Atoz | 162.158.***.*** | ১৮ ফেব্রুয়ারি ২০২০ ০৪:৫১431309
Atoz | 162.158.***.*** | ১৮ ফেব্রুয়ারি ২০২০ ০৪:৪৯431308
Atoz | 108.162.***.*** | ১৮ ফেব্রুয়ারি ২০২০ ০৪:৪৫431307
:-/\ | 162.158.***.*** | ১৮ ফেব্রুয়ারি ২০২০ ০৪:৪৪431306
o | 172.68.***.*** | ১৮ ফেব্রুয়ারি ২০২০ ০৩:৫৬431304@অর্জুন বু.ব. প্রথমপর্বের জীবনানন্দকে পছন্দ করেছিলেন যেখানে জীবনানন্দ অনেক বেশি কাব্যিক, 'নির্জনতার কবি' ট্যাগটা যখন সুপ্রযুক্ত তাঁর প্রতি। ' আকাশ ছড়ায়ে আছে নীল হয়ে আকাশে আকাশে ' এই লাইনটা নিয়ে বু.ব. একটি লেখায় মুগ্ধতা প্রকাশ করেছিলেন। কিন্তু জীবনানন্দ ক্রমে ক্রমে নির্জনতা ঝেড়ে অনেক বেশি সমসাময়িক সময়ের কবি হয়ে উঠলেন। মহাপৃথিবী বা তার পরের কবিতা বু.ব.-র আর পছন্দের ছিল না। ফলে কতটা 'দুরদৃষ্টসম্পন্ন ইম্প্রেস্যারিও' সেটা বলতে পারছি না। জীবনানন্দকে আবিস্কার করার কৃতিত্ব যদি কারোর থেকে থাকে, সে একমাত্র সময়ের। তবে সামগ্রিকভাবে বাংলা কাব্যজগতে 'কবিতা' পত্রিকাটির নিঃসন্দেহে বড় অবদান আছে।
lcm | 172.68.***.*** | ১৮ ফেব্রুয়ারি ২০২০ ০৩:৫৪431303
অর্জুন | 162.158.***.*** | ১৮ ফেব্রুয়ারি ২০২০ ০৩:৫১431302
Amit | 162.158.***.*** | ১৮ ফেব্রুয়ারি ২০২০ ০৩:৪৭431301
o | 172.69.***.*** | ১৮ ফেব্রুয়ারি ২০২০ ০৩:৪১431300
অর্জুন | 162.158.***.*** | ১৮ ফেব্রুয়ারি ২০২০ ০৩:৩৮431299
S | 162.158.***.*** | ১৮ ফেব্রুয়ারি ২০২০ ০৩:৩০431298
অর্জুন | 162.158.***.*** | ১৮ ফেব্রুয়ারি ২০২০ ০৩:২৭431297
Atoz | 162.158.***.*** | ১৮ ফেব্রুয়ারি ২০২০ ০৩:১৮431296
Atoz | 162.158.***.*** | ১৮ ফেব্রুয়ারি ২০২০ ০৩:১৫431295
S | 162.158.***.*** | ১৮ ফেব্রুয়ারি ২০২০ ০৩:১৩431294
o | 162.158.***.*** | ১৮ ফেব্রুয়ারি ২০২০ ০৩:১০431293এখানে ইলিয়াসকে লেখার পরিপ্রেক্ষিতে 'আঁতেল' বলা হয়েছে। লেখার দিক দিয়ে জীবনানন্দও যে বিরাট 'আঁতেল' তা তাঁর লেখা পড়লে কারুর সন্দেহ থাকার কথা নয়। শুধু বিশ্বসাহিত্য পাঠই নয়, মানিক-বিভূতির মত সমসাময়িক বড় বড় লেখককে প্রবন্ধে উড়িয়ে দিয়ে নিজে অন্যরকম গদ্য লিখছেন। এ পরেও যদি জীবনানন্দ 'আঁতেল' না হন, সে কেবল নন-আঁতেলদের বড় লেখককে কেটেছেঁটে বনসাই করে নেবার প্রবণতা। আর কবিতা ছাপার জন্য বু.ব.র কাছে যেতেন, এ দাবীটি খুব কিউট লাগল। ঃ-)))
Atoz | 162.158.***.*** | ১৮ ফেব্রুয়ারি ২০২০ ০৩:০৯431292
অর্জুন | 162.158.***.*** | ১৮ ফেব্রুয়ারি ২০২০ ০২:৪৭431291
অর্জুন | 162.158.***.*** | ১৮ ফেব্রুয়ারি ২০২০ ০২:৪৪431290@অরিন-দা, '৫০ র (ইং '৪৩) মন্বন্তরের ছবিও অধিকাংশ তোলা সুনীল জানার। Henry Cartier Bresson র সঙ্গে সঙ্গে আরেক বিদেশিনী ফটোগ্রাফারের নাম করা যায়, অ্যামেরিকান Margaret Bourke-White। Fortune ম্যাগাজিনের হয়ে ছবি তুলতেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ওয়ার ফ্রন্টেও ছিলেন ছবির অ্যাসাইনমেন্ট নিয়ে। তার তোলা কিছু পার্টিশনের ছবি আছে। Bresson এবং Bourke- White দুজনেই এসেছিলেন দিল্লী মসনদে transfer of power র ঐতিহাসিক ঘটনা ক্যামেরা বন্দী করতে। সেসময় দেশভাগ হল। ওদের ছবি গুলো সব দিল্লী ও দুই দিকের পঞ্জাবের। Lutyens Delhi র শীর্ষ স্থানীয়দের খুব কাছের হওয়ায় দুজনের অ্যাকসেস পেতেও সুবিধে ছিল। এখন ওদের তোলা পার্টিশনের ছবি গুলিই বলা যায় একমাত্র ভিজুয়েল ডকুমেন্ট।
o | 162.158.***.*** | ১৮ ফেব্রুয়ারি ২০২০ ০২:৪২431289আজকে আবার জীবনানন্দের জন্মদিন। আরেক বাঘা আঁতেল। উফ বাবারে! ঃ-)))
Atoz | 108.162.***.*** | ১৮ ফেব্রুয়ারি ২০২০ ০২:২৭431288
অর্জুন | 162.158.***.*** | ১৮ ফেব্রুয়ারি ২০২০ ০২:২৬431287
অর্জুন | 162.158.***.*** | ১৮ ফেব্রুয়ারি ২০২০ ০২:২২431285
অর্জুন | 162.158.***.*** | ১৮ ফেব্রুয়ারি ২০২০ ০২:২১431284'৪৭ এ কেন পার্টিশন হয়েছিল, নির্দিষ্ট কনক্লুশনে এখনো কেউ আসতে পারেনি। এ ইতিহাসচর্চার উদ্দেশ্যও তা নয়। আসা সম্ভবও নয়। বিভিন্ন পারস্পেকটিভকে একত্রিত করা একটা বিশাল কর্মযজ্ঞ। তা ছাড়া পার্টিশনের ইতিহাসের শুরু ও শেষ '৪৭ এ থেমে যায়না। পোস্ট পার্টিশনের ইতিহাসও তার এক বিশাল। কারণ সে ইতিহাস নেশন বিল্ডিংয়ের ইতিহাস।
অর্জুন | 162.158.***.*** | ১৮ ফেব্রুয়ারি ২০২০ ০২:১৬431283পার্টিশন নিয়ে আন্তর্জাতিক মানের উল্লেখযোগ্য কাজ করেছেন যারা Joya Chatterjee, Urvasi Butalia, Mushirul Hasan, Gyanendra Pandey। এঁদের অনেকের কাছেই চিফ রিসোর্স ছিল ভিকটিমদের ন্যারাটিভ যা অতি অবশ্যই স্মৃতি এবং বিস্মৃতি। তারপর এসেছে গবেষকদের নিজেদের তত্ত্ব। একটা ভয়ংকর রাজনৈতিক ঘটনা এবং world's greatest mass displacement র মূল আর্কাইভই হল মানুষের কথা। ইতিহাস কারো ভাল লাগা, মন্দ লাগার বিশেষ ধার ধারে না।
আমাদের সংস্কৃতিতে আঁতলামোটা আরও কম হলে বিজেপি আদেও আসত কিনা সন্দেহ ! :-)
arin | 198.4.***.*** | ১৮ ফেব্রুয়ারি ২০২০ ০২:১৫431282" ভারতীয় উপমহাদেশে হোমোজেনিয়িটি খোজার কোন মানেই নেই। "
হোমোজেনাইটি হেটেরোজেনেইটি বড়ো কথা নয়, ছোটোখাটো অমিল তো থাকবেই, সেই প্রসঙ্গগুলো এখানে "টকিং পয়েন্ট"ই না হয় ধরে নিন , যে কথাটা প্রাসঙ্গিক সেটা এই তারতম্য আছে বলে সেখান থেকে পারস্পরিক বৈরিতার সম্পর্কটি কোথা থেকে তৈরী হয় ?
Atoz | 108.162.***.*** | ১৮ ফেব্রুয়ারি ২০২০ ০২:১২431281