এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • পাকিস্তানের ভাষায় কিঁউ বাতচিত করতা হ্যায়

    সৈকত বন্দ্যোপাধ্যায় লেখকের গ্রাহক হোন
    ২২ এপ্রিল ২০২২ | ২৮২৮ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • আপনি কোনো উত্তরপ্রদেশের লোককে কখনও বলেছেন, ব্যাটা পাকিস্তানের ভাষায় কিঁউ বাতচিত করতা হ্যায়? পাকিস্তানিরা কোন ভাষায় কথা বলে? যদি ইসলামাবাদের মান্য লব্জ ধরেন, তো ওরা প্রধানমন্ত্রীকে বলে উজির, সেটা হিন্দুস্তানি চালু কথা, নেহাৎই সংস্কৃত করে এদিকে 'প্রধানমন্ত্রী' করে দেওয়া হয়েছে। এরকম কিছু  ফার্সি-সংস্কৃত গোলমাল ছাড়া, ও ভাষাটা পুরোদস্তুর হিন্দুস্তানি। যদি পাকিস্তানি সিরিয়াল দেখেন, দেখবেন হুবহু হিন্দি। গুণমানে অবশ্য অনেক উন্নত, ভারতের সিরিয়ালের মতো অখাদ্য না, কিন্তু সে অন্য কথা। মোদ্দা কথা হল, উর্দু বলুন আর হিন্দি, ভাষাটা মূলত একই। 

    আপনি কখনও কোনো পাঞ্জাবিকে বলেছেন, ওয়ে মুন্ডা পাকিস্তানি ভাষায় কথা বল কেন? অথচ যদি এপারে অমৃতসরে গিয়ে বাতচিত শোনেন, আর ওপারে লাহোর, তাদের কোনো তফাত নেই। দুজনেই পাঞ্জাবি বলে। অমৃতসর আর লাহোর কতটুকুই বা দূর। মাঝখান দিয়ে একটা লাইন টেনে দিলেই তো আর ভাষা বদলে যায়না। হ্যাঁ, ওপারে কথায় কথায় ইনশাল্লা বলে, এদিকে বলেনা। এদিকে পাগড়ি পরে, ওদিকে পরেনা। কিন্তু সে অন্য কথা। মোদ্দা কথা হল দুজনেই পাঞ্জাবিতে কথা বলে।

    এদের কেউ পাকিস্তানি বলেনা, অথচ, আপনাকে থেকে থেকেই শুনতে হয়, 'রাষ্ট্রভাষা'য় কথা না বলে কিঁউ বাংলাদেশের ভাষায় বাত করতা। আমি নিজের কানেই বারকতক শুনে ফেলেছি, চারদিকে আরও গুচ্ছের হয়, এ নিয়ে সন্দেহ নেই। আসামে তো স্রেফ বাঙালি বলে এন-আর-সির নামে ল্যাজ তুলে দেখে নেওয়া হল, কে এঁড়ে কে বকনা। কে ভারতীয় আর কে বাংলাদেশী। কারণ ভাষাটাই তো বাংলাদেশের। পশ্চিমবঙ্গেও অবস্থা খুব সুবিধের নয়। এসব নেহাৎই আকাটপনা, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু আকাটপনা হলেও রাষ্ট্রীয় আকাটপনা, সিলেক্টিভ আকাটপনা। কারণ, উত্তর এবং পশ্চিমভারতের বেশিরভাগের ভাষাই যে পাকিস্তানের, সে নিয়ে ভারতীয় রাষ্ট্রের বিশেষ মাথাব্যথা নেই। বরিশালের কথ্যভাষা বুঝতে আমার যা সমস্যা হবে, করাচির ভাষা বুঝতে কোনো হিন্দিভাষীর তার চেয়ে অনেক কম হবে। বা হবেইনা। 

    কথা হল এই আকাটপনা নিয়ে কী করা যায়। নেহাৎই ভারতের কোনো রাষ্ট্রভাষা নেই, এইটুকু বলা? নাকি এই পুরো যেটা লিখলাম, সেটা বুঝিয়ে বলা? নাকি পাল্টা জিজ্ঞাসা করা উচিত, যে, পাকিস্তানের রাষ্ট্রভাষায় তুমি কিঁউ বাত করতা হ্যায়? টানা এই মূর্খামি শুনে যাওয়া এমনিই মুশকিল। তার উপর রাষ্ট্রীয় মূর্খামি, কোটি কোটি লোকের ভিটেমাটি চাঁটি করে দিতেই পারে। পারে, যে, তার নজিরও নেহাৎ কম নেই।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • বিপ্লব রহমান | ২২ এপ্রিল ২০২২ ২০:৪৪506783
  • শুভ্রর নারকেল মাথার প্রশ্ন, ঘৃণ্য এনার্সির পরেও মোদি সরকারের পতন হয় না!? 
  • দীপ | 42.***.*** | ২২ এপ্রিল ২০২২ ২১:২৬506785
  • নিজের ভাষার জন্য লড়াই নিজেদেরকেই করতে হয়।‌ সেটা দক্ষিণ ভারত করেছে, বাংলাদেশ করেছে, শিলচর করেছে।
    সমস্ত স্কুলে বাংলা মাধ্যমের মাধ্যমে শিক্ষাদান, সরকারি কাজে বাংলা ভাষার প্রয়োগ- এগুলোর মাধ্যমে বাংলাভাষার আরো ব্যাপক ব্যবহার প্রয়োজন।‌ যেগুলো কিছুই হয়নি! 
     
  • দীপ | 42.***.*** | ২২ এপ্রিল ২০২২ ২১:২৮506786
  • আর সংস্কৃত ভাষা করা হয়েছে, এটার তাৎপর্য ঠিক বোঝা গেলনা! "প্রধানমন্ত্রী" শব্দটি তো বাংলা শব্দকোষেও আছে। অবশ্য‌ই শব্দটি তৎসম।
    কিন্তু তাতে কি সমস্যা? ঠিক বুঝতে পারলাম না! 
  • দীপ | 42.***.*** | ২২ এপ্রিল ২০২২ ২১:৩০506787
  • আর এই উপমহাদেশে অনেক কিছুই হয়, তার জন্য কারোর‌ই কোনো শাস্তি হয়না! বরং তা নিয়ে আলোচনা করলে অনেকে অভিসন্ধি খুঁজে পান!
  • এলেবেলে | 2402:3a80:1172:ef8f:fb2c:6cac:70ae:***:*** | ২২ এপ্রিল ২০২২ ২১:৩৬506788
  • পশ্চিমবঙ্গ রাজ্যটায় প্রচুর বিহারি উড়িয়া পাঞ্জাবি তামিল থাকেন। বিশেষত বিহারিরা এমন কিছু কাজের সঙ্গে যুক্ত, যা আজ পর্যন্ত কোনও বাঙালি করে ওঠার কথা ভাবতেও পারে না। সেই বিহারিরা কোন দুঃখে বাংলা মাধ্যম স্কুলে পড়তে যাবে? সেটা বাধ্যতামূলক হবেই বা কেন? হলে সেটাকে বরং ভাষা সাম্রাজ্যবাদ হিসেবে চিহ্নিত করা উচিত।
  • দীপ | 2401:4900:3a00:2ba0:a05f:f4ee:fb58:***:*** | ২২ এপ্রিল ২০২২ ২১:৪৩506789
  • অ, নিজের ভাষাকে গুরুত্ব দেয়া ভাষা সাম্রাজ্যবাদ।
    কত কিছু নতুন তত্ত্ব জানতে পারছি!
  • দীপ | 2401:4900:3a00:2ba0:a05f:f4ee:fb58:***:*** | ২২ এপ্রিল ২০২২ ২১:৪৭506790
  • এই যুক্তিতে দক্ষিণভারত পুরোপুরি ভাষা সাম্রাজ্যবাদ চালায়! ইউরোপীয় দেশগুলোতে নিজেদের ভাষাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। সব ব্যাটাই ভাষাসাম্রাজ্যবাদী, কোনো সন্দেহ নেই!
  • দীপ | 42.***.*** | ২২ এপ্রিল ২০২২ ২২:০১506791
  • আর একটা কথা। ঐতিহাসিক ভাবে হিন্দি জোর করে চাপানোর কাজ শুরু করেছে কংগ্রেস। বর্তমানে বিজেপি সেই ধান্দাবাজিটাই চালাচ্ছে। রবীন্দ্রনাথের "জনগণমন" নিয়ে চেল্লামেল্লি কংগ্রেসের লোকেরাই শুরু করে। যদিও নেহেরু তাদের দাবড়ানি দিয়ে থামিয়েছিলেন।
    কিন্তু তারপরও বাঁদরামি চলেছে। রাজীব গান্ধীর আমলে অলিম্পিক/এশিয়াডে "সাথে জাঁহা সে আচ্ছা" বাজানো হয়েছিল। সে নিয়েও প্রতিবাদ হয়েছিল। 
    এখন বিজেপি সেই ধান্দাবাজিটাই করছে!
  • এলেবেলে | 2402:3a80:1173:2c7d:e878:ec2:ef2e:***:*** | ২২ এপ্রিল ২০২২ ২২:০৫506792
  • অযথা তির্যক মন্তব্য করার আগে জেনে রাখা ভালো যে এই বাংলায় বাংলা মাধ্যমের বিদ্যালয় ছাড়াও হিন্দি নেপালি সাঁওতালি মাধ্যমের বিদ্যালয়ও আছে। মাধ্যম বেছে নেওয়ার এই অধিকারকে আমি সর্বাংশে সমর্থন করি।
     
    হ্যাঁ, হিন্দি যেমন দেশজুড়ে ভাষা সাম্রাজ্যবাদ চালায়; তেমন বাংলাতেও রাজ্য জুড়ে ভাষা সাম্রাজ্যবাদ চলে।
  • দীপ | 42.***.*** | ২২ এপ্রিল ২০২২ ২২:০৫506793
  • আর লেখকের উদ্দেশ্যে একটি বিনম্র নিবেদন। "জনগণমন" কিন্তু সম্পূর্ণ তৎসম শব্দে রচিত। তাই সেটা লেখকের মনোমত হবে তো? না কি উর্দূ- ফার্সি ঢুকিয়ে পবিত্র করে নিতে হবে? যেটা একসময় তদানীন্তন পূর্ব পাকিস্তানে হয়েছিল? 
  • এলেবেলে | 2402:3a80:1173:2c7d:e878:ec2:ef2e:***:*** | ২২ এপ্রিল ২০২২ ২২:০৮506794
  • আর প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী দুটো শব্দই ইংরেজির অক্ষম অনুকরণ। কারণ তৎসম শব্দ হিসেবে মুখ্য এবং প্রধান দুটো শব্দের অর্থ এক। অথচ এখানে আলাদা পদমাহাত্ম্য বোঝায়। এবং দুটো শব্দই বিশুদ্ধ সংস্কৃতজাত শব্দ।
  • এলেবেলে | 2402:3a80:1173:2c7d:e878:ec2:ef2e:***:*** | ২২ এপ্রিল ২০২২ ২২:১১506795
  • লে ক্যাম্পা! ওখানে তো পাঞ্জাব মারাঠা দ্রাবিড় শব্দগুলো আছে। ওগুলো তৎসম বুঝি?
  • দীপ | 42.***.*** | ২২ এপ্রিল ২০২২ ২২:৪২506798
  • তা সক্ষম অনুবাদ কি হবে? 
     
  • দীপ | 42.***.*** | ২২ এপ্রিল ২০২২ ২২:৪২506799
  • দীপ | 42.***.*** | ২২ এপ্রিল ২০২২ ২২:৪৫506800
  • কটা তৎসম শব্দ বাদে অন্য শব্দ আছে?
    আর পাঞ্জাব, সিন্ধু, দ্রাবিড়, এগুলো তো স্থানের নাম। 
  • দীপ | 42.***.*** | ২২ এপ্রিল ২০২২ ২২:৪৭506801
  • জায়গার নাম পাল্টাতে হবে নাকি? একি আশ্চর্য আবদার!
  • এলেবেলে | 202.142.***.*** | ২২ এপ্রিল ২০২২ ২২:৪৯506802
  • হায় রে আকাটপনা! গোটা লেখাটায় কিন্তু জনগণমন-র নামগন্ধ নেই! ছায়ার সঙ্গে যুদ্ধ করে কী আনন্দ হয় কে জানে?
  • দীপ | 42.***.*** | ২২ এপ্রিল ২০২২ ২২:৫৩506803
  • তা আপনিই তো জনগণমন নিয়ে আলোচনা করতে এলেন! শ্রাদ্ধ‌ করতে করতে কি মাথা খারাপ হয়ে গেলো?
  • দীপ | 42.***.*** | ২২ এপ্রিল ২০২২ ২২:৫৬506805
  • আর লেখক লিখেছেন সংস্কৃত করা হয়েছে। কথাটার অর্থ ঠিক বোঝা যাচ্ছেনা! সংস্কৃত ভাষা তো খ্রিস্টের জন্মের দেড় হাজার বছর আগে থেকেই আছে। সুতরাং সংস্কৃত করা হয়েছে শব্দটির কোনো অর্থ নেই!
    অবশ্য অনেকের সংস্কৃতে অ্যালার্জি থাকতে পারে!
  • দীপ | 42.***.*** | ২২ এপ্রিল ২০২২ ২২:৫৯506806
  • আর তৎসম শব্দে সমস্যা থাকলে বিদ্যাসাগর, মধুসূদন, বঙ্কিম, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ সব কিছুই বন্ধ করে রাখতে হবে! কোনো কিছু পড়া যাবেনা!
  • এলেবেলে | 202.142.***.*** | ২২ এপ্রিল ২০২২ ২৩:২২506808
  • দেখুন, আমার ধারণা sanskritization শব্দটার সঙ্গে আপনি হয় পরিচিত নন নতুবা এর পেছনে লুকিয়ে থাকা ভাষা রাজনীতি সম্পর্কে আপনি নিতান্তই নাদান। সৈকত কেন 'হিন্দি' না লিখে 'হিন্দুস্তানি' শব্দটা লিখেছেন, সেটা না বুঝতে পারলে ওই ছায়ার সঙ্গে যুদ্ধ করাই সার হবে।
  • দীপ | 42.***.*** | ২২ এপ্রিল ২০২২ ২৩:২৪506809
  • অ, সবাই ভাষা রাজনীতি করছে। তাই বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, মুজতবা আলী, গৌরী ধর্মপাল- সবাই বুঝি ভাষা রাজনীতি করেছেন!
  • এলেবেলে | 202.142.***.*** | ২২ এপ্রিল ২০২২ ২৩:২৭506810
  • আপনি হিন্দি আর হিন্দুস্তানির ফারাকটা জানেন? ফালতু নেমড্রপিং না করে স্পষ্ট বলুন দিকি?
  • দীপ | 42.***.*** | ২২ এপ্রিল ২০২২ ২৩:৩১506811
  • আপনার অনর্থক মাতব্বরির প্রয়োজন নেই!
  • দীপ | 42.***.*** | ২২ এপ্রিল ২০২২ ২৩:৩৩506812
  • আর বাংলাভাষার মূল খাদ্য সংস্কৃত ভাষা। সংস্কৃত ভাষাকে বাদ দিয়ে বাংলাভাষা নিয়ে চর্চা ও গবেষণা সম্ভব নয়!  এটা সাহিত্যের সামান্য পাঠক মাত্রেই জানেন, আর এর মধ্যে কোনো রাজনীতি নেই!
     
  • এলেবেলে | ২২ এপ্রিল ২০২২ ২৩:৩৭506813
  • ধুর মশাই, মাতব্বরি ছাড়া অন্য কিছু বলুন না! আপনার দৌড় বোঝা সারা। অবশ্য আমি জানতামই আপনি হিন্দি এবং হিন্দুস্তানির পার্থক্য জানেন না। যাক গে, কাটি। আপনি বরং এই সুযোগে আরও খানিক ছিড়িক ছিড়িক ছড়াতে থাকুন।
  • দীপ | 42.***.*** | ২২ এপ্রিল ২০২২ ২৩:৩৮506814
  • এখন‌‌ কি শ্রাদ্ধ বন্ধ‌ রেখে টিয়াপাখি নিয়ে বসেছেন?
  • এলেবেলে | ২২ এপ্রিল ২০২২ ২৩:৪০506816
  • আজ্ঞে না। কিন্তুক কিছুতেই হিন্দি ভার্সাস হিন্দুস্তানির গপ্পোটা জানতে পারলাম না!
  • দীপ | 2401:4900:3a00:2ba0:a05f:f4ee:fb58:***:*** | ২২ এপ্রিল ২০২২ ২৩:৪৬506817
  •  শ্রাদ্ধ আপাতত বন্ধ রেখে ব‌ইপত্র নিয়ে বসুন, নিজেই জেনে যাবেন।
  • এলেবেলে | ২৩ এপ্রিল ২০২২ ০০:০০506819
  • আপনি যে সেসব নিয়ে আদৌ বসেন না, তার সবচেয়ে বড় প্রমাণ এই বাক্যাংশটি - 'বাংলাভাষার মূল খাদ্য সংস্কৃত ভাষা'। 
     
    বসলে জানতেন যে, সুনীতি চট্টোপাধ্যায়ের হিসেব অনুযায়ী অতীতের জনপ্রিয় বাংলা কথ্য কাহিনিগুলির কেবলমাত্র এক-তৃতীয়াংশ তৎসম শব্দ, বাকি তদ্ভব। তিনিও মাতব্বর ছিলেন! 
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন