এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | 172.68.***.*** | ০৩ মার্চ ২০২০ ১০:০০432871
  • সৌরভের এটা আগে দেখি নি, এক তো পায়ে লেগেছে পরিষ্কার, তার ওপর ক্যাচও মাটিতে
  • S | 108.162.***.*** | ০৩ মার্চ ২০২০ ০৯:৫৭432870
  • দুটোর মধ্যে পার্থক্য আছে। গাঙ্গুলিরটা রেগুলারলি হয়ে থাকে। এখানে যেটার কথা বলছি সেটা একদম বল পড়ে মাটিতে গড়াগড়ি করছে, সেটা খপ করে তুলে নিয়েছে।
  • | 162.158.***.*** | ০৩ মার্চ ২০২০ ০৯:৫৭432869
  • ব্যক্তিগত ক্ল্যারিটি ওয়ারেন এর থেকে এমনকি ক্লোবাচার এর বেটার।
  • aka | 162.158.***.*** | ০৩ মার্চ ২০২০ ০৯:৫৬432868


  • **এন ইজি
  • lcm | 172.68.***.*** | ০৩ মার্চ ২০২০ ০৯:৫৫432867
  • কস্টকো তে প্যানিক, করোনা ভাইরাস প্যানিকে সবাই গাদা গাদা জিনিস কিনে নিয়ে যাচ্ছে, স্টক শেষ । গতকাল এখানে মাউন্টেইন ভিউ-র কস্টকো তে নাকি লোকজন নিজেরাই মই বেয়ে উঠে ওপরের তাকে থেকে জলের বোতলের বাক্স নামাচ্ছিল, তাই করতে গিয়ে একজন পরে গিয়ে হুলুস্থূল ।
    https://www.businessinsider.com/costco-stores-shoppers-busy-packed-coronavirus-panic-2020-3
  • quark | 162.158.***.*** | ০৩ মার্চ ২০২০ ০৯:৫৫432866
  • "নিউজিল্যান্ড বাদে আইসিসি টেস্ট চ্যাম্পিয়ানশিপের সব কটা ম্যাচ ভারত জিতেছে।"

    ঐ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার পর থেকে সব ম্যাচ দেশের পাটা উইকেটে খেলে (এবং যথারীতি জিতে) এই প্রথম গ্রিন টপে সুইং বোলারদের খেলতে হয়েছে (এবং যথারীতি ০-২, তার মধ্যে একটা চতুর্থ ইনিংসে বিপক্ষকে ৮ রানের লক্ষ্য দিয়ে দশ উইকেটে হেরে)।
  • aka | 162.158.***.*** | ০৩ মার্চ ২০২০ ০৯:৫২432865
  • কেন গাঙ্গুলি? গিলক্রিস্টের ক্যাচ মাটি থেকে ধরে কি লাফালাফি। তারপরেথার্ড আম্পায়ার নাকচ করার পরে গিলি বলে -ইট ইজ এ ইজি গেম ইন স্লো মোশন।
  • S | 108.162.***.*** | ০৩ মার্চ ২০২০ ০৯:৪৮432864
  • সেদিন ইন্ডিয়া বনাম ইংল্যন্ডের মহিলাদের একটা খেলার হাইলাইটস দেখছিলাম। ইন্ডিয়ান ব্যাটসম্যান ক্যাচ দিয়েছে, পিছনে কীপার ধরে অলরেডি আউট আউট করে হইহল্লা হাইফাইভ দিতে শুরু করেছে। ইন্ডিয়ান ব্যাটসম্যান দাঁড়িয়ে আম্পায়ারকে বলছে একবার চেক করতে। চেক করে দেখা গেল মাটি থেকে বল তুলে ক্যাচ বলে চালিয়ে দিতে গেছিল। মানে একদম ক্যাচ মিস করে মাটিতে পড়ে গেছে, সেই বল হাতে করে তুলে নিয়েছে। শরীরের আড়ালে ছিল বলে আম্পায়ারের পক্ষে বোঝা সম্ভব হয়নি।

    বুঝলাম সমস্যা অনেক গভীরে।
  • অরিন | ০৩ মার্চ ২০২০ ০৯:৪৬432863
  • অজিদের স্লেজিং নিয়ে বলব না কেন?

    ওরাই তো নাটের গুরু! Australian রা সব খেলায় স্লেজিং করে। ক্রিকেট না হয় ছেড়েই দিলাম, টেনিসে দেখুন না, নিক কিরগিওস? ম্যাচ হারতে শুরু করলেই গালাগালি, আনডার আরম সার্ভ, লাইন আম্পায়ার, যাকে পায় তার সঙ্গে বজ্জাতি করে । দুরন্ত প্লেয়ার, কিন্তু তাতে কি কিছু আটকায়? 

  • অপু | 162.158.***.*** | ০৩ মার্চ ২০২০ ০৯:৪৩432862
  • গুন্ডাপ্পা বিশ্বনাথ কে মনে পড়ে? আউট দিয়ে দেওয়া বব টেলর কে ফিরিয়ে আনেন। টেল এনটডার দের সাহায্যে টেলর ম্যাচ টি বাচিয়ে দেন। :))
  • | 162.158.***.*** | ০৩ মার্চ ২০২০ ০৯:৪০432861
  • অরিন কি অস্ট্রেলিয়ানদের স্লেজিং নিয়েও দুই চার কথা বলবেন নাকি? নাহলে বড্ড একপেশে লাগছে দেখতে।
  • lcm | 172.68.***.*** | ০৩ মার্চ ২০২০ ০৯:৩৫432860
  • চাপ কিসের বোতিন? গালাগালির চাপ?
  • অপু | 162.158.***.*** | ০৩ মার্চ ২০২০ ০৯:৩৩432859
  • 93:সাল থেকে ইডেন যাচ্ছি মশাই।তবে আজকাল চাপ লাগে :((
  • lcm | 172.68.***.*** | ০৩ মার্চ ২০২০ ০৯:৩১432858
  • "মাঠ চিরকালই খিস্তির জায়গা" --- আহা! দোষটা মাঠের নয়, একই মাঠেই রাহুল দ্রাবিড় খেলে, অনিল কুম্বলে খেলে
  • S | 162.158.***.*** | ০৩ মার্চ ২০২০ ০৯:২৮432857
  • তবে যো বাইডেন ক্যান্ডিডেট হলে এই প্রথম দুই প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেটকে স্টেজে হাতাহাতি করতে দেখা যেতে পারে। সেটাও কম প্রাপ্তি নয়।
  • o | 108.162.***.*** | ০৩ মার্চ ২০২০ ০৯:২৫432856
  • ১৬ তে তবু হিলারী হারা পর্যন্ত ট্রাম্পকে ওয়েট করতে হয়েছিল, এবার বাইডেন জিতলেই ট্রাম্প ভিক্ট্রী পার্টি দিয়ে দেবে। বিন্দাস আছে লোকটা! ঃ-))) 

  • অরিন | ০৩ মার্চ ২০২০ ০৯:২৩432855
  • প্রাইমারীর ডিসকাশনটা এখানে দারুণ হচ্ছে । আজকে নেট সিলভারের ৫৩৮ সাইট-টা দেখছিলাম, 

    https://projects.fivethirtyeight.com/super-tuesday/

  • হাঃ হাঃ | 162.158.***.*** | ০৩ মার্চ ২০২০ ০৯:২৩432854
  • যাঁরা সপরিবারে টিভিতে খেলা দেখে বড় হয়েছেন, আবহমানের স্লেজিঙ্গ সংস্কৃতির সাথে পরিচিত নন, এমত ভাবালুতা তাদেরই সাজে। মাঠ চিরকালই খিস্তির জায়গা। মানে, চিরটাকালই।
  • aka | 162.158.***.*** | ০৩ মার্চ ২০২০ ০৯:১৩432853
  • তবে ওয়ারেন যতক্ষণ ভোটে থাকে ভালো, বার্ণি-ব্রোরা একটা জিনিষ মোটামুটি নিশ্চিত করে দিয়েছে যে ওয়ারেন উইথড্র করলে ওর ভোট বাইডেনের দিকেই যাবে, বার্ণিকে ওয়ারেন সাপোর্টাররা ভোট দেবে না, বার্ণির কোন দান নেই এতে, বার্ণি-ব্রো দের আছে।

    সুপার টিউসডে অবধি থেকে বাইডেনের কিছু ভোট অন্তত খাক।
  • S | 162.158.***.*** | ০৩ মার্চ ২০২০ ০৯:০৯432852
  • এই ইলেকশনে এলিজাবেথ ওয়ারেণের নিজস্ব ভোট খুব সামান্যই। প্রোগ্রেসিভ ভোটের একটা অংশ ওয়ারেণের পাওয়ার কথা ছিল। বার্ণীকে ক্রমাগত অ্যাটাক করার ফলে সেটা হয়নি। এখন তো প্যাক মানি এসে টেসে একেবারে ঘেঁটে ঘ হয়ে গেছে।
  • অরিন | ০৩ মার্চ ২০২০ ০৯:০৮432851
  • "কোহলিকে ওর বাঞ্চোতের জন্যে মনে রাখবো না, কিন্তু ওর ব্যাটিংটাই"

    @b ,

    আপনাকে আলাদা করে বলতে চাইনি বলেই নাম করি নি, কারণ আপনি ছাড়াও অন্যরাও কোহলিকে ক্লিন চিট দিয়েছে, এমনকি কোহলি যাকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্যটা করেছে, সেই কেন উইলিয়ামসন অবধি কাটিয়ে দিয়েছে, এই বলে যে প্যাশনেট প্লেয়ার, বলতেই পারে, বাদ দিন । "এটাই ওনার ধাত" , "মেজাজি লোক" , "ব্যাড প্যাচ যাচ্ছে বলে করে ফেলেছে (না হলে করতো না)", এই যুক্তি গুলো কোহলির বন্ধুবান্ধবরা, এবং ওনার খেলার ভক্তরা দেবেন এতে আশ্চর্যের কিছু নেই । তাতে অবশ্য লোকটা খেলার মাঠে বাজে মন্তব্য করে পরিবেশ নষ্ট করলো এটা অস্বীকার করা যায় না । এবং আপনি দিনের শেষে কোহলি কে ব্যাটিং এর জন্যে মনে রাখবেন, আমি মনে রাখবো একটা অহংকারী বদমেজাজি উদ্ধত লোক যে খেলার স্পিরিট নষ্ট করতো, আর ওরকম খেলোয়াড় বহু আসবে যাবে ।

    ব্যাপারটা কিরকম জানেন? প্রতিটি খেলারই কিছু না কিছু "স্পিরিট" থাকে, বিশেষ করে যেগুলো স্পেক্টেটর স্পোর্টস। সেখানে যে খেলছে আর যে দেখছে দুজনেরই খেলাটাকে ভালো লাগার, সম্মান করার একটা জায়গা থাকা উচিত । আপনি যদি নিজে অ্যামেচার লেভেলেও যদি কোন খেলা খেলেন, বলুন তো সেখানে প্রতিপক্ষ জিতছে বলে তার প্রতি মুখ খারাপ করবেন না করেন ? আরেকটা ব্যাপার খেয়াল করে দেখুন, বহু উঠতি প্লেয়ার কোহলি কে রোলে মডেল করে গড়ে উঠছে, তাদের কাছে কোহলি আদর্শ, তারা এই আচরণ গুলো থেকে কি শিখছে ? কোহলির মত টপ ক্লাস প্লেয়ারদের কোনো দায়বদ্ধতা নেই ?

    শুধু ক্রিকেট কেন, সব খেলাই জেন্টলম্যান'স গেম । যে কোন কম্পেটিটিভ স্পোর্টস ই তাই । এটা লিখতে লিখতে 2006 সালে ডেভিড ফস্টার ওয়ালেস এর রজার ফেডেরার কে নিয়ে একটা লেখার কথা মনে পড়ে গেলো, পড়েছেন নিশ্চই, "Roger Federer as religious experience ", সেখানে তিনি লিখেছিলেন,

    "Beauty is not the goal of competitive sports, but high-level sports are a prime venue for the expression of human beauty. The relation is roughly that of courage to war."

    আমার মনে হয় কথাটা সবিশেষ প্রণিধানযোগ্য । বিশেষ করে এই কারণে যে এই সৌন্দর্য্য প্রকাশ করার দায়িত্ত্ব বিশেষ করে যারা খেলেন তাঁদেরই নেয়ার কথা ।

    এই আর কি ।
  • o | 162.158.***.*** | ০৩ মার্চ ২০২০ ০৯:০৩432850
  • ওয়ারেন সম্পর্কে বলা হয়েছিল ম্যাচো সোশ্যালিজম ও কর্পোরেট ফেমিনিজমের মাঝে বেস্ট চয়েস। এই যে বছরখানেকের পুরনো আর্টিকেলঃ

    https://www.theguardian.com/commentisfree/2019/feb/20/sanders-elizabeth-warren-feminism-identity

  • Ishan | 162.158.***.*** | ০৩ মার্চ ২০২০ ০৮:৫৫432849
  • ওয়ারেনের ইন্টিগ্রিটি?

    উনি ছিলেন রিপাবলিকান, হয়েছেন ডেমোক্রাট। সে একরকম। তার চেয়ে ইন্টারেস্টিং এইটা। উনি কদিন অগ্গেন বিগ মানির সাহায্য নিয়ে সেনেটে জিতেছেন। এবারের নির্বাচনের শুরুতে অবস্থান বদলে উনি বিগ মানি এবং সুপার প্যাকের খুব বিরুদ্ধে ছিলেন। মাঝামাঝি এসে কদিন আগে আবার অবস্থান বদলেছেন। এখন ওঁর সুপার প্যাকে কোনো অসুবিধে নেই।

    এছাড়াও উনি কদিন আগে তেড়ে মহিলা কার্ড খেলার চেষ্টা করেছিলেন। এখন শুধু মহিলারাই জিতছেন, পুরুষরা হারছেন, এরকম একটা দাবী করেছিলেন ডিবেট স্টেজে। ( উল্টোটা ভাবুন একবার। কোনো পুরুষ ডিবেটে বলছেন, মহিলাদের ভোট দেবেন কি? ওরা তো কেবল হারে)। সেটা কাজে না লাগায় বার্নির নামে একটা খবর লিক করেছিলেন, যে, আর্ন নাকি ওঁকে একান্তে বলেছেন, মহিলাদের পক্ষে আমেরিকার প্রেসিডেন্ট হওয়া সম্ভব নয়।

    এসব কেউ বিশ্বাস করেনি। হিলারির পর থেকে মহিলা কার্ডটা আর চলেত না। কিন্তু ইন্টিগ্রিটি বলতে এই। আগে যা ছিল, সব বিসর্জনে।
  • | 162.158.***.*** | ০৩ মার্চ ২০২০ ০৮:৪৬432848
  • ওয়ারেন এর ভোট বার্নি পেলে খুবই অবাক হব, কিন্তু বার্নি র ভোট ওয়ারেন পাবে।
  • S | 162.158.***.*** | ০৩ মার্চ ২০২০ ০৮:৪২432847
  • * "ওয়ান অব" টা বাদ দিন আমার আগের পোস্ট থেকে।
  • lcm | 172.68.***.*** | ০৩ মার্চ ২০২০ ০৮:৪১432846
  • গালাগালি জিনিসটা ভাল না, গালাগাল দিয়ে যে লিডারশিপ - সেই জাহাজ ভালো না, একটু ঝড় উঠলেই
  • S | 162.158.***.*** | ০৩ মার্চ ২০২০ ০৮:৩৯432845
  • কোহলি খুবই অ্যানিমেটেড। সেই অবধি ঠিক আছে। কিন্তু মাঝে মধ্যেই ওর বিহেভিয়ার সীমা লঙ্ঘণ করে। নিউজিল্যান্ডও খুব ভালো দল। কিন্তু তার জন্য কেন উইলিয়ামসনকে ঐসব গালাগাল দিতে হয়্না। ঠিক এই একই লজিক আসে বাংলাদেশের ক্রিকেটের সমর্থকদের থেকে। অথচ আমরা সবাই জানি যে ঐদলটা ওয়ান অব দ্য ওয়ার্স্ট বিহেভিং টীম অন ফিল্ড।
  • অপু | 162.158.***.*** | ০৩ মার্চ ২০২০ ০৮:৩৫432844
  • কোহলির চরিত্রের মূল বিষয় হল আগ্রাসন। নিজে শতরান শুধু নয় বিপক্ষের কোন উইকেট গেলে (তা ন/ দশ যাই হোক )শূণ্যে ওর মুঠিবদ্ধ হাত ছুড়ে দেওয়া দেখেছেন? কিংবা সতীর্থ কে জড়িয়ে ধরতে? এই আগ্রাসন টা দলের মধ্যে ছড়িয়ে দিয়েই ভারত কে এমন একটি ভ য়ডরহীন দলে পরিণত করেছে। নিউজিল্যান্ড বাদে আইসিসি টেস্ট চ্যাম্পিয়ানশিপের সব কটা ম্যাচ ভারত জিতেছে। জাস্ট এজ এ ইনফো
  • S | 162.158.***.*** | ০৩ মার্চ ২০২০ ০৮:৩৪432843
  • সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের ক্রাক্স হল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। আর সেই যুদ্ধের ক্রাক্স হল জার্মান ন্যশনালিজম।

    রাশিয়া আক্রমণ করার জন্য ৬০ লক্ষ ইহুদিদের মারার কি প্রয়োজন ছিল? কি প্রয়োজন ছিল বামপন্থীদের খুন করার? কি প্রয়োজন ছিল সিভিল রাইট্স নষ্ট করার? কি প্রয়োজন ছিল পার্লামেন্ট ভেঙে দেওয়ার?

    অনেক তো স্পিনিং হল। নাজিদের ডিফেন্ড করা আর হলোকাস্ট ডিনাই করার জন্য আর কতরকম উপায়ে ইতিহাস বদলানোর চেস্টা করা হবে? এখানেও দেখি সব সোনামুখ করে এইসব ঢপ মেনে নেয়। চাড্ডী কি শুধু একরকম হয়?
  • aka | 162.158.***.*** | ০৩ মার্চ ২০২০ ০৮:৩৪432842
  • নো, ওয়ারেন সম্বন্ধে আমার রিডিঙ্গ সেরকম নয়। ভদ্রমহিলা ফাইটার, ইন্টিগ্রিটি খুবই উচ্চদরের, ক্লোবাচারকে যখন পিট সমেত সবাই চেপে ধরেছিল মেক্সিকোর প্রেসিডেন্টের নাম বলতে না পারার জন্য তখন ওয়ারেন রেস্কিউ করে।

    আল্টিমেটলি ওয়ারেন উইথড্র করলে সেই ভোট বার্ণির দিকে যাবে তার মানে নেই। যেমন বুডাজাজের বেশ কিছু ভোট বার্ণির দিকেও যেতে পারে।

    শি ইজ ফাইটিঙ্গ হার ওন ব্যাটেল। বার্ণিকেও তার নিজের যুদ্ধই লড়তে হবে। আর বার্ণির আইডিওলজিকাল স্ট্যান্ডও তাই নইলে কিছুটা মধ্যপন্থী কথা বলে এস্টাবলিশমেন্টের কাছে আসার চেষ্টা করত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত