিল, তাতে ভ্যাকসিন এর ভূমিকা অনস্বীকার্য, আপাতত ইনফেকশন ট্রান্সমিশন কমুক, তার পর অন্য কথা ।

    আর ভ্যাকসিন হলেও লোকে যে নেবে তার নিশ্চয়তা নেই, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন কতদিন ধরে পাওয়া যাচ্ছে, কত লোক নিয়ম করে প্রতিবছর নেয়, জানেন ? পরিসংখ্যান দেখুন, বুঝতে পারবেন ।
  • π | ২৫ মার্চ ২০২০ ০৭:৩৩438746
  • কিন্তু অরিনদা, লোকজন কে কী করবে পুর‍্যি ক্লুলেস। এত্তদিন লকডাউন করলে, তাও ৩ ঘ্ণটার নোটিশে, সেই সোশাল সাপোর্ট তো সরকার থেকে দিতে হয়

    আর বহু সায়েন্টিস্ট, হু র হুজ হু রাও (নাম বলব না) বলছেন, শুধু এতে হবেনা। এর সংগে টেস্ট না বাড়ালে।
    icmr. এর স্টাডি ( তাও আবার এক মাস আগের, বের করতে এইসময়েও এক মাস লাগাল জার্নাল!!) কিন্তু বন্ধের সংগে ফ্রি টেস্ট ট্রিটমেণ্টও চাই, নইলে তুললে আবার।
  • Ishan | ২৫ মার্চ ২০২০ ০৭:৩০438745
  • হ্যাঁ। আমার মতে সর্বাত্মক লকডাউন আত্মঘাতী সিদ্ধান্ত। সবাইকে ঘরে বন্ধ করে রাখলে আপাতত ভাইরাস ছড়াবেনা, এ আমরা মোটের উপর সবাই জানি। এ কথা বলার জন্য কোনো এক্সপার্টের প্রয়োজন নেই। কিন্তু যা জানা নেই, তা হল:

    ১। এভাবে ভাইরাস চিরতরে আদৌ যাবে? গেলে কতদিনে?

    ২। এভাবে ভাইরাস তাড়ানো প্রচেষ্টার সামাজিক মূল্যটা কী? অর্থাৎ, (তাড়িয়ে লাভ - তাড়িয়ে ক্ষতি)  এর মূল্যমান কী? কেউ মেপেছে? এস্টিমেট করেছে? করলে কীভাবে?

    ৩। বিকল্প কিছু ছিল? তারই বা মূল্য কী?

    আমার ব্যক্তিগত ধারণা, স্রেফ বিদেশাগতদের বাধ্যতামূলক পরীক্ষা চালু করলেই, এবং কিছুদিনের কোয়ারান্টাইন চালু করলেই বেটার ফল হত। কিন্তু আমি এক্সপার্ট নই। তাঁদের এইগুলো তথ্য দিয়ে পরিষ্কার করে বলা উচিত। হাইপ তৈরি না করে।

  • Amit | 162.158.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৭:৩০438744
  • আর এই সরকার ডিমনি হোক, বা GST হোক, সব কিছুতে যে পরিমান অপদার্থতা দেখিয়েছে, এদের ওপর আমার ১-% ও ভরসা নেই যে এরা এই লেভেল এ একটা ম্যাসিভ লক ডাউন ম্যানেজ করতে পারবে, এটা ওগুলোর থেকে অনেক বেশি মারাত্মক হতে চলেছে আর মাঝের থেকে সাধারণ লোকের ভোগান্তি জাস্ট চরম হবে। সাধারণ লোক বলতে দিন আনা দিন খাওয়া লোকের কথাই বলতে চাইছি। দেয় র অলওয়েজ এত টি রিসিভিং এন্ড।

    শুধু বড়ো বড়ো বাতেলা আর প্রচার ছাড়া মোদির সাবস্টেন্স হচ্ছে বিগ জিরো। এটা জাস্ট আমার মতামত যদিও, ভুল হলে খুশি হবো।
  • aka | 108.162.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৭:১৭438743
  • মানে ভ্যাকসিন ছাড়া এইভাবে ইরাডিকেশন সম্ভব? সত্যি মনে করেন?
  • Amit | 162.158.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৭:১৬438742
  • এটাই মেন্ পয়েন্ট বলার যে সোশ্যাল সাপোর্ট দেওয়া উচিত এই মুহূর্তে যাদের সত্যি করে দরকার। নাহলে বেশ কিছু লোক খেতে পাবে না।
  • অরিন | ২৫ মার্চ ২০২০ ০৭:০৯438741
  • মোদী কি ভুল সিদ্ধান্ত নিয়েছেন? ভারত তো অল আউট ইরাডিকেশান এর রাস্তায় গেলো, না গেলে ভালো হতো? কি বলতে চাইছেন?
  • Amit | 162.158.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৭:০৬438740
  • মোদী তো কোনো ঠিক ভুলের ধার ই ধরছে না। ওর টার্গেট নিজের ব্যান্ড বাজানো। একটা ফেডারেল স্ট্রাকচার এ এভাবে জোর করে সব কটা রাজ্যের ওপর চাপিয়ে দেওয়ার কোনো যুক্তি ই নেই , আইন শৃঙ্খলা স্টেট্ সাবজেক্ট। তার ওপর অলরেডি রাজ্য গুলো আলাদা করে লক ডাউন র সিদ্ধান্ত নিচেই, কিন্তু তাতে তো মোদী বাউ র ক্রেডিট হাত ছাড়া হয়ে যাবে। সুতরাং মিত্রন বলে শুরু হলো নাটক।

    মাত্তর চার ঘন্টার নোটিশ এ এ রকম ম্যাসিভ ডিসিশন নেওয়াতে যে প্যানিক আরো বাড়তে পারে, হোর্ডিং আরো বাড়তে পারে, এতো সাধারণ লোকেও বোঝে। প্রশাসনের মাথা হিসেবে সবাইকে নিয়ে চলার তো কোনো চেষ্টাই নেই মোদির, সব ওয়ান ম্যান শো , যেন সার্কাস চলছে।

    একটা কোনো প্রশাসনিক সিদ্ধান্ত নেই যাতে সাধারণ লোকের সুরাহা হবে, পাবলিক রেশন সিস্টেম করে প্যানিক কমানো, বয়স্ক বা গরিব লোক জনকে সোশ্যাল সাপোর্ট, আর্মি বা পুলিশ কিভাবে পাবলিক সাপোর্ট দিতে পারে এই সময় , এসব জাস্ট কিচ্ছু নেই। যাও সব নিজের ঘরে ঢুকে খিল দাও, নাহলে রাস্তায় ধরে ঠেঙ্গানো হবে, এই তো তেনার মোদ্দা কথা। এতে ঠিক ভুল আর কি আছে ?
  • aranya | 173.245.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৭:০১438739
  • সরকারের বহু টাকা তো অপচয় হয় - সর্দার প্যাটেলের মূর্তি বানাতে ২৭৭০০ কোটি টাকা মত লেগেছে বোধহয়, রামমন্দির বানাতেও প্রচুর টাকা যাবে, গরীব মানুষএর জন্যও কিছু খরচ করুক
  • aranya | 172.69.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৬:৫৯438738
  • মোদী যেটা করলে ভাল হয়, অসংগঠিত ক্ষেত্রে প্রত্যেক মানুষ-কে ২১ দিন জীবনধারণের জন্য এককালীন একটা টাকা দিলে।
  • সে | 162.158.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৬:৫১438737
  • আচ্ছা, মোদী ঠিক কী করলে ঠিক হতো?
    প্রথমে প্রতিবাদ হলো যে একদিনের কারফু করে কী লাভ। তারপর তিনহপ্তার লকডাউন করলেও দোষ?
    কিস্যু না করলেও দোষ হবে আশা করি। তখন তো হুহু করে এক্সপোনেনশিয়ালি আক্রান্ত হবে সকলে।
    মোদী লোকটা পাজি এবং ঘুঘু হলেও, বাকি সব কাজ ভুল করেছে, প্রচুর মানুষ মেরেছে, নোটবন্দী, সব খারাপ জানি, কিন্তু এটা ঠিক পদক্ষেপ।
  • সে | 162.158.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৬:৪৪438736
  • আমার সিগারেটের প্যাকেট শেষ। আর বাইরে যাওয়া হবে না, শাপে বরই হল।
  • সে | 162.158.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৬:৪২438735
  • অমিত
    নিজের আবর্জনা নিজে ফেলতে গেলে আত্মসম্মানে যাদের বাধে তাদের শিক্ষার গোড়াতেই গলদ। এর সঙ্গে ধনী দরিদ্রের ডিরেক্ট যোগ থাকতেও পারে, কিন্তু সবটাই রুচি এবং শিক্ষা।
    আমি কোলকাতায় একজনের বাড়ি বেড়াতে গিয়ে দেখেছি সে বাড়ির মাসীমা জমাদারকে ময়লার প্যাকেট দিচ্ছেন সমস্ত ছোঁয়া বাঁচিয়ে ঘরের ভেতরে দাঁড়িয়ে দরজার বাইরে একফুট দূরত্বে জমাদার।
    এরপর তিনি চান করে নোংরা একটা সিল্কের শাড়ি পরে পুজো করতে লাগলেন। ইনি মধ্যবিত্ত পরিবারের। উচ্চশিক্ষিতা মহিলা। কিন্তু মানসিকতা অত্যন্ত নীচ। এদের মনের আবর্জনা সমাজের অনেক সমস্যার কারণ।
    প্রথমত জমাদার চাকর বাকর কারওকেই উপযুক্ত পারিশ্রমিক দেয়া হয় না, সম্মান তো নয়ই।
    এই দেশব্যাপী লকডাউনে কজন দিন আনি দিন খাই অনাহারে মরবে জানি না, কিন্তু এইসব মেশোমশাই মাসীমাদের জন্য এটা একটা শিক্ষার টাইম। মুশকিন হচ্ছে যে এই সময়ে দারোয়ানেরা রাজি হয়ে গিয়ে এদের এই ঘৃণার প্র্যাকটিসটা জিইয়ে রাখল। তারা বেঁকে বসলে সকলকে নিজ নিজ আবর্জনার প্যাকেট হাতে করে নিয়ে ফেলে আসতে হতো।
    স্বচ্ছ ইন্ডিয়া যাকে বলে।
    কিন্তু তা হলো না। দারোয়ান জেদ ধরে কিছুতেই রাজি না হবার স্ট্যান্ডটা নিতে পারে নি, হয়ত বাড়তি টাকাকড়ি পাবার আশায় নতি স্বীকার করেছে। ভদ্রলোকদের সামনে যতদিন এরকম নতি স্বীকার করবে ততদিন আরও পিষ্ট হবে।
  • aka | 162.158.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৬:৩৮438734
  • মোদী একজন অতি ধুরন্ধর পলিটিকাল মাইন্ড। যেকোন পরিস্থিতিকে কিকরে নিজের কাজে লাগাতে হয় সে মোদীর কাছ থেকে শিখতে হয়।

    মানে লকডাউনে যদি কন্টেইন করতে পারে তাহলে তো ধন্য ধন্য হবে।

    যদি নাহয় তাহলে হবে ইনস্পাইট অফ মোদীস বোল্ড স্টেপস।

    এখন কেউ জিগ্যেস করবে না, কেন্দ্রীয় সরকার কি কি পদক্ষেপ নিল? কত টাকা দিল? কটা মাস্ক দিল? কটা ভেন্টিলেটরের ব্যবস্থা করল।

    মর শালা লকডাউনে, জনমতও ছিলই।
  • অরিন | ২৫ মার্চ ২০২০ ০৬:৩৮438733
  • একটা কথা এই ফাঁকে জানিয়ে যাই, আপনাদের মধ্যে যারা স্মোক করেন, একটু সাবধান, বিশেষ করে যারা ভেপিং করেন, ই-সিগারেট ফোঁকেন, কয়েকটা দিন বন্ধ রাখলে ভালো হয় । ই-সিগারেটে নাকি এমন কিছু থাকে যার জন্যে ভাইরাস এর সংক্রমণ বেড়ে যাওয়া ও ইমিউনিটি কমে যাবার সমূহ সম্ভাবনা । আমি দু একটা রিপোর্ট এ পড়েছি, কাজেই বিশ্বাস করবার দরকার নেই। তবে যদি কাজে লাগে তাই লিখে রাখলাম ।
  • Amit | 162.158.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৫:৩১438732
  • অস্ট্রেলিয়া তেও লক ডাউন চলছে, কিন্তু তফাৎ হলো পাবলিক ট্রান্সপোর্ট চালু আছে, সব কটা দোকানে রেশনিং চলছে, তাই শুরু তে যে প্যানিক তা ছিল এক মাস আগেই, এখন অনেক বেটার। বেশির ভাগ বাড়ি থেকে কাজ করছে, আমরা যাচ্ছি যদিও এখনো । সরকার থেকে যাদের চাকরি গেছে , তাদের জন্যে একটা এলাউন্স দেবে বলেছে নেক্সট ছ মাস ধরে, তবে সেটা পেতে আরো ৩-৪ হপ্তাহ।। সব কটা সুপার মার্কেট এ বুড়ো বুড়ি আর প্রতিবন্ধী দের জন্যে স্পেশাল আওয়ার্স চালু করেছে যাতে তাদের কষ্টটা এড়ানো যায়। ইকোনমিক সিচুয়েশন খুব ই বাজে দিকে যাচ্ছে, কিন্তু মাস প্যানিক এখনো দেখছি না রাস্তায়। যদিও গত মাসে টয়লেট পেপার নিয়ে প্যানিক ছিলো :)

    টেস্টিং যদিও এখনো খুব ই কম, সেভাবে এক্টিভ টেস্টিং হচ্ছে না। আমার এক বন্ধুর জ্বর এসেছে, ওকে এমনি panadol দিয়ে বলেছে কদিন wait করতে, তারপর করোনা টেস্টিং করবে।

    কিন্তু এই ২১ দিন লক ডাউন এ ইন্ডিয়া তে সাধারণ লোকের নাভিশ্বাস উঠে যাবে। সাধারণ বলতে ডেইলি লেবর , বুড়ো বুড়ি লোকজন ইত্যাদি । আমার মা একা আছেন, অনেক টাই উনি কাজের লোকের ওপরে ডিপেন্ডেন্ট, খুব ই মুস্কিলে পড়েছেন উনি। একই অবস্থা কলকাতায় আমার শশুর শাশুড়ি ও। সরকার থেকে বলেছে বটে ওষুধের দোকান খোলা থাকছে, বাস্তব টা হলো এদিকে আমার শশুর মশাই গত দুদিন ধরে ২০-৩০ টা দোকান খুঁজে খুঁজেও ওনার দরকারি কয়েকটা ওষুধ কিছুতেই পান নি, অনলাইন অর্ডার ও নিচ্ছে না।

    বাইরের দেশের সাথে তুলনা করাটাই বোকামি এসব ক্ষেত্রে। ইন্ডিয়া তে যাদের পয়সা আছে, অনেক কিছু খুব সহজে ম্যানিপুলেট করে নিতে পারে, এক টার জায়গায় দশ বস্তা চাল কিনে জমিয়ে রাখতে পারে বাকি রা মরল কি বাঁচলো জরুরি না দেখে ই। অন্য দেশে একদম লাইফ ডেথ সিচুয়েশন এলে হয়তো তাই হবে, কিন্তু ইন জেনারেল এখনো অব্দি ওই লেভেল এ হার্ডিং দেখছি না। অন্তত ওষুধ পত্তর বা খাবার দাবার র।

    আর ইন্ডিয়া তে আলোকপ্রাপ্ত মধ্যবিত্ত দের কথা শোনেন আর একটু। কালকেই এখানে ই লিখেছিলাম যে ভিজাগ এ আমাদের হাউসিং এ কাজের লোকের দের আগামী দশ দিন আসতে দেওয়া হবে না বলে গ্রুপ হোওয়া তে দুদিন আগে মেসেজ এলো। তো সেদিন সবাই খুব হাততালি দিলো। এবার কালকে সকাল থেকে দেখি কাঁদুনি শুরু হয়েছে ফ্লাট এর ময়লা কে ফেলবে তাই নিয়ে। এতদিন বাড়ির কাজের লোক ময়লার প্যাকেট নিয়ে নিচে বড়ো রাবিশ বিন এ ফেলে আসতো। তো দুদিন ধরে তো কাজের লোক রা আসছেন না, তো সেই ময়লা নিজে হাতে করে ফেলতে ওনাদের সম্মানে খুব লাগছে। তখন দেখি কথা চলছে কাল সকাল থেকে যে গোটা ফ্লাট এ অন্তত একজন বা দুজন কাজের লোক কে আসতে দেওয়া হোক, যারা সবার ময়লা নিয়ে ফেলে দেবে। সারা দিন এই নিয়ে বাওয়াল চলার পরে সন্ধেবেলা ঠিক হলো ফ্লাট র দারওয়ান রা ঘুরে ঘুরে সবার ফ্লাট থেকে একটা টাইম এ ময়লার প্যাকেট নিয়ে বিন এ ফেলে দেবে। সব ফ্লাট মালিক দের সম্মান বেঁচে গেলো কোনো মতে।

    অদ্ভুত এই উন্নাসিকতা, জাস্ট নোংরা , আর কিছু না। এই গরিব লোক গুলোকে ঘাড় ধরে দিয়ে যা ইচ্ছে তাই করিয়ে নেওয়ার স্বাধীনতা , এটাই শাইনিং ইন্ডিয়া। এই লোক গুলোই উপোষ করে থাকতে পারে নেক্সট ৩ হপ্তাহ , মধ্যবিত্ত দের গায়ে আঁচড় ও লাগবে না।
  • S | 108.162.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৫:০১438731
  • একটা বড় অংশ সাধারণ লোকেদের বক্তব্যঃ আমার ট্যাক্স কমুক কিন্তু সরকারের সার্ভিস বাড়ুক। এইবারে এই অন্ক সমাধান করুন।
  • S | 108.162.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৫:০০438730
  • সরকার ট্যাক্স বাড়ায় না কেন?

    ১) যারা পলিটিশিয়ানদের ক্যাম্পেইনে পয়সা দিচ্ছে, যার জোড়ে পলিটিশিয়ানরা সরকারে যাচ্ছে, তারা চায়্না ট্যাক্স বাড়ুক। এর মধ্যে উচ্চবিত্ত এবং বড় কোম্পানিরা রয়েছে।

    ২) সেই উচ্চবিত্ত এবং বড় কোম্পানিদের পয়সার জোড়েই মিডিয়া চলছে। সেই মিডিয়া সাধারণ লোককে বলছে যে আপনি বেশি ট্যাক্স দিলে সেই ট্যাক্স দিয়ে অলস, মাইনরিটি, ইমিগ্র‌্যান্টদের সাহায্য করা হবে।

    ফলে ট্যাক্স বাড়ানোর সমর্থক নেই। বড়লোক থেকে গরীব, পলিটিশিয়ান থেকে কোম্পানি সবাই ট্যাক্স কমানোর পক্ষে।
  • S | 108.162.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৪:৫৪438729
  • আমেরিকাতে দশকের পর দশক ট্যাক্স কমানো হয়েছে। বিশেষ করে বড়লোকদের এবং কর্পোরেশানদের। কারণ তখন ক্যাপিটালিজম সকলের কাছে খুবই প্রিয়।
  • Pagla Dashu | 108.162.***.*** | ২৫ মার্চ ২০২০ ০৪:৫৩438728
  • হাসপাতাল বেশির ভাগ non-প্রফিট। কাউকে ফেরাতে পারে না। কোয়ালিটি হলো অ্যাকাউন্টেবিলিটি। ভুল চিকিৎসার জন্য দুঃখ কষ্ট এর দাম দিতে হয় ভালো মতো। তার জন্য আবার আছে লিয়াবিলিটি, court, মাল প্রাকটিস ইন্সুরেন্স।

    non-প্রফিট হাসপাতাল তাহলে 35,০০০ - 100,০০০ টাকা চাই কেন প্রসূতি র কাছে? কিভাবে ঠিক হয় এই দাম? কারণ সবাই দিতে পারে না, তাই বছর বছর বারে, যারা দিতে পারেন তাদের জন্য। অংক একটা আছে। কিন্তু খোলা বাজার এ সেই অনক আসবে না কোনো din, চেষ্টা চলছে ট্রান্সপারেন্সি আনার।

    ঠিক গুছিয়ে লিখতে পারি না আপনাদের মতো। বানান এবং অসংলগ্ন কথার জন্য দুঃখিত। কোটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা টুকু না করলে না, তাই আরও দুটি কথা

    সবাই চিকিৎসা পান। যদি টাকা না দিতে পারেন, সত্যি পারেন না bole, তাহলে কিছু হয় না। যদি টাকা না দেন দেবেন না bole, তাহলে একটা পদ্ধতি আছে। সময় সাপেক্ষ, কিন্তু অনেকগুলো দরজা পর পর বন্ধ হয়ে যাবে। তাই এমন তা কেউ করে না।

    মধ্যবিত্ত জীবন সব দেশ এই একরকম। ইন্সুরেন্স আর কে পে বা অন্য কোনো কিছু হা হুতাশ আমাদের সারা জীবন।

    উচ্চবিত্ত দেড় সমস্যা নেই কোনো দেশ এই।

    একজন প্রায় বলেন ৬৫ hole,মেডিকেয়ার হলে সব shanti, ফ্রি shob। উনি ৬৫ non, এ আমি হলপ করে বলতে পারি।

    এই পর্যন্ত থাকে, নমস্কার।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত