কে প্রেসিডেন্ট হয়েছে না হয়েছে তা দিয়ে একটা পার্টিকুলার গ্রুপ সোশালি কতটা এগিয়ে বা পিছিয়ে আছে তা প্রমাণ হয় না। ইন্দিরা গান্ধী, শেখ হাসিনা এদের দিয়ে প্রমাণ হয় না ভারত বাংলাদেশে মেয়েদের অবস্থা ভাল।
@aranya ঠিক ঠিক। :-)
হলনা।
স্বপ্ন ছেল বলিভিয়ার গেরিলাকুমার
সেশমেশ সেই পাশের বাড়ির প্যাংলা গোঁয়ার। ঃ-)))
" স্বপ্ন ছেল.................................
সেশমেশ সেই.............................. "
এই টেমপ্লেটে সকলে নানারকম পদরচনা করুন। ঃ-)))
আমেরিকার হিসেবে লেফট আর কি। অনেকটা ভারতের ফরোয়ার্ড ব্লকের মতো। টোটালি ঙুলভাল কিন্তু বামফ্রন্টে থাকার মতো। :-)
সিএনেন একটি জিনিস। সুপার টুইসডের ঠিক আগের রাতে টেক্সাসে এসে এমি-বেটো-বুটি একসঙ্গে "বাইডেনই পার্টির মুখ, বাইডেনই পার্টিকে বাঁচাতে পারে" গোছের উলুতপুলুত স্টেটমৈন্ট দিল জনসভায়। খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড ব্যাপার। সিএনএন এবং যাবতীয় মেনস্ট্রিম মিডিয়া প্রাইম টাইমে চার ঘন্টা ধরে সেটা দেখিয়ে চলল। এরপর আর বাইডেনের অ্যাড লাগবে কীসে। তারপর গ্রাউন্ডগেমটা সামলাল এস্টাবলিশমেন্ট। হাওয়া উঠে গেল পার্টিকে বাঁচাতে হবে। টেলিপ্রম্পটার নিয়ে বাইডেন স্পিচ দিয়ে ফেললেন। সেটাও নিখঁুত লাইনে লেখা।
কিন্তু ওই আর কি, লেফটদের তো বোঝা উচিতই ছিল এরকম হবে। তারা ডিভাইডেড। ঠিকই আছে।
আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে এক ভদ্রলোক ক্রিপটোকারেনসি নিয়ে লিখেছেন। লেখাটায় আগাগোড়া অনেকগুলো তথ্য আছে যার সত্যতা যাচাই করা উচিত ছিল। যেমন, লিখেছেন, " সাতোসি নাকামোতো ২০০৮ সালের শেষে জাপানে কম্পিউটার নির্ভর লেনদেন ব্যবস্থা তৈরি করেন", এ ব্যাপারটা সেরকম নয়। প্রথমত, নাকামোতো একজন না একাধিক ব্যক্তি এ নিয়ে সংশয় আছে। দ্বিতীয়ত, নাকামোতো "লেনদেন ব্যবস্থা তৈরী" করেননি, ব্লকচেন নির্ভর বিটকয়েন এর ওপর একটি ক্রিপটোগ্রাফি মেলিং লিস্টে পেপার লেখেন, বিটকয়েনের ট্রানস্যাকশান শুরু হয় ২০০৯-এ। তাছাড়া ব্লকচেন নির্ভর হতে পারে, তার মানে এই নয় যে "নাকামোতো রাস্তায় হেঁটে বাজারে নানান ই-মুদ্রা চলছে, যাদের নিজেদের মধ্যে বিনিময় মূল্যও তৈরি হয়ে গিয়েছে। বাজারে বিটকয়েনের বিনিময় মূল্য কিন্তু অনেক। আজকের হিসাবে প্রায় ১০ হাজার ডলার। বিটকয়েনের সঙ্গী হিসাবে বাজারে রয়েছে লাইটকয়েন, ইথেরিয়াম, ব্যাটের মতো আরও অনেক ই-মুদ্রা",
এগুলো এক জিনিস নয় মোটেই। ইথিরিয়াম, বিশেষ করে, শুধুই "মুদ্রা" নয়। ভারত সরকার হঠাৎ ক্রিপটোকারেনসি নিয়ে উৎসাহী হলেন কেন , একটু ভেবে দেখা উচিত।