এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • ভাটে-বাজারে

    ব্রাত্যপশু
    নাটক | ১৯ এপ্রিল ২০২৫ | ১৭৯২ বার পঠিত | রেটিং ৫ (২ জন)
  • নাটকঃ ভাটে-বাজারে। 

    স্থানঃ কোনো এক অজ্ঞাত স্থানের একটি চণ্ডীমণ্ডপ। আলো ফুটলে দেখা যাবে তাতে চারজন পাঁচজন হুঁকোমুখো নবীনপ্রবীণ মানুষ। নেপথ্যে কুকুরের ডাক, সাইরেনের আওয়াজ (যা কি না গুপুর নয়), আবছা কলতলার কোন্দল (যা ছাপার অযোগ্য), ও শুবার্টের অসমাপ্ত অষ্টম সিমফনি*। 

    পাত্রপাত্রীঃ

    ১) MP -  ভূরাজনীতি ও জায়নবাদ বিশেষজ্ঞ, যে কোনো বাক্যে, তর্কে, আড্ডায়, চিৎকার অথবা শীৎকারে উনি একবার "জায়নবাদ" এবং "জায়নবাদীদের ষড়যন্ত্র" উচ্চারণ না করে পারেন না। কথিত আছে একবার গড়িয়াগামী অটো খুচরো না দেওয়ায় সেই ঘটনাকে জায়নাবাদের কালো থাবা বলে টানা তিনঘন্টা চেঁচিয়েছিলেন। 

    ২) প্রবীরজিত - একদা অধ্যাপক, অবসরে পানু লিখতে ভালবাসেন, শখ ফেসবুক থেকে বিচিত্র লেখাপত্র কপি করে দিকে-দিগন্তরে ছড়ানো। স্প্যাম করেন, কিন্তু স্প্যামার বলা বারণ। 

    ৩) ডট -  এককালের ইউরোপ বিশেষজ্ঞ (কিন্তু, আজকাল বাজার কিঞ্চিৎ খারাপ), প্রিয় চ্যানেল আরামবাগ টিভি, প্রিয় শহর জুরিখ, প্রিয় চরিত্র স্বয়ং নিজে। কালো হাঁড়ি দেখলে কুপিত হন। বিদেশীয় শব্দ বিজাতীয় বানামে লেখায় ব্যুৎপত্ত। 

    ৪) &/ - কল্পবিজ্ঞান-রচয়িতা, ঔপন্যাসিক, নিন্দুকে সন্দেহ করে প্রচ্ছন্ন দক্ষিণপন্থী। ইউরোপ বিশেষজ্ঞ নন, কিন্তু বিমূর্ত ঘোলাটে ডিজিট্যাল পেইন্টিং করে প্রশংসা কুড়িয়েছেন। মাঝে মাঝে কাকে যেন গ্রুপল্লবে ডাক দেন (সাড়া পান কি না সে বিষয়ে নাট্যকার নীরব।) 

    ৫) ডিসি - শান্তশিষ্ট ক্যাপিটালিস্ট, ফ্রি মার্কেট,পাঁচিল আর বাদামভাজা পছন্দ করেন। শখঃ তুমুল কোন্দলের সময় সবাইকে বলা "নিন একটা গান শুনুন"। অষ্টাদশ শতাব্দীতে জন্মালে ধর্মগুরু হতেন। 

    এছাড়াও অনেক চরিত্র মাঝে মাঝে আনাগোনা করে। কেউ সশব্দে, কেউ নিঃশব্দে, কেউ মণ্ডপের বাইরে থেকেই দীর্ঘশ্বাস ফেলে নতনয়নে অনিমেষে আবার দিনগত পাপক্ষয়ের কাজে ফেরেন। আর অতীতের হিমঘর থেকে কাদের যেন পদশব্দ মাঝে মাঝে ভেসে আসে হায়! কতই না প্রবল রক্তক্ষয়ী সংগ্রামের সাক্ষী এই চণ্ডীমণ্ডপ। কোথায় সে এলেবেলে? কোথায় সে অরিনবাউ (থুক্কু, অরিন লান)? এই বিস্তৃত তাকলামাকান মরুভূমে না আছে অরণ্য, না সৈকত। 
     
    আছে শুধু কিছু অক্লান্ত দুর্নিবার বকতিয়ার খিলজি। বাদবাকিরা মৃত সৈনিক অথবা নিননিছা। তবে, তাদের কথাও ক্রমশঃ প্রকাশ্য। 
     
     
    -- 

    (*এ বিষয়ে জানতে হলে অস্ট্রিয়া-বিষয়ক লেখা পশ্য।) 
     
     
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • নিননিছা | 2607:fb90:e3bd:78fa:e42a:d763:b062:***:*** | ১৯ এপ্রিল ২০২৫ ২৩:১০744680
  • চরম এনকোর মারহাবা
  • bhuto | 207.244.***.*** | ২০ এপ্রিল ২০২৫ ০৫:০২744685
  • ভাটে একটা লাইট আড্ডার মুড ছিল। এইটে একেবারেই নষ্ট হয়ে গেছে। এলেবেলে এট আলের বিদ্যাসাগর আলুচোনা থেকে শুরু। ধীরে ধীরে ভাট হামবড়াই ও অর্থহীন অন্তহীন আলোচনার ডাম্পিং গ্রাউন্ডে পর্যবসিত হয়েছে।
     
    একটা সলিউশন হচ্ছে ভাট পোস্টের শব্দসংখ্যা বেঁধে দেওয়া। এই ধরুন কুড়ি শব্দের বেশি লেখা যাবে না। নইলে টইতে গিয়ে আদিগন্ত ঘ্যানর ঘ্যানর করুন।
  • :|: | 2607:fb90:bd92:1d54:b1df:c89c:9d88:***:*** | ২০ এপ্রিল ২০২৫ ০৫:২২744686
  • পাঁচটা দুয়ের প্যারা দুয়ে ক্ক। 
  • r2h | 134.238.***.*** | ২০ এপ্রিল ২০২৫ ০৮:৫২744687
  • আরে সত্যি ভুতো নাকি? বাহ বাহ, আস্তাজ্ঞে হোক বোস্তাজ্ঞে হোকঃ)

    কিন্তু কমেন্টে ড-য়ে শূন্য ড় দিলাম। ভাটকে টুইটার বানিয়ে দিলেই স্প্যামমুক্ত হয়ে যাবে?
    আগাছা র উপদ্রব কমাতে হলে নিজেকেও দুটো গাঁদা ফুল বা বোতাম ফুলের চারা পুঁততে হয়, নাহলে ফাঁকা ময়দানে আগাছা তো হবেই। হাল্কা আড্ডার লোকেরা ব্যস্ত হয়ে পড়েছে তাই ভারি স্প্যাম, এই তো।
  • :|: | 2607:fb90:bd92:1d54:b1df:c89c:9d88:***:*** | ২০ এপ্রিল ২০২৫ ০৯:১৫744690
  • কুড়ি শব্দে দুতিন লাইনার হবে। আর ছোটো করে বললে তাতে শক্তি থাকে বেশী। স্ফুলিঙ্গ যথা। 
  • bhuto | 207.244.***.*** | ২০ এপ্রিল ২০২৫ ০৯:১৬744691
  • আরে না মশাই। সত্যি ভুতোটুতো নোই। আপনাদের এই এক। কে কবে চাট্টি নিক নিয়েছিলেন, এখনো ধরে রেখেছেন।
  • r2h | 134.238.***.*** | ২০ এপ্রিল ২০২৫ ০৯:১৮744692
  • ও আচ্ছাঃ)
    আমিও তাই ভাবি, পুরাতন ভুতোকে তো বহু বছর দেখিনি। যাই হোক, ঐ ভুতোর ড-য়ে শূন্য ড় আপনাকে দিলাম!
  • কণিষ্ক | 202.8.***.*** | ২০ এপ্রিল ২০২৫ ১৬:২০744698
  • এই জমাটি নাট্যের সাথে খানিক তবলায় সঙ্গত করে গেলাম আর কি!
     












  • সরেস কার্টুন | 103.87.***.*** | ২০ এপ্রিল ২০২৫ ১৬:৫৩744699
  • যোষিতা, অ্যান্ডর, প্রবীরজিত(পকেটে পতাকাটি ফাইন টাচ) বনাম এমপি, ডিসি (জামার লোগোটি বেশ মজাদার), দীপদীপদীপদীপ, হীরেনবাবু আর সমরেশবাবু- সবকটা কার্টুন‌ই দারুণ, শুধু অ্যান্ডর যেন একটু কম বৈশিষ্ট্যহীন বাকিদের তুলনায়।
  • স.কা | 103.87.***.*** | ২০ এপ্রিল ২০২৫ ১৬:৫৩744700
  • সরি একটু বেশিই* বৈশিষ্ট্যহীন হবে
  • কণিষ্ক | 202.8.***.*** | ২০ এপ্রিল ২০২৫ ১৭:৩৫744701
  • kk | 172.56.***.*** | ২০ এপ্রিল ২০২৫ ২০:০৫744702
  • কনিষ্ক'র কার্টুন গুলো একেবারে লা জবাব!!
  • স.কা | 116.206.***.*** | ২০ এপ্রিল ২০২৫ ২২:২০744703
  • এবার অ্যান্ডর ও দিব্যি স্বমহিমায় ঝলমল করছেন এইত্তো। কি মজা! কেলে হাঁড়ি ফাটানো তো বুঝলাম, কিন্তু ওই সাদা রিঙ হলুদ বোর্ডে কি কোন ফিজিক্সের জিনিসপত্র আর হাতে সবুজের মধ্যে কি বিগ ব্যাং এর ছবি?
  • কনিষ্ক | 202.8.***.*** | ২০ এপ্রিল ২০২৫ ২৩:০০744704
  • এই সব জানতে হলে মন দিয়ে ভাট পড়তে হবে। অবশ্য দেখলাম নাট্যকারও ক্লু দিয়ে রেখেছেন। একটু খুঁজে পেতে দেখুন, কিছু তো ব্যাপার আছে নিশ্চই। নইলে শেষমেষ যাঁর ছবি তাঁকেই জিগিয়ে নেবেন নাহয়।
  • &/ | 107.77.***.*** | ২০ এপ্রিল ২০২৫ ২৩:০২744705
  • রহস্য :)
  • syandi | 2401:4900:88ad:3b68:ad6a:ec91:b6a8:***:*** | ২১ এপ্রিল ২০২৫ ০১:০৬744707
  • হলুদ বোর্ডে সাদা রঙে ওটা  বোধ হয় মোবিয়াস স্ট্রিপ আঁকা হয়েছে, যদিও টুইস্টটা ঠিক বোঝা যাচ্ছে না। মোটের উপর কার্টুন দারুণ রকম ভালো হয়েছে। 
     
    &/, আপনি কি প্রফেশন্যাল জগতে  মোবিয়াস স্ট্রিপ সংক্রান্ত কাজ করেন? মানে রেলেভ্যান্সটা বুঝতে চেষ্টা করছি আর কি! 
  • যদুবাবু | ২১ এপ্রিল ২০২৫ ০১:৫৩744708
  • মোবিয়াস স্ট্রিপ শুনলেই সেই জয়ন্ত বিষ্ণু নারলিকারের লেখা "গণেশের দুর্লভ মূর্তি" গল্পটা মনে পড়ে যায়। যার শুরুতেই একজন বোলার হঠাৎ ডানহাত থেকে বাঁহাতে শিফট করে একেবারে আনপ্লেয়েবল গেলেন। বাকিটা আর স্পয়েল করলাম না। কোনো একটা বইতে আরও অনেকগুলো গল্পের সাথেই ছিল। কোনো সহৃদয় ব্যক্তি লিং থাকলে দিয়েন। 

    তবে, হ্যাঁ, কার্টুন কিন্তু প্রচণ্ড ভালো। কাটা মুণ্ডু নিয়েই কণিষ্ক যা এঁকে ফেলেছেন তার তুলনা নেই। 
  • hihi | 51.158.***.*** | ২১ এপ্রিল ২০২৫ ০১:৫৬744709
  • ট্যানের ত ভাটে গোলগোল প্রশ্ন জিগিয়ে যাওয়া স্বভাব। তার মধ্যে একেতাকে ধরে জিলিপির প্যাঁচ মারে। ওই জন্যি গোলের মধ্যে প্যাঁচ হইল গিয়ে মোবিয়াস স্ট্রিপ।
  • . | ২১ এপ্রিল ২০২৫ ০২:০৯744710
  • আমার কার্টুনটা আমার মৃত‍‍্যুর পরে আরেকবার এখানে আপলোড করবার অনুরোধ করলাম।
     
    হিরেনবাবুর কার্টুনে মুখে ঐ শাদা ছোপটুকু না দিলেই ভালো হতো। 
  • . | ২১ এপ্রিল ২০২৫ ০২:১৮744711
  • এই টই যদি কয়েকজনের প্রতি বিদ্রূপ করে ফ্রাস্ট্রেশন ভেন্ট আউট করবার জায়গা হয় তাহলে মন্দ নয়, অন্তত ট্রোলিং টা বন্ধ হবে। যেটা বারংবার বলে বলেও বন্ট্রোধ করা যায় নি। ট্রোলেরা এখানেই গু মুত ফেলে যাবে। যার যত ব‍্যক্তিগত জীবনের অসফলতা ও পরাজয় জনিত যন্ত্রণা, সেসবের জন‍্য এই পাঞ্চব‍্যাগ মন্দ হয় নি। বিশেষ করে ভাটিয়ালিটা ট্রোলমুক্ত হবে আশা করা যায়। ভাটিয়ালির একটা কি দুটো জরুরি পোস্ট করার পরেই এই উদ্যোগ দেখে বোঝা গেল, ইচ্ছে থাকলে এবং সঠিক জায়গায় পয়েন্ট আউট করলে অনেক সময়েই কাজে দেয়। যেমন এখন কাজে দিলো। 
  • b | 14.139.***.*** | ২১ এপ্রিল ২০২৫ ০৯:২৬744719
  • নারলিকরের লেখাটা বোধ হয় কিশোর জ্ঞান বিজ্ঞানের একটা পূজাবার্ষিকীতে পড়েছিলাম ।
    ওনার এক পপুলার লেকচার সামনে বসে শোনার দুর্লভ অভিজ্ঞতা হয়েছিলো ।
  • &/ | 107.77.***.*** | ২১ এপ্রিল ২০২৫ ০৯:৩০744720
  • জে ভি নারলিকারের গল্পটা কি জ্ঞা  বি তে পড়েছিলাম যতদূর মনে পড়ে কোনো শারদীয়া  সংখ্যায় । পরে বইতে , সংকলনে । এখন হয়ত নেটে পাওয়া যেতেও পারে।  
  • আপডেট | 107.77.***.*** | ২১ এপ্রিল ২০২৫ ১৮:০১744722
  • দ্বিতীয়টার মতো প্রথম কার্টুনটাও আপডেট করলে ভালো হয় না? ঘনাদা প্রণাম করছেন এসে
  • r2h | 208.127.***.*** | ২১ এপ্রিল ২০২৫ ১৮:২৫744723
  • লেখা আঁকা- দুইই জব্বর, শৈলী অসাধারন! কন্টেন্ট নিয়ে মন্তব্য করবো না, কারন রিসিভিং এন্ডে থাকলে কেমন লাগবে তা বোঝার জন্য নিজের একটা চরিত্র চাই, তার জন্য দরখাস্ত ভাটে দিয়ে রেখেছিঃ)

    এমপি আর ডিসির বর্ণনায় হেসে কুটিপাটি হলাম!

    যাঁদের ছবি আছে তাঁদের মধ্যে একমাত্র হীরেনবাবুকেই সাক্ষাত দেখেছি - সামনে বারান্দাওলা টুপি আর সাদা দাড়ি, হাতে গ্লোব আর ঝুলি ভরা হরেক কাহিনী - দারুন! চশমাটা মিসিং কিনা ভাবছি!
     
  • r2h | 208.127.***.*** | ২১ এপ্রিল ২০২৫ ১৮:২৭744724
  • ও, আর লেখকের কাছে আরও চণ্ডা৯র দাবি জানালাম। গুরুতে আজকাল চণ্ডা৯র বড় আকাল।
  • | ২১ এপ্রিল ২০২৫ ১৯:২৫744725
  • হা হা হা হা এইটে ব্যপক হয়েছে তো। যেমন লেখা, তাচ্চেয়েও ভাল ছবি। 
  • | ২১ এপ্রিল ২০২৫ ১৯:২৬744726
  • এমনকি নাট্যকারের নিকটাও খুপি ভাল।
  • r2h | 134.238.***.*** | ২১ এপ্রিল ২০২৫ ১৯:৪৬744727
  • এই লাইনগুলি বাঁধিয়ে রাখার মত, পরের বইমেলায় ফ্লেক্সে ছাপতে হবে-

    এই বিস্তৃত তাকলামাকান মরুভূমে না আছে অরণ্য, না সৈকত।
    আছে শুধু কিছু অক্লান্ত দুর্নিবার বকতিয়ার খিলজি। বাদবাকিরা মৃত সৈনিক অথবা নিননিছা।
  • কৌতূহলী | 115.187.***.*** | ২২ এপ্রিল ২০২৫ ২২:২৯744729
  • নিননিছা কথাটার মানে কী?গুরুতে অনেকেই বলেন দেখি
  • নিননিছা | 198.137.***.*** | ২৩ এপ্রিল ২০২৫ ০০:৫৩744730
  • নিননিছা মানে নিত্য নতুন নিক বদলানো ছাগু। টার্মটা ক্রিয়েট করেছিলেন যিনি তিনি এককালে ভাল্লুকের গল্প লিখেছিলেন একটা https://www.guruchandali.com/comment.php?topic=9644&page=3 সেটা নিয়ে কেন কেউ ছবি আঁকেনি জানি না
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন