এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Kohli-good bad ugli | 172.69.***.*** | ০৩ মার্চ ২০২০ ২০:২২432931
  • " আপনি দিনের শেষে কোহলি কে ব্যাটিং এর জন্যে মনে রাখবেন, আমি মনে রাখবো একটা অহংকারী বদমেজাজি উদ্ধত লোক যে খেলার স্পিরিট নষ্ট করতো, আর ওরকম খেলোয়াড় বহু আসবে যাবে ।"
    জাস FYI - স্টিভ স্মিথ কিছুদিন আগেই বল্ল - কোহলিকে চিরকাল মনে রাখব যেভাব ইংলন্ডে আমার পাশে দাঁড়িয়েছে।
    স্মিথ সাসপেনসান কাটিয়ে ফেরার পর ইংলন্ডের মাঠে ওয়ার্ল্ড কাপে ভারতের বিরুদ্ধে ম্যাচে দর্শক তাকে আওয়াজ দেয় ব্যাটিং এর সময়। কোহলি ই তাদেরই বারণ করে।
  • g | 162.158.***.*** | ০৩ মার্চ ২০২০ ২০:২২432930
  • মানিক, আকা কিন্তু ভুল কথা বোলে নি, একটু কড়া কৈরা কইসে এই যা।

    আকা, তোকে কয়েকটা জিনিস কিন্তু একটু পারস্পেকটিভ হিসেবে দেখতে হোবে।

    বার্নি, পুরোনো লেফ্টি , (লিটেরালি কোবি র‌্যাবো প্রেমিক ইউরোপিয়ান মোডেল এর জেউইশ লেফ্ট ভেটেরান) যে কিনা কালে কালে ইজরায়েলাইট দের সংগে আইডিওলোজিকাল ফাইট কোরেছে, সিভিল রাইট্স এর বৃদ্ধ দের সঙ্গে কাজ করেছে, আবার ৯৯ এর সিয়াটেল প্রোটেস্ট কে ঘিরে যে কাজ হোয়েছে তাতেও কাজ কোরেছে। কিন্তু অন্যো আইডিওলোগ দের সঙ্গে ওর জেটা পার্থক্য, সেটা হল ও এক ই সংগে আমেরিকান ফরেন পলিসি, ইনকাম আর ওয়েল্থ ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বোলেছে, প্লাস সেই শিকাগো স্কুল বোর্ড এর প্রোটেস্টে র আমল থেকে সোব সোমোয়েই মোনে করেছে, লোকাল অ্যাকশন গুরুত্তঅপূর্ন, বার্লিঙ্গ্টন এর ছোটো শহরের মেয়োরাল রোল এ গিয়ে সেটা ম্যাচিয়োর করেছে। পাবলিক ব্রড কাস্টিঙ্গ এর রেকর্ড করা আউটরিচ প্রোগ্রাম গুলো দেখেছিশ নিশ্চয়ি।
    আবার কঙ্গ্রেস সেনেটে ও ডেমোক্রাট দের সঙ্গে কাজ কোরেছে।

    বার্নি সাপোর্টার রা সোন্খায় বেরেছে, নিজেদের মিসপ্লেস্ড এমপাওয়ারমেন্ট থেকে না, ২০০৮ এর ক্রেডিট ক্রাইসিস এর পরে, প্রথম এটা পরিশ্কার হয়েছে, পোস্ট এইটিজ ফাইনানশিয়াল সার্ভিসেস বাড়ার পর থেকে, কোথাও গিয়ে শহুরে লিবেরাল, আর কাজ হারানো ম্যানুফ্যাকচারিঙ্গ কর্মী দের স্টোরি টা এক জায়্গায় আসতে পেরেছে। তার সঙ্গে ইমিগ্রেশন আর ক্রিমিনাল জাস্টিস, জেন্ডার, ক্লাইমেট চেঞ্জ ইসু গুলো ও এসেচ্ছে।
    পোলিটিকাল দিক থেকে দেখলে, বোহুদিন পর সিঙ্গল ইসু (জেন্ডার বা রেস আইডেন্টিটি পোলিটিক্স, বা গ্রীন পলিটিক্স) একটা জেনেরালিটির দিক থেকে ন্যারেটিভ এ এক জায়্গায় এসেছে, ২০০৮ এর পরে, ক্যাপিটালিজম এর ক্রিটিক হিসেবে।

    সুতোরাঙ্গ এটা নোতুন ড্রিমার দের দোষ দিয়ে লাভ নেই। ২০০৮ পরবর্তী দুনিয়া র একটা অঙ্গ্শ এই জেনেরাল ক্রিটিক এর মোধ্যে একটা সম্ভাব্য সলিউশন হিসেবে বার্নি কে দেখেছে। এটা অবস্থার ফের বা বিপাক বা আমাদের কাছে আশার আলো।

    একটা কোথা মানতে রাজি, অ্যান্দ্রিউ ইয়াঙ্গ যদি থাকতো, তাহোলে ডিবেট টা হতো অটোমেশন এর পৃথিবী তে উনিভার্সাল বেসিক ইনকাম বোনাম জব ক্রাইসিস এবোঙ্গ ট্রেড প্রোটেকশনিজম এর , বা এনার্জি সেকটরের প্রস্তাবিত কনভারসনের ফলে নতুন জব আসার সম্ভাবনায়।

    বার্নি র সাপোর্ট পরিস্থিতি তৈরী কোরেছে, সাপোর্টার রা , খুব তৈরী করে নি। হ্যাং মেডিয়ার শিফ্ট ফ্রম টেলি টু ইনটারনেট প্লেড ইট্স পার্ট। কিন্তু বরো মেডিয়া আউটলেট এর ডিস্ক্রেডিটিঙ্গ এর দায়িত্তও তাদের, হিলি বিলি দের ও না, স্টুডেন্ট দের ও না, ওয়েস্ট কোস্ট বা বোস্টন টেক লিবেরাল দের ও না।
  • অপু | 162.158.***.*** | ০৩ মার্চ ২০২০ ২০:০৬432929
  • আহা আহা!! আমরা ভারতবাসী রা ওয়াখেঙ্গে র লর্ডস এর মধ্যে তফাৎ করে লর্ডস কে টেনে খেলাচ্ছি। এটাও তো বিদেশী দের চাটুকারিতা
  • aka | 172.69.***.*** | ০৩ মার্চ ২০২০ ১৯:৫৫432928
  • আমি মনে হয় ঠিক বোঝাতে পারি নি।
  • মানিক | 162.158.***.*** | ০৩ মার্চ ২০২০ ১৯:২৫432927
  • ও হ্যাঁ, চয়েস ছিল! তা সে আমেরিকানদের চয়েস আছে ট্রাম্পকে ভোট দেবার। বার্নি সাপোর্টারদেরও চয়েস আছে কর্পো ডেমদের ভোট না দেবার।

    ডেমোক্র্যাটিক এস্টাব্লিশমেন্ট যখন মনে করে বার্নি সাপোর্টারদের ভোট তাদের পাওনা, সেটা বুঝি সেন্স অফ এনটাইটলমেন্ট হয় না?

    শেষ অবধি ওয়াশিংটন মলে গিয়োটিন বসবে। এটাই ভবিষ্যৎ।
  • aka | 173.245.***.*** | ০৩ মার্চ ২০২০ ১৯:১৭432926
  • দেখুন বার্ণি হ্যাড এ চয়েজ। ২০১৬ থেকে খুব ভালো করে বার্ণি জানে যে ডেমোক্রেটিক এস্টাবলিশমেন্ট তাকে পছন্দ করে না। আর বার্ণিও ডেমোক্রেটিক এস্টাবলিশমেন্টকে পছন্দ করে না। বার্ণি প্রেসিডেন্সিয়াল ইলেকশনে ডেমোক্রেটিক প্রার্থী হয়ে দাঁড়িয়েছে এসব মাথায় রেখেই, ড্রাস্টিক (আম্রিগান কনটেক্সটে) পলিসি চেঞ্জ করার কথা ভাবছে এসব মাথায় রেখেই। ডেমোক্রেটিক সুপার প্যাককে ম্যানেজ না করলে কংগ্রেসে মেডিকেয়ার ফর অল পাস করবে কি করে?

    জর্জ ওয়ালেশ ইন্ডিপেন্ডেন্ট মানে এই ডেম বা রিপাব্লিকান না হয়ে দাঁড়িয়ে দক্ষিণের স্টেট জিতেছিল। বার্ণি তা চায় না, অতএব এর মধ্যেই জিততে হবে, অ্যাবসলিউট মেজরিটি না পেলে সুপার প্যাক ওর বিরুদ্ধে ভোট দিতে পারে, ডেমদের নিয়ম মেনেই, আর বার্ণি তা জেনেই ডেমদের হয়ে দাঁড়িয়েছে।

    ওয়ারেনের কোয়ালিশন চাইলে কথা বলুক যে ওয়ারেন ওর রানিং মেট হবে। ইত্যাদি।

    তবে বার্ণি এসব জেনেই লড়ছে। সমস্যা বার্ণি সমর্থকদের নিয়ে। তাদের মনের মধ্যে একটা সেন্স অফ ফেয়ারনেস তৈরী হয়েছে যা অলমোস্ট এনটাইটেলমেন্টে পরিণত হচ্ছে।
  • quark | 162.158.***.*** | ০৩ মার্চ ২০২০ ১৯:০১432925
  • ইয়ে, মানে 'শিলা' তো পেলুম! শীলা আসেনি বটে।
  • দোবরু পান্না | 162.158.***.*** | ০৩ মার্চ ২০২০ ১৮:৫৭432924
  • শিলা আর কই? বৃষ্টি হল বটে

  • quark | 14.***.*** | ০৩ মার্চ ২০২০ ১৭:২১432923
  • শিলাবৃষ্টি! আজই কি সেই দিন?
  • g | 162.158.***.*** | ০৩ মার্চ ২০২০ ১৬:২০432922
  • ভাই তুমি একটু ঘুমা। আর কোনো দেশের জন্য আর দুশ্চিন্তা করো না :-)))
  • g | 162.158.***.*** | ০৩ মার্চ ২০২০ ১৬:১৬432921
  • একের পর এক বন্ধু মারা যাচ্ছে মাইরি। অসহ্য ডিপ্রেসিঙ্গ একটা বালের দুনিয়া।
  • S | 162.158.***.*** | ০৩ মার্চ ২০২০ ১৬:১৩432920
  • আমেরিকায় বড় ক্যাপিটালের দৌড় যে কতদূর সেটা সাধারণ আমেরিকানরা কিছুতেই বিশ্বাস করতে চায় না। তারা এখনও মনে করে যে হার্ডওয়ার্কের মাধ্যমে তাদের দিন ফিরবে এবং একদিন তারাও বিলিয়নেয়ার হয়ে যাবে। অতেব ক্যাপিটালিজম জিন্দাবাদ।
  • g | 162.158.***.*** | ০৩ মার্চ ২০২০ ১৫:২৯432919
  • *ডেমোক্র্যাট রা
  • g | 162.158.***.*** | ০৩ মার্চ ২০২০ ১৫:২৯432918
  • বার্নি কে হারগিজ নমিনেশন দেবে না, ইন্ডি হিসেবে বার্নি দাঁড়াবেও না। রিপাবলিকান রা ভোটার দের সাপ্রেস করার জন্য সিভিল রাইটস / কেনেডি র আমলে যা করতো এখন দমকরাটা রা তাই করছে। ইনক্রেডিবল। ডিপ সাউথ হ্যাজ রিমেইনড ইন ডিপ শিট। আর ওখানকার কালো বুড়ো দের আর জীবনে আঙকল টম হওয়া বন্ধ হলো না।
  • S | 108.162.***.*** | ০৩ মার্চ ২০২০ ১৩:২২432916
  • খবরটা দেখলাম ইয়ঙ্গ টার্ক্সএ। মনে হচ্ছে না বার্ণীকে নমিনেশান পেতে দেবে। বার্ণী সবথেকে বেশি ডেলিগেট পেলেও, শেষে বাইডেন এগিয়ে যাবে সুপার ডেলিগেটসদের সাহায্যে। জোড় করে বাইডেনকে ক্যান্ডিডেট বানানো হচ্ছে।
  • g | 162.158.***.*** | ০৩ মার্চ ২০২০ ১৩:০৮432915
  • জেরিম্যান্ডারিং এর চুড়ান্ত চলছে। সুপার টিউসডে র আগেই, ৫৪০ টা পোলিঙ্গ স্টেশন টেক্শাসে বন্ধ কোরেছে সেই কাউন্টি গুলো তে , যেখানে লাটিনো আর ব্ল্যাক ভোট বেশি, বা গত চার বছরে সিগনিফিকান্টলি বেড়েছে।

    চোট্টামো টা গত বারের জোরজিয়া কেও ছাড়িয়ে যাচ্ছে।
  • সে | 162.158.***.*** | ০৩ মার্চ ২০২০ ১২:২৬432914
  • প্রশান্ত কিশোর এবার “বাংলার বার্তা” নামটা পুরো ঝেঁপে দিল। চোর।
  • o | 162.158.***.*** | ০৩ মার্চ ২০২০ ১২:১৫432913
  • কংগ্রেস দিল্লি দাঙ্গার প্রতিবাদ করেছে স্টপ হেট স্পিচ, সেভ আওয়ার ইন্ডিয়া, প্রধানমন্ত্রী জবাব দো এরকম কয়েকটি নিরামিষ পোষ্টার নিয়ে। লোকে বলছে পাড়ায় কর্পোরেশন রাস্তা খুঁড়লেও এর চেয়ে বেশি লোক গিয়ে গজল্লা পাকায়। ঃ-)))
  • de | 162.158.***.*** | ০৩ মার্চ ২০২০ ১১:৫৬432912
  • ১৩০ কোটীর থেকে এগারোজনে আসতে যে অ্যামাউন্টে স্ট্রাগল করতে হয়, তাতে বোধহয় অনেক কিছুতেই মরচে ধরে যায়!
  • অরিন | ০৩ মার্চ ২০২০ ১১:৫৩432911
  • ১৩ বছর পর আবার ফাইনালে! 

  • b | 162.158.***.*** | ০৩ মার্চ ২০২০ ১১:৪৬432910
  • বাংলা জিতে গ্যালো। য়াহু।
  • lcm | 172.68.***.*** | ০৩ মার্চ ২০২০ ১১:৩৩432909
  • অ্যাডাম স্যান্ডলার -এর গিল্মোর দেখেচি, কোয়েক্বর - ইনভিকটাস। ---
    তব্বে , সেদিন ঐ দেখলম - ওয়ান্স আপওন আ টাইম ইন হলিউড --- ব্র‌্যাড পিট ভালো করেছে - আসল ঘটনা যেটার ওপর ভিত্তি কোরে গপ্পো, সেটা শেষে পাল্টে দিয়েছেম কোয়ারান্তিনো ।
  • অরিন | ০৩ মার্চ ২০২০ ১১:৩০432908
  • রাগবি আর পলিটিক্স ভাল লাগলে "ইনভিকটাস" , :-), কিউয়ি অল ব্ল্যাক সাউথ আফরিকা (প্রোটিয়াস) রাগবি ।
  • lcm | 172.68.***.*** | ০৩ মার্চ ২০২০ ১১:২৭432907
  • আচ্ছা, আচ্ছা - ঠিক আছে, ঠিক আছে - নিউজিল্যান্ড খুব ভালো, অস্ট্রেলিয়া খুব খারাপ । গ্রস জেনারালাইজেশান তো সবাই করছে । সর্বত্র। অসুবিধের কিছু নেই। অল ইজ অয়েল !
  • অরিন | ০৩ মার্চ ২০২০ ১১:২৪432906
  • Adam Sandler এর  দারুণ ভাল সিনেমাটা । গল্ফ শিখতে চাইলে দেখুন, :-), নিদেন পক্ষে ড্রাইভিং রেঞ্জে ও কাজে দেবে । 

  • S | 108.162.***.*** | ০৩ মার্চ ২০২০ ১১:২১432905
  • স্পোর্টস থ্রীলার নিয়ে উৎসাহ থাকলে "দ্য গ্রেটেস্ট গেম এভার প্লেইড" দেখে নিতে পারেন। গল্ফ নিয়ে। জাস্ট দুর্ধর্ষ। গল্ফের খেলা আর তাতে ক্লাস স্ট্রাগলের কনফ্লিক্টটা খুব ভালো দেখিয়েছে।
  • r2h | 162.158.***.*** | ০৩ মার্চ ২০২০ ১১:১৫432904
  • হ্যাপি গিলমোর বলে একটা সিনেমা আছে, ভদ্রলোকের বনাম তত ভদ্রলোকের নয় খেলা প্রসঙ্গে মনে পড়লো।
  • S | 108.162.***.*** | ০৩ মার্চ ২০২০ ১১:১৪432903
  • S | 108.162.***.*** | ০৩ মার্চ ২০২০ ১১:১১432902
  • মানে? আপনি একটা বাজে ভিত্তিহীন অভিযোগ আনলেন। তার উত্তর দিলাম। আমিই এই একপাতা আগেই এখানে কেন উইলিয়ামসনের প্রশংসা করেছি। কোহলিরও তো নিন্দেমন্দ করলাম। বাংলাদেশের ক্রিকেট টীমের নামেও করেছি। কিন্তু আপনিই একটা ভিত্তিহীন অভোযোগ করলেন। কিন্তু তাই বলে অজি আর ইংলিশরা মাঠে প্রচুর অভদ্রতা করত আর করে সেটা বলা যাবেনা? হোয়াইট সুপ্রিমেসির নিন্দের সঙ্গে হোয়াইট রেসের পার্থক্য না বুঝলে তো মুশকিল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত