এই সেই বাড়ি, যেখানে ডায়পার পরে রবীন্দ্রনাথ হামাগুড়ি দিয়ে বেড়িয়েছেন চত্বর থেকে চত্বরে। হাঁটু ছড়ে গেছে, ট্রাইসেপ টনটন করেছে, বেবি ফ্যাট ঝরে গেছে। কিন্তু কালো বলে কেউ তাঁকে কোলে তোলেনি। বড় হয়ে ক্ষোভে, দুঃখে, অভিমানে রবীন্দ্রনাথ বাড়ি ছেড়েছিলেন। খালি পায়ে হেঁটে চলে গিয়েছিলেন শিয়ালদহে, কাটিয়েছেন উদ্বাস্তু জীবন। তখন জায়গাটাকে শিলাইদহ বলা হত। বাংলার ইতিহাসে রবীন্দ্রনাথই প্রথম উদ্বাস্তু। এক নম্বর প্লাটফর্মে বসে মনের সমস্ত ক্ষোভ উজাড় করে রবীন্দ্রনাথ লেখেন তাঁর বিখ্যাত উপন্যাস গোরা। সেখানে তিনি দেখিয়েছেন, যে, ফরসা হলেই ছহী হিন্দু হওয়া যায়না। যতই পুজো কর, আচারবিচারের ভড়ং কর, শেষমেশ জানতে পারবে তুমি বিধর্মী। এখানেই তাঁর সঙ্গে দেখা হয় আরেক কালোপুরুষের সঙ্গে, যাঁর নামই শ্যামা। তাঁকেও নেতাজি, গান্ধিজি কেউ কখনও কোলে নেননি। শ্যামাই তাঁকে বলেন, যে, গৃহত্যাগ কোনো পথ না। ছহী হিন্দুদের ফিরতে হবে নিজেদের বাড়ি। ভাগ করতে হবে বাংলাকে। তৈরি করতে হবে পশ্চিমবঙ্গ। রবীন্দ্রনাথ তাঁরই প্রেরণায় লিখে ফেলেন "বাংলার মাটি বাংলার জল"। বাংলা ভাগের সময় যে গান ছহী হিন্দুরা জাতীয় সঙ্গীতের মতো গেয়েছেন।
তারপরই শুরু হয় ঘরে ফেরার প্রস্তুতি। সে এক লম্বা রোমহর্ষক ঘটনাপরম্পরা। লন্ডন থেকে মস্কো, ইতালি থেকে আর্জেন্তিনা, দাড়িতে মুখ, আর আলখাল্লায় শরীর ঢেকে সারা দুনিয়া ঘুরে বেড়িয়েছেন তিনি। লক্ষ্য একটাই। ঘরে ফেরা। কিন্তু শেষমেশ ফিরতে কি পেরেছিলেন রবীন্দ্রনাথ? উঠতে পেরেছিলেন মাতৃভূমির কোলে? জানতে হলে দেখুন, সঙ্ঘ কোম্পানি লিখিত প্রযোজিত এবং পরিচালিত, রুদ্ধশ্বাস থ্রিলার, "রবীন্দ্রনাথ এখানে কখনও কোলে ওঠেননি"।
বিধিসম্মত সতর্কীকরণঃ এর সঙ্গে বাস্তবের যোগাযোগ সীমিত।
:)
যাই বলুন, এদের ছড়াবার ধারাবাহিকতা ঈর্ষণীয়!
এটা কি ট্রিবিউট টু সিজিদ্দা?
হে হে ন্যাড়াদা এই যে ইহাই কারণ বলিয়া মনে হয়।
সঙঘ কোম্পানিটা ন্যাড়াদা মিস করে গেছেন ঃ)
বোঝো! সঙ্ঘ মিস করিনি। তবে ভেবেছি সিজিদ্দা হয়ত বিজেপি হয়েছে।
অসাধারন!!
মুগুরটা উপযুক্ত হয়েছে
হাহাহাহাহাহাহাহা
সত্যি বাবা। রবীন্দ্রনাথকে নিয়ে এমন একটা চিন্তা করবার মতো ক্ষমতাও আছে বটে। ভাষা হারিয়ে ফেলার মতো ব্যাপার আজকাল চলছে , আবার বিশ্বভারতীতেই
দিলেন তো হান্দাইয়া! :))
মা তো কোলে নেন নি বুঝলাম। এর পরের লাইন টা : তাহলে কোলেপিঠে করে মানুষ করল কে? বড় হয়ে নোবেল পুরস্কার জেতার পেছনে তার অবদান তো অনস্বীকার্য! এতেও নিশ্চই কোন কোম্পানির হাত আছে ....
আহা মা কোলে নেয় নি তো কি হয়েছে, গৌমাতা তো কোলে নিয়েছে!
ঘ্যামা হয়েছে গুরু! চালিয়ে যাও!
রাজনীতিবিদদের কথায় এত কান দিতে নেই। ডহর বাবু ইত্যাদি ।
ঢ়
হা হা হা হা পুরা মাথা নষ্ট!
কোথা থেকে ঢ় এসে বসে গেল! :)
এত ছোট লেখা, তৃপ্তি হলো না
।