অ্যাঞ্জেলো ম্যাথিউসের টাইমড আউট নিয়ে দেখছি দারুণ আলোচনা চলছে। @Timed out: "কিন্তু ২০০১ সালে সৌরভ গাঙ্গুলি যখন স্টিভ ওয়কে অপেক্ষা করিয়েছিল তখন নৈতিকতা কোথায় ছিল? কোথায় ছিল স্পোর্টিং স্পিরিট?"
"
@হক্কথা: "সৌরভ যদি ব্লেজার ভুলে এসে টাইম আউট না হয় তাহলে ম্যাথুজ হেলমেটের গণ্ডগোলে টাইম আউট হবে না কেন?"
এখানে দুটো ব্যাপার আসছে |
এক, MCC Laws of Cricket তার L40 ধারা অনুযায়ী
> 40.1.1 After the fall of a wicket or the retirement of a batter, the incoming batter must, unless Time has been called, be ready to receive the ball, or for the other batter to be ready to receive the next ball within 3 minutes of the dismissal or retirement. If this requirement is not met, the incoming batter will be out, Timed out.
40.1.2 In the event of an extended delay in which no batter comes to the wicket, the umpires shall adopt the procedure of Law 16.3 (Umpires awarding a match). For the purposes of that Law the start of the action shall be taken as the expiry of the 3 minutes referred to above.
এ ব্যাপারটা কেবল খেলা চলাকালীনই হতে পারে, খেলা শুরুর আগে বা পরে টাইমড আউটের ব্যাপারটা হয় না। ফলে সৌরভ যদি স্টীভ ওয়কে অপেক্ষা করিয়েও থাকেন, স্টীভ বড়জোর অসন্তুষ্ট হতে পারেন, কিন্তু আপিল করতে পারেন না কারো কাছে।
এখানে দ্বিতীয় ব্যাপারটা আসছে। ক্রিকেটের নিয়ম ৩১ অনুযায়ী, ফিল্ডিং টিম আপিল না করলে আম্পায়ার কাউকে আউট দিতে পারেন না (এমনকি বোলড হলেও আপিল করতে হবে) এবং সেখানেও ৩১.৬ ধারা অনুযায়ী
> 31.6 Consultation by umpires
Each umpire shall answer appeals on matters within his/her own jurisdiction. If an umpire is doubtful about any point that the other umpire may have been in a better position to see, he/she shall consult the latter on this point of fact and shall then give the decision. If, after consultation, there is still doubt remaining, the decision shall be Not out.
এক্ষেত্রে সাকিব আপিল করেছেন, আম্পায়ার শুনেছেন এবং তাঁর "jurisdiction" অনুযায়ী (jurisdiction কথাটা খেয়াল করবেন) সে আপিল ধার্য করেছেন, এর সবটাই ক্রিকেটিয় নিয়ম অনুযায়ী হয়েছে।
সাকিব আপিল করে কি অনৈতিক কাজ করেছেন? অ্যাঞ্জেলো ম্যথিউস এবং আরো কেউ ভাবতে পারেন, কিন্তু যেখানে বিশ্বকাপ ক্রিকেটের মতন একটা "২২ গজের যুদ্ধ" চলছে, সেখানে ক্রিকেটিয় বিধিনিষেধের ঘেরাটোপের মধ্যে থেকে কেউ যদি আউটের আপিল জানান, সেটাকে খেলার কৌশল বলে ধরে নেওয়াটাই সঙ্গত।