এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | 162.158.***.*** | ২৪ মার্চ ২০২০ ১১:৪৯438333
  • এখানেই তো রহস্য লুকিয়ে আছে।স্রোতের বিপরীতে যাওয়ার সাহস কোন দেশের ই নেই।
    ফি বছর পৃথিবীতে তিন থেকে পাঁচ লাখ লোক মারা যায় ফ্লু তে।ভ্যাকসিন এভেইলেবল।মোটামুটি বলা যায় অনেক উন্নত দেশেই ফ্লু ভ্যাকসিন বয়স্ক লোকেদের ম্যান্ডেটরি হিসাবে দেয় না। গয়োং গছচো ব্যাপার।কেনএতো শিথিলতা?
    আচ্ছা তিব্বতে কি রকম ছড়িয়েছে?
  • সিএস | 162.158.***.*** | ২৪ মার্চ ২০২০ ১১:৪৩438332
  • মোদী আজকে আবার ৮-টায় কিছু বলবে।
  • সিএস | 162.158.***.*** | ২৪ মার্চ ২০২০ ১১:৪০438331
  • চীনে চার মাসে ৮০ হাজার সংক্রমণ, সে তো কন্ট্রোল আর লোককে বাড়ীতে আঁটকে রাখার পর। ছেড়ে রাখলে - মানে আম্রিকায় যেমন ফ্লু সিজনে লোকজন ঘুরে বেড়ায়, দৈনন্দিন কাজকর্ম করে - সেরকম হলে সংখ্যাটা কত হত সেটা অনুমান করেই মনে হয় সরকারগুলো ভয় পেয়েছে। একটা উপায় হল, দেখা যে সেরকম কতখানি হয়, লোকে কতখানি এফেক্টেড হয়। কিন্তু সেটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে, ইউকেতে করতে গেছিল প্রথম দিকে, তারপর পিছিয়ে আসে। সেই জিনিসটাও প্রভূতভাবে unknown এবং অর্থনীতি সেক্ষেত্রেও ভেঙে পড়বে - কারণ জে পরিমাণ লোক অসুস্থ হবে বা বাড়ীতে বসে থাকতে হবে।
  • sm | 172.68.***.*** | ২৪ মার্চ ২০২০ ১১:৩৮438330
  • করোনা এপিডেমিওলজি,স্ট্যাট, ইকোনমিকস সব সাবজেক্ট কে আপন করে নিয়েছে।প্রি , প্রেজেন্টও পোস্ট করোনা এপিসোড দারুন চর্চার বিষয় হয়েছে বা হবে সন্দেহ নেই।
    বর্তমানে দুতিন টি পপুলাস কান্ট্রি চাই।যাদের মধ্যে একটা আর্মে থাকবে নো লক ডাউন অন্য আর্মে ফুল লক ডাউন। মুশকিল হলো,চীনের দেখা দেখি সব্বাই লক ডাউন এ নাম লিখেছে।
    আরো একটা জিনিষ প্রথম দিকে ইউহানে মৃত্যু হার নিশ্চয় সাংঘাতিক বেশি ছিল;নতুবা চায়না লক ডাউন করতো না।
    মুশকিল হলো চায়নার তথ্য বিশ্বাস করা মুশকিল।
  • তাতিন | 162.158.***.*** | ২৪ মার্চ ২০২০ ১১:৩৮438329
  • আচ্ছা, নাগেরবাজারের যে ভদ্রলোক মারা গেলেন তাঁর কমিউনিটি ট্রান্সফার না বিদেশ থেকে আসা ইনফেকশন?মিডিয়া এক একবার একেক কথা বলছে, একটা অদ্ভুত রহস্য রাখা হচ্ছে ব্যাপারটা নিয়ে।
  • o | 108.162.***.*** | ২৪ মার্চ ২০২০ ১১:৩১438328
  • কিন্তু মরচে তো ভালই। ১১৮,৯৮৭ ক্লোজড কেসের মধ্যে ১০২,৪২৯ জন রিকভারড (৮৬%), ১৬৫৫৮ জনের মৃত্যু (১৪%)। বারো ঘন্টা আগেও দেকেচি ১৩% মৃত্যু ছিল, গতকাল বোধয় ১২% ছিল। তো?
  • π | ২৪ মার্চ ২০২০ ১১:২৭438327
  • এখানে ক'দিন আগে কোভিড ৩০ চলছিল। এই মার্চের প্রথম দিকেই।
  • হখগ | 162.158.***.*** | ২৪ মার্চ ২০২০ ১১:২৬438326
  • কোয়ার্ক একটা ভিডিও প্রস্তাব দিয়েছিলো। বলেছিলাম যে অরিন পাই সহ boiজ্ঞাণিক রা বা স্ট্যাট এর লোকেরা যদি কয়েকটা থিম ধরে আলাদা করে সংক্সিপ্ত (ইটা হাব কঠিন) বক্তব্য কয়েক , প্ফেজে আমাকে সাউন্ড বার্তা শেয়ার করেন আমি কোমপাইল করে কাউকে পাঠাতে পারি, যে গুরু র অডিও ভিডিও করে। তবে সে বেটা কে আগে আমায় বোলাতে হবে। কি করে শেয়ার করলে পেতে সুবিধে হবে সেটা বোলাতে হবে, আমি আপলোড করে দেব।

    হখগ
  • sm | 172.68.***.*** | ২৪ মার্চ ২০২০ ১১:২৩438325
  • মার্স ও সার্স সব ই তো করোনার বিভিন্ন রূপ।প্রাইমারি হোস্ট যদি বাদুড় হয়,এটির ও পরিণতি সার্স এর মতো হওয়াই বাঞ্ছনীয়।
    যদি চীন এর ডেটা সত্যি বলে ধরি।তাহলে 4 মাসে পজিটিভ কেস 80 হাজার মতন। ইনফেকশন এর তীব্রতা খুব বিরাট বোধ হচ্ছে না তো।এর চে মিসলস, ইনফলুয়েঞ্জা র সংক্রমণ ক্ষমতা অনেক বেশি।
    কিন্তু যে রেটে প্যানিক ছড়াচ্ছে সেটা তো এস্পনেনশিয়াল কার্ভ কেও লজ্জা দেবে!
    অলরেডি বাইরের রাজ্য থেকে আসা মানুষ কে হসপিটাল থেকে ফিটনেস সার্টিফিকেট আনতে বলা হচ্ছে।কে কিভাবে কাকে কি,ফিটনেস সার্টিফিকেট দেবে?
    প্রসঙ্গত ইন্ডিয়া তে ফি বছর প্রায় দেড় লাখ লোক রোড এক্সিডেন্ট এ মারা যায়। প্রিভেন্তেবল, বহুলাংশে।
  • o | 162.158.***.*** | ২৪ মার্চ ২০২০ ১১:২১438324
  • এই সার্স মার্সের ভ্যাকসিন বেরিয়েচে? নোভেল করোনার শুনলুম প্রোটিন স্ট্রাকচার আলাদা। (ই বাবা, এসব জ্ঞানবিজ্ঞানের কতা না বুজেই লিকচি মাইরি) তা কতটা আলাদা যে ভ্যাকসিন খুঁজতে গ্লোবাল ভিলেজ উজাড় হয়ে গেল?
  • S | 162.158.***.*** | ২৪ মার্চ ২০২০ ১১:১৪438323
  • ফ্যাটালিটি রেট বোধয় সবথেকে ভালো বোঝা যাবে সাউথ কোরিয়ার থেকে। ওরাই সবথেকে ভালো এবং বেশি টেস্টিং করেছে প্রথম থেকেই। ১২০ ডিভাইডেড বাই ৯০০০।
  • dc | 162.158.***.*** | ২৪ মার্চ ২০২০ ১১:১৪438322
  • অরিন, ধন্যবাদ।

    এদিকে কি কেলো রে বাবা! একটু বেরিয়েছিলাম দেশলাই আর মোম কিনতে, এদিকে দোকানে দোকানে এমন ভিড় যে ঘাবড়ে গিয়ে কুড়িটা ডিম কিনে ফেল্লাম। এখন বাড়ি ফেরা অবধি মা আর বৌ বকে চলেছে। বোঝাতেও পারছি না যে ডিম ছাড়া আর কিছু বাকি নেই ঃ-(
  • অরিন | ২৪ মার্চ ২০২০ ১১:০৮438321
  • "আমার ব্যক্তিগত ভাবে মনে হয়,এই সার্স ও মার্স এর মধ্যে
    Covid 19 এর অনেক উত্তর লুকিয়ে আছে।"

    একদম!
    covid19 মশাই সার্স ভার্সন ২!

    ভেবে দেখুন সেই তো জ্বর, কাশি , লাংসে গ্রাউন্ড গ্লাস ওপেসিটি, ARDS :-)? নতুন এইটাই, যে ইনফেকশন এর পিরিয়ড একটু ঘেঁটে দিয়েছে ভাইরাসটা ।
  • তাতিন | 162.158.***.*** | ২৪ মার্চ ২০২০ ১১:০৮438320
  • স্প্যানিশ ফ্লু নাকি ১৯১৮-২০ অবধি হয়ে তারপর উবে গেছিল - সূত্র উইকি!
    এর কারণ হয় হার্ড ইমিউনিটি, নচেৎ ভাইরাস মিউটেট করে কম লিথাল হয়ে পড়েছিল বলে পড়েছি।
  • aranya | 108.162.***.*** | ২৪ মার্চ ২০২০ ১০:৫৭438319
  • মৃত্যুভয় - টা তাহলে, প্রধান হলেও ভয়ের একমাত্র কারণ নয়, ২০% লাং ড্যামেজ- ও ভয়াবহ ব্যাপার
  • π | ২৪ মার্চ ২০২০ ১০:৫১438318
  • অরিনদা, টাকা নিয়ে ক'দিন ধরেই এখানে সবাইকে বলেছি
  • দীপাঞ্জন | 172.68.***.*** | ২৪ মার্চ ২০২০ ১০:৫০438317
  • আর একটা ব্যাপার হলো এটা নভেল-করোনা । কিন্তু করোনা ভাইরাস তো আর নতুন নয়, সিভিয়ার ফ্লু, একিউট রেস্পিরেটরি কেসে, নিউমোনিয়ায় -- যেসব রোগে আমেরিকাতে প্রতি বছরে ৬০,০০০ জন আর ইতালিতে ২০,০০০ জন মারা যান -- ৮-১৩% রুগীদের করোনা ভাইরাস পসিটিভ হয় । একসেস মর্টালিটি ডাটা দরকার বেসলাইনের ওপর ইনক্রিমেন্টাল ইফেক্ট বোঝার জন্য । এই বছরের করোনা ভাইরাস অন্যান্য বছরের থেকে কতটা বেশি ফ্যাটাল আর ইনফেকসাস সেটা তিন মাস বোঝার কোনো চেষ্টা না করেই পৃথিবী বন্ধ । এমনি এমনি কি আর আমি কন্সপিরাসি থিওরিস্ট হই?

    https://www.pnas.org/content/116/52/27142/tab-figures-ডাটা
  • aranya | 108.162.***.*** | ২৪ মার্চ ২০২০ ১০:৪৭438316
  • পেপার লাগবে না। আপনি-ই আমাদের রেসিন্ডেন্সিয়াল এক্সপার্ট।
  • Amit | 162.158.***.*** | ২৪ মার্চ ২০২০ ১০:৪৭438315
  • গোলতা তো আছেই। একই অসুখে যদি ইতালি তে ১০-% মারা যায় দেখানো হয় আর অন্য বহু দেশে < ১-% তাহলে সেই স্ট্যাটিসটিক্স আর কসালিটি নিয়ে সন্দেহ র স্কোপ থাকছেই। এতো তাড়াতাড়ি এটাকে মারণ রোগ বলা যাচ্ছে কি ? কিন্তু সব দেশে এমন প্যানিক ছড়াচ্ছে যেন কাওকে করোনা ধরলেই সব শেষ, এক্কেবারে ভবনদীর পার।

    মাঝের থেকে এতো গুলো দেশে প্যানিক ওভার রিঅ্যাকশন এ যে পুরো ওয়ার্ল্ড ইকোনমি র পেছন টা মারা গেলো, সেটা রিকভার করতে কতদিন লাগবে কেও জানে না। তাই বলছি বারবার যে the cure is getting progressively worse than the risk itself in the long run.

    এর সাথে মেডিকেল ফ্রাটেরনিটি র এর কোনো যোগাযোগ ধরছি ই না , তারা প্রানপন চেষ্টা করছেন এর ছড়ানো টা আটকাতে।
  • অরিন | ২৪ মার্চ ২০২০ ১০:৪৪438314
  • অরিন আছেন? ধরুন করোনার কৃপা হল, মারা গেলাম না (গেলে তো ল্যাঠা চুকল), ব্যাপক ভুগে যদি সেরেও উঠি, লাং কি পার্মানেন্টলি ড্যামেজড হবে?

    ২০ % মতো লাংসএর কার্যকারিতা খোয়াবেন । পেপারটা খুঁজে পেতে বার করি। কয়েকদিন আগেই পড়লাম ।
  • sm | 172.69.***.*** | ২৪ মার্চ ২০২০ ১০:৪৩438313
  • অরি ন,অসংখ্য ধন্যবাদ।এই মার্স আর সার্স নিয়ে হু কেন রা কাটেনা এটা বিরাট রহস্য।আমার ব্যক্তিগত ভাবে মনে হয়,এই সার্স ও মার্স এর মধ্যে
    Covid 19 এর অনেক উত্তর লুকিয়ে আছে।
    ধরুন, সার্স।কেস ফ্যাটালিটি 10 শতাংশ।ছড়িয়ে ছিল খান ত্রিশেক দেশে। প্রাইমারি হোস্ট বাদুড়।কি মিল করোনার সঙ্গে!
    মার্স,আরো ভয়ংকর। ফ্যাটালিটি 34 শতাংশ।প্রাইমারি হোস্ট ?ক্যামেল।
    এখন প্রশ্ন হলো বাদুড় ও ক্যামেল পৃথিবীর বহু দেশে রয়েছে।ভারতে বোধ হয় পৃথিবীর সবচে বেশি।কিন্তু এদুটি রোগ ভারতে প্রায় হয় নি বলা চলে।
    অনেক্ত জাপানিজ এনসেফেলাইটিস এর মতো।ভারতে ইদানিং প্রচুর দেখা যায় বটে।কিন্তু প্রাইমারী হোস্ট চির টা কাল বিদ্যমান ছিল।
    এতো ভনিতার মেই উদ্দেশ্য হচ্ছে এই ভাইরাস গুলো কি নির্দিষ্ট সময় পর কার্য ক্ষমতা হারায়?
    কিছু মানুষের শরীরে কি ন্যাচারাল ইমিউনিটি আছে।যাতে করে ইনফেকশন হয় ই না।কিন্তু হার্ড ইমিউনিটি তে কন্ট্রিবিউশন করে।
    লক ডাউন এর একটি সম্ভাব্য ক্ষতিকর দিক হলো অর্থনীতি চটকে যাওয়া।
    প্রচুর গরীব মানুষের অনাহার,দুশ্চিন্তা ও সাইকোলজিক্যাল ট্রমা।
    তিন বহু মানুষ অনর্থক ভয় পেয়ে হসপিটাল ঘেসবেই না।আমি নিশ্চিত ইওরোপ ও আমেরিকায় অনেক বয়স্ক জনতা হার্ট ফেইলিওর,সি ও পি ডি,কিডনি ডিজি জ,ক্যান্সার, ডাইয়ারিয়া ভুগলেও হসপিটাল যাওয়া পিছিয়ে দেবে,জাস্ট করোনা হয়ে যাবে।
    ঠিক যেমন আমাকে ফ্রি টিকিট ও হোটেল খরচা দিলেও,আমি ইউহান বেড়াতে যাবো না;যদিও জানি যে ইউহান প্রায় করোনা মুক্ত অঞ্চল একটি।---))
  • অরিন | ২৪ মার্চ ২০২০ ১০:৪২438312
  • "মানে করোনায় এক্সপেক্টেড মৃত্যুহার কি কিছু জানা গেছে? "

    ১ থেকে ১০% এর হিসেবে কতজনের ইনফেকশন হয়েছিল আর তাদের মধ্যে কতজন মারা গেছেন তার ভিত্তিতে হচ্ছে, এটাকে কেস ফ্যাটালিটি রেট বলা হচ্ছে, এ জিনিস আর কতজন লোক ওই বয়েসের দেশে আছেন আর তাদের মধ্যে কতজন করোনার কারণে অক্কা পেলেন তার রেটের হিসেবে এক নয় তো ।

    যদি এক্সপেকটেড রেট না পাওয়া যায়, তাহলে একটা artificial পপুলেশন (যেমন SEGI world population ) ধরে দুটো বা তিনটে বা যত খুশি দেশের রেট তুলনা করা যায় ।

    পাই: "খবরের কাগজ তো চলতে দেওয়াই উচিত না। ভালমতন কন্টমিনেশন সোর্স"

    কয়েন ও । কাগজের টাকাও ।
    ধরো দোকানে গেছো, আগের ভদ্রলোকের করোনা ইনফেকশন, কাশতে কাশতে তিনি দোকানদার কে তিনটে কয়েন আর টাকার নোট দিয়ে গেলেন, তার প্রত্যেকটিতে এখন করোনা ভাইরাস ভর্তি । দোকানদার ওই কয়েন আর নোট যাকে যাকে চালান করলো, তারা যদি হাত না ধুয়ে ব্যবহার করে, সবাই কেস খেয়ে যাবে । এই ব্যাপারটা খেয়ালে রেখো ।

    বিদেশে জনতা দোকানে গেলে ক্যাশলেস, পে ওয়েভ, সেল ফোন ট্যাপ করে পেমেন্ট করে । টাকা পয়সা অনেকেই বহুদিন স্পর্শ করে না । চীন এমনি এমনি কয়েন sterilise করছে না ।
  • aranya | 108.162.***.*** | ২৪ মার্চ ২০২০ ১০:৪২438311
  • অরিন আছেন? ধরুন করোনার কৃপা হল, মারা গেলাম না (গেলে তো ল্যাঠা চুকল), ব্যাপক ভুগে যদি সেরেও উঠি, লাং কি পার্মানেন্টলি ড্যামেজড হবে?
  • Ishan | ২৪ মার্চ ২০২০ ১০:৩৮438310
  • রেশিওটা কারোরই জানা নেই তো। এটাই তো পয়েন্ট। র্যান্ডাম স্যাম্পলিং না করে ওটা জানার উপায়ও নেই। কিন্তু এটা করা হচ্ছেনা। কারো করার ইচ্ছে আছে বলেও মনে হচ্ছেনা। যে হিসেবটা হচ্ছে, সেটা খুবই গোলমেলে। প্রভূত বায়াস আছে। অরিনবাবু দীপাঞ্জন দুজনেই লিখ্ছেন সেটা।  একটা  উদাহরণ দিয়েই বলি। আমেরিকায় গড়ে ৩০-৪০ হাজার মানুষ বছরে ফ্লুতে মারা যান। স্রেফ যারা ফ্লু এর কারণে হাসপাতালে যান, তাঁদের সংখ্যা নিয়ে রেশিও বানালে সেটা হয়তো ২০% আসবে। কিন্তু তাতে বায়াস প্রচুর।

  • aranya | 108.162.***.*** | ২৪ মার্চ ২০২০ ১০:৩৮438309
  • ফুটবল ভাল খেলেন না বলে আপনারা আনন্দ করছেন, ছি ছি
    @ টি, ডিসি
  • দীপাঞ্জন | 172.68.***.*** | ২৪ মার্চ ২০২০ ১০:২৬438308
  • "মৃত্যু হার এর মধ্যে ইতালি ও জার্মানির মধ্যে আকাশ পাতাল তফাৎ।"

    প্রথম দুটো কারণ পড়েছি ।তৃতীয়টা আমার বানানো কন্সপিরেসি থিওরি ।

    ১) জার্মানিতে কম সিম্পটম-এর কেসেও টেস্টিং অনেক বেশি হয়েছে, ইতালিতে খুব সিরিয়াস কেস ছাড়া টেস্টিং হয়নি। ফলে সিলেকশন বায়াস আছে ।

    ২) জার্মানিতে মৃতের শরীরে ভাইরাস পেলেই সেটা করোনা-কে এট্রিবিউট করা হয়নি । হিস্ট্রি, কো-মরবিডিটি, সিম্পটম, আর কোন প্যাথোজেন (অনেক সময়ই নিউমোনিয়া মৃত্যু হলে একাধিক ভাইরাস পোস্ট-মর্টেম পাওয়া যায়) আছে এই সব দেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রেসেন্স অফ ভাইরাস মানেই কসালিটি নয় । ইতালিতে পসিটিভ হলেই করোনা ডেথ ।

    ৩) ইতালি EU বেলআউট ফান্ডের টাকা অনেকদিন ধরেই চাইছিলো । ক্রাইসিস বাড়িয়ে দেখানোয় incented । জার্মানি উল্টো । সত্যি হয়তো মাঝামাঝি কোথাও । EU আজ টাকা কমিট করেছে - দেখা যাক CFR কমে কিনা ।
  • অরিন | ২৪ মার্চ ২০২০ ১০:২৩438307
  • "উত্তর যদি হ্যাঁ হয়,তাহলে তো বলতে হবে মোট জনসংখ্যার 60 শতাংশ,অর্থাৎ প্রায় দু থেকেআড়াই কোটি লোকের ইনফেকশন হয়েই গেছে,এযাবৎ।"

    ৬০ এর সংখ্যা টি আন্দাজ । আসল নম্বর কেউ জানে না। মোট জনসংখ্যার নয়, "susceptible ", যাদের হতে পারতো । সেই সংখ্যা ও অনুপাত কমে এসেছে অনেকটাই , সেটাই হার্ড ইমিউনিটি ।

    তিনটে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সল্ভ করার একটা ব্যাপার আছে এখানে ও এই প্যারামিটার গুলো এস্টিমেশন করলে হার্ড ইমিউনিটি'র কিছুটা আন্দাজ পাওয়া যাবে (SIR মডেল) :

    ```S = susceptible
    I = infected
    R = recovered

    ds/dt = -\beta * s(t) * i(t)
    di/dt = \beta * s(t) * i(t) - \gamma * s(t)
    dr/dt = \gamma * s(t)`

    ds / dt + di / dt + dr / dt = 0
    ```
    এখানে অঙ্ক দেখানো অসম্ভব । হাত ব্যাথা হয়ে গেলো ।
  • π | ২৪ মার্চ ২০২০ ১০:২১438306
  • খবরের কাগজ তো চলতে দেওয়াই উচিত না। ভালমতন কন্টমিনেশন সোর্স
  • T | 162.158.***.*** | ২৪ মার্চ ২০২০ ১০:২০438305
  • লকডাউনের ডিশিসন ঠিক না ভুল হ'ল কে জানে। ইন্টারন্যাশনাল আর ডোমেস্টিক ফ্লাইট কী ট্রেন বন্ধ করছে ঠিকাছে। ভারতে এখনো অবধি অন্যান্য দেশের মতন যে গতিতে বাড়ার কথা (৩৩%) সেই গতিতে বাড়েনি। আর এইরকম স্ট্রিঞ্জেন্ট লকডাউনের ফলে কেসের সংখ্যা কিছু তো কমারই কথা। এতে একটা মিথ্যে ধারণা তৈরী হতেই পারে যে ব্যস, করোনা ফিনিশ। প্যানিকের চোটে এখন হাত ধোয়াধুয়ি নিয়ে হুজুগ চলচে, কিন্তু লোকজন হপ্তাখানেক পরে হৈ হৈ করে মাঠে নেমে গেলেই ওসব আর কেউ মানবে না। তখন শান্তিপুর ডুবু ডুবু কেস হবেই।

    এদিকে লকডাউন না কল্লে ইমিডিয়েট কমানোর কিছুও দেখি না।
  • dc | 162.158.***.*** | ২৪ মার্চ ২০২০ ১০:১৮438304
  • " বিভিন্ন দেশের মধ্যে তুলনামূলক বিচার বিবেচনা করতে চাইলে standardised মর্টালিটি ধরে করা উচিত"

    এটা অরিনবাবু খুব ভালো লিখেছেন, ভারি ইন্টারেস্টিং। কিন্তু করোনার ক্ষেত্রে রেশিওটা কিভাবে বার করবেন? মানে করোনায় এক্সপেক্টেড মৃত্যুহার কি কিছু জানা গেছে? বা অন্দাজে মোটামুটি ১% থেকে ১০% কিছু একটা ধরা হচ্ছে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত