এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  আলোচনা   বিবিধ

  • মহাভারত কুইজ ৬

    Ranjan Roy লেখকের গ্রাহক হোন
    আলোচনা | বিবিধ | ২১ আগস্ট ২০২৫ | ২৪৬ বার পঠিত
  • প্রশ্নমালা 
    ======
     
    ১  পরশুরাম তাঁর পিতা ঋষি জামদগ্নির আদেশে কুঠার দিয়ে মাতা রেণুকার শিরশ্ছেদ করলেন।
     
    ক--পিতা এমন আদেশ দিলেন কেন?
    খ--কাজটা কি উচিত হয়েছিল? তখনকার নৈতিক নিয়মে এবং বর্তমান নৈতিকতায়? সবাই নিজের মত উত্তর দিন।
    গ--পরশুরামের কি কোন পাপ হয়েছিল?
     
    ২  আর্ত ব্যক্তিকে শয্যা, শ্রান্তকে আসন, তৃষিতকে জল, ক্ষুধিতকে আহার দিতে হয়। গৃহস্থের পক্ষে  এইরূপ আচরণই পরম ধর্ম। 
    --এই মহাবাক্য কে কাকে  বলেছিলেন?
      পৃঃ ১২৬
     
    ৩   যুধিষ্ঠিরকে রাজ্যের আধিপত্য দিন, দুর্যোধন, শকুনি আর কর্ণ পাণ্ডবদের অনুগত হোক, দুঃশাসন সভামধ্যে ভীমসেন এবং দ্রৌপদীর নিকট ক্ষমা প্রার্থনা করুক। 
    --এই পরামর্শ কে কাকে দিয়েছিলেন? শ্রোতার প্রতিক্রিয়া কী ছিল?
     
    ৪ রাজা যযাতি দৈত্যগুরু শুক্রাচার্যের কন্যা দেবযানী ও দানবরাজ বৃষপর্বার  কন্যা শর্মিষ্ঠার  পাঁচ সন্তানের পিতা। কিন্তু মেয়ের সঙ্গে চিটিং করেছে জেনে শুক্রাচার্য তাঁকে অভিশাপ দিয়ে জরাগ্রস্ত করলেন। 
     যযাতি ছেলেদের বললেন--আমি যৌবনভোগে  এখনও তৃপ্ত হই নি। তোমরা কেউ হাজার বছরের জন্যে আমার জরা নাও। 
    কনিষ্ঠ পুত্র পুরু মেনে নিলেন। হাজার বছর পরে যযাতি ছেলেকে যৌবন ফিরিয়ে দিয়ে লেকচার দিলেন--বিষয়তৃষ্ণা ত্যাগ করা উচিত। (মাইরি!) 
    প্রশ্নঃ
    ক-- তিনি কি স্বর্গ লাভের যোগ্য?
    খ-- আরেকটি ঘটনায় স্বররগচ্যুত হয়ে উনি একটি বিশেষ উপাধি লাভ করেন যা আজ পর্য্যন্ত  ব্যবহার করা হয়। সেটি কী?              পৃঃ ৩০-৩১
     
     
    ৫    উতথ্য ঋষির পত্নী মমতার পুত্র  ঋষি দীর্ঘতমা জন্ম থেকেই অন্ধ। কেন? 
     
    ৬  দুষ্যন্ত শকুন্তলাকে বললেন-- নারীরা মিথ্যা কথাই বলে থাকে। তোমার জননী মেনকা অসতী ও নির্দয়া। ব্রাহ্মণত্বলোভী পিতা বিশ্বামিত্র কামুক ও নির্দয়। দুষ্ট তাপসী, দূর হও! 
     
    জবাবে শকুন্তলা বললেন-- যে নিজে দূর্জন সে সজ্জনকে দুর্জন বলে, এর চেয়ে হাস্যকর কিছু নেই।
     
    দৈববাণী শুনে  দুষ্যন্তের চৈতন্য হল।  ক্রোধবশে কটুবাক্য বলার জন্যে শকুন্তলাকে ক্ষমা করে দিলেন। কিন্তু নিজে  যে অনেক বেশি কুবাক্য-- বাপমা তুলে খিস্তি-- বলেছিলেন,   তার জন্যে মাফি চাইলেন কি? 
     
     
    ৭   "অন্ন আদি সমস্তই সমভাবে সহায়দের সঙ্গে ভোগ করবে, অনর্থক  কথা বলবে না, আত্মশ্লাঘা করবে না"।
     
    --এই অমৃতবচনের বক্তা কে, শ্রোতা কে?
         পৃঃ ১২৮
     
    ৮    সমুদ্রের নাম সাগর কেন হয়েছিল?  
               পৃঃ  ১৬৪
     
     
    ৯   মহাদেবের জটা থেকে পতিত হয়ে গঙ্গা  তিন ধারায় প্রবাহিত হলেন--স্বর্গ, মর্ত্য ও পাতাল।
    ---কোন স্থানে কী নামে? 
     
     
     
    ১০    কান্যকুব্জের রাজা গাধির অপ্সরার ন্যায় রূপবতী  এক কন্যা ছিল। ভৃগু ঋষির পুত্র ঋচীক সেই কন্যাকে বিয়ে করতে চাইলেন। রাজা গাধি বললেন--আমাদের কৌলিক প্রথা অনুযায়ী আলনাকে কনাশুল্ক দিতে হবে। 
     
    প্রশ্নঃ কী সেই শুল্ক?  ঋষির কাছে ধন কোথায়? কীভাবে জোগাড় হল? 
     
     
     
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kk | 2607:fb91:17ad:4ed7:e8ab:4dd7:f252:***:*** | ২১ আগস্ট ২০২৫ ২১:০৫745643
  • ৮) সমুদ্রের সব জল তো অগস্ত্য মুনি খেয়ে হজম করে ফেলেছিলেন। সমুদ্র তাই বহু বছর খালি পড়েছিলো। এবার সগর রাজার বংশধর ভগীরথ যখন স্বর্গ থেকে গঙ্গাকে নিয়ে আসছিলেন, তখন সেই জলেই সমুদ্র আবার ভরে উঠলো। সগর রাজার নাম সমুদ্রের সাথে জুড়ে রাখার জন্য তার নতুন নাম হলো সাগর।

    ৯)গঙ্গার নাম স্বর্গে মন্দাকিনী, মর্ত্যে ভাগীরথী, পাতালে ভগবতী।

    ১০) রাজা গাধি চেয়েছিলেন এক হাজার এমন ঘোড়া দিতে হবে যার সারা শরীর সাদা কিন্তু একটা কান কালো। ঋচীক মুনি বরুণের কাছ থেকে সেরকম ঘোড়া নিয়ে এসেছিলেন।
  • Manali Moulik | ২১ আগস্ট ২০২৫ ২১:৪৭745644
  • ১) পরশুরামের মাতা রেণুকা ক্ষত্রিয় বংশের নারী। একদিন তিনি ঋষি জামদগ্নির যজ্ঞের আয়োজন করতে তিনি নদীতীরে জল আনতে যান। তখন গন্ধর্বরাজ ও তাঁর স্ত্রী জলবিহার করছিলেন। যেহেতু স্টার জলসা বা জি-বাংলা তৎকালে ছিলো না, তাই তিনি এই দৃশ‍্যটাই বিভোর হয়ে দেখছিলেন। এতে জল আনতে দেরী হয় ও জামদগ্নি ক্রুদ্ধ হন। তারপর চার ছেলেকে একে একে বলেন মায়ের  শিরচ্ছেদ করতে। কেউ রাজি হয়নি একমাত্র পরশুরাম ছাড়া। পরে তিনভাইকেও হত‍্যা করতে বলেন, তারপর বর দিতে চান ও সবাই জীবন ফিরে পায়। পাপ?  হ‍্যাঁ। পরশুরামের হাতে কুঠার(পরশু) আটকে যায় ও ব্রহ্মকুন্ডের জলের স্পর্শে খুলে যায়। 
    নারীর অবস্থানটা কোথায়,এমনকি তিনি মা হলেও -- তার প্রকৃষ্ট প্রমাণ এটাই। আর বর্তমানের কথা বলতে হবে কেন? রাজস্থানের আর্কাইভে water wife নামক পীড়াদায়ক জীবনটি সম্পর্কে জানা যায়।
     
    ৫) এ তো অভাবনীয় প্রশ্ন !! উতথ‍্য মুনির পত্নী মমতাকে ওনার দেবর বৃহঃস্পতি গর্ভাবস্থায় যাচ্ছেতাই প্রোপোজাল দেন। তিনি নিজেকে "অগম‍্য" জানালে বলপ্রয়োগ করেন। তখন গর্ভস্থ শিশু দীর্ঘতমা সেই সমস‍্যা পদাঘাতে দূরীভূত করে দেন। বৃহঃস্পতির অভিশাপে তিনি অন্ধ হয়ে জন্মান। জন্ম থেকেই মারকাটারি বিদ্বান ছিলেন।      বাই দ‍্য ওয়ে, সত‍্যবতীর অনুরোধে যখন কৃষ্ণদ্বৈপায়ন ব‍্যাস অম্বিকা-অম্বালিকার বিষয়ে দ্বিধাগ্রস্ত, তখন নাকি মুনি দীর্ঘতমার প্রসঙ্গ এসেছিলো?
  • নামে কী আসে যায়  | 66.23.***.*** | ২২ আগস্ট ২০২৫ ০৯:১৪745651
  • দারুন দারুন দারুন! জনতা বাকিগুলোর জবাব দিন আবার এসে পড়ে যাব laugh 
  • কালনিমে | 103.244.***.*** | ২২ আগস্ট ২০২৫ ১৮:৫৯745658
  • ৩) এ বিদুর তো?
  • Sara Man | ২২ আগস্ট ২০২৫ ২১:৩১745659
  • ৪। উপাধি নরাধম। 
    ৯। পাতাল গঙ্গা হল ভোগবতী, মর্ত্য গঙ্গা বা ভূগঙ্গা হল অলকানন্দা বা ভাগীরথী। ৯ এর বাকি উত্তর kk দিয়েছেন 
  • Sara Man | ২২ আগস্ট ২০২৫ ২১:৩৮745660
  • ২। খুব সম্ভবত ভীষ্ম বলেছেন যুধিষ্ঠিরকে 
  • কালনিমে | 103.244.***.*** | ২২ আগস্ট ২০২৫ ২১:৫৬745661
  • অদ‍্য হতে পিতঃ, যদি সে নিন্দুকদলে নাহি কর দূর
    সিংহাসন পার্শ্ব হতে সঞ্জয় বিদুর। 
    ভীষ্ম পিতামহ - যদি তারা বিজ্ঞ, সাধু বেশে
    হিতকথা ধর্ম কথা সাধু উপদেশে
    ছিন্নভিন্ন করি দেয় রাজধর্ম ডোর
    ভারাক্রান্ত করি রাখে রাজদণ্ড মোর।
    তবে ক্ষমা দাও পিতৃদেব, নাহি কাজ 
    সিংহাসন কণ্টক শয়নে মহারাজ ।
     
    .. বাকিটা মনে পড়ছে না - বা কার লেখা- কেউ পারলে জানাবেন 
  • &/ | 151.14.***.*** | ২২ আগস্ট ২০২৫ ২২:২৭745662
  • গান্ধারীর আবেদন, রবীন্দ্রনাথের বিখ্যাত সেই লেখা।
  • :|: | 2607:fb90:bd97:6c70:7d5f:b8cc:b13:***:*** | ২৩ আগস্ট ২০২৫ ১১:০০745668
  • একের খ বা চারের ক জাতীয় প্রশ্ন জাজমেন্টাল হতে উস্কানি দেয়। ভালো লাগেনা। 

    বাকীগুলো ঠিকঠাক। কত ঘটনাই যে ভুলে গেছি আবার এইসব কথোপকথন মন দিয়ে পড়িনি ফলে অনেক কিছু অজানাও থেকে গেছে! 
  • Ranjan Roy | ২৩ আগস্ট ২০২৫ ২৩:২৩745670
  • জাজমেন্টাল না হোন, জাজমেন্ট করতে আপত্তি কোথায়?
     
    এটা জানেন হিন্দি বলয়ে ব্রাহ্মণের রক্ষাকর্তা এবং ক্ষত্রিয়দের পৃথিবী থেকে মুছে ফেলা বীর অস্ত্রধারী ব্রাহ্মণ পরশুরামের ঘটা করে জন্মদিন পালন করা হচ্ছে? হাতিয়ার নিয়ে মিছিল বেরোচ্ছে? আজ নতুন নয় দু;দশক আগে থেকে। 
     
    যদি বলেন পুরাণ নিয়ে কোন নৈতিক প্রশ্ন করা ঠিক নয়, শুধু জিকে স্টাইলে কে কার পিতা, কে কার ভর্তা এসব আওড়াতে হবে তাহলে আমি নাচার।
    কারণ মহাভারত-১ শুরু করার সময়েই বলে ছিলাম আমার প্রেক্ষিত বিভিন্ন নৈতিক ইস্যু নিয়ে চিন্তা করতে, প্রশ্ন করতে  প্রেরিত করা।
     
     
    আর নৈতিক প্রশ্নে সবাই নিজের মত করে ভাববেন। এর কোন সাদা কালো হ্যাঁ বা না হয় না।
     
    ২ সত্যি কথা বলতে কি, আমিও আগে পড়িনি। এই উপলক্ষে রাজশেখর বসুর সারানুবাদ খুঁটিয়ে পড়া হচ্ছে--আমার লাভ!
  • Ranjan Roy | ০৫ সেপ্টেম্বর ২০২৫ ২২:২৫745744
  • উত্তরমালা --৬
    ===============
    ১  এর উত্তর প্রায় সবাই সঠিক দিয়েছেন। কাজটার নৈতিক দিক নিয়ে সবাই নিজের মত  করে বলেছেন।
    আমার ব্যক্তিগত মত-- সেযুগেও মাতৃহত্যা মহাপাপ ছিল। তাই পরশুরামের  হাতে কুঠার আটকে গেল। তাঁর বড় ভাইদের মত তিনিও পিতার অন্যায় আদেশ মানতে অস্বীকার  করতে পারতেন।
    তাহলে হয়ত ক্রোধের বশে দেয়া আদেশের পিতা পুনর্বিচার  করতেন। হয়ত রেণূকা নিজত হতেন না। পরশুরাম মাতৃহারা  হতেন না। হয়ত !!!
     
    ২ যুধিষ্ঠিরের বনবাস কালে যোগ ও সাংখ্য দর্শন  বিশারদ শৌনক মুনি যুধিষ্ঠিরকে  এই মহাবাক্য বএছিলেন।
     
    ৩ বিদুর ধৃতরাষ্ট্রকে এই পরামর্শ দিয়েছিলেন। শোনার পর রুষ্ট  ধৃতরাষ্ট্র বিদুরকে তাড়িয়ে দিলেন।
     
    ৪  ক) আমার মতে যযাতির এটা গর্হিত কাজ হয়েছিল। 
         খ) স্বর্গ ও মর্ত্যের মাঝে লটকে থেকে তিনি ত্রিশংকু উপাধি পেয়েছিলেন যা আজও আমরা মাঝখানে  লটকে থাকা অবস্থার বিশেষণ হিসেবে  ব্যবহার করি।
     
    ৫ মায়ের ধর্ষণে গর্ভস্থ শিশু বাধা দিলে  বৃহস্পতি রেগে  গিয়ে শিশুকে অন্ধ হয়ে জন্মাবার অভিশাপ দেন। তাই ঋষি দীর্ঘতমা জন্মান্ধ।
    ৬ না। দুষ্যন্ত নিজের কটুবাক্যের জন্য ক্ষমা চান নি। 
     
    ৭ বিদুর যুধিষ্ঠিরকে কাম্যক বনে।
    এই উত্তরটা একটু কোলকাতায় গিয়ে চেক করব। বা পয়াঠকেরা যদি কেউ চেক করেন।
     
     
    ৮ সবাই সঠিক উত্তর দিয়েছেন।
     
    ৯  স্বর্গে অলকনন্দা, মর্ত্যে ভাগীরথী। পাতালে  ভোগবতী। 
     
    ১০ এক সহস্র দ্রুতগামী অশ্ব যাদের কর্ণের একদিক শ্যামবর্ণ, দেহ পাণ্ডু বর্ণ।
     
     
     
     
     
     
  • kk | 2607:fb91:4c1f:77b8:e54b:1019:fe50:***:*** | ০৫ সেপ্টেম্বর ২০২৫ ২২:৩৩745745
  • কিন্তু ত্রিশঙ্কু অন্য একজন রাজা নন?
  • :|: | 2607:fb90:bd05:b97:f4ad:f507:1dc6:***:*** | ০৫ সেপ্টেম্বর ২০২৫ ২২:৫২745746
  • ২২টা ৩৩ -- ঠিক। হরিশ্চন্দ্রের বাবা। এই যে গল্প 
    এই বাংলা পড়ে যদি মাতৃভাষাটা মনে থাকে ....
  • Ranjan Roy | ০৬ সেপ্টেম্বর ২০২৫ ০০:৪১745749
  • উইকিপিডিয়ায় চন্দ্রবংশীয় রাজা যযাতি  যিনি শর্মিষ্ঠা ও দেবযানীর স্বামী এবং ছেলে পুরুকে বার্ধক্য দিয়ে যৌবন ভোগ করেছিলেন-- সেই কাহিনীও পেলাম। এবং ইন্দ্রের ক্রোধে স্বর্গ থেকে চ্যুত হয়ে মাঝখানে লটকে থাকাও রামায়ণের নহুষ পুত্র যযাতির সঙ্গে মিলছে।
    কিন্তু তাঁকে ত্রিশংকু বলা হত কিনা সেরকম কিছু দেখলাম না। 
     
    আগামী সপ্তাহে কোলকাতা ফিরে রাজশেখরে চেক করে নেব।
     
    হয়ত দুই যযাতির মিল দেখে আমি এক জনের ত্রিশংকু উপাধি অন্যের ঘাড়ে চাপিয়েছি। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে প্রতিক্রিয়া দিন