আমাদের কোন সর্বনাম হয় না।
সমাজ, সংসার, বিশ্ব চাপিয়ে দেয়
কিছু অচেনা বিশেষ্য, পঙ্কিল বিশেষণ
আর অবাঞ্ছিত কিছু সর্বনাম,
দয়ার দান রিক্ত ভিক্ষাপাত্রে।
আমরা অনামিকা শবনমের দল,
এমনিই এসে ভেসে যাই, ভোরের বেলা
যখন সবাই মগন ঘুমের ঘোরে,
এমনিই হেসে চলে যাই দূরে,
আমাদের মন লাগেনা কোনো সুরে।
আমাদের রক্ত ঝরে, হৃদয়ে চোরাক্ষত
বালিয়াড়ির উপর বাঁধি বাসা, আশাহত-
শ্যাওলাদামের মত ভেসে বেড়াই
চিকচিকে রোদ্দুরে ভেজা জলে,
রংধনু বিভা ছড়াই কড়ি-কোমল।
আমাদের অঙ্গে সাতরঙ, সতরঞ্চের ছকে,
সাদা-কালো বোড়ের জগতে আমরা অতিরিক্ত।
একই রোদ্দুরে দাঁড়াই, একই ঘাসে দিই পা,
একই গান গাই,তবু নামে বৃষ্টিধারা, সিক্ত
গালে মিশে যায় লোনা দাগ অপমানের।
তাও আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, তাই
এত দুঃখেও হাসি, রোগে-শোকে-শঙ্কায়
অনির্দেশ্য ইশারায় ফুটে উঠি নিত্যই,
প্রাণের ধারা করে না বঞ্চনা।
একই আকাশের নীচে, একই হৃৎপিন্ডের ধুকধুকে
বাঁচি আমরা, আমরা সব্বাই ... রাঙা টুকটুকে হৃদয়গুলি
একই ছন্দে কাঁপে তিরতির, বেঁচে থাকার আনন্দে,
তাই আর ভয় করি নে, কোন কিছুকেই না।
পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।