প্রথম প্যারার দুয়েকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি :-)
"চাঁদে কি আপনি কখনও জমি কিনবেন? না"
উত্তরটা সরাসরি "না" নাও হতে পারে। ভবিষ্যতে মুন বেস বা মুন কলোনি তৈরি হলে আর কমার্শিয়াল এক্সপ্লয়েটেশান শুরু হলে চাঁদের জমি কেনাবেচা শুরু হতেই পারে। আমি না কিনলেও আমার নাতনি বা তার মেয়ে হয়তো কিনবে। হ্যাঁ, এখন কয়েকটা ইন্টারন্যাশনাল ট্রিটি আছে যার ফলে চাঁদে জমি কেনাবেচা করা যাবে না, তবে ভবিষ্যতেও যে চাঁদে প্রাইভেট প্রপার্টি বানানো যাবেনা এমন কোন গ্যারান্টি নেই। লোকজনেরর যাতায়াত বাড়লে জমি কেনাবেচার সম্ভাবনাও বাড়বে।
"সোনা-রুপো-তামা-প্লাটিনাম তুলে এনে আপনার ব্যাঙ্কের লকারে জমা করা হবে? না"
চাঁদে সোনা রুপো সেরকম পরিমাণে না থাকলেও, হিলিয়াম ৩ আর রেয়ার আর্থস পাওয়া যায়। আমি শিওর যে মুন কলোনি তৈরি হলে এগুলোর ইন্ডাস্ট্রিয়াল স্কেলে মাইনিং শুরু হবে। আর যেসব কোম্পানি এগুলো মাইন করবে সেগুলো অবশ্যই ভালো প্রফিট করবে। কাজেই চাঁদের রিসোর্স মাইন করে অনেকের ব্যাংকে যে টাকা জমা হবে, তাতে কোন সন্দেহ নেই। আমি যদি এরকম একটা কোম্পানি খুলতে পারতাম তো অবশ্যই খুলতাম, কিন্তু হায়, আমি বুড়ো হয়ে গেছি। আশা করি আমার নাতনির মেয়ে চাঁদে জমি কিনে মাইনিং ব্যবসা করবে আর অনেক টাকা কামাবে।
"চন্দ্রাভিযানে বিজ্ঞানের নতুন দিগন্ত খুলে যাবে? না"
নিশ্চয়ই খুলবে। শুধু বিজ্ঞানের না, টেকনোলজির আর কলোনাইজেশানেরও নতুন দিগন্ত খুলবে। শুধু বিজ্ঞান যদি ধরেন, তো চাঁদে বেস বানিয়ে নানারকম লো গ্র্যাভিটি এক্সপেরিমেন্ট করা যাবে যা পৃথিবীতে করা মুশকিল, ফলে মেটিরিয়াল সায়েন্সের উন্নতি হওয়ার প্রভূত সম্ভাবনা। টেকনোলজিকাল অ্যাপ্লিকেশান তো অবশ্যই হবে, স্পেস এক্সপ্লোরেশানের ক্ষেত্রেও অনেক কিছু নতুন টেকনোলজি বা টেকনিক ডেভেলপ করতে সুবিধে হবে। আর লুনার বেস কিন্তু প্রথম ধাপ। পৃথিবীর গ্র্যাভিটি ওয়েলের কিনারে যেতে যতোটা এনার্জি খরচ করতে হয়, তার থেকে অনেক কম এনার্জি খরচ করে চাঁদের গ্র্যাভিটি ওয়েল থেকে বেরনো সম্ভব। ফলে লুনার বেস থেকে মংগল গ্রহে মিশান পাঠানো সুবিধে হবে, তারপর আউটার প্ল্যানেটস গুলোতেও যাতায়াত সুবিধে হবে (য়ুরোপা বাদে, ওখানে নামা বারন)।
এইসব নানা কারনে চন্দ্রাভিযান, মঙ্গল অভিযান ইত্যাদি অবশ্যই দরকার। আরেকটাও কারন আছে - ক্লাইমেট ডিসাস্টার এর আর বেশী দেরি নেই, হয়তো আর মাত্র পঞ্চাশ কি একশো বছর বাকি। তার আগেই আমাদের এই গ্রহ ছেড়ে বেরিয়ে পড়তে হবে। দ্য গ্যালাক্সি ইজ ওয়েটিং ফর আস :-)