এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  প্রশ্ন

  • তবে মন্দ কী? 

    Srimallar লেখকের গ্রাহক হোন
    প্রশ্ন | ২৮ জুলাই ২০২৫ | ২৯০ বার পঠিত
  • বাঙালি ছেলে মেয়ে প্রত্যেকেই কেউ না কেউ একটা সময় দু-চার লাইন কবিতা লেখার চেষ্টা করেনি, এমন হতে পারে না। তোমাদের মধ্যে নিশ্চয়ই এমন অনেকে আছ, যারা একটা সময় কবিতা লেখার চেষ্টা শুরু করেছিলে, কিন্তু কোনও না কোনও পরিস্থিতিতে কবিতা লেখার চেষ্টা ছেড়ে দিতে হয়েছিল। এখন অনেকদিন আর লেখালেখির মধ্যে নেই— তেমন কেউ থাকলে, আমাকে কমেণ্ট বক্সে জানিও। 
     
    এমনভাবেও যদি আমাদের আলাপ হয়, তবে মন্দ কী? 
     
    শ্রীমল্লার
    কৃষ্ণনগর, ২৮ জুলাই ২০২৫ 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • বমবম | 2601:5c0:c280:d900:6cad:7148:cf20:***:*** | ২৮ জুলাই ২০২৫ ১৮:১৮745457
  • গ্রীষ্মের প্রখর দাবদাহে, একদিন আমি একটি দুই শব্দের ছড়া লিখেছিলাম। কী-ওয়েস্টের এক তপ্ত দুপুরে এটি পড়ে হেমিংওয়ে একে বেস্ট টু-ওয়র্ড পোইট্রি বলে আখ্যা দিয়েছিলেন। 

    আমি,
    ঘামি। 

    জীবনের শুরুতেই এই অপ্রত্যাশিত খ্যাতির ফলে আমি পোইট্রি লেখা ছেড়ে দিই। 
  • কমিউনিস্ট | 219.***.*** | ২৮ জুলাই ২০২৫ ১৮:৫৯745459
  • কমোডে বসিয়া আমি জোরে জোরে হাগি 
    হাতুড়ি কাস্তে তারা সবই দিল ফাঁকি 
    আর ছিল খুদে বীর চে গুয়েভরা 
    তারেও টপকে দিল এক দিশাহারা।  
  • Ranjan Roy | ২৮ জুলাই ২০২৫ ২২:০৫745463
  • শ্রীমল্লার
     
    কিছু মনে করবেন না বা নিরুৎসাহিত হবেন না।
    গুরুতে একটু পা টানাটানি চলে।
     
    এখানে গুরুগম্ভীর আলোচনা হয় হালকা চালে বা ফক্কুড়ি মেজাজে।
    আর ছ্যাবলা আলোচনা হয় ভারী সাধুভাষায় গুরুগম্ভীর চালে।
    একেবারে হৃদয়ে মন্দ্রিল ডমরু গুরু গুরু লয়ে।
    এটাই গুরুর ইউএসপি।
     
    তাই নামটা গুরুচন্ডালি
    গুরু ও চণ্ডাল মিলেমিশে  গলাগলি করে থাকে। 
     
  • Ranjan Roy | ২৮ জুলাই ২০২৫ ২২:২১745464
  • দেখুন না, আমার কবতে কেউ ছাপা ত দূরের কথা, শুনতেই চায় না।
    বৌ ও মেয়ে বলে --আমরা কী পাপ করেছি?
    কিন্তু আপনার এনার্জি দেখে মনে হল আপনি শুনবেন।
    তাই গত সপ্তাহে লেখা দুটো কবতে শোনাচ্ছিঃ
    পাশ করলাম না ফেল--বলতে ভুলবেন না।
     
    তোমার কাছে যাব বলে
    ===============
    তোমার কাছে যাব বলে
    ছেড়েছি ঘর, হেঁটেছি পথ
    যোজন যোজন হাজার যোজন
    কোথায় তুমি?
     
    ভেবেছিলাম
    একটি নদী পেরিয়ে গেলে
    পাব দেখা, 
    তোমার দেখা
    কোথায় তুমি?
     
    সেই আশাতে বুক বেঁধেছি
    সাঁতার দিলাম,  পেরিয়ে এলাম
    গহীন নদী।
    কিন্তু তবু
    ফুরোয় না পথ
    সামনে আসে  আরেক নদী
    অনেক নদী।
     
    জলের ভেতর চোরাটানে 
    আটকে পড়ি 
    শ্যাওলা  অনেক শ্যাওলা জড়ায়
    পায়ে পায়ে
    শ্যাওলা জড়ায়।
     
     
    এমনি করে দিন কেটে যায়
    গ্রীষ্ম আসে বর্ষা আসে
    বছর বছর
    প্রতি বছর 
    কোথায় তুমি?
     
     
    এমনি করেই হেঁটেছি পথ
    যোজন যোজন হাজার যোজন
    এমনি করেই সাঁতরে পেরোই
    একটা নদী
    আরেক নদী
    অনেক নদী
     
    কিন্তু আজও খুঁজে চলি
    পথ হাতড়ে কানাগলি
    ঘুম আসেনা অপেক্ষাতে
    হঠাৎ যদি মধ্যরাতে
    জানলাতে কেউ দেবে টোকা
    দিচ্ছে টোকা
    কোথায় তুমি?
     
  • Srimallar | ২৮ জুলাই ২০২৫ ২২:২৮745465
  • আপনি আমার সঙ্গে একটু ইমেলে যোগাযোগ করুন — আমার মেল আইডি : srimallar2004@gmail.com 
     
    জানিয়ে রাখি, যেহেতু এখানেই আপনি আমাকে কবিতাগুলো পড়তে দিয়েছেন, তাই মন্তব্য হিসেব মতো এখানেই করা উচিত। কিন্তু আমি আপনার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলতে চাই। 
  • Ranjan Roy | ২৮ জুলাই ২০২৫ ২২:৩১745466
  •      বৈতরণী নদী
    ============
    বৈতরণী নদী বয়ে যায়।
     
    দুই পারে কাশবন
    দুই পারে হোগলার ঝোপ,
    গজিয়েছে আদ্যিকাল থেকে।
     
    কালো জল ছলছল বৈতরণী নদী,
    কিন্তু কোন সাঁকো বাঁধা নেই।
     
    হোগলায় ছাওয়া ঘরে
    দুই পাড়ে
    মানুষেরা থাকে।
     
    কবে থেকে
    সেটা জানা নেই।
     
    ওরা শিকার শিকার খেলে ক্লান্ত হয়।
    তারপর তিরের  মাথায় বেঁধে
    ছুঁড়ে দেয় আগুনের গোলা
    এপারে ওপারে।
     
    স্বপ্ন দেখে
    একদিন পার হবে বৈতরণী নদী।
     
    কিন্তু ওরা ভুলে গেছে 
    সাঁকো বাঁধতে দুই পাড় জুড়ে।
     
    কালো জল ছলছল
     বৈতরণী নদী বয়ে যায়।।
     
     
  • Ranjan Roy | ২৮ জুলাই ২০২৫ ২২:৩৫745467
  • কিন্তু শ্রীমল্লার,
    আপনি  সম্ভবতঃ ২০০৪ সালে জন্মেছেন--জেন জি!
     
    আমি বৃদ্ধ ভীষ্ম পিতামহ--৭৫ বছর বয়েস। আমার সঙ্গে আড্ডা দিলে বোর হয়ে যাবেন।
  • আ খোঁ | 2402:3a80:42e8:6127:378:5634:1232:***:*** | ২৮ জুলাই ২০২৫ ২২:৪৬745468
  • বাঙালি ছেলের পদ্য লেখা মন্দ কী -
    বাঙালির তবে মাছ খাওয়াটাও বন্ধ কি?
    কেউ যদি চায়, ইচ্ছে আমার, দেবো না ভাই বন্ধকি 
    কার তাতে ভাই কী চুলকুনি, মনটা এতই অন্ধ কি?
    সব পাখি গায় প্রেয়সীর খোঁজে, প্রেম বুঝে নেয় ছন্দ কী - 
    কবিতা থাকুক শ্রীমল্লারে, প্রেম সে পাবেই সন্দ কী!
  • Srimallar | ২৮ জুলাই ২০২৫ ২২:৫৮745469
  • না বোর হব না। 
     
    কেননা, আমি কী আলোচনা করছি সেটাই আসল কথা৷ বয়সটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। যদি আপনার ইচ্ছে হয়, তবেই যোগাযোগ করবেন। মানুষের ইচ্ছে-অনিচ্ছের প্রতি আমার শ্রদ্ধা আছে। 
     
  • Srimallar | ২৮ জুলাই ২০২৫ ২৩:০০745470
  • আ খোঁ— আমার তেমন প্রতিভা নেই। এমনকী প্রেম পাওয়ার যোগ্যতাও... 
  • আ খোঁ | 2402:3a80:42e8:6127:378:5634:1232:***:*** | ২৮ জুলাই ২০২৫ ২৩:২৬745471
  • শ্রীমল্লার 
    যোগ্যতা, প্রতিভা আজকাল আর খুব একটা ম্যাটার করে না। সে যাই হোক।
     
    অনেকদিন পরে কারুর মধ্যে এরকম সৎ ছটপটানিটা খুব ভালো লাগলো। শুভেচ্ছা রইল।
     
     
     
  • করুণ তবি | 2601:5c0:c280:d900:d5c6:3c7b:9cf3:***:*** | ২৯ জুলাই ২০২৫ ০০:১৯745472
  • আপনাদের উৎসাহে সকাল থেকে জোরে কবিতা পেয়ে গেলো। অবশেষে নামাতে সুযোগ পেলাম। আঃ! 

    চেয়েছিনু হাততালি, চেয়েছিনু নারী,
    চেয়েছিনু ব্যারিটোন, আর চাঁপদাড়ি।
    প্রভু!
    আর সবে জুটায়েছে জুড়ি-বাড়ি-গাড়ি,
    তবু,
    আমি শুধু চেয়েছিনু নির্জনে ঝাড়ি।
    তাই
    চাইনি থাকিতে আমি সাতে-কিবা-পাঁচে,
    লকলকে লিবিডোর লেলিহান আঁচে,
    হবু
    প্রেমিকাকে চিঠি দিবো সনেটের ধাঁচে,
    কভু ... 
    কভু
    লিখিবো না ছোটোলোক কী প্রকারে বাঁচে। 
  • Ranjan Roy | ২৯ জুলাই ২০২৫ ০৮:২৮745475
  • সহমত l
     
    অনেকদিন পরে এমন সাচ্চা আবেগ, তাও কবিতার জন্যে!
    আমার শ্রদ্ধা ও অভিনন্দন!
  • Srimallar | ২৯ জুলাই ২০২৫ ১১:২৯745477
  • Ranjan Roy— লেখাগুলো মন্দ নয়। কিন্তু স্বতন্ত্র কণ্ঠস্বর খুঁজে পেলাম না। 
  • ফরিদা | ২৯ জুলাই ২০২৫ ১১:৫৮745478
  • করুণ তবি, এটা ভাল্লাগলো। র‍্যাপের মতো গাইতে বেশ লাগছে। 
  • Ranjan Roy | ২৯ জুলাই ২০২৫ ১২:৫৫745480
  • সলিড র‍্যাপ হবে। লাস্টে সমের পর  খালিতে এক মাত্রায় প্রভু সুদ্দু।
  • Ranjan Roy | ২৯ জুলাই ২০২৫ ১৬:১৫745484
  • আরে রমিত!
    হেব্বি হয়েছে। আরও দু'তিনটে স্ট্যাঞ্জা আপনিই জুড়ে দিন না!  ষোলকলা পূর্ণ হবে।
  • জোনাকি পোকা ৭১ | ৩০ জুলাই ২০২৫ ০০:৪১745488
  • রমিত চট্টোপাধ্যায় 
     
    এটা কি AI এর জাদু? পদ্যে পদ্যে গান হয়ে গেল?!! 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন