
Sobuj Chatterjee | ১৬ জুলাই ২০২১ ২০:০৪495836মূল্যবান তথ্য সম্বলিত প্রতিবেদন।
অনামী | 2409:4060:2d80:e534:4aa2:7a46:465:***:*** | ১৬ জুলাই ২০২১ ২০:৫০495838চমৎকার লিখেছেন। Hypocrite দের মুখোশ খুলে দিয়েছেন।
জনগণ বোকা নয় বলেই আমরা (জনগণ) যে যার নিজের চরকায় তেল দেই। সব দলই যেহেতু সমান তাই প্রতিবাদ করে কোন লাভ নেই। NRC ইস্যুতেও এসব গণতান্ত্রিক (!) দলগুলোর হিপোক্রেসি বারবার দেখা গেছে।
ধর্মপাল | 2409:4060:88:6f0:7569:9d6e:fa3c:***:*** | ১৬ জুলাই ২০২১ ২১:২১495840সব দলই সমান বলার সময় এটা নয়। সংসদীয় গণতন্ত্র প্রহসন বটে, কিন্তু সময়ের দাবী ফ্যাসিস্ট বিরোধী জোট।
dc | 171.6.***.*** | ১৬ জুলাই ২০২১ ২১:৩০495841যাকলা! সংসদীয় গণতন্ত্র যদি প্রহসনই হয় তাহলে ফ্যাসিস্ট বিরোধী জোট করেই বা কি লাভ? বিরোধী পার্টিও তো গিয়ে প্রহসনই করবে, তো রুটি পাল্টালেই বা কি?
ধর্মপাল | 1.23.***.*** | ১৬ জুলাই ২০২১ ২২:৪৫495843লাভ - সংসদীয় গ্রাউন্ডে ফ্যাসিজমকে রোখা। অবশ্য, সোনার পাথরবাটি। গণতান্ত্রিক পার্টিগুলোর সহায়তায়ই ফ্যাসিজমের উত্থান ঘটেছে।
dc | 171.6.***.*** | ১৬ জুলাই ২০২১ ২৩:০২495844তাহলে আর কিসের লাভ। আমরাও যা ওরাও তা, কাজেই চুপচাপ থাকাই ভালো।
এরা মানে এই সব রাজনৈতিক দল গুলো সব এক গোয়ালের ....রু !!দেখছেন না , কোনো উচ্চবাচ্য নেই ?? এরা কৃষক আন্দোলন নিয়েও কোনও কথা বলেনা পেট্রল ডিজেল নিয়ে সরব হয় না , শুধু লোক দেখানো একটা ব্যাপার করে ( যেমন ১০ মিনিটের প্রতীকী প্রতিবাদ , এম এল এ সাইকেল করে বিধান সভায় এলো ।..এই রকম আর কি !!ধূর্ত এরা !!এদের বিশ্বাস করে মানুষ ঠকেছে ঠকবে !! আর সুপ্রিম কোর্ট হঠাৎ এতো জন দরদী হয়ে উঠলো কেন ?ব্যাপার টা সন্দেহ জনক !! একই সঙ্গে মাননীয় চন্দ্রচূড় মহাশয় এবং প্রধান বিচার পতি এর বিরুদ্ধে মতামত দিচ্ছেন নিকটেই তো নির্বাচন সাধু বাবার বিপদ আসন্ন একটু ইমেজ বিল্ডিং হচ্ছেনাকি বিচারকদের দিয়ে ????।.""".পুত্র রাজনীতি বড়ো কূট """।...আওরংজেব ঠিক বলেছিলেন (( মানে শ্রী সচিন সেনগুপ্ত বলিয়েছিলেন আর কি ! )) একবারও কিন্তু কেউ বলছেন না এই আইন রদ্দ হোক !!!হুঁ হুঁ মশাই !! দেখুন মজাটা !!
অনামী | 2409:4060:e8e:7391:894b:c8e2:32d2:***:*** | ১৮ জুলাই ২০২১ ১০:২২495901সন্তোষ বাবু, সব পার্টির পথ ও স্বপ্ন হল ক্ষমতায় এসে জমি অধিগ্রহণ (!) করে রিয়াল এস্টেট বা শিল্প বা কৃষি খামার তৈরি করা। উচ্ছেদ হওয়া চাষী সস্তা শ্রমিকে পরিণত হবে কিন্তু তার শ্রম বেচার জায়গাই নেই। দেশের কোটি কোটি বেকার তার প্রমাণ। দেশে সাধারণ জনগণের স্বার্থ দেখার জন্য কোন দল নেই। ফ্যাসিবাদ কে পরাজিত করার জন্য খেটে খাওয়া নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর নেতৃত্বে কোন দল উঠে আসা দরকার, পেরুর pedro castillo র মত।
dc | 122.174.***.*** | ১৮ জুলাই ২০২১ ১০:২৬495903পেড্রোবাবুকে ভারতে নিয়ে আসা হোক।