১ এপারের ভিন্ন প্রেক্ষাপটে খেরোর প্রথম বাক্যে খানিকটা দ্বি ম ত। লিল ম্যাগের স্পেস শুধু অর্থনীতি নয়, প্রযুক্তিও কেড়ে নিয়েছে।
এপারে কলেজে পড়ার সময় লিল ম্যাগের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলাম, সরেজমিন অভিজ্ঞতা ঘেঁটে বলছি। তখন রীতিমতো গুটেনবার্গের কাল, সিসার হরফ, হ্যান্ড কম্পোজ; লোডশেডিং এর দাপটেও ডরে না বীর। গ্যালি বয় দিব্যি হাতল ঘুরিয়ে চার-পাঁচ ফর্মার দু'শ কপি সারারাত ধরে ছেপে দেয়!
২
আর দেখুন, এরপর লাইনো এলো, মনো এলো, অফসেট এলো, কর্নফুলি নিউজপ্রিণ্টের বদলে সাদা ডাবল ডিমাই কাগজে চার রংগা ঝকঝকে প্রিন্ট হলো, বদলে গেল পাঠ রুচি।
ছাঁট কাগজের মলাটে লাল ম্যারমেরে নিউজপ্রিন্টের লিল ম্যাগও ছাপা হতে লাগলো সাদা কাগজে, ওই অফসেটে। অর্থাৎ আট-দশ ফর্মার লিল ম্যাগের দাম পড়ছে পেপার ব্যাক বইয়ের সমান!
৩
২০০৫ সালের দিকে বন্ধুবরেষু মেহেদি "অভ্র" ইউনিকোড বাংলা ফন্ট বানিয়ে ফেলেছেন, শুরু হয়েছে সামহোয়্যারইন ব্লগের কাল।
লিল ম্যাগ লেখক পাঠক ঝাঁপিয়ে পড়লেন প্রযুক্তিতে, শুম্বুক গতির টু জি ইন্টারনেট আর ডাব্বা কম্পিউটার ভরসা করেই। দেশজুড়ে পাড়ায় পাড়ায় থেকে শুরু করে ঝাঁ চকচকে শপিং মলে গড়ে উঠেছে সাইবার ক্যাফে (ল্যাপটপ, ওয়াইফাই ইত্যাদির সহজ লভ্যতায় বছর দশেক ধরে এসব দোকান বিলুপ্ত)। এখনও মনে আছে, আধ ঘন্টা ব্রাউজিং চার্জ ছিল ২৫ টাকা (এখনকার মূদামানে প্রায় একশ টাকা)!
তো চল উঠে গিয়ে রীতিমতো বিপন্ন প্রাণীর খাতায় তালিকাভুক্ত হলো লিল ম্যাগ। অনেকেই তখন বেটা ফর্মে ব্লগ বা অনলাইন ম্যাগাজিন খুলে বসেছেন।
আবার ব্লগস্পট বিনামূল্যে বিশাল পরিসর দেয়ায় রাতারাতি বদলে গেলো দৃশ্যপট, সেখানেই শুরু হলো অনলাইন পত্রের নানা গ্রুপে নানান ধরণের লেখালেখি।
পাশাপাশি লেখকরা নিজস্ব ওয়েবসাইটেই লিখতে শুরু করেন, লিল ম্যাগ আন্দোলন বদলে গেল ব্লগান্দোলনে, ২০১৩ সালে অনলাইন থেকে সৃষ্টি হলো অফলাইনের ইতিহাস, শাহবাগ গণজাগরণ ( দেখুন,
https://www.guruchandali.com/comment.php?topic=15326) ৪
এরপর এপের যুগ শুরু হওয়ায় মোবাইল ব্রাউজারদের সংখ্যা হু হু করে বাড়তে থাকে, শুরু হয় আরও বিশাল মাপের ব্লগ চর্চা, বিশ্বের সবচেয়ে বড় ওয়েবসাইটগুলোর একটি সার্ফিং, ফেসবুকিং।
লেখকেরা পেজ ও গ্রুপ খুলে শুরু করেন দুই হাতে লেখালেখি, ভাটা পড়ে কমিউনিটি ব্লগ ও অনলাইনে।
এইসব হট্টগোলে হারিয়ে যায় লিল ম্যাগের বারুদ ঠাসা লেখা।
তাই গত অমর একুশে গ্রন্থ মেলায় লিল ম্যাগ কর্নারে মেলা কর্তৃপক্ষ যখন সহজে আলো ও পানীয় জলের ব্যাবস্থা করেনি, তখন এ নিয়ে সংবাদ করেছি, ভেতরে ভেতরে কষ্ট পেয়েছি, কিন্তু অবাক হইনি!
৫
বিতর্ক আশা করছি। শুভ