Atoz | 162.158.***.*** | ১৪ ফেব্রুয়ারি ২০২০ ০১:৫১430800
অর্জুন | 162.158.***.*** | ১৪ ফেব্রুয়ারি ২০২০ ০১:৩৭430799
অর্জুন | 162.158.***.*** | ১৪ ফেব্রুয়ারি ২০২০ ০১:৩০430798
সে | 162.158.***.*** | ১৪ ফেব্রুয়ারি ২০২০ ০১:১৮430797
Atoz | 162.158.***.*** | ১৪ ফেব্রুয়ারি ২০২০ ০১:১৭430796
o | 172.68.***.*** | ১৪ ফেব্রুয়ারি ২০২০ ০১:০৮430795
Atoz | 108.162.***.*** | ১৪ ফেব্রুয়ারি ২০২০ ০১:০৩430794
অর্জুন | 162.158.***.*** | ১৪ ফেব্রুয়ারি ২০২০ ০০:৫৯430793
Atoz | 108.162.***.*** | ১৪ ফেব্রুয়ারি ২০২০ ০০:৫৯430792
Atoz | 108.162.***.*** | ১৪ ফেব্রুয়ারি ২০২০ ০০:৫৭430791
o | 162.158.***.*** | ১৪ ফেব্রুয়ারি ২০২০ ০০:৫৫430790বুঝলেন অ্যাতোজ, টাকার বদলে গরু বিনিময় করুন। পকেটে বাছুর পুষুন। তাহলে আর পকেট কাটবে না।
Du | 108.162.***.*** | ১৪ ফেব্রুয়ারি ২০২০ ০০:৫০430789
Atoz | 108.162.***.*** | ১৪ ফেব্রুয়ারি ২০২০ ০০:৪৮430787
অর্জুন | 162.158.***.*** | ১৪ ফেব্রুয়ারি ২০২০ ০০:৪৫430786
Atoz | 108.162.***.*** | ১৪ ফেব্রুয়ারি ২০২০ ০০:৪১430785
মানিক | 172.68.***.*** | ১৪ ফেব্রুয়ারি ২০২০ ০০:৩৫430784@রঞ্জনবাবু :" খেয়াল করুন আপের নেতা আমানুল্লা খানকে এ এম ইউ আন্দোলনে হিংসা ছড়ানোর মিথ্যা মামলায় কেস দেওয়া হয়েছিল। উনি সবচেয়ে বড় মার্জিনে জিতেছেন।
দিল্লির মুসলমানরা বিভেদের রাজনীতি ঘৃণার রাজনীতির বিরুদ্ধে দাঁড়াতে কংগ্রেসের রেটোরিকে আস্থা না রেখে আপের রেটোরিক বিহীন ট্যাকটিক্যাল লাইনে আস্থা রেখেছে।"
অবশ্যই, এবং রঞ্জনবাবু, আপনাকে ধন্যবাদ ব্যাপারটা স্পষ্ট করার জন্য। আপনার লেখায়, কালকে যে counterfactual টার কথা লিখছিলাম (কেউই দেখলাম সেটা নিয়ে কিছু লিখলেন না), সেটা আমার কাছে এবার পরিষ্কার হল: দিল্লি ইলেকশনে ব্যাপারটা কাশ্মীর, NRC NPR CAA ইত্যাদি আদর্শগত স্টান্স নিয়ে ততটা নয়, যতটা বিভেদমূলক ঘৃণার রাজনীতির বিরুদ্ধে যাঁরা দাঁড়ালেন , তাদেরকে ভোটদাতাদের সমর্থনের ব্যাপার, তার সঙ্গে এতদিন ধরে কিছু কাজ করে নাগরিক স্বাচ্ছন্দ দেওয়ার ব্যাপার তো আছেই । সেই লাইনে দেখলে আজকে অমিত শাহের
" গোলি মারো বলা ঠিক হয়নি " ইত্যাদি গার্বেজ মিলে যাচ্ছে।
Atoz | 162.158.***.*** | ১৪ ফেব্রুয়ারি ২০২০ ০০:১৪430782
অর্জুন | 162.158.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ২৩:৫৬430781
রঞ্জন | 162.158.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ২৩:৪৮430780@অরিন,
আপের দু'জন রাজ্যসভার এম পি এন আর সি এবং ক্যা'র বিরুদ্ধেই ভোট দিয়েছে , যদিও ৩৭০ তোলার বিরোধিতা করেনি। মনীশ শিশোদিয়া বলেছেন শাহীনবাগের সমর্থনে, যা নিয়ে বিজেপি হল্লা করেছে। এ নিয়ে মিডিয়ায় স্পষ্ট বক্তব্য রেখেছেন আতীশী মার্লিন, ভোটের আগে। এবং ভোটের আগে এবং পরে কেজরি, শিশোদিয়া এবং সঞ্জয় সিং স্পষ্ট করেছেন যে আপ ধর্মীয় বিভাজনের রাজনীতি করবে না , ধর্মীয় বিদ্বেষ ছড়াবে না , যুদ্ধ এবং মাসল ফোলানো রেটোরিক দিইয়ে দেশপ্রেম মাপবে না । স্পষ্ট বলেছে ওদের কাছে দেশপ্রেম মানে নাগরিকদের জন্যে শিক্ষা স্বাস্থ্য এবং ভয়মুক্ত জীবনের জন্যে কাজ করা। খেয়াল করুন আপের নেতা আমানুল্লা খানকে এ এম ইউ আন্দোলনে হিংসা ছড়ানোর মিথ্যা মামলায় কেস দেওয়া হয়েছিল। উনি সবচেয়ে বড় মার্জিনে জিতেছেন।
দিল্লির মুসলমানরা বিভেদের রাজনীতি ঘৃণার রাজনীতির বিরুদ্ধে দাঁড়াতে কংগ্রেসের রেটোরিকে আস্থা না রেখে আপের রেটোরিক বিহীন ট্যাকটিক্যাল লাইনে আস্থা রেখেছে। পোস্ট ইলেকশন ওদের ইন্টারভিউ দেখবেন।
@ এলেবেলে,
আপনার দু'পহা এবং এই ইলেকশনে গ্রাউন্ড রিয়ালিটি ও আপের স্ট্র্যাটেজি নিয়ে কাল বিস্তারিত লিখব। ফ্রীবি কথাটায় আপত্তি আছে । কেন , গতকালের একটি পোস্টে খোলাসা করেছি।
রণবীর সমাদ্দারের সি আর জি বা ক্যালকাটা রিসার্চ গ্রুপ কয়েকমাস আগে এ নিয়ে তামিলনাড়ু (আন্না-ভাত), ছত্তিশগড় ( চাউড় ওয়ালে বাবা এবং হেলথ), দিল্লি (কেজরির জল+ বিজলি), বিহার, বংগ ( কন্যাশ্রী আদি) নিয়ে একটি ফিল্ড রিপোর্ট (বাঙলা এবং ইংরেজিতে)বের করেছে, দেখে নিতে পারেন । স্পনসর জার্মানির রোজা লুক্সেমবার্গ ফাউন্ডেশন ।
@পিটি,
ইউকেতে সম্ভবতঃ দশহাজারের মত আন- অথরাইজড ভারতীয় আছেন । গতবার মোদীজির ভিজিটের সময় বোরিসদা এনিয়ে কিছু স্টেপ নেওয়ার কথা বলেছিলেন। উনি দেখছি-দেখব বোলে চোলে এসেছেন। ভারতীয় মিডিয়া এটা চেপে গেছে। আমি একটি ভিডিওতে এটা পেলাম। সত্যি বলেই মনে হয় । দলের মেহেন্দীরা বোধহয় দু'দশক আগে একবার গানের দলের সঙ্গী করে আম্রিগায় লোক পাচারের কেস খেয়েছিলেন। এ নিয়ে একটা বলিউডি সিনেমাও দেখেছি, পরেশ রাওল মেন রোলে।
Du | 172.69.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ২৩:৩৯430779
অর্জুন | 162.158.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ২৩:২৮430778
গ | 162.158.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ২৩:২৮430777
o | 172.69.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ২৩:১১430776ক্যাক্যাছিছি বাংলা ভাষা ও সংস্কৃতিতে দিদির শ্রেষ্ঠতম অবদান। পিটিদা কী বলেন? ঃ-)))
aka | 108.162.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ২৩:০৬430775
PT | 162.158.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ২২:৫২430774
Du | 172.69.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ২২:৪৬430773
Du | 172.69.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ২২:৩৭430772
aka | 108.162.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ২২:৩৫430771