ইউ এস ইলেকশনে টাকা হচ্ছে আসল জিনিস। চমস্কি একটা গল্প বলেন। উনিশ শতকের বিখ্যাত ক্যাম্পেন অর্গানাইজার মার্ক হ্যানাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল সফল ক্যাম্পেনের জন্য কী কী জিনিস সবচেয়ে গুরুত্ত্বপূর্ণ? তিনি বলেছিলেনঃ "There are two things. The first one is money, and I’ve forgotten what the second was." তো চমস্কির মতে ১৮৯৫ থেকে আজ পর্যন্ত অবস্থা বদলায় নি। কিন্তু বার্নি একমাত্র ব্যতিক্রম। এই ইলেকশনে আমেরিকার ইতিহাসে প্রথমবার হাতে বিগ মানি থাকাটা কিছুটা নেগেটিভ ব্যাপার হয়ে গেছে, থ্যাঙ্কস টু বার্নি।
"এটা রিলেটেড টপিক। একটা ইউ আই আইডিয়া দিন তো, যাতে একটা টপিকে আলোচনা শুরু হলে সেটা একটা সুতোর মতো হয়ে যায়।"
আমি যে কয়েকটা ডিশকাসন গ্রুপ দেখেছি বা নিয়ম করে অংশ নিই, তার ভিত্তিতে কয়েকটা স্যাম্পল দিলাম, দেখুন কাজে লাগে কি না।
এটা কিয়ালো'র স্টাইল, ডিবেট, ওপরে টপিক, তলায় দুদিকে থ্রেড,
এটা রেডিটের স্টাইল, সবথেকে বেশী চলে মনে হয়, একটা টপিক, তার পর থ্রেড, সাবথ্রেড একটা আরেকটাতে নেস্টেড। নেসটিং এর প্যাটারণটা লক্ষ করুন, ক্রমশ ডানদিকে যাচ্ছে । দুতিনটে লেভেলের বেশী নেস্টিং না করলেও দিব্যি চলে যায় ।
এর পরেরটা Discourse নামে ডিসকাশন গ্রুপের UI । অনেকটা আমাদের এখানকার মতন। একটা বড় টপিক, সেখান থেকে পর পর যাঁর যা লেখার একাদিক্রমে লিখে যান, সব লেখা মূল লেখার সাবটপিক হিসেবে আলোচনা চলতে থাকে ।
আরেকটা প্যাটারণ আছে, সেখানে একটা বড় লেখা একদিকে থাকে (সাধারণত বাঁ দিকে), আর আলোচনাগুলো ডান দিকে রাখা থাকে, এবং আলোচনা গুলো পাঠকের ইচ্ছানুযায়ী দেখা বা লুকিয়ে ফেলা যায়। এটা একটা গ্রুপ আলোচনায় কতটা কাজে দেবে বলা মুশকিল, তবে লেখা পড়তে সুবিধে হয় । Daniela Saderi Pre-review নামে একটা সাইটে ব্যবহার করে । এটা টইপত্তরে ব্যবহার করে দেখা যেতে পারে বলে মনে হয় । এদের সমগোত্রীয় হাইপোথিসিস, তবে সেটাতে মূল লেখা আর কমেন্টগুলো পাশাপাশি থাকে না।
মোটামুটি এই চার রকম প্যাটারন দেখতে পাবেন। এগুলোকে আরকেটু উপযোগী করে তোলার জন্য হ্যাশট্যাগ ইত্যাদি ব্যবহার করা যেতে পারে ।