এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অপু | 172.69.***.*** | ০২ মার্চ ২০২০ ০০:১৪432661
  • এই মরেচে!!!!
  • অপু | 172.69.***.*** | ০২ মার্চ ২০২০ ০০:১৩432660
  • আটোজ ,একলহমা খবর কী?
  • Atoz | 162.158.***.*** | ০২ মার্চ ২০২০ ০০:০৫432659
  • হ্যাঁ অরিন, ধরুন, নানা শব্দের ভিতর দিয়ে কোথা থেকে আসছে অতি মৃদু কুহুরব। শোনা যায় কি যায় না। কিন্তু আছে। শব্দের জঙ্গলে সেই হল বাঘ। (কে যেন বলেছিল কোথায়, এই শব্দের জঙ্গলে বাঘ ব্যাপারটা। )
    ঃ-)
  • দ্রি | 162.158.***.*** | ০১ মার্চ ২০২০ ২৩:৫৩432658
  • সিএএ নিয়ে কোন সিরিয়াস টই আছে
  • দ্রি | 172.69.***.*** | ০১ মার্চ ২০২০ ২৩:৫০432657
  • এর আগের বার ব্ল্যাক ভোট ট্রাম্প কম পেয়েছিল। এবার কিন্তু বাড়তে পারে। ব্ল্যাকদের ইকনমিক কন্ডিশান ট্রাম্প জমানায় ইম্প্রুভ করেছে।

    কিন্তু ঐ, ইকনমি ট্যাঙ্ক করলে অল বেটস আর অফ। ঐটাই ডেমোক্র‌্যাটদের লাইফলাইন এবার।
  • দ্যুতি | 162.158.***.*** | ০১ মার্চ ২০২০ ২৩:৫০432656
  • @অরিন
    হে হে, ভালো বললেন।

    সমর সেনের কবিতা টি ভালো লাগলো ।
  • অরিন | 198.4.***.*** | ০১ মার্চ ২০২০ ২৩:৪৭432655
  • "শুনি, শুনি, কথা শুনি। মাঝে মাঝে কারুর কারুর কথা শুনে ফেলি। সেই যে এক কবি বলেছিলেন, "কানের ভিতর দিয়া মরমে পশিল গো", সেরকম হলে শুনে ফেলি। ঃ-)"

    আশ্বস্ত করলেন। ব্যতিক্রমী মানুষও তো থাকে সংসারে।
  • দ্রি | 162.158.***.*** | ০১ মার্চ ২০২০ ২৩:৩৬432653
  • দিল্লি রায়টে ব্যবহৃত কেমিক্যালস কোথা থেকে এসেছিল?

  • Atoz | 162.158.***.*** | ০১ মার্চ ২০২০ ২৩:৩৬432654
  • একলহমা,
    সাইটে আছেন কি?
  • S | 162.158.***.*** | ০১ মার্চ ২০২০ ২৩:৩৪432652
  • ওদিকে প্রধান সেবকের নাগরিকত্বের প্রমাণ দিতে পারেনি পিএমো। বলে দিয়েছে উনি সিটিজেন বাই বার্থ, তাই কোনও প্রমাণের দরকারই নাকি আর নেই।
  • Atoz | 162.158.***.*** | ০১ মার্চ ২০২০ ২৩:৩২432651
  • শুনি, শুনি, কথা শুনি। মাঝে মাঝে কারুর কারুর কথা শুনে ফেলি। সেই যে এক কবি বলেছিলেন, "কানের ভিতর দিয়া মরমে পশিল গো", সেরকম হলে শুনে ফেলি। ঃ-)
  • এলেবেলে | 162.158.***.*** | ০১ মার্চ ২০২০ ২৩:৩১432650
  • আবার ফেরাও সহজ শহরে

    যেখানে দশটা-পাঁচটার পর

    ক্লান্ত লোকেরা অন্তত নিঃশঙ্ক বাড়ি ফেরে;

    সূর্যাস্তের সিঁদুর পশ্চিমে,

    ঘরে ঘরে গৃহিণীরা গা ধোয়,

    আর গাঢাকা অন্ধকারে ঘরছাড়া বাবুরা

    চকিতে বেপাড়ায় ঢোকে।

    ...

    পুরোনো দিন ফেরে না কোনোদিন।

    আকাশের দিকে তাকাই,

    আগুনের গোলা যেখানে

    আপনমনে জ্বলে;

    ধুলো ওড়ে, নেড়া বট মাথা উঁচু করে দাঁড়িয়ে

    গতপত্র ক্লান্ত ভঙ্গীতে।

    গাছের যৌবন তবু প্রতি বছর ফেরে

    আমরা ক্রমশ ডুবি স্বখাত সলিলে।

    সহজ জীবনের পর মৃত্যু -

    সে তো বটের উপরে চাঁদের আলো,

    কিম্বা শূন্য পাহাড়ে কুয়াশা।

    ও ধ্রুপদী শান্তি আমাদের নয়;

    অনিদ্রা থেকে দুঃস্বপ্নে আমাদের যাত্রায়

    কাক ডাকে,

    রোদেপোড়া উদ্বিগ্ন মুখের কালো শব্দ।

    বাঙলায় বিহারে গড়মুক্তেশ্বরে

    বিকলাঙ্গ লাস কাঁধে

    লোক চলে গোরস্থানে

    কিম্বা পোড়াবার ঘাটে।

    মৃত্যু হয়তো মিতালি আনে;

    ভবলীলা সাঙ্গ হলে সবাই সমান -

    বিহারের হিন্দু আর নোয়াখালির মুসলমান

    নোয়াখালির হিন্দু আর বিহারের মুসলমান

    শুনি না আর সমুদ্রের গান

    থেমেছে রক্তে ট্রামবাসের বেতাল স্পন্দন।

    ভুলে গেছি সাঁওতাল পরগনার লাল মাটি

    একদা দিগন্তে উদ্যত পাহাড়,

    বাইজীর আসরে শোনা বসন্তবাহার।

    ভুলে গেছি বাগবাজারী রকে আড্ডার মৌতাত,

    বালিগঞ্জের লপেটা চাল,

    আর ডালহাউসীর আর ক্লাইভ স্ট্রীটের হীরক প্রলাপ,

    ডকে জাহাজের বিদেশী ডাক।

    রোম্যান্টিক ব্যাধি আর রূপান্তরিত হয় না কবিতায়।

    যৌবনের প্রেম শেষ প্রবীণের কামে।

    বছর দশেক পরে যাব কাশীধামে।।

    'জন্মদিনে', সমর সেন

  • অরিন | ০১ মার্চ ২০২০ ২৩:২৪432649
  • “গুরুর সাইটে এত লেখা, পড়বো না লিখবো না কমেন্ট করবো, এখানে এলে হারিয়ে যাই।“

    দ্যুতি , এই সাইটে “জেনেগেনের” পোস্ট পড়তে পড়তে আমার ক্রমশ উপলব্ধি এখানে কেউ কিছু পড়ে না, শুধু যে যার নিজের কথা লিখে যায় । এটা ভারতীয়দের স্বভাব, কেউ কারো কথা শোনে না । শুনতে জানেও না । আপনিও, শুধু লিখুন, কমেন্ট করুন, অকারণ পড়ার চাপ নেবেন না ।

    ;-)
  • S | 108.162.***.*** | ০১ মার্চ ২০২০ ২৩:১৩432647
  • হ্যাঁ স্টেসি আব্রাম খুবই স্ট্রঙ্গ ভীপ ক্যান্ডিডেট।
  • S | 108.162.***.*** | ০১ মার্চ ২০২০ ২৩:১১432646
  • সাউথ ক্যারোলাইনাতে ওপেন প্রাইমারি ছিল। কাল ডেটা দিয়েছিলাম। যারা ভোট দিয়েছে তাদের অনেকেই রিপাব্লিকান। ঐ প্রাইমারি দিয়ে বেশি কিছু বোঝা যাবে না। ব্ল্যাক ভোটারদের মধ্যে হিলারির অ্যাপিল বহুগুন বেশি ছিল। তাও ১৪ পয়েন্টে হেরেছিল। অতেব মূল ইলেকশনে সাউথ ক্যারোলাইনা ডাজনট ম্যাটার ফর ডেমোক্র‌্যাট্স।

    ব্ল্যাক ভোট শিকাগোতে মানে ইলিনয়তে লাগবে। পুরো মিড ওয়েস্টে লাগবে। পেনসিলভানিয়া আর ভার্জিনিয়াতেও লাগবে। ফ্লোরিডাতে ব্ল্যাক আর ল্যাটিনো ভোট দুটই লাগবে। কিন্তু মুশকিল হল সাউথে গেলেই লোকে এমনিতেই একটু কনজারভেটিভ হয়ে যায়।

    তবে আমি বার্ণীর কনসালটেন্ট হলে কাস্ত্রো, স্তালিন নিয়ে আর কথা বলতে বারণ করতাম। কেউ জিগালে যেন এগুলোকে রিপ্রেসিভ, আনডেমোক্র‌্যাটিক, অথরেটেরিয়ান রেজিম বলে চুপ করে দেয়। সঙ্গে বর্তমান রাশিয়া এবং চায়্নার নামও জুড়ে দিলে ভালো হয়।
  • aka | 162.158.***.*** | ০১ মার্চ ২০২০ ২৩:১১432645
  • আমার মনে হয় বার্ণি জিতলে যদি স্টেসি আব্রামকে রানিঙ্গ মেট করে তাহলে বার্ণির চান্স আরও বাড়বে।

    কিন্তু আগে প্রাইমারী জিতুক।
  • | 162.158.***.*** | ০১ মার্চ ২০২০ ২৩:০১432644
  • করনেল ওয়েসট তো আগে থেকেই ছিলেন, এম নকি চুড়ান্ত এসটাবলিশমেন্ট হারলেম এর বিশাল ফিগার আল শার্পটন পর্যন্ত এবার বার্নি কে ধরে কথা বলেছেন, তাও এই রেজাল্ট ডিসাপয়েনটিং।
  • অপু | 172.69.***.*** | ০১ মার্চ ২০২০ ২২:৫৮432643
  • পাড়ায় একটা বিয়ে বাড়ি ছিল। পোচুর খাওয়া দাওয়া আর গুছিয়ে আড্ডা হলো :)))
  • S | 162.158.***.*** | ০১ মার্চ ২০২০ ২২:৫৭432642
  • কালো ভোট ওবামার সময় যতটা পড়েছে, আগেরবার তার থেকেও কম পড়েছে, এইবার বোধয় আরো কম পড়বে। বাইডেন ক্যান্ডিডেট হলেও আর ওবামার এন্ডর্সমেন্ট পেলেও।

    কিন্তু আগেরবার হিলারী হেরেছিল দুটো কারণেঃ প্রচুর বার্নী-ডেম ভোট দেয়নি আর মিড ওয়েস্টে হিলারীর অ্যাপিল বা ক্যাম্পেইন ছিলনা। ঐ এরিয়াটা ট্রাম্প পুরোপুরি দখল করে নিয়েছিল। আউটসোর্সিং, ট্রেড ডেফিসিট, ইমিগ্রেশান, আর এনভায়রনমেন্টাল রেগুলেশানের ভয় দেখিয়ে।

    এখন অনেকেই বুঝেছে যে সেসব জাস্ট ভোটের জন্য ছিল। এদিকে রিসেশান এলে ট্রাম্পের অবস্থা কাহিল। এক ইমিগ্রেশানের কুমীর ছানা আর কতবার দেখাবে? ঐ এরিয়াতে বার্ণীর অ্যাপিল খুব ভালো।

    কালো ভোটের ক্ষেত্রে বাইডেন অবশ্যই ডিফারেন্স ক্রিয়েট করতে পারে সাউথের স্টেটগুলোতে। কিন্তু মুশকিল হল ওগুলোতে ট্রাম্প এমনিতেই জিতবে। এক ফ্লোরিডাতে যদি কিছু করতে পারে।

    দেখতে হবে বার্ণী কাকে রানিং মেট বানায়। অন্তত দুটো স্টেট তাকে নিয়ে আসতে হবে। ফোকাস থাকবে মিড ওয়েস্ট।
  • | 162.158.***.*** | ০১ মার্চ ২০২০ ২২:৪৯432641
  • হ্যাঁ ন্যাশনাল পোল, ল্যাটিনো ভোট , আর হিলি বিলি ভোট এই তিন টে লজিক ভালো, তবে কালো ভোট চাই, আর শুধু কালো স্টুডেন্ট ভোট দি য়ে হবে না। পেলোসগ রাত তো ডিনাই করার জন্য বসে আছে।
  • | 162.158.***.*** | ০১ মার্চ ২০২০ ২২:৪৩432640
  • মাইরি গত বছর তিন তারেকের নব উদ্য আমি গাঁতিয়ে ব্ল্যাক কালচার করে ভাবতাম কালো ভোট এবার বুঝতে পারব, কোথায় কি ফুল গুঁজে গেল।
  • S | 108.162.***.*** | ০১ মার্চ ২০২০ ২২:৩৭432639
  • ট্রাম্পের ফরেন পলিসি ইজ ভেরি প্রো পুতিন। বস যা বলে দেয়, তাই করে।
  • S | 108.162.***.*** | ০১ মার্চ ২০২০ ২২:৩৩432638
  • বার্ণীর জেতার রাস্তাটা একটু অন্যরকম। ইন্ডাস্ট্রিয়াল মিড ওয়েস্ট দিয়ে শুরু। উইসকনসিন, মিসেনোটা, মিশিগান, ইলিনয় হয়ে পেনসিলভানিয়া, ভার্জিনিয়া। ওদিকে নিউ ইংল্যন্ড পুরোটা। নেভাডা, কলোরাডো, আর নিউ মেক্সিকো বেড় করে নিতে পারলেই গল্প শেষ।

    এর বাইরে অ্যারিজোনা, ওহায়ো, ফ্লোরিডা, এমনকি ইন্ডিয়ানাতেও বার্ণী কিছু একটা করে দেখিয়ে দিলে তো চাপ অনেক কমে যাবে। নর্থ ক্যারোলাইনা, টেক্সাস বোধয় আরো বেশ কয়েকটা ইলেকশান রিপাব্লিকানরাই পাবে।
  • aka | 162.158.***.*** | ০১ মার্চ ২০২০ ২২:৩২432637
  • জর্জিয়ায় বাইডেন জিতবে।

    ট্রাম্পের ফরেন পলিসি ইজ ভেরি ইন্টারেস্টিঙ্গ, আম্রিগান পলিটিকাল এস্টাবলিশমেন্ট ও কমন উইজডমের বিপরীত। অবশ্যই দেয়াল টেয়াল বাদ দিয়ে। ট্রেড ডিল, এই আফগান যুদ্ধ শেষ এসবের কথা বলছি।

    এমনকি এনভায়রনমেন্ট এগ্রিমেন্টও - আম্রিগার টাকায় কত এনভায়রনমেন্টালিস্ট আখের গোছালো সেটাও ভাবার বিষয়।

    ফেয়ার অ্যাকাডেমিক ডিসকাসন হলে ভালো হয়, কিন্তু চান্স খুব কম।
  • | 162.158.***.*** | ০১ মার্চ ২০২০ ২২:৩০432636
  • সি এন এন এর ডানা ব্যাশ এর একটা সাউথ ক্যারোলিনা র অনুষ্ঠান দেখে খুব অবাক হলাম, ভাবলাম বাবা সবাই তো বার্নি র পয়েন্ট বলছে, কোথায় কি।
  • | 162.158.***.*** | ০১ মার্চ ২০২০ ২২:২৪432635
  • দিল্লির প্রি হোলি রাঙা সিজন, , কৃষক মার্চ , আন্টি সি এ এ এনারসি , বার্নি নিয়ে একটা লেখা লিখতে হত , হবে না।
  • | 162.158.***.*** | ০১ মার্চ ২০২০ ২২:২১432634
  • ****সাউথে যা রালি করেছে
  • | 162.158.***.*** | ০১ মার্চ ২০২০ ২২:১৮432633
  • আমি ভেবেছিলাম করেছে এবার বেটার। ব্ল্যাক চার্চ এর দূজন স্টল ওয়ার্ট, উইলিয়াম বারবার টু, জেসি জ্যাকসন এনডোর্স করেছে। ওয়েস্ট কোস্ট ব্ল্যাক রা করেছে। নিনা টার্নার ক্যখম্তপেন চেয়ার, সাউথে মা রালি করেছে বাপের জন্মে হয়নি। দূর কেস টা ঝূলে গেল ।
  • দ্যুতি | 162.158.***.*** | ০১ মার্চ ২০২০ ২২:১৫432632
  • নিজের পছন্দের ই অনেক লেখা পড়ার। দোলের লেখা আরো আসুক।
  • | 162.158.***.*** | ০১ মার্চ ২০২০ ২২:১২432631
  • বার্নি কমলা হ্যারিসের সঙ্গে যেতে পারত, কিন্তু ক্রিমিনাল জাস্টিসে আর মেডিকেয়ার এ ইনকম্পাটিবল পজিশন। এ মাইরি টেনশন হয়ে গেল, কটা দিক দেখব। এদিকে বোলপুর এ কৃষক মার্চ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত