এক পাঠক বন্ধু প্রশ্ন করেছেন ," ১৪ ই মার্চ ২০২৩ তারিখে কলকাতার কোথায় জন্মালেন আইনস্টাইন ? কি নাম হল এবারে তাঁর? "
সুন্দর প্রশ্ন , ভালো প্রশ্ন ! প্রশ্নকর্তা কে ধন্যবাদ ।
কিন্তু উত্তর পাওয়ার আগে আমার একটি দাবী আছে ।
দাবী :- ১৪ ই জুলাই , ১৯৩০ সনে , জার্মানি এর কাপুথ শহরে বিকাল বেলা , Albert Einstein এবং রবীন্দ্রনাথ ঠাকুর এর একটি কথোপকথন হয়েছিল।
The Tagore-Einstein Conversation on the Nature of Reality .
Record আছে, আমার কাছে । ইন্টারনেট , Google search এও পাবেন । ওই বৃত্তান্ত আগে পাঠ করে নিন । তার পর উত্তর পাওয়ার সম্ভাবনা !
এ ছাড়া সাধারণ ভাবে রয়েছে একটি যোগ্যতা ও অধিকার বোধ এর প্রশ্ন ।
Einstein একদা বলেছিলেন : " God does not play dice with the World" ,
যাঁরা এই বাক্য টি নিয়ে কখনোই ভাবেন নাই ,
তাঁরা অনধিকারী , তাঁদের বলা যাবে না , এবং উত্তর পেলেও তাঁরা বুঝতে পারবেন না !!
প্রীতি ও শুভেচ্ছা সহ ....