*বিশেষ
গোয়েরিং র সঙ্গে হিটলারের সম্পর্কের অবনতি হয়। ফুহেরারের সঙ্গে দেখা করেও যে বিশেশ লাভ হবেনা তাই নাকি বলেছিল। একটু সময় করে তথ্যসূত্র ঘেঁটে দেখব। পড়েছিলাম।
আমার এক অস্ট্রিয়ান বন্ধু বলে খোদ জার্মানিতেই নাৎসিদের অবস্থা খুব খারাপ হয়েছিল। হিটলারের পরিবারের লোকজন তাদের পদবী বদলে ফেলেছিল। সামান্য নাৎসী লিঙ্ক ধরা পড়লে ইউরোপের মধ্যেই অন্যান্য দেশে যাওয়া অসম্ভব হত।
আলজাজিরায় এ বিষয়ে একটি তথ্যচিত্র দেখিয়েছিল। এক নাৎসি সোলজার ও তার পরিবার এখানে, সেখানে ঘুরে, টুরে আফ্রিকা হয়ে শেষে দক্ষিণ অ্যামেরিকায় আশ্রয় নেয়। এক পরিবারের সদস্যরা পরস্পরের থেকে বিচ্ছিন্ন ছিল বহুকাল। পরে সবাই মিলিত হয়।
নাৎসি সামরিক নেতা গোয়েরিং সুভাষ বসুকে হিটলার সম্পর্কে সাবধান করেছিল। ''Do not trust the Nazis"
নুরেমবার্গ ট্রায়ালে গোয়েরিং এর ফাঁসি হয়।
না, উবেরমেনশের ধারণাটা ইটসেলফ অসম্ভব ইম্প্যাক্টফুল। নইলে হাইডেগার বা ন্যুট হামসুনের মত লোকেরা নাজি পার্টিতে আকৃষ্ট হত না। পরে বীভৎসতা দেখে সরে যাবেন। সে ঠিক আছে। কিন্তু হিটলার জার্মান জাতটাকে একদম ভেতর থেকে ধরেছিল। প্রাচ্যে বৌদ্ধ দর্শনের কিছুটা এরকম পোটেনশিয়াল আছে। একদম ভেতর থেকে ধরে। ঃ-))
ট্রাম্পেরও জার্মান ডিসেন্ট ।