এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • দেখে শেখা

    প্যালারাম লেখকের গ্রাহক হোন
    ০৮ আগস্ট ২০২৪ | ৬১৬ বার পঠিত | রেটিং ৫ (৩ জন)
  • যে কোনো প্রতিবাদ, আন্দোলন, সাফল্য, সচেতনতা – অর্থাৎ যা কিছু সমাজকে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়ার, মুখে আয়না ধরার, বা নিজ-সীমাবদ্ধতাকে অতিক্রম করার চেষ্টা করে, তা গৌরবের।

    কিন্তু এই চেষ্টায় কোনো লাভের অঙ্ক না থাকলে তাকে ব্যক্তি বা নিরপেক্ষ দলের আয়ত্ত্বে রাখা ভয়ানক কঠিন। কারণ (অপ)ব্যবহার করার, হাইজ্যাক করার, স্পটলাইট ভাগ করে নেওয়ার জন্যে তলে তলে সর্বদা তৈরি হয় একদল ধান্দাবাজ। অনেক আগে থেকেই। এই উদ্দেশ্যেই বিপক্ষ রাজনৈতিক দলকে বিপাকে ফেলতে দুর্ঘটনাস্থলে ছুটে যান বিরোধী নেতা; সরকারপক্ষের কোনো সাহায্য ছাড়া কোনো নাগরিক আন্তর্জাতিক আঙিনায় সৌভাগ্য/সাফল্যের মুখ দেখলে সর্বাগ্রে তাকে ফোন বা সেই নিয়ে ট্যুইট করেন সর্বাধিনায়ক; মূল্যবৃদ্ধি আটকানোর কোনো চেষ্টাই সরকারে বসে করে না যে দল, তারাই বিরোধীর আসনে বসে অন্যদের ধোলাই করে; যার বাঁ-হাত বিজ্ঞান কংগ্রেস ধ্বংস করে, মহাকাশ-অভিযানের সাফল্যে তারই বেঢপ ডানহাতে দোলে জাতীয় পতাকা, ক্যামেরার ফোকাসে চাঁদ নয়, ধড়িবাজের ফ্যাকাশে চাঁদবদন থাকে।

    বাংলাদেশের ছাত্র আন্দোলন ছাত্রদের হাত থেকে জামাতের হাতে চলে যাচ্ছে/গেছে, হিংসার জন্যে আর অজুহাতও দরকার হচ্ছে না — এ তাই আশ্চর্য নয়। স্বৈরাচারী যেমন নিজের আচরণের অজুহাত হিসেবে স্থিতাবস্থাকে দাঁড় করায়—যেমন করেছিল আওয়ামী লিগ – বদলের উত্তেজনার, ধোঁয়ার আড়ালে তেমনই দাঁড়িয়ে থাকে আদিম ধর্মোন্মাদের প্রাচীন ঘেন্না। সোনার বাংলাদেশ গলিয়ে দেবে এই ধর্ম-ছাগলের দল। এরা নাস্তিক ব্লগারদের কুপিয়ে মারতো নিয়মিত; শিশু থেকে বুড়ো অর্ধশিক্ষিতকে ধর্মগুরুর আসনে বসিয়ে সমাজকে টেনে পিছনে নিয়ে যাওয়ার কথা বলেছে রোজ। 

    আরবী চাঁদের মধ্যযুগীয় আলোয় বাঙালিকে পোড়াচ্ছে আরেক বাঙালি। আমরা অবাক হচ্ছি হয়তো, কারণ আমাদের রোজনামচায় পড়শিকে পিটিয়ে মেরে ফেলার, পাড়ায় আগুন লাগানোর কথা লেখা থাকে না। কিন্তু অন্তরের পিশাচ সেই পাঠ দৈনিক মুখস্থ করে। নইলে নির্বাচনে জয়ের অছিলায় এ রাজ্যে মানুষ মরতো? জেতার জন্যে নয়, সে তো পশুরাও করে—জেতার পরে?
    ক-দিন আগেই দুই বাল্যবন্ধুর থেকে জানলাম, অলিম্পিয়াড-জয়ীদের উনিজি ফোন করায় তারা খুশি। সেটাই স্বাভাবিক। ভদ্র ব্যবহার, সৌজন্য – এসবের সঙ্গে আমরা 'শুভ'-কে যোগ করতে অভ্যস্ত। এই প্রতিবর্ত শুভানুভূতির থেকে পছন্দের জন্ম হয়, আর তার থেকে অচিরেই আসে আনুগত্যের বোধ। নইলে যে লোক গোটা অতিমারী-পর্ব ছড়িয়ে ছত্রিশ করার পর ভ্যাক্সিন সার্টিফিকেটে অন্য সকলের নাম সরিয়ে নিজের লালায়িত লোলচর্মের সহাস্য নির্লজ্জ ছবি দেয়, গোটা মণিপুর কাণ্ডে অনন্তকাল সম্পূর্ণ নৈঃশব্দ্যপালনের পর পাশের দেশের বিপন্ন হিন্দুর ভালমন্দের কথা ভেবে কুমিরের কান্না জোড়ে, তার ফোনকলের ওপর অত ভরসা তারা রাখতো না। 

    আওয়ামী-পতন জরুরি ছিল, আর তার জন্যে ছিল ছাত্র থেকে শুরু হওয়া গণ আন্দোলন। জামাতের গলায় বকলশ না পরালে, সেই কৃতিত্বের সঙ্গেই এই আন্দোলনের কপালে বাংলাদেশকে এক যুগ পিছিয়ে দেওয়ার দায়ও জুটবে।

    দেখে শেখা সর্বদাই শ্রেয়। এ দেশের/রাজ্যের স্বৈরাচার থামানোর জন্যে উঠে পড়ে লাগার সময়ে আপন ঘরের লুকোনো ধান্দাবাজদের অঙ্কশায়ী হওয়ার সময় এই শিক্ষার কথাও যেন আমরা মনে রাখি।

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • | ০৮ আগস্ট ২০২৪ ১১:৫৩536008
  • এদিকে এরকম কিছু ঘটালে আফটারম্যাথ যে একইরকম হত সে বিষয়ে আমি মোটামুটি নিশ্চিত। 
  • রমিত চট্টোপাধ্যায় | ০৮ আগস্ট ২০২৪ ১২:০৬536009
  • এতদিন ভাবতাম তৃতীয় বিশ্ব আর উপমহাদেশের বুকের মধ্যে একটা লাগামহীন বীভৎস উল্লাস আসলে সুপ্ত হয়ে রয়ে গেছে। সেই কারণেই  এদিকের এই গুজব শুনে গণপিটুনি, টুকলির দাবিতে স্কুল ভাঙচুর, নির্বাচন পরবর্তী হিংসা আর ওদিকে মূর্তি ভাঙা, আগুন দেওয়া, আরো নানা জঘন্য ব্যাপার গুলো ঘটেছিল।
     
    ব্রিটিশরা দেখালো এটা একটা সার্বজনীন ব্যাপার। গুন্ডামিতে কেউই পিছিয়ে নেই। সেদিকেও রায়ট লাগিয়ে দিয়েছে, ট্রাম্প আবার হারলে হয়তো আমেরিকাতেও লাগবে। পৃথিবীর বেশির ভাগ জায়গার অনেক মানুষই যা দেখা যাচ্ছে সুযোগের অভাবে সাধু। আইনের আলো নিভলেই দাঁত নখ বেরিয়ে পড়ছে। ব্যক্তি চেতনার বিপরীতে হার্ড মেন্টালিটিই জিতে যাচ্ছে আজও। 
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:59c:70f3:ed0:***:*** | ০৮ আগস্ট ২০২৪ ২০:৩৬536024
  • https://asiatimes.com/2024/08/bangladesh-as-color-revolution-on-indias-doorstep/
     
    ব্যাপারটা বোধহয় এমন নয় যে ছাত্র আন্দোলনের সুযোগে জামাত চান্স পে ড্যান্স করে নিল। ব্যাপারটা বোধহয় আর কেউ ছাত্রদের এগিয়ে দিয়ে তারপর তাদের কাটিয়ে দিল। জামাত তৈরীই ছিল সেই আর কারো ইঙ্গিতে। অর্থাৎ মতলব আগে থেকেই এরকম ছিল।
  • রমিত চট্টোপাধ্যায় | ০৮ আগস্ট ২০২৪ ২০:৪২536025
  • @পলিটিশিয়ান, আপনি যে লিংকটা দিলেন পড়েছি। খুব ডিটেলস এ ব্যাপারটা আলোচনা করেছে। মোস্টলি ঠিকই বলেছে মনে হল। অনেক বড় ষড়যন্ত্র এর অংশ এটা। কিন্তু এটা বোঝা গেল না, হাসিনা আমেরিকার কথা শুনতে এত নারাজ ছিলেন কেন? জামাত কে এনে আমেরিকার লাভের লাভ কি আদৌ কিছু হল? হাসিনার সাথে চুক্তি করেও ক্ষেপণাস্ত্র ঘাঁটি বসানো যেত। আর ভারতের বিজেপি দুর্বল হওয়ার সাথে এই অপারেশনে গ্রীন লাইট দেওয়ার কি সম্পর্ক? 
     
    (লেখা অনুযায়ী মেনে নিলাম ইউ কের লেবার পার্টির বাংলাদেশি ভোট দরকার ছিল তাই করেছে, তবুও সব প্রবাসী বাংলাদেশী হাসিনা বিরোধী, এটা মানতে অসুবিধা আছে।)
  • সিএস | 2405:201:802c:7858:70f4:ed73:10bc:***:*** | ০৮ আগস্ট ২০২৪ ২১:০৪536026
  • এশিয়া টাইমস তো লিখেছে ইউএস গভঃ এর প্রো - প্যালেস্টাইন আংশ আছে যাদের সাথে জামাত আর বাংলাদেশী - আমেরিকানদের যোগ আছে। তাহলে তো দাঁড়ায় প্রো - প্যালেস্টাইনিওরা জামাতের মত কুটিল ও জটিল। লোকজন এসব বিশ্বাস করছে ?

    আর ইউকে এতে যুক্ত কারণ কনসার্ভেটিভর থাকাকালীন এসবের প্ল্যান হয়েছিল আর তারা যুক্ত হয়েছিল কারণ ইউকের ভোটে হেরে যাওয়ার পরে ইউঅএসের সিকিউরিটি এজেন্সির সাথে তাদের সখ্যতা রাখতে হবে।

    হতে তো অনেককিছুই পারে, পিঠেপুলির ল্যাজ গজাতে পারে, কিন্তু কথা হল যুক্তিফুক্তি আছে কী ? কোন প্রমাণ টমাণ নেই, লেখাটিতে বলাও আছে, শুধু source এর উল্লেখ আছে !

    তো, প্রথমে শুনলাম এসব চীন- জামাত - আইএসাইএর কাজ। এখন বুঝছি ইউএস - ইউকের কাজ, কারণ ডোকলামের পরে ভারত চীনের প্যাঁচে পড়েছে, তাই ইউএস এগিয়ে এসেছে !

    যাগ্গে চীনের ডীপ স্টেটকে অজ্জিনাল ডীপ স্টেটরা প্যাঁচ দিয়েছে।
  • dc | 2402:e280:2141:1e8:ad77:498a:add2:***:*** | ০৮ আগস্ট ২০২৪ ২১:০৪536027
  • "ব্রিটিশরা দেখালো এটা একটা সার্বজনীন ব্যাপার"
     
    সে তো বটেই। এগুলো বেসিক হিউম্যান নেচার, মিশরীয় সভ্যতাই হোক কি চীনে, য়ুরোপীয় হোক কি মায়ান, গ্রিক কি আর্য সভ্যতা - গুন্ডামি, মব জাস্টিস, যুদ্ধ ইত্যাদি সব দেশে সব সময়ে হয়েছে। কারন আমরা সবাই মানুষ, আফটার অল। 
  • সিএস | 2405:201:802c:7858:70f4:ed73:10bc:***:*** | ০৮ আগস্ট ২০২৪ ২১:১৪536028
  • যাবতীয় গোদি মিডিয়া এইভাবে source উল্লেখ করে খবর ছড়ায়, এশিয়া টাইম্সের লেখাটিও তাই। কিন্তু লেখাটি অনেক বড় বলে, আর এটা সেটা দিয়ে পাতা ভরিয়েছে বলে মনে হচ্ছে ভেতরে কিছু আছে, আসলে ফক্কাবাজি।

    কিন্তু এ লেখা ভাজপাপন্থীরা পেলে ফাটিয়ে দেবে।

    প্রো - প্যালেস্টাইন আর জামাতের যোগ।

    পঃবঃ তে জামাতের ব্যাঙ্ক একাউন্ট।
  • মতামত  | 165.225.***.*** | ০৮ আগস্ট ২০২৪ ২১:১৭536029
  • "At the moment, the primary US interest in the country is to establish a service port for mid-size US naval vessels that could help America manage naval operation risks caused by China’s access to ports in neighboring Myanmar and offer logistic services to friendly powers in the region without needing any approval or participation from India.
    To be sure, over the longer term, there is a significant strategic geopolitical advantage to be garnered from taming and managing the riparian economy of Bangladesh, with the northern parts of the country offering perfect topography for aerial incursions into the soft underbelly of China to the southeast of the Tibetan-Sichuan region, an area that China has ruled to the point of being entirely complacent about potential military risks."
     
    পলিটিশিয়ানের লিন্ক থেকে তুলে দিলাম। এইটে খুঁজছিলাম - immediate motive.
    যদিও রমিতের প্রশ্নও প্রথম থেকেই খচখচ করছে - হাসিনা আমেরিকার সাথে কি টক্কর নিতে শুরু করেছিলেন? নইলে উত্খাত হতে হয় কেন? হয়ত চীনের ওপর নির্ভরযোগ্যতা যেখানে পৌঁছেছিল, সেখান থেকে আমেরিকার চাহিদা মেটান যায় না বলে! 
  • মতামত  | 165.225.***.*** | ০৮ আগস্ট ২০২৪ ২১:২১536030
  • ও হ্যাঁ, এই কন্সপিরেসি থিওরিও মনের মধ্যে ঘুরছে - ভারত কি সত্যি ব্যাকফুটে, না কি আমেরিকার সহযোগী? হয়ত রাশি রাশি রাশিয়ান তেল কেনার পরেও এজন্যেই বিশেষ ব্যাকল্যাশ হয় না! 
  • পাপাঙ্গুল | ০৮ আগস্ট ২০২৪ ২১:২৯536032
  • সূত্র জানায়, সোমবার সকালে শেখ হাসিনা নিরাপদ আশ্রয়ের অনুরোধ জানাতে দিল্লিতে ভারতের সরকারি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। তাঁর দীর্ঘ কর্মজীবনের একনিষ্ঠ মিত্র ভারত। ভারতের দিক থেকে তাঁকে দেশ ছাড়ার পরামর্শ দেওয়া হয়।

    জানা যায়, এক দিন আগে ওয়াশিংটন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বলেছিল, শেখ হাসিনার সময় শেষ। তাঁর সামনে আর কোনো বিকল্প নেই।
     
  • dc | 2402:e280:2141:1e8:d1b7:e6b:3f8:***:*** | ০৮ আগস্ট ২০২৪ ২১:৩০536033
  • "যাবতীয় গোদি মিডিয়া এইভাবে source উল্লেখ করে খবর ছড়ায়"
     
    ঠিক। স্বরাজ্যম্যাগে এরকম গুচ্ছের আর্টিকেল বেরোচ্ছে। 
  • সিএস | 2405:201:802c:7858:70f4:ed73:10bc:***:*** | ০৮ আগস্ট ২০২৪ ২১:৩৬536034
  • ও আচ্ছা -

    - ভারতের ভোটে Islamist polotician দের পেছনে আম্রিকা টাকা ঢেলেছে এবং তারা জিতেছে।

    - পঃ বঃ এর বিভিন্ন গ্রামে ভাজপা ভোট পায়নি কারণ জামাত সেখানে আছে।

    বলেছিলাম না, ভাজপা এ লেখা পেলে ফাটিয়ে দেবে।

    তদুপরি বাংলাদেশের কোর্টের অজ্জিনাল রায় যা দিয়ে সমস্যার শুরু, সেই রায় দিয়েছে তারাই যাদের ছেলেপুলেরা আম্রিকায় থাকে। এখন এই খেলাট বোঝা গেছে যে জজেদের ছেলেপুলে - প্যালস্টাইন - জমাঅত - বাংলাদেশী আম্রিকান - সিআইএ সবই যুক্ত।

    জ্জয়্মা।
  • সিএস | 2405:201:802c:7858:70f4:ed73:10bc:***:*** | ০৮ আগস্ট ২০২৪ ২১:৩৯536035
  • তবে হ্যাঁ, চীনের ডীপ স্টেট এসে আর কাজ নেই, যারা আছে তারই থাকুক। ক্যাও কম হবে, analysis এর সুবিধে হবে।
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:59c:70f3:ed0:***:*** | ০৮ আগস্ট ২০২৪ ২১:৫৩536036
  • রমিতবাবু 
     
    হাসিনা ইউএসএর কথা মেনে নিতে বহু কারণেই নারাজ হতে পারেন। যে কোনো শাসকের একটুও বুদ্ধি আছে সেই ঘাড়ের ওপর অন্য একটা বড় দেশের সামরিক উপস্থিতি চায় না। ঠিক যে কারণে ভারত সব আমলেই নির্জোট। কঙগ্রেস বা বিজেপি।
     
    চীন ইউএস একটা মারামারি হতেও পারে। সেক্ষেত্রে সেন্ট মার্টিনে একটা আমেরিকান ঘাঁটি থাকলে গোটাকতক বোমা মিসাইল ইত্যাদি এদিক ওদিক ছিটকে ঢাকা অবধি চলে এলে হাসিনার বিপদ কিছু কম না। দেশের বিপদ না হয় বাদই দিলাম।
     
    এ ছাড়া চীন কিছু সাহায্য বাংলাদেশকে ইদানীং কালে করেছে। পদ্মা সেতু যেমন। সেই সাহায্যের সোর্সটা হাসিনা বন্ধ করতে চাননি হয়তো। রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভ থেকেও বাংলাদেশের কিছু লাভের সম্ভাবনা। তাও আছে।
     
    ইত্যাদি।
  • মতামত  | 165.225.***.*** | ০৮ আগস্ট ২০২৪ ২১:৫৬536037
  • সি এস কি তবে বলতে চাইছেন জামাত চান্স পে ডান্স করে নিল একটা প্রকৃত/ অর্গ্যানিক  ছাত্র সমস্যা --> আন্দোলন থেকে? আর এখন ইউনিস ঘোলা জলে মাছ ধরছেন?
    না কি এখনও যথেষ্ট তথ্য নেই কোন দিকেই কিছু বলার? 
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:59c:70f3:ed0:***:*** | ০৮ আগস্ট ২০২৪ ২২:০২536039
  • হাসিনার আর একটা পাপ উনি কিছুদিন আগে প্রকাশ্যে বলেছিলেন ইউএস বাংলাদেশ ভারত মিয়ানমার থেকে একটা ক্রিশ্চান স্টেট তৈরী করতে চাইছে। সেটাও ধরতে হবে।
     
    এই ভদ্রলোক বিবিসি, আল জাজিরায় লিখতেন। এটাও দেখুন।
     
  • সিএস | 2405:201:802c:7858:70f4:ed73:10bc:***:*** | ০৮ আগস্ট ২০২৪ ২২:০৯536040
  • হ্যাঁ, লোকসভা ভোটের পরে হিমন্ত শর্মা, অসমের দাপুটে সিএমও বলেছিল, উত্তর - পূর্বে ভাজপার খারাপ ফল হয়েছে খ্রীস্টান সংগঠনের জন্য।

    তাহলে কি শেখ হাসিনা আর ভাজপা একই কথা বলেছে ?

    এবার পয়েন্ট হল, মায়ানমার আর ভারতের উত্তর - পূর্বকে কে নেবে ? চীন না আম্রিকা ?

    চীন পারবে না, ডীপ স্টেট তত ডীপ নয়।

    নিজেদের অপদার্থতা ঢাকার জন্য পলিটিশিয়ানরা যদি deflect না করে তাহলে তারা আর কী বা করল।

    লোকে যখন conspiracy খুব খাচ্ছে।
  • dc | 2402:e280:2141:1e8:d1b7:e6b:3f8:***:*** | ০৮ আগস্ট ২০২৪ ২২:১৩536041
  • "চীন পারবে না, ডীপ স্টেট তত ডীপ নয়" - সে কি, চীনের কি যথেষ্ট পরিমানে ডিপ টিউবওয়েল নেই? 
  • সিএস | 2405:201:802c:7858:70f4:ed73:10bc:***:*** | ০৮ আগস্ট ২০২৪ ২২:১৯536042
  • মতামত - কে বলার যে আপাতত প্রো - প্যালেস্টাইন আর জামাত যোগ তার সাথে টিএমসি নিশ্চয় থাকবে, এইটা সামলাচ্ছি, তার মধ্যেও লিখি যে এই আন্দোলনে নিশ্চয় জামাত সুবিধে নিয়েছে এবং ১৫ বছরে তাদের টাইট দেওয়ার পরেও তারা সেটা করতে পেরেছে সেটা প্রমাণ করে যে তাদের অনেক ক্ষমতা রয়ে গেছে। বাংলাদেশের লড়াইটা এখনো শেষ হয়নি, প্রগতি- জামাত ইত্যাদি, গত ১৫ বছরে মনে হচ্ছিল কিন্তু পুরো হয়নি। আমার নিজের ধারণা, ভুল হতে পারি, কোভিড পর্ব না ঘটলএ হাসিনা হয়ত চালাতে পারত, তার আগে পর্যন্ত সে দেশের অর্থনৈতিক উন্নতি নিয়ে কথা শোনা যেত কিন্তু কোভিড সমস্যা তৈরী করে। এই আন্দোলনের পেঘনে অর্থনৈতিক অবস্থা তো নিশ্চয় দায়ী, সেই সংক্রান্ত ক্রাইসিস। এবং এও মনে হয় বিএনপি - অওয়ামী লীগ সংঘাতও শেষ হয়নি, বিএনপি এবার সুযোগ পেয়ে গেছে। যেহেতু মূল লড়ইটা শেষ হয়নি, অনেক কিছু হয়ত নির্ভর করবে ছাত্রদের ওপরই।
  • সিএস | 2405:201:802c:7858:70f4:ed73:10bc:***:*** | ০৮ আগস্ট ২০২৪ ২২:২১536043
  • কথা হল, বাংলাদেশের লড়াই শেষ হয়নি বলছি কেন, ভারতের লড়াইও কি শেষ হয়েছে ? বা আম্রিকারও।
  • সিএস | 2405:201:802c:7858:70f4:ed73:10bc:***:*** | ০৮ আগস্ট ২০২৪ ২২:২৬536044
  • benevolent dictatorship চালাতে গেলে, শেষ দুটো ইলেকশনে ভোট কন্ট্রোল করে জিতে গিয়ে ক্ষমতায় থাকতে হলে অর্থনীতির সাহায্য লাগে, সেটা কোভিডের পরে শেখ হাসিনা হারিয়েছেন বলে মনে হয়। পড়েটড়ে মনে হয়, ভারতে ভাজপার মাইনরিটি খোঁচানোর কাজটি ছাড়া, লোকের কথা বলা, সরকারের ক্রিটিসিজম ইত্যাদিকে প্রভূত কন্ট্রোল করেছিল এবং হ্যাঁ, এসবে ভারতের মদত ছিল, আদানীর পয়সা সেখানেও খাটছে।
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:59c:70f3:ed0:***:*** | ০৮ আগস্ট ২০২৪ ২২:৪১536046
  • ভাজপা বিদেশনীতিতে ইন্দিরা মার্কা নির্জোট পলিসি চালাচ্ছে অন্ততঃ এখন পর্যন্ত। কাজেই ভাজপা বলেছে মার্কিনী হস্তক্ষেপ তাই আমরা বলব কখনো নয় এটা কাজের কথা না।
     
    আমার তো মনে হচ্ছে মোদী চীনের সাথেও কিছুটা প্যাচ আপ করার চেষ্টা করছে।
     
    সব শেষে, শুভেন্দু ভাত খায় বলে কি আমি ভাত খাইনা। ভাজপা অবশ্যই ঘৃণ্য। কিন্তু ইউএস কলোনিয়ালিজম তার চেয়ে কম ঘৃণ্য নয়।
  • সিএস | 2405:201:802c:7858:70f4:ed73:10bc:***:*** | ০৮ আগস্ট ২০২৪ ২২:৪৯536047
  • আমার কাছে তো ভাজপা ঘৃণ্য, আম্রিকার দাদাগিরি ঘৃন্য, সেই লাইনে খেলে রাশ্যা আর চীনও ঘৃণ্য।

    কিন্তু এইসব মতামত ঠিক আছে, যার যার বোধবুদ্ধি মত, কিন্তু পাতা ভরানো হাবিজাবি লিখতে গেলে আরো একটু তথ্য লাগে। সব কিছুকে যোগ করে দিলেই চলে না মনে করি, যদিও চলছে, সেও আবার আমাদেরই বিবিধ বায়াসের জন্য। পলিটিকাল বোধ ইত্যাদি।

    আর হ্যাঁ, মোদীজী তো বিনয় কারণে রাশ্যা যায়নি, সে দেশ চীনের বন্ধু বলে গেছে। ওনাকে চীনের সাথে সমঝোতা করতে হবে বলে মনে হয়।
  • dc | 2402:e280:2141:1e8:d1b7:e6b:3f8:***:*** | ০৮ আগস্ট ২০২৪ ২২:৫৩536048
  • মনে রাখবেন, পৃথিবীর সবচাইতে ডিপ কুয়ো কিন্তু রাশিয়াই খুঁড়েছে, একেবারে ১২ কিমি ডিপ। কাজেই রাশার ডিপ স্টেট হলো সবচাইতে ডিপ। 
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:59c:70f3:ed0:***:*** | ০৮ আগস্ট ২০২৪ ২২:৫৮536049
  • শুধু ওনাকে নয়, যে কোন ভারতীয় সরকারকেই চীনের সাথে একটা রিজনেবল সম্পর্ক রাখতে হবে। প্রথম কারণ একমেরু বিশ্বের চেয়ে বহুমেরু বিশ্ব ভারতের পক্ষে সুবিধার। বেশী পলিসি স্পেস পাওয়া যায়। দুই চীন ঘরের কাছে। বার খেয়ে জেলেনস্কি হওয়া কোন কাজের কথা নয়। তিন, চীন তুলনায় দুর্বল (ডিপ স্টেট তত ডিপ নয়)। কূটনীতিতে ভারসাম্যের নীতি বলে দুর্বলের দিকে একটু ঝোঁকা উচিত। নৈতিক কারণে নয়, বহুমেরু বজায় রাখতে।
  • রমিত চট্টোপাধ্যায় | ০৯ আগস্ট ২০২৪ ০০:০২536051
  • মোটামুটি যা দাঁড়াচ্ছে হাসিনাও ভারতের মতো বহুমেরু পলিসিতে চলতে আগ্রহী ছিলেন, এবার সামরিক ঘাঁটি করতে দিলে আর বহু মেরুত্ব বজায় রাখা যাচ্ছেনা, চীন আপত্তি জানাচ্ছে, ভারতেরও আপত্তি থাকতে পারে। তাই হাসিনা আমেরিকাকে মানা করলেন। আমেরিকা এটা ভালো ভাবে মেনে নিতে পারল না, তাই হাসিনাকে সরিয়ে দিল জামাতের সাথে হাত মিলিয়ে।
     
    এবার এই ব্যাপারটা ভারতের ইন্টেলিজেন্স কেন ধরতে পারেনি? না, খ্রিস্টান সংগঠনকে একটিভ করে মনিপুর অশান্ত করা হয়েছে। আর সমস্ত রিসোর্স এতে চলে গেছে। - এই ব্যাপারটা আমি ঠিক মানতে পারছি না। 
     
    খ্রিস্টান সংগঠনের জন্য ভারতের উত্তর পূর্বে ভোট কমেছে বিজেপির এটা হলেও হতে পারে, আমি শিওর নই। 
     
    তবে ইউনুসকে পুরোপুরি ক্লিন চিট দেওয়া যাচ্ছে না, আমারও ধারণা আমেরিকার পছন্দেই উনি মসনদে বসছেন। আগে বাংলাদেশের সাথে কাঠি করার অভিযোগগুলো উড়িয়ে দেওয়া যায় না।
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:59c:70f3:ed0:***:*** | ০৯ আগস্ট ২০২৪ ০১:২১536060
  • মোদী সরকার সব কিছুতেই মাখায়। ইন্টেলিজেন্স হ্যান্ডলিংও মাখিয়েছে। শুধু এবারে নয়। কিছুদিন আগে কানাডায় খালিস্তানীদের খুন করতে গিয়ে বিচ্ছিরি ভাবে ধরা খাওয়ার ব্যাপারটা মনে এল। আর ঘরে তো রেল দুর্ঘটনা থেকে সব কিছুই মাখিয়ে লাট।
     
    মনিপুর ইত্যাদি সবই অজুহাত।
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:59c:70f3:ed0:***:*** | ০৯ আগস্ট ২০২৪ ০১:২৭536061
  • অ্যাকচুয়ালি থ্যাঙ্ক গড বিজেপি অকর্মণ্য। একটা এফিসিয়েন্ট ফান্ডামেন্টালিস্ট দল ক্ষমতায় থাকলে কি হত ভাবতে শিরদাঁড়া কেঁপে যায়।
     
    শুনলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। সত্যি মিথ্যা জানিনা। 
  • X | 2001:67c:2628:647:d::***:*** | ০৯ আগস্ট ২০২৪ ০৪:১০536069
  • বাংলাদেশের এই পরিস্থিতির পিছনে চীন বা ভারত কেউই নেই। আছে আমেরিকা। তারা ওই এলাকায় ডিস্টেবিলাইজেশন তৈরী করে দেখতে চায় চীন ও ভারতের কি প্রতিক্রিয়া হয়। খুব খোলাখুলিই হয়েছে এসব বিএনপি জামাতকে মোবিলাইজ করে। আমেরিকা চীনের বিরুদ্ধে ভারতকে ঠেলে দিতে চায়। কারণ আমেরিকা চায়না ভারত সফট ডিপ্লোম্যাসি দিয়ে চীনের সঙ্গে সম্পর্ক ভাল করুক।
     
    There must be a permanent conflict between China and India from which America stands to gain. Bangladesh is a pawn in this fifth-dimensional chess.
     
    এই পঞ্চম মাত্রার দাবায় বাংলাদেশ একটি বোড়ে।
  • সিএস  | 103.99.***.*** | ০৯ আগস্ট ২০২৪ ১৫:৪৫536095
  • এই বড় লেখাটার শেষের দিকে আছেঃ

    Hasan, who himself suffered 44 days extrajudicial detention in a secret military jail in 2017, says that Yunus could have used his unparalleled global profile to shed light on Bangladesh’s deteriorating rights situation. However, it was only after January’s court verdict against him that he chose to speak out. “He thought that his influential connections would serve as protection,” says Hasan. “He miscalculated. The regime has gotten so much confidence with the support of India, China, and Russia. Yunus’s perception of himself as untouchable backfired.”

    https://time.com/6991107/muhammad-yunus-trial-sheikh-hasina-bangladesh/

    তো পড়ে মনে হল, আম্রিকার কাছ থেকে রিপ্রেসিভ রেজিমদের কীভাবে সাপোর্ট দিতে হয় আর নিজেদের স্বার্থ রাখতে হয় সেসব ভারত - চীন ইত্যাদিরা ভালই শিখেছে এবং সুবিধেমত নিজেদের স্বার্থে ব্যবহার করে। বলা হয়, মোদীজী, চীনে উইঘুরদের ওপর রিপ্রেসন নিয়ে কিছুই কোনদিন বলেননি (ইমরান যখন পিএম ছিল সেও বলেনি, হ্যাঁ মিডল ইস্টও বলেনা), চীনও ভারতে মাইনরিটিদের নিয়ে মনে হয় না কিছু বলেছে, ভবিষ্যতের সমঝোতার কথা ভেবেই। আম্রিকা মাঝেমধ্যে বলে, অল্প, কনফ্লিক্ট তৈরী হলে বেশী বলবে। তো বহুমেরু বিশ্ব মানে হল, একাধিক মেরুর নিজেদের স্বার্থ দেখা আর কাজ গুছিয়ে নেওয়া, এ ভাল ও খারাপ নয়, তুমি খারাপ হইলে আমিও বা খারাপ হইব না কেন, দুই দল শয়তানের দড়ি টানাটানি, পাতি পলিটিক্স। রিপ্রেশন আর মনিটরিং কীভাবে করতে হয় সে ভাজপা CCP থেকেও শিখবে, শিখে ইসরায়েল থেকে পেগাসাস কিনে ব্যবহার করবে। শেখ হাসিনার হয়ত অংক ছিল বা আছে, ভারতের সাহায্য নিয়ে চলে, তারপর প্যাঁচে পড়লে, সেই ভারতের সাহায্য নিয়েই আবার সমঝোতা করে নেবে কারণ ভারতেরও স্টেক থাকবে। তো এই রিয়েল পলিটিকের পরিস্থিতিতে কেনই বা লোকজন দুই দলের মধ্যে "আদর্শগত" অবস্থান নেয়, সে বুঝিনা, দুইদিকের শয়তানিকে খিল্লি করা আর ঠোনা মারা ছাড়া আর কিছু করা যায়্না মনে হয়।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে প্রতিক্রিয়া দিন