এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • হেরো হারু 

    Rajat Das লেখকের গ্রাহক হোন
    ০৫ ফেব্রুয়ারি ২০২১ | ৯৯১ বার পঠিত
  • ভারতবর্ষের কিছু মানুষ বাংলাদেশ সম্পর্কে খুব নিম্নস্থানীয় ধারণা পোষণ করেন। ওরা অনুপ্রবেশকারী, উইপোকার মত আমাদের দেশে ঢুকছে... ইত্যাদি সংলাপ সেই ধারণারই ফসল। যাঁরা এই ধরনের কথাবার্তা বলে থাকেন, আমার খুব সন্দেহ আছে তাদের বাংলদেশ সম্পর্কে জানার আগ্রহ নিয়ে। হ্যাঁ, অবশ্যই বাংলাদেশে মৌলবাদীরা যথেষ্ট সক্রিয়। সেটি আজ থেকে নয়। পূর্ব পাকিস্তান থেকে বিছিন্ন হওয়ার সময় থেকেই। আলচ্য বিষয় হল, ১৯৭১ সালে স্বাধীনতা প্রাপ্তির সময়ে দেশটি সম্পূর্ণরূপে পঙ্গু ছিল। পাকিস্তান পঙ্গু করে দিয়েছিল। দেশভাগের প্রথম থেকেই পশ্চিম পাকিস্তান নানাভাবে পূর্ব পাকিস্তানকে বঞ্চিত রেখেছিল। জনসংখ্যার নিরিখে পশ্চিমের থেকে পূর্ব ছিল বলশালী। সরকারি কোষাগার ৭৫% ভর্তি হত পূর্ব থেকে। অথচ উন্নয়ন খাতে খরচে বিপুল বৈষম্য ছিল। কম জনসংখ্যায় পশ্চিম নব্বই শতাংশ বরাদ্দ ভোগ করত। এসব নানান কারণেই বঙ্গবন্ধুর উত্থান ও স্বাধীনতার জন্য রক্তক্ষয়ী সংগ্রাম। স্বাধীনতা পরবর্তী পঞ্চাশ বছরের পূর্তিতে আজ দেশটির অর্থনীতি ও সংস্কৃতি ভারতকে পিছনে ফেলে দিয়ে এগিয়ে চলেছে। লজ্জার বিষয় এখানেই। 

    বাংলদেশের বাংলাভাষায় এগিয়ে থাকার উদাহরণ সর্বজনবিদিত। অন্যান্য ক্ষেত্রেও সাধারণ ভাবে কয়েকটি উদাহরণ দিলেই বোঝা যাবে, এদেশের সাথে বৈষম্যতা। ২০১৬ সাল থেকেই বাংলাদেশের জিডিপি সাত শতাংশের বেশি। করোনাকালেও ৪% বৃদ্ধি ছিল, যেখানে এদেশে ঋণাত্মক অর্থাৎ শূন্যের নিচে ছিল। ভারতে মাথাপিছু উৎপাদন কমে দাঁড়াবে ১৮৭৭ মার্কিন ডলার। কিন্তু বাংলাদেশের সেই আয় দাঁড়াবে ১৮৮৮ মার্কিন ডলার। আমাদের চেয়ে ১১ ডলার বেশি। এত গেল অর্থনীতির কচকচি। সংস্কৃতি নিয়ে জানতে হলে, আপনি বেশি কিছু নয়, ইউটিউব ও গুগলে বাংলাভাষায় কোনো কিছু সার্চ করলে দশটির মধ্যে সাত আটটি পাবেন বাংলাদেশীয়। সারা বিশ্বে যত বাঙালি মেধাবৃত্তি ভাঙিয়ে খাচ্ছেন, তার মধ্যেও বাংলাদেশী বাঙালি পাবেন নজরকাড়া। এদেশের বাঙালির মনন ও চিন্তার বিকাশে কোথাও যেন ছেদ পড়েছে। মানুষের সুকুমার বৃত্তিগুলো তখনই দীপ্ত হবে, যখন সে দুধে ভাতে থাকবে। এই রাজ্যে তো বটেই এদেশের বাঙালিরা কি আর দুধে ভাতে ছেড়েই দিন, জলে ভাতেও কি আছে ? আমাদের থেকে কয়েকগুণ ছোট্ট, জন্মেই পঙ্গু দেশটি পঞ্চাশ বছরে মাথাচাড়া দিয়ে উঠে দৌড়তে শুরু করে দিয়েছে। আর আমরা বোধহয় পেছাতে শুরু করেছি। এখানে শুধুই রাজনীতি করার জন্যই রাজনীতির জন্ম হয়। দেশের উন্নয়নকে ঘিরে কতটুকু রাজনীতি হয়, তার জন্য আমি আপনিই উদাহরণ। এই রাজ্যে প্রকৃত চাকরির মত চাকরি মেলা উঠেই গেছে। ছড়িয়ে ছিটিয়ে কিছু রক্তচোষা দেশজুড়ে দাপিয়ে বেড়ানো কর্পোরেট সংস্থার মানবসম্পদকে লুটেপুটে খাচ্ছে। একপ্রকার ক্রীতদাস প্রথাই সুপরিকল্পিতভাবে চালু হয়ে গেছে। জীবন বিক্রি করে আয় করতে গিয়ে কি আর মনন আর সংস্কৃতি বাঁচিয়ে রাখা সম্ভব? তাই আমরা বোধহয় হেরো হারুর দলেই নাম লেখালাম। 
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ramit Chatterjee | ০৫ ফেব্রুয়ারি ২০২১ ১১:৪৩102308
  • Thik bolechen

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে প্রতিক্রিয়া দিন