বামেদের ইশতেহারে কি আছেঃ বামেরা প্রার্থী তালিকা প্রকাশ করেছিল, ২০ নভেম্বর। ইশতেহার প্রকাশিত হয়েছে ৫ ডিসেম্বর, ২০২১।
কী আছে এই ইশতেহারে : যেগুলোয় নজর পড়লো-
১- শ্রমজীবি শেলটার, রাতের আস্তানা
২- প্রতি বরো তে শ্রমজীবি মহিলা দের ব্যবহারের জন্য ক্রেশ,প্রতি ওয়ার্ডে, শ্রমজীবি ক্যান্টিন ও শ্রমজীবি বাজার
৩- ১০০ দিনের কাজের জন্য ন্যূনতম ৩২৭ টাকা মজুরি, কাজের পরিধি ও নিয়োগ বৃদ্ধি
৪ - কর্মসংস্থানের নতুন প্রকল্প
৫. ছোটো পরিবেশ বান্ধব প্রকল্পে উৎসাহ
৬। ২৮০০০ এর বেশি শূন্যপদে নিয়োগ, এক বছরের মধ্যে
৭. ধাপে ধাপে গভীর নলকূপের সংখ্যা শূন্যতে নিয়ে যাওয়া
৮. আপতকালীধ অবস্থায় পরিবার পিছু দিনপ্রতি ২০ লিটার পানীয় জল
৯. মহিলাদের জন্য শৌচালয়, স্কুল ও শৌচালয়ে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বসানো, জেন্ডার নিউট্রাল পাবলিক টয়লেট
১০. গার্হস্থ্য হিংসা প্রতিরোধে প্রতি ওয়ার্ডে নেবারহুড কমিটি, ১০০ টি জায়গায় অবিউজ রেজিস্টান্স টিম, সব ধরনের বৈষম্য মূলক আচরণের অভিযোগে সহায়তা
১১. মহিলা পরিচালিত স্বনির্ভর গোষ্ঠী র পরিষেবা কে ইন্টারনেটে নিয়ে আসা
১২. বিনা ফি র জন্য ও মৃত্যুর সার্টিফিকেট প্রদান
১৩. মিউটেশন কে দালাল চক্রের হাত থেকে মুক্ত করতে ব্যবস্থার বিকেন্দ্রীকরণ
১৪. করপোরেশনে র মধ্যে থাকা বেসরকারি হাসপাতালে ২০ শতাংশ ফ্রি বেড
১৫ - মাল্টিলেভেল ফ্লাইওভার, সমস্ত ব্রিজের মেরামতি
১৬. প্রতিটি বাজার অঞ্চলে পরিবেশ বান্ধব ক্যারিব্যাগ স্টোর
১৭. সি এন জি , ইলেকট্রিক বাস চালু করার উদ্যোগ
১৮- পরিবেশ বান্ধব প্রকল্পে উদ্যোগে ভলান্টিয়ার হিসেবে কাজ করার সুযোগ
১৮. তৃতীয় লিঙ্গের মানুষের জন্য স্বাস্থ্যবীমা
১৯. কলকাতার অন্তত ২০ টি মহামারী মোকাবিলায় বিশেষ হেলথ ইউনিট
২০- বরো গুলিতে হেলথ কেয়ার ইউনিট
২১ - ওয়ার্ড প্রতি অক্সিজেন সিলিন্ডার সরবরাহ ইউনিট
২২- মাসে ১০০০০ টাকা অব্দি আয়ের মানুষের সামাজিক সুরক্ষা য় বিশেষ নজর, প্রয়োজনে বিপিএল তালিকার প্রসার
২৩- প্রবীণ বা প্রবীণ একলা মানুষের সহায়তায উদ্যোগ
২৪- সমস্ত নির্মাণে প্রতিবন্ধকতাযুক্ত মানুষের জন্য সহজগম্যতার ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা য় প্রতিবন্ধকতা যুক্ত মানুষকে অগ্রাধিকার, আয় নিরপেক্ষ ভাবে স্বাস্থ্যবীমা
২৫- স্কুলছুট কমানোর বিশেষ উদ্যোগ, কমিউনিটি লার্নিং সেন্টার, মিঠু গে মিলে সুষম পুষ্টির বিষয়ে বিশেষ ব্যবস্থা
২৬- সমস্ত টেন্ডার ও প্রকল্পের বাজেট ওয়েবসাইটে প্রকাশ
এছাড়া
- ১৯৮০ র আইনঅনুযায়ী ওয়ার্ড কমিটির পুনর্গঠন
- বসতি উন্নয়নে অগ্রাধিকার, প্রজা ঠিকা আইনের বসতি উন্নয়ন
- এক ব্যক্তি এক পদ নীতি অনুসারে মেয়র ও মেয়যর পারিষদ নির্বাচন
- নিকাশী ব্যবস্থার আধুনিকীকরণ
- করপোরেশনে র নিজের কর্মীদের সঙ্গে সম্মানজনক ব্যবহার
- খেলার মাঠের সংরক্ষণ
উপরের তালিকাটি সম্পূর্ণ না। মূল প্রকাশিত পুস্তিকাটি বা তার পিডিএফসংগ্রহ করতে স্থানীয় সিপিএম কর্মী দের সঙ্গে যোগাযোগ করুন। তাদের সোশাল মিডিয়া ফিডে নজর রাখুন, আগ্রহ থাকলে।