এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • চরকি

    Suvasri Roy লেখকের গ্রাহক হোন
    ১৬ আগস্ট ২০২৫ | ৪৯৬ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • সে একটা কাঠবেড়ালি। তার নাম চরকি। আমাদের চারতলার ফ্ল্যাটে মাঝেমাঝেই ঢুকে পড়ে। পাইপ বেয়ে বারান্দায় ঢোকে এবং সেখান থেকে ঘরে। এক দিন বিস্কিট রাখার প্লাস্টিকের কৌটোর ঢাকনা ফুটে করে দিচ্ছিল। আমি রান্নাঘরে ছিলাম। কৌটোটা ছিল বাইরের ঘরে। ক্রমাগত ঠকঠক শব্দ শুনে এ ভরে এসে দেখি ঢাকনাটায় অনেকগুলো ফুটো করে ফেলেছে। আমাকে দেখে দৌড়ে পালিয়ে গেল। দৌড়নোর কি গতি! গতির জন্যই আমি নাম দিয়েছি চরকি।

    আশেপাশে অনেক গাছ ছিল আগে। গত কয়েক বছরে বেশ কয়েকটা বড় গাছ কেটে ফেলা হয়েছে । এমন কিছু লোক থাকে বড় গাছ দেখলেই কেটে ফেলার জন্য যাদের হাত নিশপিশ করে। অথচ এই গাছগুলোর জন্য তাদের প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো ক্ষতি হয় এমন নয়। এই সমস্ত লোক ভারি শয়তান, এদের সর্বনাশ হো'ক। সব সময় গাছ কাটতে না পারলেও গাছের ডাল ছেঁটে ফেলার জন্য এরা করপোরেশনে তদ্বির করে। আমাদের ব্লকের বাঁ দিকটায় রাস্তার ওপর কি অপূর্ব একটা গুলমোহর গাছ ছিল! ডার মস্ত ডালপালাতগুলো আমাদের বারান্দার কাছাকাছি চলে আসত। কত কত পাখি রাতে ঘাড় গুঁজে তার ডালগুলোয় ঘুমতো। ডাল কেটে কেটে সুপরিকল্পিতভাবে সেই গাছটাকে মেরে ফেলা হল। কত কত পাখি বেঘর হয়ে গেল।

    মনে আছে একেক দিন দুপুরে একটা হলুদ পাখি গাছটার একটা হাল্কা ডালে এসে বসত। তারপর কখনো ডালটার ওপরে বসে দোল খেত, কখনো বা ডালটা ধরে নিচের দিকে ঝুলে পড়ে মহানন্দে দোল খেত। বারান্দা থেকে আমি দেখতাম। কি ভালোই না লাগত! একটা গাছ মানে পরিবেশের একটা স্তম্ভ, চোখেরও স্বস্তি কিন্তু অনুভূতিবিহীন মানুষ তা বোঝে কোথায়?

    হয়তো কোনো এক সময় এই গুলমোহর গাছটাতেই চরকির বাবা-মায়ের ঘর ছিল। এখন হয়তো চরকির কোনো স্থায়ী বাসা নেই। আমাদের ব্লকের বাঁ দিকে একটা বটগাছ আছে। সেইখানে ওর বাসা হলেও হতে পারে। এই গাছটাতে চরকি ওর পরিবারের সঙ্গে থাকে কি? ব্লকের পেছন দিকে একটা কদম গাছ আছে। সেটাতে আগে অনেক ফুল ফুটত। আজকাল গাছটায় অত ফুল আসে না। এটারও অনেক ডাল ছেঁটে ফেলা হয়েছে। এই গাছটাতে কোনো প্রাণী বা পাখির বাসা আছে বলে মনে তো হয় না। আশেপাশে আরো কয়েকটা গাছ আছে- কৃষ্ণচূড়া এবং নাম না জানা কয়েকটা বড় গাছ। জানি না সেগুলোর কোনটায় ওর বসবাস।

    যাই হোক, চরকি মাঝেমাঝে বারান্দা থেকে সোফায় ওঠে তারপরে চরকির মতো সরে যায়। এক পাশে ছোট্ট একটা সোফায় আমি কখনো কখনো বসে থাকি। এক দিন সোফার থেকে বিদ্যুতের মতো লাফ দিয়ে নেমে কি মনে করে লাফ দিয়ে আমার কোলে উঠেছিল। উঠেই অবশ্য নেমে গেল। কখনো কখনো মেঝে থেকে লাফ দিয়ে খাটেও ওঠে।

    আমাদের গৃহ সহায়িকা বলে খাবারের অভাব হলে চরকি আমাদের কাছে চলে আসে। এখানে ওখানে দুই খরগোশের ছাড়ানো ছোলা ছড়ানো থাকেই। তবে দুই খরগোশের সঙ্গে ওকে কখনো সামনাসামনি দেখিনি আমি। অ্যান্ডি চলে গেছে, এখন রয়েছে স্যান্ডি আর ফুকুরো। ভয় লাগে, চরকি যেন কখনো ওদের ক্ষতি না করে দেয়। চিড়িক চিড়িক ডাকে বুঝতে পারি ও এসেছে তবে ঘন ঘন আসে এমন নয়। অনেক দিন না এলে ভয় লাগে। বিপদ হ'ল না তো?

    প্রকৃতি ও প্রাণীদের প্রতি মানুষের মায়াদয়া কমছে কিনা জানি না। সহজে সিদ্ধান্ত নেওয়া যায় না তা ঠিক। তবে খুব বেশি দরদও তো টের পাই না, যত দরদ সবই ফেসবুকে। এত বোঝাবুঝি বাদ দিয়ে শুধু প্রার্থনা, এই শহরের সমস্ত চরকি সুস্থভাবে বেঁচে থাকুক।

    শুভশ্রী রায়
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শ্রীমল্লার | ১৬ আগস্ট ২০২৫ ২১:৩১733399
  • লেখাটি আরও দূর এগোলে, ভাল লাগত। তবে কথা বলার ভঙ্গি নেহাত মন্দ নয়। খেয়াল করছি, গুরুচণ্ডালীতে অনেকেই বড় আদর দিয়ে লিখছেন। ভালবেসে লিখছেন। পরিশ্রম করে লিখছেন। কিন্তু যে কোনও লেখাতেই যদি বানান ভুল থাকে,– তবে হতাশ হই! বানানে নজর দিন।  
  • kk | 172.58.***.*** | ১৬ আগস্ট ২০২৫ ২২:২১733403
  • শুভশ্রী অনেকদিন পরে লিখলেন। ভালো আছেন তো? অ্যান্ডির চলে যাবার কথা শুনে মনটা একটু খারাপ হলো।
  • :|: | 2607:fb90:bd99:86f2:603b:d47c:d129:***:*** | ১৭ আগস্ট ২০২৫ ০৮:৩৯733412
  • সমাপ্তির মৃন্ময়ী চরিত্রটি সৃষ্টি হবার পর থেকে প্রায় সব কাঠবেড়ালির নামই চরকি। 
  • Suvasri Roy | ১৭ আগস্ট ২০২৫ ০৯:২৫733413
  • kk
    মন্তব্য করার জন্য ধন্যবাদ।  ভালো আছি। নানা কারণে অনেক দিন লেখা হয়নি। অ্যান্ডি চলে যাওয়ার পর পরিবেশ অন্য রকম। সে তো ছিল বড়ই আদর কাড়া, প্রাণবন্ত এবং দুষ্টু!
    শুভেচ্ছা নেবেন। 
  • Suvasri Roy | ১৭ আগস্ট ২০২৫ ০৯:২৮733415
  • #শ্রীমল্লার
    মতামত পেয়ে ভালো লাগল। আপনার কথাগুলো নিশ্চয় মনে রাখব। শুভেচ্ছা নেবেন। 
     
  • Suvasri Roy | ১৭ আগস্ট ২০২৫ ০৯:৩২733416
  • #:|: |
              আচ্ছা! এমন তাৎপর্যপূর্ণ একটি তথ্য জানাবার জন্য অকৃত্রিম ধন্যবাদ। শুভেচ্ছা জানাই। 
  • Mousumi Banerjee | ১৭ আগস্ট ২০২৫ ১২:১৪733417
  • বেশ লাগল লেখাটি। আজকাল বেশীরভাগ মানুষ জনই কেন যেন বড় গাছ পছন্দ করে না। আমিও খুব কষ্ট পাই গাছগুলোর পরিণতি দেখে। আসলে মানুষ তো এমন গাছে থাকতে পরে না, তাই হয়তো! অথচ, Tree house  এ গিয়ে থাকতে খুব ভালোবাসে। হলুদ পাখি কোথায় গেল কে জানে! 
     
  • Suvasri Roy | ১৭ আগস্ট ২০২৫ ১৩:১০733419
  • #Mousumi Banerjee
       মতামত পেয়ে ভালো লাগছে। সত্যিই বড় গাছ ধ্বংস করার প্রবণতা পরিবেশের জন্য ক্ষতিকর। গাছের সঙ্গে সঙ্গে কত প্রাণীর কত ক্ষতিই না হয়ে যায়! আহা, সেই হলুদ পাখি কোথায় গেল কে জানে? আশা করি, মহানন্দে দোল খাওয়ার জন্য কোনো নিরাপদ ডাল সে পেয়ে গেছে। শুভেচ্ছা নেবেন।
  • Sam Suko | ২৪ আগস্ট ২০২৫ ১৮:২৮733608
  •  আপনার কলম বড় মায়া মাখানো। শহরে চরকিরা ক্রমশ বিপন্ন হয়ে পড়ছে। তাদের কথা কে ভাবে, অত সময় কোথায় কারো। মোবাইল থেকে মুখ তুলে আকাশ দেখার কারো সময় নেই। প্রকৃতিও না। খুব ভালো লাগলো আপনার লেখা পড়ে। যেন আপনাদের ব্লকে চলে গেছিলাম মনে মনে। এরকম লেখা আরো চাই।
  • শুভশ্রী রায় | 2401:4900:3f09:28d6:0:49:62b2:***:*** | ২৪ আগস্ট ২০২৫ ১৮:৪৯733609
  • #Sam Suko
       আপনার মূল্যবান মতামত পেয়ে খুবই ভালো লাগল। অনুগ্রহ করে আমার লেখাগুলো পড়ে নিরপেক্ষ মতামত দেবেন। ভালো, মন্দ যেমনই লাগুক জানাবেন। স্বাভাবিক পাঠপ্রতিক্রিয়া পাওয়া নিশ্চয় সৌভাগ্যের ব্যাপার। আশা করি, আমার মতো আপনিও প্রার্থনা করবেন- প্রকৃতি আশ্রিত শহুরে চরকিদের জীবনযাত্রা যেন বিঘ্নিত না হয়। 
                          বিনীতা
                          শুভশ্রী রায়
  • রৌহিন | 2401:4900:110e:8c79:d5ad:2fa2:cbba:***:*** | ২৯ আগস্ট ২০২৫ ১৩:৩৩733724
  • পৃথিবীটা পুরোটাই মানুষের ভোগের সম্পত্তি নয়, সকলের অধিকার আছে, এই বোধ দিন দিন আমাদের লুপ্ত হয়ে যাচ্ছে। প্রযুক্তি এবং সভ্যতা নিজেই নিজের ধ্বংসের পথ তৈরী করছে, প্রশস্ত করছে।
  • Suvasri Roy | ২৯ আগস্ট ২০২৫ ১৭:৩৯733727
  • #রৌহিন
    মতামত দেওয়ার জন্য ধন্যবাদ। ঠিক বলেছেন। মানুষ লোভের বশবর্তী হয়ে সমানে প্রকৃতিকে ধ্বংস করে চলেছে। এই ব্যাপারটা যে আত্মধ্বংসী সেটা বুঝতে পারছে না। ইতিমধ্যেই পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে গেছে। নির্বিচারে গাছ কাটা হ'চ্ছে।  মৌমাছিদের সংখ্যা কমছে। ফসলে রাসায়নিক সারের বেলাগাম প্রয়োগ থেকে ঘরে ঘরে জটিল অসুখের আশঙ্কা দেখা দিয়েছে। পরের প্রজন্ম আমাদের ক্ষমা করবে বলে মনে হয় না।

    শুভশ্রী রায়
  • চিত্তরঞ্জন হীরা | 2409:4060:2e49:a8ff:b869:a441:d347:***:*** | ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১৪:১০733891
  • খুব ভালো লেগেছে লেখাটি।
  • Suvasri Roy | ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১০:৩৯733920
  • @চিত্তরঞ্জন হীরা
    মতামত দেওয়ার জন্য অকৃত্রিম ধন্যবাদ। 
           শুভশ্রী রায়
  • Aditi Dasgupta | ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৩৪733922
  • বড্ড ভালো লাগলো। বড্ড মরমী লেখা! সত্যি শয়তানগুলের সর্বনাশ হোক! আমিও চাই মনে প্রাণে তাই!❤️
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন