গুরু ও গুরুবাদ--------------------
যদি বোঝার জন্য গুরুর দরকার, সেই অর্থে বলেন তাহলে আমার গুরু আছেন বৈকি, এক নয় একাধিক, বলুন একগণ্ডা।
" ও তোর অনেক গুরু , শতেক গুরু, গুরু অগণন"।
সংস্কৃত দখল নেই। তাই গীতাপাঠে আমার গুরু স্বামী জগদীশ্বরানন্দ এবং জগদীশ চন্দ্র ঘোষ।
একজন নিরাকার ঈশ্বরে বিশ্বাসী, অন্যজন সাকারে।
যেমন, দর্শন চর্চায় আমার প্রধান গুরু রনে দেকার্ত, যিনি বলেছিলেন-- কোন কিছুই আপ্তবাক্য বলে নির্বিচারে মেনে নেওয়া উচিত নয়। আগে বাজিয়ে দেখতে হবে। এমনকি ঈশ্বরকেও যুক্তিসিদ্ধ হতে হবে ।
দ্বিতীয় গুরু পূর্ব মীমাংসা দর্শনের আচার্য কুমারিল ভট্ট।
যিনি অসাধারণ তার্কিক। অপৌরুষেয় বেদ মানেন, কিন্ত সৃষ্টিকর্তা ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার করেন।
তৃতীয় গুরু শূন্যবাদী বৌদ্ধ দার্শনিক নাগার্জুন।
কিন্তুক গুরুবাদী নই। তাই গুরুর সব বাক্য চোখ বুঁজে মানতে পারি না।
তাই "যদ্যপি আমার গুরু শুঁড়িবাড়ি যায়,
তথাপি আমার গুরু রামানন্দ রায়" গোছের গুরুভক্তি আমার নেই। তাই উপরোক্ত গুরুদেরও অনেক সিদ্ধান্ত আমার অমান্য।