লেখাটা খুব ভালো। তবে ১৬০০ আর ১৯০০ এর মধ্যে আপনি গুলিয়ে ফেলেছেন মনে হচ্ছে। ঠিক করে নেবেন দোয়া করে। ভালো লাগলো।
রাজকুমার মাহাতো,আপনাকে অনেক ধন্যবাদ মতামত জানানোর জন্য।পরবর্তী লেখাগুলি পড়ে মতামত জানালে উপকৃত হব।
https://www.guruchandali.com/comment.php?topic=20550 - আমার আগের একটি লেখার লিংক।
আমরা ইউরোপ ও বিশ্ব চিনেছি ইংরেজের চোখ দিয়ে । তাই আপনি ইংরেজি অক্ষর অনুযায়ী “ গিউলিয়া “ লিখেছেন। ইতালিয়ান ভাষায় ‘জ’ লেখা হয় ইংরেজি হরফের জি দিয়ে । অতএব যাকে আপনি গিউলিয়া বলেছেন তাঁর নাম জুলিয়া । যেমন ইতালিয়ানে জুলিয়াস হল জুলিও ( Giulio) গিউলিও নয় ।
জুলিয়ার পদবী তোফানা ( তেফানা নয় )।
তাঁর প্রাণ হরণকারী দাওয়াইয়ের নাম আকুয়া ( একুয়া নয় ) তোফানা । আকুয়া মানে জল যার সূত্র সংস্কৃত আপ ।
আরেকটি অজানা অধ্যায় আছে –যে চার্চ তাঁকে আশ্রয় দিয়েছিল, তাঁর মৃতদেহ সেই চার্চের দেয়ালের ভেতরে ছুঁড়ে ফেলা হয়।
পালেরমো ইতালির কোন প্রান্তবর্তী গ্রাম নয় সিসিলি দ্বীপের রাজধানী ( দুঃখের বিষয় আজকের মাফিয়াদের জন্মভূমি ) রোম জন্মাবার অনেক আগেই এই দ্বীপের নাম ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে -হানিবালের আমল থেকে
বাইরে দূরে - দেখুন ইংরেজি বানান অনুসারে উচ্চারণের কমবেশি পার্থক্য হয়েই থাকে।এবং আমি যে তথ্যসূত্র দিয়েছি সেখানে ' গিউলিয়া ' বলা হয়েছে।একইভাবে আকুয়া বা একুয়ার কথাও বলা চলে।
পালেরমোকে যে ইতালির প্রান্তবর্তী গ্রাম বলা হয়েছে তা শুধুমাত্র লেখার তাগিদেই।মনে রাখতে হবে এখানে কোনো বিশেষ অঞ্চলের ভৌগলিক বিবরণ দেওয়া হচ্ছে না।সিরিয়াল কিলার হিসেবে এক মহিলার ভূমিকা উল্লেখ করা হয়েছে মাত্র।
আপনার দেয়া লিংক খোলা গেল না া অতএব বোঝা মুশকিল। মনে হয় এটি বাংলা সাইট। এগিয়ে চলো। সেখানে জুলিয়াকে গিউলিয়া নামক কিমভুত চেহারা দেয়া হবে না। কারন বাংলা ফোনেটিক ভাষা। বিশেষ অনচলের ভৌগোলিক বিবরন দেবার দাবী করি নি। ইতালী নামক কোন দেশই তখন ছিল না । অপরিচিত শবদের সঠিক উচচারন গুগলে পাওযা যায়।
বাইরে - দূরে আপনার মতামত পরবর্তীতে আমার লেখার পাথেয় হয়ে উঠুক এটাই কাম্য।আপনি যে ছোট - বড়ো ভুলগুলি পয়েন্ট আউট করেছেন তার জন্য অনেক ধন্যবাদ।পরবর্তী লেখাগুলির ক্ষেত্রে আশা করি আপনার গুরুত্বপূর্ণ মতামত পাওয়া যাবে।সঙ্গে থাকুন।
তথ্যের সত্যতা নির্ধারণ করা ও তার সঠিক প্রচেষ্টা চালানো লেখকের কাজ। নইলে সেটা ওই হোয়াটসআপ বিশ্ব বিদ্যালয়ের গাল গল্পে পরিণত হয়। এই তখ্য নিরীক্ষণের ভার আমাকে দেবেন না। নিজে ফ্যাক্ট চেকিং করুন। পাঠক সেটি আপনার কাছে আশা করে।