কী কী বিষয়ের, বই না লোকজন?
আমার একটা ছোটোখাটো গল্প নেমে গিয়েছে লিস্ট বানাতে গিয়ে । পরবর্তী কমেন্টে পেশ করছি
বইমেলা আসন্ন। প্রতিবারের বইমেলায় আমার লক্ষ্য থাকে সেই সমস্ত বইগুলো যা হটকেক নয় , দামে কম অথবা যার বিষয়বস্তু অভিনব। যে সমস্ত বই ভীষণ পরিচিত , প্রচারিত তা যেকনো সময় বই বাজার থেকে বইমেলার তুলনায় কম মূল্যে কিনে ফেলা যায়। কিন্তু বই মেলাই এমন এক জায়গা যেখানে বহু নামি অনামী লেখক , প্রকাশকদের অপ্রচারিত ভালো বই এক সাথে দেখতে পাওয়ার সুযোগ মেলে।
যেমন ধরুন সুশান্ত বিশ্বাসের কথা। ভদ্রলোকের আদি নিবাস সাগরদিঘী। মুর্শিদাবাদের প্রত্যন্ত এলাকার এই লেখক মুর্শিদাবাদ নিয়েই গবেষণা করেন। তাঁর লেখায় উঠে আসে মুর্শিদাবাদের শিল্প, শিল্পী , নানা পার্বন, মেলা খেলা, প্রাচীন ভাস্কর্য , মন্দির মসজিদ ও সমাধিক্ষেত্রের ইতিকথা। ওনার বই প্রকাশিত হয় আঞ্চলিক প্রকাশকদের থেকেই ও বইমেলা উপলক্ষ্যে কলকাতায় আসে পরিবেশকদের হাত ধরে।
আরেক লেখক সিদ্ধার্থ বসু (ছদ্মনাম) লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নে বসেন। ওনার লেখার বিষয় প্রাচীন কলকতা ও প্রাচীন বাংলা। প্রকাশনা সংস্থার নাম সুরঙ্গমা।
আবার নামি প্রকাশন গাংচিলের বইগুলোর কেবল মলাটের ছবি দেখতে পাওয়া যায় প্রকাশকের ওয়ালে। এর বাইরে কোনো প্রচারের প্রয়াস দেখিনা এই প্রকাশনার। অথচ ওদের প্রকাশিত বইগুলোই বিষয়বস্তুর অভিনবত্ব ও বিভিন্নতা চোখে পড়ার মতো।
তেমনই, ভালো কাগজ ও বাইন্ডিং সত্ত্বেও যে কম টাকায় বই বিক্রি করা যায় তা দেখিয়ে দেয় গুরুচন্ডা৯। এদের বইগুলো থ্রিলার, ভৌতিক ও বাজারচলতি জনপ্রিয় পাঠ্য বিষয়ের বাইরে।
এবার এই ধরণেরই কিছু প্রকাশিত ও প্রকাশিতব্য বইয়ের নাম দেওয়া যাক। এর মধ্যে কিছু বই আমার কেনা , পড়া ও কিছু কেনার / দেখার ইচ্ছা আছে। দেখুনতো আপনার লিস্টের সাথে মেলে কিনা।
**সুরঙ্গমা**
চালচিত্র (ছোটগল্প ) সিদ্ধার্থ বসু
কলকাতার বাবুদের মৃত্যু বৃত্তান্ত (প্রাচীন কলকাতা নিয়ে প্রবন্ধ ) সিদ্ধার্থ বসু
সেকালের নারীদের জীবন ও তাদের চেতনা (প্রবন্ধ) সিদ্ধার্থ বসু
ক্রীতদাস ও কলকাতার বাবুদের দাসবিলাস (প্রবন্ধ) সিদ্ধার্থ বসু
**পুস্তক বিপণি**
এই প্রকাশনীর নতুন কি প্রকাশিত হচ্ছে জানতে না পারলেও অত্যন্ত অল্পমূল্যে কিছু ভালো বই এখন থেকে পাওয়া যায়। আমি গতবছর যেগুলো কিনেছিলাম তার একটি
পুনশ্চ মুর্শিদাবাদ এবং (প্রবন্ধ) বিনয়ভূষণ দাস
**তবুও প্রয়াস**
পোড়া চিঠির বাক্স (কবিতা) পীযুষকান্তি বন্দোপাধ্যায়
ফরমায়েশ (কবিতা) পীযুষকান্তি বন্দোপাধ্যায়
জীবনের গল্প গল্পের জীবন (গল্প) মনোরঞ্জন ব্যাপারী
**অনুষ্টুপ**
মার্কসবাদ (প্রবন্ধ) দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
চুরাশি সিদ্ধর কাহিনী (বৌদ্ধ ধর্মীয় সিদ্ধাইদের নিয়ে প্রচলিত কাহিনী সংকলন) অলকা চট্টোপাধ্যায়
অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান (জীবনী) অলকা চট্টোপাধ্যায়
অবিনাশ মেঘনাদ সাহা (বিজ্ঞান সমাজ রাষ্ট্র ) অত্রি মুখোপাধ্যায়
লিঙ্গ যৌনতা যৌন হিংসা (প্রবন্ধ) অবন্তিকা পাল
**খড়ি**
দেশের বাড়ি (স্মৃতিকথা) সম্পাদনা সুশীল সাহা
**মনফকিরা**
উদরপুরাণ এবং অন্যান্য বৈঠকি গল্প - শান্তনু গঙ্গোপাধ্যায়
জীবনরাগ (জীবনী) তারাপদ সাঁতরা (তারাপদ সাঁতরা স্মারকনিধি ও মনফকিরা থেকে যৌথভাবে প্রকাশিত)
**গাংচিল**
গৌতম বুদ্ধ : বিতর্কের নতুন বাঁক ( বুদ্ধের আপ্ত সহায়ক আনন্দকে কেন্দ্র করে ইতিহাস আশ্রয়ী উপন্যাস) - দেবাশীষ পাঠক
আন্দামান পুনর্বাসন : এক বাঙাল অফিসারের ডাইরি (প্রবন্ধ) - বিকাশ চক্রবর্তী
বাউলের চরণদাসী (নারী বাউল , বাউলদের সাধনসঙ্গিনীদের জীবন নিয়ে গবেষণা গ্রন্থ) লীনা চাকী
ক্ষুধার্ত বাংলা (প্রবন্ধ) জনম মুখোপাধ্যায়
রান গোরা, রান (জীবনী) চন্ডি মুখোপাধ্যায়
( যদিও গাংচিলের বইগুলি দুর্মূল্য এবং হয়তো কিছুদিন পর বইয়ের দোকানের বদলে সোনার দোকানে বিক্রি হবে)
**গুরুচন্ডা৯**
কারাগার বধ্যভূমি ও স্মৃতিকথকতা (স্মৃতিকথা) কল্লোল দাসগুপ্ত
তক্কোগুলি, চরিতাবলী ও আখ্যানসমূহ (স্মৃতিকথা) কল্লোল দাসগুপ্ত
অনুষ্ঠান প্রচারে বিঘ্ন ঘটায় দুঃখিত (স্মৃতিকথা) শাক্যজিৎ ভট্টাচার্য্য
আদালত মিডিয়া সমাজ এবং ধনঞ্জয়ের ফাঁসি (তদন্তমূলক গবেষণা গ্রন্থ) দেবাশিস সেনগুপ্ত, প্রবাল চৌধুরী, পরমেশ গোস্বামী
মজুররত্ন (গল্প) তন্বী হালদার
উদ্বাস্তু কলোনির কথা: একটি স্মৃতিকথা সংকলন - সম্পাদনা কল্লোল দাসগুপ্ত
ফরিশতা ও মেয়েরা (গল্প) প্রতিভা সরকার
পাড়াতুতো চাঁদ (গল্প) ইন্দ্রানী
হারিয়ে যাওয়া গল্প- সম্পাদক অমর মিত্র
বন্দরের সান্ধ্যভাষা (প্রবন্ধ) সৈকত বন্দোপাধ্যায়
নিরুদ্দিষ্টের উপাখ্যান ও অন্যান্য (গল্প) - অমর মিত্র
**কারিগর**
কলকাতার কত রূপ (প্রবন্ধ) সুনীল গঙ্গোপাধ্যায়
বুদ্ধদেবের নাস্তিকথা (প্রবন্ধ) - হীরেন্দ্রনাথ দত্ত
বাংলার মন্দির (প্রবন্ধ) হিতেশরঞ্জন সান্যাল
বঙ্গে বর্গী- বিহারীলাল সরকার (সম্পাদনা বারিদবরণ ঘোষ)
**কোরক**
কোরকের যেকোনো সংখ্যা পেলে ঝাঁপিয়ে কিনে নেওয়া যায়। এইবার বইমেলায় কোরকের তিনটে বই প্রকাশিত হচ্ছে। কি,কি বই তা জানতে পারিনি তবে আশা করাযায় তাদের প্রবন্ধমূলক পত্রিকার পুরোনো কোনো সংখ্যার রিপ্রিন্ট।
এছাড়াও কোরকের অন্যান্য বইগুলো
মাস্টারমশাই (শিক্ষক নারায়ন গঙ্গোপাধ্যায়কে নিয়ে ছাত্রদের স্মৃতিচারণ) সম্পাদনা তাপস ভৌমিক
হরিচরণ (বঙ্গীয় শব্দকোষ প্রণেতা হরিচরণ বন্দোপাধ্যায়ের উপর প্রবন্ধ সংকলন) সম্পাদনা তাপস ভৌমিক
কবিশেখর সমীপেষু (কবিশেখর কালিদাস রায়কে লেখা চিঠিপত্রের সংকলন) সম্পাদনা কবিরঞ্জন ও কবিকঙ্কন রায়
শিরোনাম শিবরাম (শিবরাম চক্রবর্তীকে নিয়ে প্রবন্ধ সংকলন ) সম্পাদনা তাপস ভৌমিক
ছেচল্লিশের ইতিকথা ( ১৯৪৬ সালের দাঙ্গা বিধস্ত বাংলা নিয়ে প্রবন্ধ সংকলন ) সম্পাদনা তাপস ভৌমিক
বিদ্যাসাগর ও অন্যান্য বেক্তিত্ব (প্রবন্ধ সংকলন) সম্পাদনা তাপস ভৌমিক
মধ্যরাত্রির জীবনী (উপন্যাস) রবিশঙ্কর বল
**তালপাতা**
নবপর্যায় গ্রামবার্তা প্রকাশিকা (উপন্যাস) স্বপন পান্ডা
**পশ্চিমবঙ্গ পুস্তক পর্ষদ**
বিদেশী পর্যটক ও রাজদূতদের বর্ণনায় ভারত - ননীগোপাল চৌধুরী
ফ্রয়েড - সুনীল কুমার সরকার
**শিশু সাহিত্য সংসদ**
মারাং গ্রামের পান্থশালা (গল্প) সৈকত মুখোপাধ্যায়
কিশোর ঐতিহাসিক উপন্যাস - প্রসিত রায় চৌধুরী
**সৃষ্টিসুখ**
তেঁতুল পাতার গল্প (গল্প)সৈকত মুখোপাধ্যায়
**এম.সি সরকার**
বারো ভূঁইয়ার ইতিকথা (প্রবন্ধ) বারিদবরণ ঘোষ
**আজকাল**
হেমন্তর কি মন্তর - সুভাষ মুখোপাধ্যায়
শশাঙ্ক - (ঐতিহাসিক উপন্যাস) রাজীব মজুমদার
নচিকেতা ঘোষ : সম্পাদনা অশোক দাসগুপ্ত
সুন্দরবনের গপ্পোসপ্পো - তুষার কাঞ্জিলাল
**কল্পবিশ্ব**
রেবন্ত গোস্বামী কল্পবিজ্ঞান সমগ্র
**জয়ঢাক**
পাহাড়ি গ্রামের গল্প (ভ্রমণ কাহিনী) শান্তনু বন্দোপাধ্যায়
**পার্চমেন্ট**
মিথ পঞ্চদশ : মন্দিরের মিথ মিথের মন্দির - কৌশিক দত্ত
**ধ্যানবিন্দু**
সদানন্দের পথ ও অন্যান্য গল্প - বিশ্বদেব মুখোপাধ্যায়
**সুপ্রকাশ**
সুপ্রকাশ নদীয়ার প্রকাশনী সংস্থা।
নদীয়া জেলার আঞ্চলিক জীবন ও ইতিহাস, সংস্কৃতি নিয়ে বেশ কিছু বই বের হয়েছে এই প্রকাশনী থেকে। স্বল্প মূল্যের দুটি বই নজরে এল।
নদীয়ার হাট হদ্দ - সুপ্রিয় ঘোষ।
পথ মিশে যায় মিশনবাড়ি(নদীয়ার চাপড়ার কাছে খ্রিস্টমেলার ইতিহাস ও বর্তমান)- সমরেন্দ্র মন্ডল
এছাড়াও আরেকটি উল্লেখযোগ্য বই দেখলাম এই প্রকাশনীর যা একজন প্রায় বিস্মিত বাঙালির জীবনী গ্রন্থ।
কলেরা টক্সিনের আবিস্কারক শম্ভুনাথ দে - সুমিত ঘোষ।
কম দামে বইপত্র : পুস্তক বিপণি , এম সি সরকার , গুরুচন্ডালি , পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষদ , আজকাল, ।
এছাড়াও পত্রিকা হিসাবে তথ্যসূত্র, হরপ্পা, লোক, গল্পানু, বোধশব্দ উল্লেখযোগ্য। এই তালিকা একান্তই আমার রুচি অনুযায়ী। যত লম্বাই হোক তবু এই তালিকা অসম্পূর্ণই থাকবে ও কখনোই বাংলার সমস্ত উল্লেখযোগ্য বই ও পত্রিকা কভার করবে না। যে সমস্ত প্রকাশনার বইয়ের সংখ্যা এই তালিকায় বেশি তাদের বই সম্পর্কে আমি বেশি পরিচিত। যেগুলো বাদ গেলো সেগুলোর ক্ষেত্রে আমার অজ্ঞতা দায়ী। এই সমস্ত প্রকাশক ও লেখকদের ৯৮% কে আমি ব্যক্তিগত ভাবে চিনিনা। যে ২% কে চিনি তাদের সাথে পরিচয় হয় তাদের লেখা পড়েই। তালিকায় নাম রেখেছি বলে কোনো প্রকাশকই আমাকে বই মেলায় ১০% বেশি ছাড় দেবেন এমন প্রতিশ্রুতি দেননি।
উদ্বাস্তু কলোনির কথা / কল্লোল
ফরিশতা ও মেয়েরা/ প্রতিভা সরকার
মিছিলে বাদল সরকার/ অদ্রিশ বিশ্বাস
হারিয়ে যাওয়া গল্প/ অমর মিত্র
ইরানে/ নীলাঞ্জন হাজ...
আপাতত এই পাঁচটি গুরুচণ্ডালী প্রকাশনা ঢাকা থেকে "উজান প্রকাশন" এর মাধ্যমে সংগ্রহ করবো, বুকিং দেওয়া হয়ে গেছে। "উজান" গুরুচণ্ডালীর বাংলাদেশ এজেন্ট
সংযুক্ত/ কারাগার বধ্যভূমি ও স্মৃতিকথকতা (স্মৃতিকথা) কল্লোল দাসগুপ্ত
নখদন্ত / মলয় রায়চৌধুরী
অযাচিতের মত আপনাদের আলোচনায় ঢুকে গেলাম। গুরু-তে লিখি না কোনোদিন, কিন্তু প্রতি বছরই এই লিস্টে চোখ রেখে তবেই মেলায় যাই।
এবারের লিস্টিটা কেমন যেন ছোট লাগল। কেন এমন হল?
মনে হল এবারে বইমেলা থেকে যে ক’টা বই সংগ্রহ করলাম, এবং এর মধ্যে খানিক পড়েও ফেললাম, সেই লিস্টিটা এখানে দেওয়া যায়-- মেলার তো এখনো দিন তিনেক বাকী।
১/ জগদীশ গুপ্ত , যাহা ঘটিল তাহাই সত্য (প্রকাশক--ভাষাবন্ধন, সম্পা: রাজীব চৌধুরী)।
জগদীশ গুপ্তের ১০টি অতি-প্রাকৃত গল্পের সংকলন। “দিবসের শেষে,” হাড়” প্রভৃতি বিখ্যাত গল্পগুলি আছে। তবে সুবীর রায়চৌধুরী দে’জ থেকে যে জগদীশ গুপ্তের ছোট গল্পের সংকলনটি বের করেছিলেন, ভালো কাগজে ঝঝকে ছাপা হলেও এই বইয়ে সে পরিশ্রম নেই।
২/ প্রশান্ত মৃধা, আখতারুজ্জামান ইলিয়াস: কৌতুকী ক্রোধের উত্তাপ (প্রকাশক, কথাপ্রকাশ, বাংলাদেশ; পেলাম বাংলাদেশ প্যভিলিয়নে)।
প্রশান্ত মৃধা ইলিয়াসের ছাত্র ছিলেন; নিজে বর্তমান বাংলাদেশের বেশ জনপ্রিয় লেখক, বাগেরহাট কলেজে পড়ান । মাস্টারমশাইয়ের লেখা নিয়ে যে সাহিত্যিক আলোচনা করেছেন, তা নির্মোহ কিন্তু চমৎকার। ইলিয়াসের লেখা, লেখক-জীবন নিয়ে বহু সাহিত্যিক আলোচনা হলেও, এইরকমটা আগে কখনো পড়িনি। সংগ্রহে রাখার মতো।
৩/ অভিজিৎ সেন, ঝড় ও নীলবিদ্যুৎ (প্রকাশক--সুপ্রকাশ)।
বাড়ি থেকে পালিয়ে-র মেজাজে জ্যোতি নামক একটি কলকাতার ছেলের উত্তরবঙ্গের মফস্বলে বড় হওয়ার গল্প। সময়কাল নব্বইয়ের দশক। গ্রামের ছেলে শহরে আসার ট্রোপটাকে অভিজিৎ সেন সচেতনভাবে উল্টো করে বসিয়েছেন। ভালোই লাগলো; আমার মতো অভিজিৎ সেনের পুরোনো পাঠকেরা বিফল মনোরথ হবেন না। মানুষের হিংস্রতায় মোড়া একটা মোরগের লড়াইয়ের দৃশ্য আছে; শুধুমাত্র সেটা পড়বার জন্যও বইটা পড়া উচিত।
৪/ রবি সেন, তরণ (প্রকাশক--পূর্বালোক; পেলাম তৃতীয় পরিসর-এর স্টলে)।
“আজ রাতে পৃথ্বীরাজ,” “রেড লাইট এরিয়ায় ক্ষমতা হস্তান্তর”-এর প্রবীণ লেখকের বই যে এখনো বেরোচ্ছে, ভাবতেই অবাক লাগল। “আজাদী” স্লোগানের বিস্তারের কালে, সন্ত্রাসবাদী আন্দোলন থেকে নকশাল আন্দোলন ছুঁয়ে, নব্বইয়ের দশককে ঘিরে গড়ে ওঠা একটা মেটা-নেরেটিভ; রাঘব বন্দোপাধ্যায়ের “অপারেশান রাজারহাট” মনে করিয়ে দেয়। সেখানে মেটা-ফিকশনের বিষয় নভেলের ভিতর নভেল ; এখানে ফাঁসিতে ঝোলা বৈকুণ্ঠ সুকুলের উপর ক্রমশ না-হয়ে ওঠা ডকুমেন্টারি।
৫/ দীপ্তনীল রায়, রোগস্ রিভার (প্রকাশক--পূর্বালোক; রবি সেনের বই ঘাঁটতে গিয়ে এই ছোট্ট বইটা পেলাম তৃতীয় পরিসর-এর স্টলে)।
বিবরণে নীল-সাদা রং করা পর্তুগিজ কামান, অদ্ভূত অচেনা সময়, ইউরি গ্যাগারিন, ইত্যাদি পড়ে উৎসাহী হয়ে কিনে ফেললাম। বর্তমান সময়ে অতীতকে ঘিরে নস্টালজিয়া আর কনফিউসন ছুঁয়ে, কুড়ি বছর পর তিন বন্ধুর একই দিনে ছেলেবেলার মফস্বলে ফেরার অদ্ভূত গল্প। অন্যরকম উপন্যাস অথবা এটা এক্সপেরিমেন্টাল ফিকশন; লেখাটায় কমা ছাড়া অন্য কোনো যতিচিহ্নের ব্যবহার নেই। (হোসে সারামাগো না উদয়ন ঘোষের প্রভাব?)
৬/ অজয় গুপ্ত, আমার ভাঙ্গা পথের রাঙা ধুলায় (প্রকাশক, অবভাস)।
স্মৃতিচারণমূলক প্রবন্ধের সংকলন। শুরুতে ওর সহকর্মী ও দীর্ঘদিনের বন্ধু নবারুণ ভট্টাচার্যের তরুণ জীবনের কীর্তিকলাপ নিয়ে একটা মজার লেখা আছে। এছাড়া, অজয় গুপ্তের “কর্কট সহবাস” বইটা না পড়ে থাকলে সংগ্রহে রাখা উচিৎ; বাংলা ভাষায় ক্যান্সার-সারভাইভারের ক্যান্সার আক্রান্ত অবস্থা নিয়ে উৎসাহব্যঞ্জক লেখা আর নেই। আত্মজীবনীমূলক “উদবৃত্তের ইতিবৃত্ত” লেখাটাও বেশ মেজাজী। (এগুলোও পাওয়া যাবে অবভাসে-এ)।
৭/ প্রশান্ত মৃধা, সীমার নিকট-দূর (প্রকাশক, কথাপ্রকাশ, বাংলাদেশ; পেলাম বাংলাদেশ প্যভিলিয়নে)। বাংলাদেশের অন্তজ হিন্দু সম্প্রদায়ের জীবনযাপনকে কেন্দ্র করে, বেঁচে থাকা আর বেঁচে থাকার স্বপ্ন ও বাস্তবতা নিয়ে একটা উপন্যাস। আর বললে গল্পটা বলে দেওয়া হয়। “বিগতকালের অনুমান” পড়ার পর থেকে আমি বেশ কিছুদিন ধরে প্রশান্তের লেখার ফ্যান হয়ে গিয়েছি।
৮/ রঞ্জন রায়, রমণীয় দ্রোহকাল (প্রকাশক, ঋ৯কাল)। দারুণ একটা প্রচ্ছদ আর বড় চমৎকার লেখা। নকশাল আন্দোলনে মেয়েদের ভূমিকা নিয়ে ন্যরেটিভ-ধর্মী লেখা; সিরিয়াস, চমৎকার, ক্রিটিকাল এই লেখার সঙ্গে এখানকার পাঠকেরা হয়ত আগেই পরিচিত--তাই আর লিখলাম না । (আশ্চর্য, এই বই নিয়ে কেন এখনো গুরু-তে দীর্ঘ আলোচনা হয়নি?)
৯/ রাঘব বন্দোপাধ্যায়, রক্তজবা রহস্য (প্রকাশক, তৃতীয় পরিসর)। আগে পড়া হয়নি; এবার সংগ্রহ করলাম। শুনেছি এটা মৃত্যুর আগে রাঘবের লেখা শেষ আখ্যান; বহু-ব্যবহৃত “ম্যাজিক রিয়ালিটি” শব্দবন্ধ ছাড়াও এই লেখাকে বোঝাতে “সাংকৃতিক প্রত্নসন্ধান” ব্যবহার করা যায়। রাঘবের লেখা ভাল লাগলে অবশ্যই সংগ্রহ করুন।