
সবই তো হল, তা কেউ যদি বলে আমার কোন ধর্ম নেই, তখন কি হবে?
সেটাও এক প্রকার ধর্মান্তরীকরণ কি না? সে ব্যাপার কি এই আইনের আওতায় আসবে?
মনে হয় আসবে না।ঃ)) কারণ, এই আইনের লক্ষ্য দুটো স্পেসিফিক আব্রাহামিক ধর্ম-- ইসলাম ও ক্রিশিয়ানিটি।
গুরুজী গোলওয়ালকরের বইয়ে দেখেছি একটা চ্যাপটার আছে--আওয়ার এনিমিজ। তাতে তিনটে সাব চ্যাপটার-- মুসলিম, খ্রীস্টান ও কম্যুনিস্ট।
আমার যদি ধর্ম না থাকে তাহলে আমি কোন ধার্মিক অনুষ্ঠান করছি না এবং কাউকে কোন 'অনুষ্ঠান' করে নিজের ধর্মহীন ধর্মে বা 'চতুরঙ্গের "না-ঈশ্বরে" কনভার্ট করছি না।
আমার ধর্মহীন ঈশ্বরহীন ধর্ম তো মননে এবং হৃদয়ে। ওরা দেখতে পাবেনা।
"আমার চলা যায়না বলা" ইত্যাদি।ঃ))
:|: | 174.254.***.*** | ১৭ জানুয়ারি ২০২১ ১৩:০৫733514ঘরকন্না। কন্যা না।
হিজি -বিজ -বিজ | 2603:8000:b101:f400:84b0:8008:1e37:***:*** | ১৭ জানুয়ারি ২০২১ ১৪:১৬733515@Ranjan রায় "রবীন্দ্রনাথ নিয়ে আটটা আপাতঃ মুসলিম বিরধী কোটেশন (হোয়াতে ঘুরছে) বংগে শুরু হয়েছে।
আমার লক্ষ্য একের পর এক সেগুলোকে তুলে ধরা।"
যতদূর মনে পরে আপনি এটা লিখেছিলেন ।সেটা পাওয়া যাবে কি?
হিজি বিজ বিজ,
পাওয়া যাবে। একদিনের সময় দিন। বছর দুই আগের কথা।
তবে এগিয়ে চারনম্বর প্ল্যাটফর্ম ভালই কাজ করেছেন বলে মনে পড়ছে।
প্রতিভা সরকার এবং এলেবেলে সঠিক বলতে পারবেন।
আমি দেখছি।
হিজবিজবিজ,
টই দেখুন।